"উত্তপ্ত দুপুর"(Poem of my writing"hot afternoon")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২৬শে ভাদ্র | ১৪৩০ বঙ্গাব্দ | রবিবার | শরৎকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। যদিও সপ্তাহে একটি করে কবিতা শেয়ার করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজকের কবিতা লেখা। আসলে পোষ্টের ভিন্নতা বজায় রাখতে কোন সময় ফটোগ্রাফি কোন সময় কবিতা আবার কোন সময় নিজের জীবন বৃত্তান্ত নিয়ে পোস্ট করার চেষ্টা করি। আজকের এই কবিতাটি লিখেছি মূলত প্রকৃতির পরিবর্তনকে কেন্দ্র করে। এখন প্রকৃতির অনেক পরিবর্তন হয়েছে এক সময়ে বর্ষাকালে বৃষ্টি হতো কিন্তু এ বছরে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বর্ষাকালে প্রচন্ড গরম আর রোদ্দুর ছিল তবে শরৎকালে এসে কিন্তু আবার মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। শরৎকালের আবহাওয়া মনে হচ্ছে এখন বর্ষাকাল। আসলে প্রকৃতির এই বিদ্রুপ পরিবর্তনের জন্য হয়তো আমরা মানুষেরাই দায়ী। আমরা প্রতিনিয়ত প্রকৃতির উপরে নানান অত্যাচার করি যার কারণে হয়তো প্রকৃতিতে এরকম পরিবর্তন এসেছে।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

অনুভূতিকে কেন্দ্র করে সব সময় কবিতা লেখা হয়। মূলত মনের মধ্যে যে অনুভূতিগুলো লুকিয়ে থাকে সেটাই কবিতার ভাষায় তুলে ধরা হয়। এ বছরে প্রচন্ড রোদ্দুরে মানুষের কষ্টের দৃশ্যগুলো দেখেছি আর সেগুলোই এখন কবিতার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। এ বছরে প্রচন্ড রোদ্দুরে কৃষকেরা তাদের সর্বোচ্চ দিয়ে ফসল ঘরে তুলেছে সেই সাথে প্রচন্ড রোদ থেকে বাঁচার জন্য মাঠের মধ্যে থাকা সামান্য বৃক্ষ তলে বারবার গিয়ে আশ্রয় নিয়েছে। তবে এই বৃক্ষ নিধন ও প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে যদিও একটা স্লোগান আছে একটি বৃক্ষ এ ধারণ করলে দশটি বৃক্ষরোপণ করার কথা তবে সেটা শুধু মুখেই শোনা যায় বাস্তবে তার প্রয়োগ তেমন দেখা যায় না। সে সাথে জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষের নতুন নতুন ঘরবাড়ি তৈরি করতে গাছপালা নিধন করতে হচ্ছে আর যার ফলে প্রকৃতির উপরে একটা প্রভাব পড়ছে তাই প্রকৃতির এরকম পরিবর্তন হচ্ছে। প্রকৃতির পরিবর্তনের কারণে মানুষের যেসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেগুলোই কবিতার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


Screenshot_20230910_131908_Canva.jpg

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"উত্তপ্ত দুপুর"

দুপুরের প্রখর রোদ্দুর
কৃষক, জেলে হাঁফ ছেড়ে
বসেছে সবাই বৃক্ষতলে।
অল্প একটু স্বস্তির আশায়
বসেছে যখন বৃক্ষ তলে
প্রকৃতির ওই আলগা হওয়ায়
দেহ যেন ঢুলে পড়ে।
রাখাল ছেলে ছাতা হাতে মাঠে ঘাটে
রাখছে ভেড়া, গরু,মহিষ মাঠে।
নিরীহ প্রাণী গুলোও রোদের তাপে পড়ছে নুয়ে।
তীব্র রোদে জলের আশায়
ছুটছে তারা নদীর পাড়ে।
কৃষাণীরা প্রখর রোদে নাড়ছে ধান উঠান মেলে
প্রকৃতির এই তীক্ষ্ণরোদে
পুড়ছে তারা সব মিলিয়ে।
এই কষ্টে আপসোসে কাঁদে প্রতিবেশি
বলল সবে,আর কতদিন করবি রে বোন,
এমন কষ্ট!
অসহায় উত্তরে বলছে ধুঁকে
মওলা যতদিন ভাগ্যে রাখে।
প্রকৃতির এই বিদ্রুপ রূপে
দায়ী আছে কি এই মানবজাতি?
কেন তারা কাটছে গাছ,
করছে উজাড় বন- জঙ্গল।
বৃক্ষ উজারের আগে আগে প্রতিশ্রুতি,
একটা কাটলে লাগাবো দুইটি
বৃক্ষ উজাড় শেষে,
ভুলে যায় সেই প্রতিশ্রুতি।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 11 months ago 

ঠিক বলছেন ভাই এখনকার যে অবস্থা মনে হচ্ছে বর্ষাকাল। অথচ এখন শরৎকাল। প্রকৃতির এমন পরিবর্তনে আমরাই দায়ী। আমারাই নষ্ট করছি পরিবেশকে। যাক, উত্তপ্ত দুপুর নিয়ে দারুণ একটি কবিতা লিখলেন। প্রকৃতি উজাড় করার পরে যে আমরা ভুলে যায় সেটার জন্যই প্রকৃতি এমন করে আমাদের সাথে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45