আমার মনোনয়ন : The Steemit Awards 2023

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক


  • The Steemit Awards 2023
  • ১০, ডিসেম্বর ,২০২৩
  • শুক্রবার


RNFetchBlobTmp_rascx5282s0cx08abvt8ca.jpg

@hafizulla ভাইয়ের তৈরি

আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দিনের ব্যস্ততা শেষে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন কিছু নিয়ে আলোচনা করার জন্য। পারিবারিক কাজ হোক আর দৈনন্দিন জীবনের ব্যস্ততা হোক সবমিলিয়ে দিনশেষে কমিউনিটিতে এসে সময় দেওয়া হয় যেমনটা দিন শেষে পরিবারের সদস্যদের সাথে সময় দিই। আসলে এটা তো আমাদেরই একটি পরিবার, "আমার বাংলা ব্লগ" পরিবার। আর এই গর্বিত পরিবারের একজন সদস্য হয়ে আমি নিজেকে ধন্য মনে করি। বলতে গেলে নিজের আবেগের অনেকটাই বর্তমানে ইস্টিমিট প্ল্যাটফর্মের সাথে জড়িত আছে।

Screenshot_20231209_070203_SteemPro.jpg

screenshot নেওয়া

Best Contributor to the Community:

আজ এমন একজন ব্যক্তির নাম বলবো যার কারণে অনেকের স্বপ্নপূরণ হয়েছে, নিজেকে প্রমাণ করতে পেরেছে তাছাড়া তিনি এমন একজন মানুষ যে বট বৃক্ষের মতো অনেকগুলো মানুষকে ছায়া দিয়ে আসছে। তাই এই বছর The Steemit Awards 2023 এ Best Contributor to the Community বিভাগে তাকে মনোনয়ন করবো। তিনি আর কেউ নয় তিনি হলেন আমাদের সবার প্রিয় @rme দাদা।
ভালোবাসা নিবেন দাদা। আসলে তার বিষয়ে যতই বলতে যাব যেন কম হবে কেননা একটা নির্দিষ্ট ভাষাকে কেন্দ্র করে একটি কমিউনিটি দাঁড় করানো এতটা সহজ ছিল না আর এটা তো কমিউনিটি না এটা তো আমাদের সবার পরিবার যেখানে সবাই একসাথে মিলেমিশে প্রতিনিয়ত কাজ করে এগিয়ে চলেছি। তাকে আবারও ধন্যবাদ জানাই বাংলা ভাষার এমন একটা কমিউনিটি নিয়ে আমাদের মাঝে নিয়ে আসার জন্য।

তিনি মানুষের ভালোর জন্যই নিজের শ্রম অর্থ সবকিছুই এখানে বিনিময় করেছেন আর যার ফলে আমরা সবাই একটি সুন্দর পরিবার পেয়েছি। কখনো চিন্তা করেছেন আমরা নিজের ভাষায় এত সুন্দর একটি কমিউনিটি পাব যেখানে নিজের ইচ্ছামত নিজেদের মতামত প্রকাশ করতে পারবো। এই অসম্ভবটা সম্ভব হয়েছে তার পুরোটাই কিন্তু আমাদের সবার প্রিয়@rme দাদার জন্যই। আসলে তিনি এমন একটি মহৎ উদ্যোগ নিয়েছিলেন বলেই হয়তো আমরা এই প্লাটফর্ম থেকে কিছু অর্থ আয় করতে পারছি। তার মধ্যে এমন মহান ব্যক্তি আছে বলেই হয়তো পৃথিবী এখনো এতো সুন্দর। তার এমন মহৎ উদ্যোগের কারণে কিন্তু অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে। আমি যদি আমার নিজের কথাই বলি তাহলে এই প্ল্যাটফর্ম থেকে যে অর্থ আমি আয় করি সেটা দিয়ে আমি মোটামুটি নিজের খরচটা বেশ ভালোভাবেই বহন করতে পারছি আমার পরিবারের কাছে আলাদাভাবে টাকা চাওয়ার কোন দরকার পড়ে না। তাছাড়া আরো অনেকগুলো কমিউনিটিকে তিনি এই প্লাটফর্মে সফলতার পথে নিয়ে গিয়েছেন সেগুলো হলো Beauty of Creativity,Steem Alliance,Tron Fan Club,STEEM WATCHER,Steem Dev প্রত্যেকটা কমিউনিটি আলাদা আলাদা পরিকল্পনা নিয়ে তিনি গড়ে তুলেছেন।

