আমার আজকের "ডিমের খোসা দিয়ে গোলাপ ফুলের ওয়ালমেট তৈরি ।" (shy-fox 10%)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম,আদাব।কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন ।আমিও ভাল আছি ।তবুও আবহাওয়া পরিবর্তনের জন্য একটু সর্দি জ্বর আছে ।শীতের আগমনে চারদিকে পিঠার আমেজ ।ফুলে ফুলে চারদিক মুখরিত ।নতুন কিছু বানানোর চিন্তা করতেছিলাম ।যে কি করা যায় ।হঠাৎ ডিমের খোসা দেখে মাথায় একটা বুদ্ধি আসলো ওয়ালমেট বানাই ফেলি । যে চিন্তা সেই কাজ ।ডিমের খোসা সংগ্রহ করলাম এর পর মোটা আর্ট পেপার দিয়ে বানিয়ে ফেললাম ওয়ালমেট ।চলুন তাহোলে ধাপে ধাপে দেখে নেই কিভাবে তৈরি করা যায় ।


ডিমের খোসার ওয়ালমেট :


IMG_20211201_140846.jpg


ওয়ালমেট তৈরির উপকরন :


চারটি ডিমের খোসা ।

একটি আর্ট পেপার।

পেন্সিল একটি ,পেন্সিল কাটার ,রাবার।

পেষ্ট রং ।

কেচি একটি ।

গাম ।

স্কেল একটি ।


IMG_20211201_142311.jpg

IMG_20211201_142302.jpg

IMG_20211201_130128.jpg


ডিমের খোসা দিয়ে গোলাপ ফুলের ওয়ালমেট তৈরির পদ্ধতি :


প্রথম ধাপ :


IMG_20211201_142356.jpg

IMG_20211201_142349.jpg


প্রথম ধাপে স্কেল দিয়ে চারপাশ দাগ কেটে নিবো ।এরপর ফুলটি আর্ট করা শুরু করবো ।


দ্বিতীয় ধাপ :


IMG_20211201_142517.jpg

IMG_20211201_142506.jpg


এই ধাপে ফুলটির নিচের ডালটি আর্ট করবো ধীরে ধীরে ।


তৃতীয় ধাপ :


IMG_20211201_142807.jpg

IMG_20211201_142734.jpg

IMG_20211201_142722.jpg


এই ধাপে ডালটির সাথের দুইপাশে পাতা আর্ট করে নিবো ।এরপরে পাতার ভিতরের সির গুলাও আর্ট করবো ।


চতুর্থ ধাপ :


IMG_20211201_142901.jpg

IMG_20211201_142840.jpg

IMG_20211201_142817.jpg


এই ধাপে গোলাপের অবয়ব আর্ট করতে হবে ।আস্তে আস্তে করে ।


পঞ্চম ধাপ :


IMG_20211201_143044.jpg

IMG_20211201_143019.jpg


গোলাপের উপরের অংশ একে নিবো নিখুত করে ।


ষষ্ট ধাপ :


IMG_20211201_143147.jpg

IMG_20211201_143132.jpg

IMG_20211201_143119.jpg


এই ধাপে আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা ডিমের খোসা গাম দিয়ে দিয়ে লাগিয়ে নিবো উপরের অংশে।


সপ্তম ধাপ :


IMG_20211201_143233.jpg

IMG_20211201_143224.jpg

IMG_20211201_143158.jpg


ডিমের খোসা ফুলের উপরের অংশে পুরাপুরি গাম দিয়ে লাগিয়ে নিবো ।


অষ্টম ধাপ :


IMG_20211201_143301.jpg

IMG_20211201_143249.jpg


এই ধাপে ফুলের নিচের ডালে আর পাতায় গাম দিয়ে ডিমের খোসা লাগিয়ে নিবো ।


নবম ধাপ :


IMG_20211201_143337.jpg

IMG_20211201_143330.jpg

IMG_20211201_143323.jpg


এই ধাপে গোলাপের উপরের অংশে লাল রং দিবো ।যেহেতু লাল গোলাপ ।

দশম ধাপ :


IMG_20211201_143432.jpg

IMG_20211201_143355.jpg


এরপরে এই ধাপে ফুলের পাতায় সবুজ রং করবো ।এরপর ডালটি টিয়া রং করে নিবো ।


ফাইনাল ধাপ :


IMG_20211201_141045.jpg

IMG_20211201_140846.jpg


এই ধাপে ফুলটির চারপাশে কাল রং এর বিট দিয়ে নিবো যাতে সুন্দর লাগে দেখতে ।আর হয়ে গেল ডিমের খোসা দিয়ে গোলাপ ফুলের ওয়ালমেট ।আশা করি সবার ভালো লাগবে ।


IMG_20211201_140828.jpg


নিজের সেলফির সাথে ওয়ালমেটটি ।ধন্যবাদ সবাইকে পোষ্ট টি পড়ার জন্য ।


Device --Redmi 5
photo by--khan55


আমি মিজানুর রহমান। আমি একজন বাংলাদেশী বাঙালি। আমি বাংলায় কথা বলি,বাংলায় গান গাই ,বাংলায় হাসি ,বাংলায় নাচি ,বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।



Sort:  
 3 years ago 
  • ডিমের খোসা দিয়ে ওয়ালমেট ব্যাপারটি বেশ দারুন, আপনার অসাধারণ চিন্তাশীল মনোভাব দেখে আসলেই আমি মুগ্ধ হয়েছি। আপনার যে কি সৃজনশীল চিন্তাভাবনা সেটি আপনার পোষ্টের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। ব্যাপারটি বেশ ইউনিক হয়েছে। মাত্র ১০ টি ধাপে আমাদের মাঝে অসাধারণভাবে ওয়ালমেট টি উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার অংকন দক্ষতা তো ভীষণ সুন্দর।গোলাপ ফুলটি যেমন সুন্দর ভাবে এঁকেছেন, তেমনি সুন্দরভাবে ডিমের খোসা দিয়ে গোলাপ ফুলটি বানিয়েছেন। এই ওয়ালমেটটি আমার কাছে একদমই ইউনিক লেগেছে। অনেক ধৈর্য্য সহকারে আপনি কাজটি করেছেন যা দেখার মত ছিল। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা সৃজনশীল পোস্ট আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বাহ আপনি চারটি ডিমের খোসা ব্যবহার করে এত সুন্দর একটি গোলাপ ফুলের ওয়ালমেট তৈরি করেছেন যেটা চিন্তাই করা যায় না ।খুবই সুন্দর হয়েছে আপনার গোলাপ ফুলটি। আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিমের খোসা যেটা ফেলে দেওয়া হয় সেটা কে আপনি রং করে সুন্দর কাজে লাগিয়েছেন। যা দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুচিন্তিতো মতামতের জন্য।

 3 years ago 

ডিমের খোসা দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালেট তৈরি করেছেন। আমার অনেক ভালো লেগেছে। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনার উপস্থাপন দেখি এটি আমি শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই।

ভাইয়া সত্যিই অসাধারণ হয়েছে ডিমের খোসা দিয়ে এতো সুন্দর ফুল বানিয়েছেন আমার অনেক ভালো লেগেছে শুভকামনা ভাইয়া।😍😍

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68236.23
ETH 2643.41
USDT 1.00
SBD 2.70