# আমার আজকে "পুরাতন আয়না দিয়ে ডিজাইন করা ওয়ালমেট আয়না তৈরি "।(shy-fox 10%)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ,আদাব ।কেমন আছেন সবাই । আশা করি ভালো আছেন । আমি ও ভালো আছি ।তবে শীত একটু বেশি পরছে তো তাই মজাও যেমন হয় আবার কষ্ট ও হয় ।অনেক দিন থেকে ভাবতেছি নতুন কিছু বানাবো নতুন কিছু বানাবো ।তা হয়ে উঠছিলো না । আজকে বসে বানিয়েই ফেললাম।ঘরে একটা পুরাতন আয়না ছিলো সেটাকে কেউ দেখেনা ।চিন্তা করলাম এর উপর ডিজাইন করে ওয়ালে সেট করি ।তাহলে ভালো লাগবে দেখতে । সবাই তখন পুরাতন আয়না ফেলে দে ফেলে দে বলবে না ।বাছ যে চিন্তা সেই কাজ । যা যা লাগবে সব সংগ্রহ করে বানিয়ে ফেললাম ধাপে ধাপে সুন্দর আয়না ওয়ালমেট । চলুন তাহলে দেখে নেই কেমন করে বানিয়েছি ।


আমার আয়না ওয়ালমেট :


IMG_20211127_112921.jpg


আয়না ওয়ালমেট বানানোর উপকরন :


প্রথমে একটি পুরাতন আয়না ।

একটু মোটা কাগজ গোল করে কাটা ।

আটটি কাচের চুরি ।

পুথি আটটি।

সুতা দুই কালারের।

সাদা কাগজ ।

গাম ।

কেচি ।


IMG_20211127_112859.jpg

IMG_20211127_112848.jpg

IMG_20211127_120103.jpg


আয়না ওয়ালমেট বানানোর পদ্ধতি :


প্রথম ধাপ :


IMG_20211127_112830.jpg

IMG_20211127_112620.jpg


প্রথম ধাপে মোটা গোল করে কাটা কাগজ এর চারপাশ ব্লু রং এর সুতা দিয়ে পুরাটা পেচিয়ে নিবো ।সুন্দর ভাবে পেচিয়ে নিবো যাতে বেশি ফাক না থাকে ।


দ্বিতীয় ধাপ :


IMG_20211127_112707.jpg

IMG_20211127_112656.jpg

IMG_20211127_112643.jpg


এই ধাপে সুতা পেচিয়ে নিয়ে এরপর আয়না বসানোর পাশে একটি রঙিন কাগজ কেটে গাম দিয়ে লাগিয়ে নিবো ।এরপর আয়নায় গাম দিয়ে এই কাগজ লাগানো পাশে আয়নাটি লাগিয়ে নিবো।


তৃতীয় ধাপ :


IMG_20211127_112749.jpg

IMG_20211127_112736.jpg

IMG_20211127_112723.jpg


এই ধাপে কাঁচের চুড়িগুলোতে একটা একটা করে কমলা পেচিয়ে নিবো ।এভাবেই আটটি চুড়ি সুতা পেচিয়ে নিবো ।


চতুর্থ ধাপ :


IMG_20211127_112554.jpg

IMG_20211127_112540.jpg

IMG_20211127_112530.jpg

IMG_20211127_112517.jpg


এই ধাপে সুতা লাগানো চুড়ি গুলোকে এবার গাম দিয়ে আয়না লাগানো সুতা পেচানো কাগজটির সামনে একটা একটা করে লাগিয়ে নেব।


পঞ্চম ধাপ :


IMG_20211127_112444.jpg

IMG_20211127_112455.jpg

IMG_20211127_112433.jpg


এই ধাপে সাদা কাগজ নিয়ে কাটতে হবে ফুল বানানোর ।


ষষ্ঠ ধাপ :


IMG_20211127_112417.jpg

IMG_20211127_112402.jpg

IMG_20211127_112339.jpg


এই ধাপে ফুল গুলো ভালো করে কেটে গাম দিয়ে লাগিয়ে নিবো ।


সপ্তম ধাপ :


IMG_20211127_112330.jpg

IMG_20211127_112314.jpg

IMG_20211127_112251.jpg


এই ধাপে ফুল গুলো বানানো হলে পুথি গুলো গাম দিয়ে লাগিয়ে নেব ফুলের মধ্যে একটু শক্ত করে ।


অষ্টম ধাপ :


IMG_20211127_112236.jpg

IMG_20211127_112224.jpg

IMG_20211127_112154.jpg


এই ধাপে ফুল গুলো আয়না লাগানো চুড়ি লাগানো মেটটির ওপর গাম দিয়ে লাগিয়ে নিবো ভালোকরে ।আটটি ফুল সুন্দর করে লাগিয়ে নিবো ।


ফাইনাল ধাপ :


IMG_20211127_130847.jpg

IMG_20211127_112921.jpg


ভালো করে চেক করে নিতে হবে ।এরপর ওয়ালের উপর সুন্দর ভাবে ডিজাইন করে ঝুলিয়ে দিতে হবে ।যাতে সুন্দর লাগে সেই ভাবে ।


IMG_20211127_112144.jpg


সর্বশেষ নিজের সেলফির সাথে আয়না লাগানো ওয়ালমেটটি।আশা করি সবার ভালো লাগবে ।ধন্যবাদ পোষ্টটি দেখার জন্য ।


>> আমি মিজানুর রহমান। আমি একজন বাংলাদেশী বাঙালি। আমি বাংলায় কথা বলি,বাংলায় গান গাই ,বাংলায় হাসি ,বাংলায় নাচি ,বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।



Sort:  

আপনার ক্রিয়েটিভিটি দেখে আমি সত্যিই মুগ্ধ ভাই, একটা মনে পড়ে গেলো দেখে"দাগ থেকেই দারুন কিছু" ঠিক তেমনি ফেলনা আয়না থেকেও যে সুন্দর ওয়ালমেট বানানো সম্ভব তা দেখালেন আজকে আপনি। খুব সুন্দর ছিলো ভাই, শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য শুভ কামনা রইলো ভাই।

আপনার এই পোস্টটি সত্যি মনমুগ্ধকর। আপনি অসাধারণ প্রতিভাবান, একজন মানুষের মধ্যে আল্ট্রা লেভেলের প্রতিভা থাকলে এমন চিন্তা মাথার মধ্যে আসে। আপনি এটি একটি ব্যতিক্রম কাজ করেছেন, আয়না দিয়ে অলমেট সচরাচর দেখা যায় না। আপনি অনেক সুন্দর একটি অলমেট বানিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুচিন্তিতো মতামতের জন্য।

 3 years ago 

পুরাতন আয়না দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। আপনার বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেলাম। আপনি পুরাতন আয়না কাজে লাগিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর কমেন্টস এর জন্য।

 3 years ago 

পুরনো একটি আয়না দিয়ে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। এটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ওয়ালমেট টি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি এতে আবার চেহারাও দেখা যাবে এটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার পরিবেশনা টাওঅনেক সুন্দর ছিল ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার সংবেদনশীল মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 65765.48
ETH 2628.78
USDT 1.00
SBD 2.66