# আমার বাংলা ব্লগে আজকে আমার প্রকৃতিক দৃশ্য অংকন 🎨

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ৬ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | | বর্ষাকাল |

আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।আজকে আমি প্রাকৃতিক দৃশ্য আকা নিয়ে আয়োজন ।চলুন শুরু করি ।

আমার আজকের আকা ছবি :



IMG_20210821_142243.jpg


এই ছবিটি আমার দেশের বাড়ি বাংলাদেশের দক্ষিন অঞ্চল নদী এলাকা নিয়ে আকা ছবি ।এমনি ভাবে নদীর পাশে গ্রাম এক মনোরম পরিবেশ দেখলে মনে পরে ছোটো বেলায় গ্রামে অতিবাহিত করা কিছু মুহূর্ত। নদীতে পাল তুলে নৌকা ভেসে যায় ।মাঝি গান ধরে ।দে দে পাশ তুলে দে ,মাঝি হেলা করিস না .........
ধাপে ধাপে আকি গ্রামের সেই স্মৃতি মনে করে ।



প্রথমধাপ

IMG_20210821_142104.jpg




দ্বিতীয়ধাপ

IMG_20210821_142128.jpg




তৃতীয়ধাপ

IMG_20210821_142151.jpg




চতুর্থধাপ

IMG_20210821_142209.jpg




পঞ্চমধাপ

IMG_20210821_142228.jpg




শেষধাপ

IMG_20210821_142243.jpg


ছবিটি আর্ট করতে যা লাগবে :-



IMG_20210821_151400.jpg


আকার জন্য প্রথমে A4 সাইজের কাগজ নিতে হবে ।
এরপর পেন্সিল দিয়ে প্রথমে নদীর পাড়ের ঘরবাড়ির দৃশ্য আট করতে হবে ।এরপর নদী আর্ট করে নদীতে নৌকা একে তাতে পাল দিতে হবে ।তারপর চারপাশের বড়গাছ গুলি একে রং দেওয়ার পালা।
প্রথমে নদীর সাইটে গ্রাম সূর্য কালার করে এরপর ঘর গুলো এভাবেই পর্যায় ক্রমে পুরা রং করে ।শেষধাপে ফাইনাল ভাবে চেক করে আকা শেষ করা ।

এই ছিলো আমার গ্রামের বাড়ির স্মৃতি উপলক্ষে আমার আকা ছবি ।আশা করি ভালো লাগবে ।

ধন্যবাদ সবাকে

Sort:  
 3 years ago 

ধাপে ধাপে প্রকৃতির অংকনটি দারুন এঁকেছেন

অনেক সুন্দর আর্ট করেছেন।ধাপে ধাপে চিত্র গুলো উপস্থাপন করার কারনে আমার কাছে বুঝতে সুবিধা হয়েছে।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও পোষ্টটি পরার জন্য ভাই

 3 years ago 

ভালো এঁকেছেন ছবিটি। তবে আরো যত্নশীল হতে হবে। যোগাযোগ করবেন আমাদের সঙ্গে ডিসকর্ডে। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য ।চেষ্টা করবো যথা সাধ্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.030
BTC 79799.02
ETH 3205.64
USDT 1.00
SBD 2.73