📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৩|| প্রকৃতির সৌন্দর্য ||১০% লাজুক খ্যাকের জন্য) by kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে ।আর তাই মাঝে মাঝে সুন্দর সুন্দর কিছু দৃশ্য ফোন ক্যামেরার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর সেই সাথে নিজের সখ পূরণ করি। সময় পেলেই মোবাইল নিয়ে বিভিন্ন ছবি ছবি তোলায় ব্যস্ত থাকি। নতুন নতুন জায়গায় যাবো এবং ফটোগ্ৰাফি করবো এটাও একটা শখ বটে। সুন্দর সময়ের মুহূর্তেরএই ছবিগুলো দেখলে ঐ সময়ের স্মৃতি আমার মনে পড়ে যায়। আজকের ফটোগ্রাফি গুলোর মাধ্যমে জানুয়ারি মাসে আমার তোলা কিছু প্রাকৃতিক ফুলের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। গ্রামের মাঠের জমিতে বিভিন্ন ফুল ফুটে থাকে শীতের এই মৌসুমে সেগুলো ক্যামেরাবন্দি করেছি, চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক।


ফটোগ্রাফি -০১

20220122_141306-01.jpeg

20220122_141239-01.jpeg


ফুমেরিয়া উদ্ভিদের ফুল
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • এই উদ্ভিদটি অনেকের পরিচিত হলেও এটার নাম হয়তো জানেনা। অনেক কষ্টে এই উদ্ভিদের নাম জানতে পারলাম। উদ্ভিদটির নাম ফুমেরিয়া। আর আমার ফটোগ্রাফিতে ফুমেরিয়া উদ্ভিদের ফুলের দৃশ্যটি শেয়ার করেছি। শীতের মৌসুমে এই উদ্ভিদটি বিভিন্ন ফসলের জমির সাথে লক্ষ্য করা যায়। বিশেষ করে মসুরের জমিতে এই উদ্ভিদ লক্ষ্য করা যায়। মসুরের জমিতে এই উদ্ভিদের ফুলগুলো ফুটে থাকে আর এই গোলাপি রঙের ফুল গুলো সবাইকে আকৃষ্ট করে। গ্রামের সবুজ ফসলের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এই সুন্দর গোলাপী রঙের ফুলের ছবি তুলেছিলাম।

ফটোগ্রাফি -০২


20220122_142400-01.jpeg

20220122_142342-01.jpeg


তিসি ফুল
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • তিসি ফুলের নামটা অনেকের কাছেই নতুন মনে হতে পারে। এটি এক ধরনের উদ্ভিদ বা ফসল। তিসি গাছ থেকে যে ফসল পাওয়া যায় তা দিয়ে তেল তৈরি করা হয়। শীতের সময় প্রায় সব এলাকায় ফসল চাষ করা হয়। ছোট্ট নীল রঙের এই ফুলটি দেখতে বেশ আকর্ষণীয় লাগে। নীল রঙের ফুলটি আমাকে আকৃষ্ট করেছিল আর আমি নিজে এই ফুলের প্রেমে পড়ে ফুলটির ছবি তুলেছিলাম। এই ফুলটিকে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় মশনের ফুল বলে থাকে।

ফটোগ্রাফি -০৩


20220122_142020-01.jpeg

20220122_142017-01.jpeg


লাল রঙের খেসারি ফুল
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • কৃষকের ঘরে নতুন ধান উঠার পরে ধানি জমিতে খেসারি চাষ করা হয়। খেসারি বড় হলে তাতে ফুল ফোটে। খেসারি লতা জাতীয় ছোট্ট উদ্ভিদ যার করণে এই উদ্ভিদ খুব ঘন ভাবে জন্মে। খেসারির ফুল সাধারণত নীল রঙের বেশি হয়ে থাকে তবে কিছু কিছু খেসারির ফুল লাল রঙের ও হয়ে থাকে। খেসারির জমিতে গিয়ে ম্যাক্রো লেন্সে ছবিগুলো তুলেছিলাম আশা করি সবার অনেক ভাল লেগেছে ।

ফটোগ্রাফি -০৪


20220122_141040-01.jpeg

20220122_141158-01.jpeg


মটরের ফুল
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • মটরের শাক পছন্দ করেনা এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে মটরের শাক ভর্তা যেন মাংস পোলাও এর স্বাদকে হার মানিয়ে দেয়। মটরের ডালের চাহিদা পূরণ করার জন্য কৃষকেরা মটর চাষ করে থাকে। মটরের গাছগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফুল ফোটা শুরু করে। মূলত আম্মুর সঙ্গে মটরের শাক তুলতে গিয়ে এই ফুলের ছবি তুলেছিলাম।

