আমার বাংলা ব্লগে আমার আজকের গান "সোয়াচান পাখি আমার " 10 % shy- fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আজ - ২৫ ই ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | শরৎকাল |

আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।


আজ আমি আপনাদের সাথে বেদনাদায়ক একটি গান সোয়াচান পাখি আমার শেয়ার করব।আশা করি ভালো লাগবে গানটি ।



গানটির লিংক :




সোয়াচান পাখি আমার লিরিক্স:

সুরকার: উকিল মুন্সি
শিল্পি : বারি সিদ্দীকি ।

শুয়াচান পাখি আমার, শুয়াচান পাখি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি

তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি
তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি

আজ কেন হইলি নিরব,
মেলো দুটি অখিরে, পাখি..
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি

বুলবুলি আর তোতা ময়না, কত নামে ডাকি
তরে, কত নামে ডাকি
শিকল কেটে চলে গেলে,
কারে লয়া থাকিরে, পাখি..
আমি ডাকি তুমি ঘুমাইছ নাকি

তোমার আমার এই পিরিতি, চন্দ্র সুর্য সাক্ষী
তোমার আমার এই পিরিতি, চন্দ্র সুর্য সাক্ষী

হঠাৎ করে চলে গেলে
বুঝলামনা চালাকিরে, পাখি
আমি ডাকি তুমি ঘুমাইছ নাকি

শুয়াচান পাখি আমার, শুয়াচান পাখি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ না

Location

Thanks

Sort:  

আপনার পরিবেশন করা গান টি খুব সুন্দর গেয়েছেন।গানটি খুবই পরিচিত একটি গান।অনেক সুন্দর হয়েছে আপনার পোস্টটি। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

সুনদর কমেন্টস এর জন্য অসংখ্যা ধন্যবাদ

 3 years ago 

সুন্দর গেয়েছেন। বহুদিন পরে বারী সিদ্দীকির গান শুনলাম। অনেক আবেগপ্রবন।

 3 years ago 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57050.09
ETH 3060.34
USDT 1.00
SBD 2.32