আমার আজকের লোকসঙ্গিত "আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা " ( 10% shy-fox)
আসসালামু আলাইকুম ।আদাব ।কেমন আছেন সবাই ?আশা করি সবাই ভালো আছেন ।আমিও ভালো আছি ।আজ আমি আপনাদের সাথে একটি লোকসঙ্গিত শেয়ার করবো ।
এই লোকসঙ্গিতটির কথা সুর করেছেন বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম ।বাংলা গানের জগতে তিনি উজ্জল নক্ষত্র ।তার প্রতিটি গান অন্তর ছুয়ে যায় প্রায় দেড় হাজার গানের স্রষ্টা তিনি ।তার গান বাংলাদেশের লোকসঙ্গীতের আঙ্গিনা ছাড়িয়ে চলে গেছে দেশের বাহিরে ।এই গানটি আমার খুব ভালো লাগে ।যখনি সময় পাই তখনি শুনি এই গানটি ।যখন বেশি আপসেট থাকি তখন শুনি ।তখন মন ভালো হয় ।চলুন গানটি শুরু করি ।
গানটির লিংক :
গানটির লিরিক্স :
আগে কি সুন্দর দিন কাটাইতাম :
কথা ও সুরকার :শাহ আব্দুল করিম ।
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম।
হিন্দু বাড়িতে যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম
জারি গান, বাউল গান
আনন্দের তুফান
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম।
বর্ষা যখন হইত,
গাজির গান আইত,
রংগে ঢংগে গাইত
আনন্দ পাইতাম
কে হবে মেম্বার,
কে বা সরকার
আমরা কি তার খবরও লইতাম
হায়রে আমরা কি তার খবরও লইতাম।
আগে কি সুন্দর দিন কাটাইতাম।
করি যে ভাবনা
সেই দিন আর পাব নাহ
ছিল বাসনা সুখি হইতাম
দিন হইতে দিন
আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম….
ধন্যবাদ সবাইকে আশা করি গানটি ভালো লাগবে সবার ।
আপনার গানটা খুব সুন্দর হয়েছে।আপনার গানের গলাটাও বেশ সুন্দর।চালিয়ে যান ভাই। শুভকামনা রইল
আপনার জন্যও শুভকামনা রইলো ভাই।
আপনার গান বলার প্রচেষ্টা অনেক ভালো ছিল। সুন্দর ভাবেই গেয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য। 😍😍
ধন্যবাদ ভাই।
গানটা সবার মুখের গান অন্তরের গান।গান্টি রক সময় যখন ছোট ছিলাম রাস্তায় খেলতাম আর সবাই গাইতাম।খুবই সুন্দর ভাবে গানটি গেয়েছেন আপনি।আপনার উচ্চারন ভালো ছিল আপনার জন্য শুভ কামনা রইলো।
ধন্যবাদ সুচিন্তিতো মতামতের জন্য ।
আপনার গানটি জাস্ট অসাধারণ হয়েছে। আসলেই অসাধারণ হয়েছে। শুনতে খুবই ভালো লেগেছে।সুন্দর গান গেয়ে আমাদের মনোরঞ্জন করারা জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া 😊😊
ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টস এর জন্য।
আপনার গাওয়া গানটি খুবই ভাল হয়েছে। এটা আমার পছন্দের একটি গান। আপনার গলাটা বেশ মধুময়। ধন্যবাদ এত সুন্দর একটি গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকেও ভাই
দারুণ গেয়েছেন ভাইয়া, এইসব লোকসংগীত গুলি আমার কাছে খুব ভালো লাগে।কারণ এই গানগুলো মাটি ও জীবনের সঙ্গে মিশে যায়।ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ গানটি শোনার জন্য।
ভাইয়াআপনার গানের গলার ভক্ত হয়ে গেলাম।আপনি অনেক করে গানটি গেয়েছেন।অনেক শুভ কামনা রইল।
ধন্যবাদ ভাই ।