ঈদের দিনের অনুভূতি||০৫-০৫-২০২২||১০% লাজুক খ্যাকের জন্য by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদের দিনের অপেক্ষায় থাকে পুরা মুসলিম বিশ্ব। ঈদের দিন সবাই বিভিন্ন প্রোগ্রাম করে বা প্রিয় মানুষদের সাথে ঘোরাঘুরি করার সিদ্ধান্ত নেয়। আপন মানুষ গুলোর সাথে ঈদ আনন্দ ভাগ করে নেবে বলে দূর-দূরান্ত থেকে আপন ঠিকানায় ছুটে আসে। এক মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরের দিনটা কেমন কেটেছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত আমার কাটানো কিছু স্মৃতি আমি এখন আপনাদের মাঝে তুলে ধরব। যদিও সারাদিন বৃষ্টির কারণে সেরকম আকর্ষণীয় কোন অনুভূতি নেই তবে তার পরেও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো।
চলুন তাহলে শুরু করা যাক।

20220505_070803-COLLAGE.jpg

চাঁদ রাতে ঘুমাতে অনেক দেরি হয়েছিল আর ঈদের দিন বলে কথা মনের মাঝে অন্য রকম একটা অনুভূতি কাজ করছিল যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আকাশটা খুব মেঘলা এই বুঝি বৃষ্টি নামবে হালকা বাতাস হচ্ছিল আর চারিদিকে মেঘে অন্ধকার হয়ে গিয়েছিল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে বের হতেই হালকা গুড়ি গুড়ি বৃষ্টির দেখা পেলাম। জানালার পাশে গিয়ে বৃষ্টির মজা উপভোগ করছিলাম আর সময় পেরোতেই বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছিল। হালকা বাতাস আর প্রচন্ড বৃষ্টি ভাবলাম আজকে হয়তো সকালে প্রচুর বৃষ্টি হবে কিন্তু সারাদিন অনেক পরিষ্কার থাকবে কিন্তু আসলে বৃষ্টি থামছিল না। কিছু সময় পরে আম্মু খাবার জন্য ডাকলো, ঈদের দিন আমাদের বাসায় একটু সকাল সকাল রান্নাবান্না হয়ে যায় কারণ ঈদের মাঠে যাওয়ার আগেই যেন সবাই খাওয়া-দাওয়া শেষ করে যেতে পারে। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলাম এবং আমি আবার জানালার পাশে এসে দেখলাম সেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিছু সময় পরে জানালা বন্ধ করে ভাবলাম একটু ঘুমাবো, ঠান্ডা আবহাওয়ায় একটু কাত হওয়া মাত্রই ঘুমিয়ে গিয়েছিলাম। প্রায় এক ঘন্টা ঘুমানোর পরে দেখলাম বাইরের আবহাওয়া টা কিছুটা পরিষ্কার হয়েছেন আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ভাবলাম একটু বাইরের দিকে যাব তা গুড়িগুড়ি বৃষ্টি দেখে আবার বাসার ছাদের উপর বৃষ্টিভেজা একটি ছবি তুলেছিলাম সেটা শেয়ার করেছি। পরবর্তীতে রাস্তার ধার দিয়ে হাঁটতে হাঁটতে মেঘলা আকাশের ছবি তুললাম ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছে।

20220503_090147.jpg

20220503_095703.jpg

বৃষ্টি ভেজা সকাল।

what3words address.
https://w3w.co/justifies.roomful.expanding

20220503_112831.jpg

20220503_112257.jpg

20220503_112303.jpg

20220503_112229.jpg

ঈদগাহে নামাজ আদায়।

what3words address.
https://w3w.co/justifies.roomful.expanding

সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ঈদের নামাজ শুরু হতে অনেক দেরী হয়ে গিয়েছিল। ঈদগা থেকে মাইকে বলে দেওয়া হল ১১:৩০ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। বৃষ্টি শেষ হয় প্রায় ৯:৩০ মিনিটের দিকে। আমরা ঠিক সকাল ১১ টার মধ্যে ঈদগাহে পৌঁছানোর জন্য গোসল করে হালকা সেমাই খেয়ে মিষ্টিমুখ করে ঈদগাহের দিকে রওনা হলাম। যদিও আমরা একটু দেরিতে পৌঁছেছিলাম তাই সামনের দিকের কাতারে বসতে পারছিলাম না, পিছনের কাতারে বসে খুতবা শুনছিলাম। আমার পাশে ছিল আমার ছোট ভাই আর আব্বু আর অন্য সাইডে ছিল আমার বড় ভাই যার কারণে শুধু আমাদের তিনজনের ছবি একসাথে তুলতে পেরেছিলাম আর মেঘলা আবহাওয়ার কারণে সবাই দ্রুত নামাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিল যার কারণে খুব বেশি ছবি তোলা হয়নি। তার পরেও খুতবা চলাকালীন সময়ে আমি ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ছবি তুলেছিলাম।

