আমার আজকের রেনডম চিরিয়াখানার প্রানীদের ফটোগ্রাফি পর্ব-1 "[shy-fox--10%]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুয়ালাইকুম আদাব ,


আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ।ভ্রমন বিলাসী ভ্রমণ করতে খুব ভালোবাসি ।যখন সুযোগ পাই তখন ভ্রমণ করতে বের হই। এমনই সুযোগ পেয়েছিলাম চিড়িয়াখানা ঘুরতে যাওয়ার । চিড়িয়াখানায় ঘুরতে বেশি ভালো লাগে ।কারন এখানে বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পাওয়া যায় । অন্য কোথাও এরকম ভাবে দেখতে পাওয়া যায় না ।এরকম ভাবে ঘুরতে গেলে দেখতে পাওয়া যায় না তাই মাঝে মাঝে চিড়িয়াখানায় যাই ঘুরে আসি। আজকে চিড়িয়াখানা ঘুরতে যাওয়ার প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করব ।রংপুর চিরিয়াখানায় ঘুরতে যাওয়ার অভিক্ষতা । যে প্রানীগুলোর দেখেছি তা শেয়ার করবো।আশা করি সবার ভালো লাগবে।আজকের প্রানি গুলো হলো :--

১। বাঘ।

২।সিংহ ।

৩।ভাল্লুক।

৪।ঘোড়া।

৫।গাধা।

৬।আজগর সাপ।

৭।খরগস।

৮।হরিন।

৯।বানর।

চলুন তাহোলে দেখে নেই :-


চিরিয়াখানার বাগের ফটোগ্রাফি ।বিপদগ্রস্ত বলে সেফটি আগে মনে করে বাঘকে অনেক খাচার গভীরে রাখেছেন চিরিয়াখানা কতৃপক্ষ ।কারন কার উপর চড়াও হয় তাই।

received_1390587061376180.jpeg


চিরিয়াখানার সিংহের ফটোগ্রাফি ।বিপদগ্রস্ত বলে সেফটি আগে মনে করে বাগকে অনেক খাচার গভীরে রাখেছেন কতৃপক্ষ ।কারন কার উপর চড়াও হয় তাই।


received_1106842583403913.jpeg


এটি ব্লাক বিয়ার এর ছবি ।এই ছবির মধ্যে এটি আমার কাছে সব থেকে বেশি প্রিয় ।


received_3030283453968739.jpeg


মার্কিন রেড হর্স এর ফটোগ্রাফি।
দেখতে মায়াবি ঘোড়ার মতো লাগে ।

received_2813925158906183.jpeg


এটি গাধার ফটোগ্রাফির ।আর গাধা দেখতে নিরিহ হলে খুব চিৎকার মারতে পারে ।

received_3588439008049888.jpeg


ব্রহ্মদেশীয় পাইথন সাপ দেখতে অজগর এর মতো ।সুন্দর ।

received_1687415881601855.jpeg


এইটি দৈত্য খরগসের ফটোগ্রাফি ।খরগস খুব প্রভুভক্ত প্রানী ।এগুলো বাড়িতে পোষ মানানো হয় ।

received_270275018519393.jpeg


received_472051444377738.jpeg


received_471193664554663.jpeg


এই গুলো ফরমোসান সিকা হরিন ।এগুলো দেখতে খুবই সুন্দর ও চমৎকার হয় ।


received_1327278621110373.jpeg

এই গুলো বানোরের ফটোগ্রাফি ।এরা খুব মিশুক প্রকৃতির হয় ।মানুষের কাছে কাছে থাকতে ভাল বাসে ।মানুষ যা দেয় তা খেতে ভালোবাসে ।


বিষয়রেনডম চিরিয়াখানার পশুদের ফটোগ্রাফি
ফটোগ্রাফার@khan55
Device camaraRedmi 5
লোকেশনhttps://w3w.co/boast.stud.natural

এই ছিল রংপুর চিরিয়াখানার পশুদের ফটোগ্রাফি আশা করি ভাল লাগবে সবার ।এরপরে পাখিদের ফটোনিয়ে হাজির হবো ।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ।



Sort:  
 2 years ago 

চিড়িয়াখানায় তোলা প্রাণী গুলো ছবি অনেক সুন্দর হয়েছে । আপনি ছবিগুলোকে দক্ষতা সহকারে আপনার মুঠোফোনে মধ্যে আবদ্ধ করেছেন । তাছাড়া সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি বর্ণ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য।

 2 years ago 

চিড়িয়াখানার বিভিন্ন প্রাণীদের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে চিড়িয়াখানার ভেতরে থাকা এসব প্রাণীদের ফটোগ্রাফি করেছেন। হরিণের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। দারুন সব প্রাণীদের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

শুভ কামনা ও ধন্যবাদ রইল ভাই সুন্দর কমেন্টস এর জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে। হরিণের ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ ছিল। এত সুন্দর ফটোগ্রাফি মাঝে মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য।

 2 years ago 

চিড়িয়াখানার প্রাণী দেখতে অনেক সুন্দর ফটোগ্রাফি করলেন। আমার সব প্রাণীদেরকে দেখে খুবই মন খারাপ হয়ে গেল। আমরা যখন চিটাগাং চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম তখন ওখানে ওসব পশুপাখিদের কে দেখে আমার খুবই খারাপ লেগেছিল। সবাই খাঁচার মধ্যে বন্ধ থাকার কারণে দেখতে আমার কাছে খুবই খারাপ লাগলো। ঘুরাঘুরি করতে এমনিতেই ভাল লেগেছিল। আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 2 years ago (edited)

ধন্যবাদ আপু সুন্দর কমেন্টস এর জন্য।

 2 years ago 

চিড়িয়াখানায় বিভিন্ন রকম প্রানীদের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনারা ফটোগ্রাফির মাধ্যমে আমরা দেখতে পেলাম, আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 54852.52
ETH 2440.67
USDT 1.00
SBD 2.18