আমার মতে শিক্ষিত সমাজের দোষটা হচ্ছে লেখাপড়া শিখাই শুধু সরকারি চাকরির দিকে ঝুঁকে পড়ে।
লেখাপড়া শিখে যে শুধু সরকারি চাকরি করতে হবে এমনটা নয়। এই যে ধরুন আপনি চাওয়ালার কথা বললেন, একজন শিক্ষিত ছেলে কখনোই চা বিক্রি করতে চাইবে না। সে বলবে লেখা পড়া শিখেছি কি আমি চা বিক্রি করার জন্য?? চা বিক্রি পেশা টাকে যে ছোট করে দেখলো এখানেই হচ্ছে আমাদের সমস্যা।