"বন্যা"(Poem of my writing "Flood")||(১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -৬ই আষাঢ় | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


এবারে একটু ভিন্ন ধরনের কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। মূলত এশিয়ার কয়েকটি দেশে বন্যা হওয়ার কারণে এই কবিতা লিখেছি। তবে বাংলাদেশের সিলেট অঞ্চলে বন্যার ভয়াবহতা প্রতিনিয়ত চোখের সামনে আসছে আর সেই অনুভূতি কাজে লাগিয়েই কবিতা লেখা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

আমার কাছে রোমান্টিক বা ভালোবাসার কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। তবে সব সময় তো আর রোমান্টিক মন-মানসিকতা থাকেনা যার জন্য যখন যে রকম সম্ভব হয় সেরকম ভাবেই কবিতা লিখে আপনাদের সাথে শেয়ার করি। বর্ষাকালে আগমন ঘটেছে আর এর মাধ্যমে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার ভয়াবহতা দেখা যাচ্ছে। শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং চীনেও ভয়াবহ বন্যার শিকার হয়েছে। আমাদের সবার উচিত বন্যা কবলিত সব অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিন্তু সবার পক্ষে সিলেট গিয়ে সাহায্য করা সম্ভব নয় তাই আপনি চাইলে নির্ভরযোগ্য অনেক মাধ্যম দিয়ে আপনার সাহায্য পৌঁছে দিতে পারেন। যেমন আমি আজকে এক বিশ্বস্ত মাধ্যমে বিকাশ করে কিছু অর্থ পাঠিয়েছি যদিও সেটা খুবই সামান্য তবে এই সামান্য অর্থের বিনিময়ে একটা পরিবারের এক বেলার খাবার জুটে যেতে পারে। যদি আমরা সবাই অল্প কিছু সাহায্য পাঠিয়ে দিই তাহলে সিলেটবাসীকে কিছুটা হলেও খাওয়া দাওয়ার কষ্ট থেকে দূরে রাখতে পারবো। ফেসবুকে আসলেই দেখা যায় বন্যায় ভেসে যাওয়া ঘরবাড়ির ভিডিও। খবরে শোনা যায় পানিতে ডুবে মারা যাওয়ার সংবাদ। এই কাহিনী শুনলে বা দেখলে কারো মন ভালো থাকার কথা না। মনের মধ্যে শুধু বন্যাকবলিত মানুষগুলোর অসহায়ত্বের কথা ঘুরপাক খাচ্ছে আর তাই আমার লেখা কবিতাটির নাম দিয়েছি "বন্যা"
কবিতাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


new-orleans-81669__480.jpg

Source

কবিতা

কবিতার নামঃ-"বন্যা"

আকাশে কালো মেঘের আভাস,
হাতছানি দেয় আষাঢ় মাসের বাদলা দিনের,
আকাশ থেকে মেঘ ঘনিয়ে।
বৃষ্টি নামে মুষলধারে,
মেঘের পানে সারা দিন।
বৃষ্টির জলে প্লাবিত খাল-বিল,
হয়েছে প্লাবিত আবাদি জমি।
রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে বন্যা হবে বুঝি????
চারিদিকে শুধু জল আর জল
বাড়ছে মানুষের হাহাকার।
দিনে যেমন রাতে তেমন বৃষ্টি হচ্ছে অঝোরে,
বইছে স্রোত ভাঙছে ঘরবাড়ি ,
অসহায় হয়ে ঘুরছে মানুষ,
খাদ্যের অভাবে দ্বারে দ্বারে।
গরু ছাগল কোথা হতে যায় ভেসে জলে??
ভেসে যায় বুড়ো বুড়ি কলাগাছের ভেলায়
এমন নির্মাম কষ্টের দৃশ্য দেখে
চোখ ভিজে যায় অশ্রু কান্নায়।
হে মাবুদ তুমি দয়া করো
বন্যা কবলিত মানুষের তরে,
তোমার রহমত পাঠিয়ে দাও তুমি
সিলেট বাসীর ঘরে ঘরে।
আকাশে কালো মেঘের আভাস,
হাতছানি দেয় আষাঢ় মাসের বাদলা দিনের,
আকাশ থেকে মেঘ ঘনিয়ে।
বৃষ্টি নামে মুষলধারে,
মেঘের পানে সারা দিন।
বৃষ্টির জলে প্লাবিত খাল-বিল,
হয়েছে প্লাবিত আবাদি জমি।
রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে বন্যা হবে বুঝি????
চারিদিকে শুধু জল আর জল
বাড়ছে মানুষের হাহাকার।
দিনে যেমন রাতে তেমন বৃষ্টি হচ্ছে অঝোরে,
বইছে স্রোত ভাঙছে ঘরবাড়ি ,
অসহায় হয়ে ঘুরছে মানুষ,
খাদ্যের অভাবে দ্বারে দ্বারে।
গরু ছাগল কোথা হতে যায় ভেসে জলে??
ভেসে যায় বুড়ো বুড়ি কলাগাছের ভেলায়
এমন নির্মাম কষ্টের দৃশ্য দেখে
চোখ ভিজে যায় অশ্রু কান্নায়।
হে মাবুদ তুমি দয়া করো
বন্যা কবলিত মানুষের তরে,
তোমার রহমত পাঠিয়ে দাও তুমি
সিলেট বাসীর ঘরে ঘরে।।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

