"রমনী"(Poem of my writing "Romney")||(১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -১৯শে আষাঢ় | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | বর্ষাকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


এবারে একটু ভিন্ন ধরনের কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিটা ছেলের জীবনে একজন পছন্দের নারী থাকে আর সেই রমনীর সাথে দীর্ঘ পথ চলায় স্বপ্ন দেখে। মূলত কবিতা আসে মনের অনুভূতি থেকে, আমি আমার প্রিয় মানুষটাকে চোখ বন্ধ করে কল্পনা করেছি আর সেই অনুভূতি কাজে লাগিয়েই আজকের এই কবিতা লেখা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

আমার কাছে রোমান্টিক বা ভালোবাসার কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। তবে সব সময় তো আর রোমান্টিক মন-মানসিকতা থাকেনা যার জন্য যখন যে রকম সম্ভব হয় সেরকম ভাবেই কবিতা লিখে আপনাদের সাথে শেয়ার করি। তবে আজকে কিছুটা রোমান্টিক কবিতা লেখার চেষ্টা করেছি। আমার লেখা কবিতার নাম দিয়েছি "রমনী" মূলত একজন নারীর প্রশংসার মাধ্যমেই এই কবিতাটি লিখেছি। সাধারণত একজন ছেলে এবং মেয়ের বিয়ের পরে তাদের দুজনের মধ্য একটি ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়। আর এই সম্পর্ক বেশিরভাগ সময় চিরদিন স্থায়ী হয়। আবার কোন কোন সময় অচেনা একটি ছেলে এবং অচেনা একটি মেয়ে তাদের মনের মিল থাকার কারণে ভালোবাসার সম্পর্কে জড়ায় হয়তো সেটা কোন সময় চিরস্থায়ী হয় আবার কোন সময় ক্ষণস্থায়ী হয়। প্রেম ভালোবাসা আছে বলেই পৃথিবী আজও বেঁচে আছে। আমি আজকে যে কবিতা লিখেছি সেটা সম্পূর্ণ নিজের মনের অনুভূতি কে কেন্দ্র করে লিখেছি। আপনি যখন আপনার প্রিয় মানুষ সম্পর্কে কিছু কথা লিখতে যাবেন তখন দুচোখ বন্ধ করে শুধু কল্পনায় প্রিয় মানুষটাকে নিয়ে আসবেন তাতেই আপনার লেখাটা সহজ হয়ে যাবে। ভালোবাসার মানুষটাকে কবিতার ভাষায় তুলে ধরেছি। যদিও সামান্য একটি কবিতার মাধ্যমে একজন রমণীর বিবরণ দিয়ে শেষ করা যায় না তবে আমি আমার ভালোবাসার মানুষটাকে কেন্দ্র করে কয়েক লাইন কবিতা লিখেছি। যেহেতু কবিতাটি লিখেছি আমার সেই প্রিয় মানুষটাকে কেন্দ্র করে আর সে একজন কুমারী নারী তাই আমার লেখা কবিতাটির নাম দিয়েছি "রমনী"
কবিতাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


hijab-3616763__480.webp

Source

কবিতা

কবিতার নামঃ-"রমনী

১৬ কোটি মানুষের ভিড়ে,
প্রিয়তমা তোমাকে পেয়েছি খুঁজে।
তোমার ঐ রুপের জাদুতে হারিয়ে,
হারিয়ে গিয়েছি আমি এই আমাতে।
তোমার দুই আঁখিতে ডুবে যাই বারবার,
তোমার কালো কেশের ঘ্রানে জেগে উঠি আবার।
ভোরের আলোর মতো তোমার অঙ্গ,
আবার রঙ্গ নিশাতুর ধ্বংস।
তোমার ঐ ঠোঁটের ভাঁজে,
আমার বুকের মাঝে আগুন লাগে।
তোমার দেওয়া আলতো ছোঁয়া,
আমাকে শান্ত রাখে সারাবেলা।
তুমি স্বাধীন তুমি স্বর্গ,
তুমি শুধু আমারই অরণ্য।
তুমি তো সেই স্বপ্নচারিনী
যার রূপের হয়না কোন ক্ষয়।
রমনী তুমি রজনীগন্ধা,
আমার বাগানের ফুল।
তুমি আমার পথ চলার সাথী,
শত ভুলের মাশুল।
ডাগর ডাগর চোখ যে তোমার আধো আধো হাসি,
প্রাণ খুলে বলতে চাই আমি তোমায় ভালোবাসি।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

😍🖤🥰

 2 years ago 

বেচে থাকুক আপনার ভালোবাসা।দুজনের মাঝের বন্ধন হোক আরো দৃঢ়।একে-অপরকে অবলম্বন বানিয়ে সিক্ত থাকুন উষ্ণ ভালোবাসায়।অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপনাদের জন্য।

