"ভাঙ্গা মন"(Poem of my writing"broken heart")||(১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -২২শে শ্রাবণ | ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | বর্ষাকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


মনের অনুভূতিকে সাড়া দিয়ে নিজের ফিলিংসকে প্রকাশিত করা হয় সাধারণত কবিতার মাধ্যমে। মানুষের মন-মানসিকতা বিভিন্ন সময় বিভিন্ন রকমের থাকতে পারে আর বিশেষ করে প্রতিটা ছেলের ভালবাসা কেন্দ্রিক একটা অতীত থাকে আর বেশিরভাগ ক্ষেত্রেই এই অতীতের কারণ হয় মেয়েরা। আজকে একটি বিরহের কবিতা লিখেছি আর কবিতাটির নাম দিয়েছি ভাঙ্গা মন।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

আমার কাছে রোমান্টিক বা ভালোবাসার কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। তবে সব সময় তো আর রোমান্টিক মন-মানসিকতা থাকেনা যার জন্য যখন যে রকম সম্ভব হয় সেরকম ভাবেই কবিতা লিখে আপনাদের সাথে শেয়ার করি। এ সপ্তাহে একটু বিরহের মন মানসিকতা নিয়ে একটি কবিতা শেয়ার করেছি। আর কিছুদিন আগেই দাদা আমাদের মাঝে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আর সেই প্রতিযোগিতায় অনেকেই তাদের প্রথম ভালোবাসার অনুভূতিগুলো তুলে ধরেছিল। আমিও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং আমার প্রথম ভালোবাসার অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দাদার সেই কথা মতোই আমারও একই পরিণত হয়েছিল মূলত মেয়েরাই ছেলেদেরকে বেশি ধোকা দেয়। যাই হোক সেই পুরাতন কথা আর নতুন করে তুলে মন খারাপ করতে চাইছি না। ব্যর্থ ভালোবাসা কে কেন্দ্র করে আজকে একটি কবিতা লিখেছি যেহেতু কবিতাটি মন ভাঙার বিষয় নিয়ে লেখা তাই আমার লেখা কবিতাটির নাম দিয়েছি "ভাঙ্গা মন"
কবিতাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


heart-1833403__480.jpg

Source

কবিতা

কবিতার নামঃ-"ভাঙ্গা মন"

মনটাকে ভেবেছো কি তুমি খেলার পুতুল,
খেলতে খেলতে বারবার যায় ভেঙ্গে যাক
মূল্যহীন এই মনটাকে করিও না উসুল।
আকাশের পানে নির্বাক হয়ে তাকিয়ে,
তুমি কি দেখেছ মন ভাঙ্গার দৃশ্য।
সুষ্ঠু সবল দেহ তার ধুঁকছে নিষ্ঠায়,
রোগ হীন ক্ষতহীন অভিষ্ঠায়।
মন যেন এক টুকরো কাচের আয়না
যার ভাঙলে দেওয়া যায় না জোড়া।
তুমি ভেঙেছো হৃদয়, দিয়েছো কষ্ট
কাঁচের টুকরো দিয়ে কেটে ফেলেছো অনুভূতি
আমকে করেছো রুক্ষ।
মনের কষ্ট রেখেছি চাপা
এই কষ্ট তো তোমার দেওয়া উপহার
বারবার বোঝাতে চেয়েছি তোমায়
ভাঙ্গা মন জোড়া নাই বিষাদের কালি।
গভীর ব্যাথা মনমিঠা পুষে রাখবো তুমি
মন দিয়ে গড়খ হবে পৃথিবীর সব সুখ
তাই, মনের জোয়ারে আজ ভুলে যাই সব দুঃখ।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

💚🥰💚

 2 years ago 

ভাঙ্গা মন নিয়ে খুব সুন্দর একটি ব্যর্থ প্রেমের কবিতা আজকে আপনি আমাদের সাথে তুলে ধরেছেন এবং শব্দ চয়ন গুলো যথাযথ ছিল। খুব ভালো লাগলো আপনার কবিতাটি ধন্যবাদ আপনাকে।

মন যেন এক টুকরো কাচের আয়না
যার ভাঙলে দেওয়া যায় না জোড়া।
তুমি ভেঙেছো হৃদয়, দিয়েছো কষ্ট
কাঁচের টুকরো দিয়ে কেটে ফেলেছো অনুভূতি
আমকে করেছো রুক্ষ।
মনের কষ্ট রেখেছি চাপা
এই কষ্ট তো তোমার দেওয়া উপহার
বারবার বোঝাতে চেয়েছি তোমায়

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

মন যেন এক টুকরো কাচের আয়না
যার ভাঙলে দেওয়া যায় না জোড়া।

আপনার কবিতা পরে খুব ভাল লাগল। সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতার প্রতিটি লাইন ছিল বেদনাদায়ক। সত্যিই ভাল কবিতা লিখেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি তো দেখছি একদম দুঃখী হয়ে কবিতাটা লিখেছেন। কবিতার লাইনগুলোর মধ্যে বেশ আবেগী ভাব। কবিতার লাইনগুলো বেশ ভালো লেগেছে। আপনি দেখছি খুব সুন্দর লিখতে পারেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আবেগ ছাড়া কী আর কবিতা লেখা যায়
মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই মনটা যেন কাঁচের আয়না ভেঙে গেলে আর জোড়া লাগে না। মন ভাঙা মানুষ গুলো যেন জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াই। কবিতা টা দারুণ লিখেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। যাইহোক চমৎকার।।

 2 years ago 

ভালো বলেছেন ভাইয়া।
আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে মনটা কারো খেলনার পুতুল নয় যে যখন চাইলো খছললাম যখন চাইলো ভেঙ্গে দিলাম। মানুষের জীবনের অনেক দাম রয়েছে। আপনার সুন্দর এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ।নিজের আবেগ অনুভূতি সবটুকু দিয়ে কবিতাটিতে উজার করে দিয়েছেন।

 2 years ago 

সুন্দর বলেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago (edited)

ভাইয়া আপনার কবিতটা অনেক সুন্দর হয়েছে। সুন্দর সহজ ও সাবলীল ভাষায় কবিতাটি লিখেছেন। অর্থটাও বুঝতে সহজ হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া।সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন, আসলেই এইরকম অধিকাংশ খারাপ মেয়েদের জন্য আমাদের মতো প্রেম না করা মেয়েদের উপর প্রভাব পড়ে।তাছাড়া সত্যি বলতে আমাদের মতো ধ্যান ধারণা শতকে দুই একজনের সঙ্গে মেলে, যে নিজের মূল্যবান সময় নষ্ট করে কোনো ছেলেদের মনে দুঃখ দেব না।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কথা অবশ্য ঠিক বলেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59999.40
ETH 2646.89
USDT 1.00
SBD 2.44