বর্তমানে আসলে বেশকিছু জেলা বন্যা কবলিত বিশেষ করে সিলেটের অবস্থা তো খুবই খারাপ। আপনি এই বন্যা নিয়ে বাস্তবধর্মী একটা কবিতা লিখেছেন খুবই ভালো লেগেছে আপনার কবিতাটা ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কবিতা লিখে বাস্তব পরিস্থিতির কিছুটা আবির্ভাব ঘটানোর চেষ্টা করেছিলাম।

 2 years ago 

বন্যা নিয়ে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতা পড়ে খুব ভালো লাগলো। আপনার কবিতার মধ্যে একদম বাস্তব চিত্র তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। আপনার নতুন কবিতার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। সুস্থ সুন্দর থাকবেন এই কামনা করি।

বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা কে কেন্দ্র করে এই কবিতাটি আপনি লিখেছেন বলে আমি আশা করি। আপনার কবিতার প্রত্যেকটি লাইন ভাবার্থ বহন করে এবং পাঠকমনে আনন্দ জাগিয়ে তোলে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর কবিতার জন্য।

 2 years ago 

বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে এই কবিতাটা লিখেছিলাম।

 2 years ago 

সিলেটসহ বাংলাদেশের আরও কয়েক জায়গায় বন্যা হয়েছে। বন্যার ভয়াবহ পরিস্থিতি দেখে খুবই খারাপ লাগছে। আমাদের সকলেরই উচিত নিজের মত করে বন্যা কবলিত মানুষদের কে সাহায্য করা। মহান সৃষ্টিকর্তার নিশ্চয়ই মানুষের এই দুর্দশা লাঘব করে দিবেন।
বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে আপনার লেখা কবিতাটি চমৎকার হয়েছে।

 2 years ago 

আসলে আমাদের উচিত বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য দোয়া করা। আপনার মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া সবাই যদি অল্প করে সাহায্য করে বাসীর জন্য পাঠিয়ে দি তাহলে তারা অনেক উপকৃত হবে ‌‌‌‌ ।
শুধু মানুষ নয় বিভিন্ন ভিডিওতে পশুপাখিদের কষ্টের চিত্র দেখেছি। সহ্য করার মতো না।

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি । ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে এই দুঃখ কষ্টের কথা ভাষায় প্রকাশ করা যায় না।
আপনার মতামত তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

🖤🖤😍🥰

 2 years ago 

আসলে ভাইয়া সব সময় একই জিনিস করলে একঘেয়েমি চলে আসে। তবে আপনি আজকে প্রেম ভালোবাসার কবিতা না লিখে বন্যা কবলিত এশিয়ার দেশগুলো নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন। কবিতাটি এতটাই ভাল লেগেছে যে আপনাকে বোঝানো মুশকিল। অসাধারণ ছিল আপনার কবিতার প্রত্যেকটা লাইন খুব সুন্দর করে মিলিয়েছেন এবং ছন্দ গুলো ছিল ভাল লাগার মত। আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

টিভিতে বা ফেসবুকে বন্যাকবলিত মানুষের জীবনযাত্রা দেখে খুব আফসোস হয় আর মনের মধ্যে লুকিয়ে থাকা কষ্ট নিয়েই এই কবিতা লিখেছিলাম। আপনার মতামত তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি সময় উপযোগী একটা কবিতা লিখেছেন ভাই। সিলেটের মানুষগুলোর জন্য আমার অনেক কষ্ট হয়। আমাদের সবার উচিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া সময়উপযোগী কবিতায় লিখেছি বর্তমান যে পরিস্থিতি তাতে মনের কষ্ট আর কমছে না।

 2 years ago 

কী বলবো বলবো ভাই? বন্যার কারণে মানুষের মানবেতর জীবনযাপনের দৃশ্য গুলো দেখে হৃদয়ের গভীরে রক্তক্ষরণ হচ্ছে। আপনি সময় উপযোগী কথাগুলোতে আমাদের মাঝে কবিতার মাধ্যমে শেয়ার করেছেন। পড়ে খুব ভালো লাগলো। সৃষ্টিকর্তা বন্যাকবলিত মানুষের সহায় হোক।

 2 years ago 

শুধু আপনার নয় সবারই এই করুণ দৃশ্য গুলো দেখে মন ভেঙে গিয়েছে।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে বন্যা কে নিয়ে একটি কবিতা রচনা করেছেন। বর্তমান বাংলাদেশের কিছু কিছু স্থানে পরিস্থিতি খুবই ভয়াবহ। বিশেষ করে সিলেটের অবস্থা তো এতটা ভয়াবহ যা ইতিহাসের পাতায় এমন বিরল চিত্র নেই বললেই চলে। তার দোয়া করে দেশবাসীর জন্য এবং বন্যা কবলিত সকল মানুষের জন্য, যেন আল্লাহ তাদের খুব দ্রুত হাসিখুশি অবস্থায় ফিরে এনে দেয়।

 2 years ago 

আল্লাহর কাছে দোয়া করি বন্যা কবলিত এলাকায় যেন তার রহমত পৌঁছে যায় আর বন্যার পানি অতি দ্রুত নেমে যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60202.34
ETH 2423.33
USDT 1.00
SBD 2.43