ফটোগ্রাফি -০৫


20220121_124251-01.jpeg

20220121_124310-01.jpeg


শেয়ালকাঁটা উদ্ভিদের ফুল
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • শেয়ালকাঁটা উদ্ভিদ অনেকেই দেখলে চিনতে পারে কিন্তু উদ্ভিদটির নাম যে শেয়ালকাঁটা সেটা অনেকেই জানেনা। শিয়ালকাঁটা উদ্ভিদ কাঁটাযুক্ত, এই উদ্ভিদের পাতা কান্ড সবখানে কাঁটাযুক্ত থাকে। মূলত উদ্ভিদের গায়ে কাঁটা থাকার কারণেই উদ্ভিদটির নাম রাখা হয়েছে শেয়ালকাঁটা। আমাদের এলাকায় এই উদ্ভিদ কে আঞ্চলিক ভাষায় কাঁটা গাদলে নামে পরিচিত। উদ্ভিদটির ফুল যতটা সুন্দর উদ্ভিদ ততটাই ভয়ঙ্কর। কারণ এই উদ্ভিদের সমস্ত স্থানে কাঁটাযুক্ত।

ফটোগ্রাফি -০৬


20220121_123534-01.jpeg

20220122_142035-01.jpeg


নীল রঙের খেশারি ফুল
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • মূলত আমাদের দেশে ডালের চাহিদা পূরণ করার জন্য খেসারি চাষ করা হয়। খেসারি থেকে খেসারির ডাল হয়ে থাকে। খেসারির জমিতে সবুজ উদ্ভিদের মধ্যে নীল রঙের খেসারির ফুলগুলো সবাইকে আকৃষ্ট করে। ঠিক একইভাবে আমি নিজেও খেসারির জমিতে গিয়ে খেসারির নীল রঙের ফুলগুলো দেখে আকৃষ্ট হয়েছিলাম তারই পরিপ্রেক্ষিতে ম্যাক্রো লেন্স দিয়ে কিছু খেসারি ফুলের ছবি তুলেছিলাম যেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

ফটোগ্রাফি -০৭


20220121_123929-01.jpeg

20220121_123908-01.jpeg


নাম না জানা ফুল
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ফুলটি দেখতে অনেক সুন্দর কিন্তু আমি এই ফুলের নাম জানিনা। যদি কারো এই ফুলের নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট এর মাধ্যমে আমাকে জানাবেন। এই ফুলটি একটি কলার মাঠের জমির পাশে ফুটেছিল। যদিও ফুলটি খুব ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর। একটি উদ্ভিদের উপরের অংশে এত সুন্দর ফুল ফুটে থাকলে যে কাউকে আকৃষ্ট করবে। সাদা ফুলগুলো বেশ আকর্ষণীয় ছিল যার কারণেই ফটোগ্রাফিতে ছবিগুলো সুন্দর ভাবে ফুটে উঠেছে। মজার বিষয় হচ্ছে ফুলগুলো শুকিয়ে পড়ে গেলে আবার ফুলের কোড়ির উপরের অংশ ফোটে নতুন ভাবে ফুটে ওঠে।

আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

টুইটার শেয়ার

Screenshot_20220123-214303_Chrome.jpg

 2 years ago 

ফুলগুলো ফটোগ্রাফি আসলেই ভাই আপনি খুবই চমৎকার ভাবে করতে সক্ষম হয়েছেন । বিশেষ করে তিন নম্বর ফুলের ফটোগ্রাফি টা আমার খুবই পছন্দ হয়েছে।‌ আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি স্পষ্ট ভাবে করতে সক্ষম হয়েছেন । ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া নতুন নতুন জায়গায় গিয়ে ফটোগ্রাফি না করলে কি সেই জায়গায় যাওয়ার সফলতা হয়। আপনার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে।
ফুমেরিয়া উদ্ভিদের ফুল আমি প্রথম দেখলাম। এই ফুলটি আগে কখনো দেখি নি। তাছাড়া আপনি প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি খুব যত্নসহকারে করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago (edited)

অসাধারন হয়েছে ভাই প্রতিটা ফটোগ্রাফি। খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ভাইয়া আপনার নাম অজানা ফুলটির নাম মুলা শাখের ফুল। আমি ফুলটি অনেক বার দেখছি। ফুলটি দেখতে অনেক সুন্দর। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল।

 2 years ago 

ফুলের নামটি জানতে পেরে ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার ফুলের ফটোগ্রাফিগুলো আমার অনেক ভালো লেগেছে। প্রতিটি ছবির ফোকাস একদম পারফেক্ট ছিলো। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে অনেক চমৎকারভাবে তুলে ধরেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। চেষ্টা করতে থাকুন একটা সময় যে আপনি আরো সুন্দর একজন ফটোগ্রাফার হতে পারবেন বলে আশা রাখি। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56446.21
ETH 2966.07
USDT 1.00
SBD 2.17