Best Community:

এই প্লাটফর্মে সেরা কমিউনিটি হিসেবে পরিচিত @amarbanglablog (hive-129948)। যারা এই প্লাটফর্মের সাথে যুক্ত আছেন তারাই বিষয়ে অবগত। আমি নিজেও এই কমিউনিটির সাথে দীর্ঘ দুই বছর ধরে আছি আর এই কমিউনিটিতে আমার ছোটখাট দক্ষতা গুলো তুলে ধরার চেষ্টা করি। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই কমিউনিটিতে আপনি আপনার দক্ষতা প্রকাশ করতে পারলে সেটার দাম পাবেন কিন্তু অন্যান্য কমিউনিটিতে কিন্তু তুলনামূলক মূল্যায়ন পাবেন না। আমার মনে হয় এই প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যারা কাজ করে তাদের ধারণা সবচেয়ে বেশি ভালো। তাছাড়া ধারাবাহিকভাবে কোন বিষয় নিয়ে চর্চা করলে সেটা আরো ক্লিয়ার ভাবে তুলে ধরা যায় যেটা এই কমিউনিটির সাথে যুক্ত হওয়ার পর আমি অনুভব করতে পেরেছি সেই সাথে আমার দক্ষতার মূল্যায়ন পেয়েছি।

আমার বাংলা ব্লগ কমিউনিটি বাইরের কোন সাপোর্টের জন্য নির্ভরশীল নয় । এই কমিউনিটির প্রতিষ্ঠাতা অর্থাৎ আমাদের সবার প্রিয় @rme দাদা নিজেই অনেকগুলো কিউরেশন প্রজেক্ট নিয়ে কমিউনিটির অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। যেখানে @shy-fox এর মত অনেকগুলো কিউরেশন প্রজেক্টর রয়েছে। আগেই তো বললাম এখানে দক্ষতার দাম দেওয়া হয় আমাদের সবার প্রিয় দাদা নিজেই কিউরেশন প্রজেক্ট চালু করেছে যেটা দিয়ে কোয়ালিটি পোস্টগুলো কিউরেশন করেন। শুধু তাই নয় ইউজাররা যাতে ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট তৈরি করতে পারে তার জন্য @abb-school এর মাধ্যমে বিভিন্ন মার্ক ডাউন সম্পর্কে ধারণা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আলাদা আলাদা লেভেলে আলাদা আলাদা টপিক সম্পর্কে আলোচনা করা হয়। এই প্লাটফর্ম থেকে আয় কৃত টাকা সঠিকভাবে উত্তোলনের বিষয়গুলো এখানে শেখানো হয়।

তাছাড়া প্রতি নিয়ত বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ইউজারদের ক্রিয়েটিভিটি তুলে ধরার সুযোগ দেওয়া হয়। যারা ভালো ভালো ইউনিক রেসিপি তৈরি করতে পারে তারা রেসিপি প্রতিযোগিতায় তাদের ইউনিক আইডিয়া শেয়ার করতে পারে আবার যারা ভালো আর্ট করতে পারে তারা আর্ট প্রতিযোগিতায় তাদের দক্ষতা তুলে ধরে। আবার যদি বিনোদনের কথা বলি তাহলে প্রতি রবিবারে আড্ডা ঘরে অতিথি হিসেবে ইউজারদেরকে ডাকা হয় আর মজার মজার প্রশ্ন পর্বের মাধ্যমে ইউজারদের সাথে আলাদাভাবে আড্ডা দেওয়া হয়। শুধু তাই নয় যে ইউজার অতিথি হিসেবে থাকবে তাকে সম্মানি ও দেওয়া হয়। প্রশ্ন পর্বে যারা সবচেয়ে ভালো প্রশ্ন করে তাদেরকে সম্মানি হিসেবে কিছু গিফট দেওয়া হয়। আপনি একজন মানুষ, আপনার জীবনে সমস্যা থাকতেই পারে মানুষের জীবনে সমস্যা আসবে এটাই স্বাভাবিক। তবে বর্তমান পরিস্থিতি মানুষ যে সমস্যাগুলোর সম্মুখীন হয় তার বেশিরভাগ সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে টাকার প্রয়োজন হয়। আপনি ছাত্র আপনার ছাত্র জীবনের খরচ বহন করতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আর্থিকভাবে সাপোর্ট পেতে পারেন।@abb-charity তে আর্থিক সমস্যার জন্য আবেদন করতে পারে। সেখানে আমার বাংলা ব্লগ কমিউনিটি চেষ্টা করে সহায়তা করার। এই মহৎ আইডিয়াটি কিন্তু আমাদের সবার প্রিয়@rme দাদার জন্যই সফল হয়েছে।

