আমার বাংলা ব্লগে আজকে আমার পাট শাক ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবার ভালো লাগবে।

আজ -১৪ই আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ |বুধবার | শরৎকাল |

ছোটবেলা থেকেই শাক আমার একটা পছন্দের খাবার। আজ আমি আপনাদের সাথে পাট শাকের ভাজি রেসিপি শেয়ার করব ।


IMG_20210925_113510.jpg


প্রয়োজনীয় উপকরণঃ

০১.পেঁয়াজ কুচি।
০২.মরিচ কুচি ।
০৩.লবণ।
০৪.তেল।
০৫.পাট শাক
০৬.রসুন।


IMG_20210925_105403.jpg

IMG_20210925_104952.jpg

IMG_20210925_104612.jpg


প্রস্তুতপ্রনালী:


প্রথম ধাপ


IMG_20210925_105641.jpg

পাট শাক ভালোমতো ধুয়ে নিতে হবে।


দ্বিতীয় ধাপ


IMG_20210925_110419.jpg

এই ধাপে চুলায় কড়াই দিয়ে তাতে পাট শাক দিয়ে দুই কাপ পানি দিয়ে সিদ্ধ করতে হবে ।সাথে কাচা মরিচ কুচি দিতে হবে ।এবং স্বাদ মতো লবন দিতে হবে ।


তৃতীয় ধাপ


IMG_20210929_211923.jpg

এরপর ঢেকে রাখতে হবে 15 মিনিট এর মতো ।


চতুর্থ ধাপ


IMG_20210929_211953.jpg

এই ধাপে ঢাকনা উঠিয়ে নাড়তে হবে ।যাতে পানি শুকিয়ে পুরে না যায়।


পঞ্চম ধাপ


IMG_20210929_212003.jpg

এরপর সিদ্ধ হলে উঠিয়ে রেখে আবার কড়াইতে তেল দিতে হবে ভাজার জন্য।


ষষ্ঠ ধাপ


IMG_20210929_212032.jpg

পিয়াজ রসুন দিয়ে ভাজতে হবে হালকা বাদামী করে।


সপ্তম ধাপ


IMG_20210929_212057.jpg

পিয়াজ রসুন ভেজে বাদামী করতে হবে নেড়ে চেড়ে।


অষ্টম ধাপ


IMG_20210929_212118.jpg

এই ধাপে সিদ্ধ করা শাক তেলে ভাজা পিয়াজের মধ্যে দিতে হবে।


নবম ধাপ


IMG_20210929_212106.jpg

এই ধাপে ভালোমতো পাট শাক নেড়ে চেড়ে লবন চেক করে উঠিয়ে পরিবেশন করতে হবে।


ফাইনাল ধাপ


IMG_20210929_212129.jpg

বাছ হয়ে গেলো সুন্দর লোভনীয় মজাদার পাট শাকের ভাজি । আশা করি ভাল লাগবে ।ধন্যবাদ।



Sort:  
 3 years ago 

আসলে পাট শাক ভাজি খেতে অত্যন্ত ভালো লাগে গরম ভাতের সাথে। আপনি খুবই মার্জিত সাবলীল ভাষায় আমাদের মাঝে পরিবেশন করেছেন। যা আমাদের বুঝতে সহজ হবে যে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59171.28
ETH 2598.57
USDT 1.00
SBD 2.42