20220503_114601.jpg

20220503_114612.jpg

20220503_123846.jpg

ঈদের নামাজ শেষে।

what3words address.
https://w3w.co/justifies.roomful.expanding

আকাশটা আবার যেন বৃষ্টির আভাস দিচ্ছিল তাই সবাই নামাজ শেষে দ্রুত বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিল। নামাজ শেষে মোনাজাতের জন্য অপেক্ষা করছিলাম। নামায শেষ করার পরে ঈদগাহ গোরস্থানের কিছু ছবি তুলে পরবর্তীতে গোরস্থানের ভিতরে গিয়ে খালামণির কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করলাম। ঈদের দিনে সবাই নিজ ঈদগাহ গোরস্থানে নামাজ আদায় করে তাদের আত্মীয়-স্বজন যারা মারা গিয়েছে তাদেরকে দোয়া করে যেন তাঁরা জান্নাত বাসী হয়। পরবর্তীতে মোনাজাত শেষ করে ঈদগাহে বসা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি জাতীয় খাবার কিনলাম এবং সবার সাথে কোলাকুলি করলাম। মেঘলা আবহাওয়া দ্রুত পরিবর্তন হওয়ায় আমরা তাড়াহুড়ো করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম। আকাশে মেঘ দেখে লোকজন দলে দলে বাড়ির দিকে রওনা হলো আর আমরা আসার পথে কিছু ছবিও তুলেছিলাম সেটা শেয়ার করেছি।

20220503_184337.jpg

20220503_193946.jpg

20220503_201007.jpg

ঈদের দিনের ঘোরাঘুরি।

what3words address.
https://w3w.co/justifies.roomful.expanding

নামাজ শেষে বাসায় আসার কিছু সময় পর থেকেই বৃষ্টি শুরু হল। বৃষ্টির প্রবণতা দেখে বুঝতে পারলাম আসলে খুব সহজে থামবে না তাই ভাবলাম একটু শুয়ে ডিস্কোর্ডে আড্ডা দিই। সবার সাথে কুশল বিনিময় শেষে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখলাম বাইরের আবহাওয়া টা কিছুটা পরিষ্কার আবার মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এভাবেই যেন দিন পার হচ্ছিল। শেষবেলায় মামাতো ভাইদের সাথে একটু বাইরে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। শেষবেলায় ও আকাশের মেঘ সেই ঘোলাটে ছিল সেটা ছবি দেখেই বুঝতে পারছেন। যাইহোক সন্ধ্যা পর্যন্ত একটু ঘোরাঘুরি করে বাসায় ফেরার আগ মুহূর্তে ছোট একটি দোকান থেকে সবাই ফুচকা খেলাম এবং বাসার দিকে রওনা হলাম। আর এরই মাঝে আমাদের ঈদের দিনের অনুভূতি শেষ হয়ে গেল।

বন্ধুরা, এই ছিল আমার ঈদের আয়োজনে, আশাকরি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে।

ধন্যবাদ

@kazi-raihan

Sort:  
 2 years ago 

🥰🥰🥰🥰

 2 years ago 

আপনি ঈদের দিনের অনুভূতি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন । কিন্তু বৃষ্টি সবকিছু তছনছ করে দিয়েছে। তার পরেও আপনি অনেক ভালো সময় কাটিয়েছেন সেই সময় গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ঈদ এবং ঈদ পরবর্তী সময়গুলো আপনার ভালোই কাটছে।

 2 years ago 

ঈদের দিনে সবার ঘোরাঘুরি করার ইচ্ছা থাকে তবে বৃষ্টির কারণে সেটা বিঘ্নিত হয়েছিল।

 2 years ago 

আপনি খুবই সুন্দরভাবে আপনার ঈদের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন।আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের ঈদগাহ ময়দান।আপনাদের ঈদগাহটা একেবারেই প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়ানো।আপনার জন্য রইল শুভ কামনা।

 2 years ago 

ঈদের দিনে ঈদগাহে নামাজ আদায় করলে মন পূর্ণতা পায়।

 2 years ago 

চাঁদ রাতে আমরা সবাই একটু দেরি করে ঘুমাই , আর ঘুমাতে জতোই দেরি করি না কেন সকাল সকাল কিন্তু ঠিকই উঠে পরি। ঈদের নামাজে সবার অংশগ্রহণ এটা খুবিই ভালো লাগে।আপনি অনেক ভালো সময় পার করছেন।সব মিলিয়ে ভালো একটি ব্লগ তৈরী করছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 61240.20
ETH 3247.86
USDT 1.00
SBD 2.45