Best Author


আমাদের কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে থাকে। অনেকেই অনেক সময় গুরুত্বপূর্ণ সব টপিক নিয়ে পোস্ট শেয়ার করে যেগুলো থেকে দৈনন্দিন জীবনে অনেক শিক্ষা লাভ করা যায়। বিশেষ করে আমাদের কমিউনিটির প্রিয় এডমিন ভাই @hafizullah তিনি সমসাময়িক বিষয় নিয়ে অনেক ভালো লিখে থাকেন। তার প্রতিটা পোস্টে জ্ঞানমূলক অনেক বিষয় তুলে ধরেন। তার লেখা কবিতাগুলো তো অসাধারণ সুন্দর হয় আপনি রোমান্টিক কবিতা বলেন আর প্রতিবাদী কবিতা বলেন সবগুলোই সে দারুন লেখে তাছাড়া তার শেয়ার করা রেসিপি পোস্টগুলো অসাধারণ সুন্দর হয়। ইউনিক এবং লোভনীয় সব রেসিপি তার মাধ্যমে আমরা দেখতে পাই। আমি প্রতিনিয়ত তার শেয়ার করা পোস্টগুলো পড়ার চেষ্টা করি কেননা তার পোস্টের শুরুতে প্রথমেই কিছু জ্ঞান মূলক কথা লেখা থাকে যেগুলো পড়ার মাধ্যমে নিজের জ্ঞান আরো প্রসারিত হয়। এখান থেকে জ্ঞান অর্জনের মাধ্যমেই এগিয়ে যাবো এই কামনাই করি।

ধন্যবাদ সবাইকে



আমার পরিচয়


20231103_120530-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ছবি আঁকতে, ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  
 11 months ago 

অবশেষে আপনিও ভাইয়া আপনার মনোনয়ন দিলেন। বেশ সুন্দর করে গুছিয়ে আপনি আপনার মনোনয়ন তুলে ধরেছেন। আশা করি আপনার মনোনয়ন সবার কাছে গ্রহণ যোগ্য হবে। তবে আমরা যারা আমার বাংলা ব্লগের ইউজার তারা সবাই চাই আমাদের প্রিয় দাদাই এবার এ্যাওয়ার্ড পাক। ধন্যবাদ ভাইয়া আপনার মনোনয়নের জন্য।

 11 months ago 

আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

আপনার মনোনয়নের পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে আমাদের প্রিয় দাদার কার্যক্রম গুলো স্টিমিট প্ল্যাটফর্মকে আরো বেশি উন্নত করছে এবং এই প্লাটফর্মকে আরো বেশি জনপ্রিয় গড়ে তুলছে। আমাদের প্রিয় দাদাকে আপনার মনোনয়ন দেওয়া দেখে আমার খুবই ভালো লাগলো এবং একই সাথে আমার বাংলা ব্লগ কমিউনিটি নিঃসন্দেহে বর্তমান সময়ের সবথেকে সেরা কমিউনিটি।

 11 months ago 

সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

বন্ধু তুমিও আমাদের শ্রদ্ধেয় দাদাকে স্টিমিট অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন করেছে ও দেখে ভালো লাগলো। আসলে আমাদের দাদা স্টিমিট প্ল্যাটফর্মের সব থেকে বেশি কন্ট্রিবিউট করেছে। আমাদের দাদা এই পুরস্কারটা অবশ্যই ডিজার্ভ করে। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76015.33
ETH 2892.38
USDT 1.00
SBD 2.58