কবিতার চরণগুলো অসাধারণ ছিল ভাইয়া।

 2 years ago 

ভালোবাসার বেঁচে থাকবে কিভাবে?? ভালোবাসাটা যে একতরফা ভালোবাসা 🙂
আল্লাহতালা আপনার দোয়া কবুল করুক আমিন।

 2 years ago 

মনের মানুষকে নিয়ে অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই। সত্যিই ভালো লেগেছে আমার কাছে। যদিও এভাবে কবিতা কখন আমি লিখতে পারিনা। চেষ্টা করেছি তবুও পারি নাই আমি। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

অনেক সময় আমি কবিতা লিখতে গিয়ে ধৈর্য হারা হয়ে পড়ি তবে ধৈর্য হারা হলে চলবে না একটু মনোযোগ দিয়ে চেষ্টা করলে সবই সম্ভব। আপনার মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কি বলেন ভাইয়া কবিতা অনুভূতি থেকে আসে। তাহলে কি আমার কোন অনুভূতি নেই😭😭। আমি তো কবিতায় লিখতে পারি না।

তাই আমার লেখা কবিতাটির নাম দিয়েছি "বন্যা"

আপনি কি এখানে ভুলে বন্যা লিখেছেন।? নাকি অন্য একটি কবিতার কথা বলছেন ঠিক বুঝতে পারলাম না।

কবিতার নাম যাই হোক না কেন কবিতাটি কিন্তু খুব চমৎকার হয়েছে। সহজ ভাষায় সুন্দর করে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার এবং আপনার মনের মানুষের জন্য। আপনি যেন আপনার মনের মানুষকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারেন।

 2 years ago 

আপু অনুভূতি সবারই আছে একটু মনের অনুভূতিকে কাজে লাগিয়ে লেখার চেষ্টা করবেন তাহলে আপনিও পারবেন। আমিও একসময় কবিতা লিখতে পারতাম না তবে এখন মোটামুটি কবিতা লেখার চেষ্টা করি।

আপনি কি এখানে ভুলে বন্যা লিখেছেন।?

একটু ভুল লিখেছিলাম তবে সেটা ঠিক করে নিয়েছি। একটু মিসটেক হয়েছিল সেটা ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

হাজার কথার এক কথা বলেছেন, সব সময় মন-মানসিকতা একরকম থাকে না। আর যখন যেরকম মন মানসিকতা সেরকমই লিখতে ইচ্ছে করে। তবে হাজার মানুষের ভিড় থেকে আপনি আপনার রমণীকে খুঁজে পেয়েছেন তারই বহিঃপ্রকাশ আমাদের মাঝে একটি কবিতা উপহার দিয়েছেন। রমনী কবিতা অসাধারণ ছিল, কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো, শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমি কবিতা খুব একটা পারি না। তবে সবার কবিতা পড়ার চেষ্টা করি। আপনার কবিতা পড়ে সত্যি খুবই ভালো লাগলো। এমন কবিতা যে কোনো মেয়ে পছন্দ করবে। আপনার কবিতার হাত বেশ পাকা বুঝাই যাচ্ছে।

 2 years ago 

তাহলে এই কবিতাটি কপি করে সব মেয়েদের মেসেঞ্জারে দিতে হবে যদি কোন মেয়ে পছন্দ করে 😁🤣

 2 years ago 

অনেক ভালো লাগল আপনার "রমণী" কবিতাটি পড়ে । এভাবে বেঁচে থাকুক আপনার ভালবাসা চিরকাল। রুপে মহিমান্তি হয়ে থাকেন ভালবাসা মানুষটি প্রতি আজীবন । পূর্ণতা পাক আপনার ভালবাসা ।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

রমণী নামের খুবই চমৎকার একটি স্বরচিত কবিতা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনার রচিত এই কবিতাটি যখন আমি পড়ছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিল।

তুমি স্বাধীন তুমি স্বর্গ,
তুমি শুধু আমারই অরণ্য।
তুমি তো সেই স্বপ্নচারিনী
যার রূপের হয়না কোন ক্ষয়।

আপনার রচিত কবিতার এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি চাইবো পরবর্তী সময়েও আপনি আমাদের মাঝে এমনই চমৎকার কিছু কবিতা শেয়ার করবেন।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই যেন আমার কবিতা লেখার চেষ্টা সার্থক। সুন্দর মন্তব্য তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ আপনি অনেক আবেগ দিয়ে কবিতাটি লিখেছেন বোঝা যাচ্ছে আপনি রমণী প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছিলেন। আপনার কবিতাটি আমার কাছে অসাধারণ লেগেছে

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63191.06
ETH 2551.41
USDT 1.00
SBD 2.65