"বৃষ্টির দিন"শীতের আগমন"||১৫-১১-২০২১||১০% লাজুক খ্যাকের জন্য। by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজকে আপনাদের মাঝে শেয়ার করব শীতের দিনে বৃষ্টি বিলাসের কিছু বাস্তব অভিজ্ঞতা। গত দুইদিন যাবত বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই বৃষ্টির ফলে অনেকেই ঠান্ডা জ্বর সহ নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে। বৃষ্টির দিনে বাহিরে যেতে মন না চাইলেও বাধ্য হয়ে বিভিন্ন কাজে যেতে হয় আর সেই অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব।


20211113_153207-01.jpeg

20211113_153231-01.jpeg


বৃষ্টির পানিতে ভেজা রাস্তা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :
https://w3w.co/loader.operetta.headline


বাড়ি থেকে বের হই বাজারে যাওয়ার উদ্দেশ্যে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রাস্তায় বৃষ্টি পড়ার কারণে কোনো গাড়ি পেলাম না যার কারণে হেঁটে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর আমি রাস্তা দিয়ে হাটছি, শীতকালে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির সাথে নিজেকে মিলিয়ে নেওয়া একটু কষ্টকর। বৃষ্টিতে হাঁটছিলাম আর একটু একটু বৃষ্টির ফোঁটায় ভিজছি লাম। কাপড় গুলো বৃষ্টিতে হালকা ভেজা শীতের অনুভূতি বেশ অনুভব করতে পারছিলাম। ভাবলাম বৃষ্টিতে ভিজে হলেও বাজারে গিয়ে বাজার তো করতেই হবে তা না হলে রাতের খাবার তৈরি হবে কীভাবে?


20211113_153311-01.jpeg


ছাতা নিয়ে দাঁড়িয়ে
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/unbuckle.spatulas.holler


বৃষ্টি হচ্ছিল তাই ছাতা নিয়ে বের হয়েছিলাম। হাঁটতে হাঁটতে কিছু ছবি তোলার উদ্দেশ্যে দাঁড়াই। আশপাশের কিছু ছবি তুলে নিজের একটা ছবি নিয়েছিলাম। বৃষ্টি পড়ছিল আর শীতকাল অনুভব করতে পারছিলাম তাই নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারিনি। বৃষ্টি পড়ছিল আর রাস্তায় কোন লোক ছিল না কোনো গাড়ি ও পাচ্ছিলাম না তাই নিজেকে একটু অসহায় মনে হচ্ছিল। এই দীর্ঘ পথ আমাকে হেঁটে পাড়ি দিতে হবে সেটা ভেবেই নিজেকে অসহায় মনে হচ্ছিল। কিন্তু কি আর করার স্বার্থের তাগিদে যেতেই হবে।


20211113_153216-01.jpeg

20211113_153236-01.jpeg


ফাঁকা মাঠ ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/unbuckle.spatulas.holler


রাস্তার দু'পাশে ফাঁকা মাঠ। বৃষ্টি পড়ার কারণে মাঠে থাকা পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ধান পেকে সোনালী রংয়ের হয়ে গেছে। কেউ কেউ বৃষ্টির আগে কিছু ধান কেটে নিয়ে গড়ে উঠেছে আর বাকি ধান মাঠেই পড়ে আছে। জায়গাটা একদম ফাঁকা হয় শীতের সময় বয়ে যাওয়া ঠান্ডা বাতাস অনুভব করা যাচ্ছিল। তখনই বুঝতে পারছিলাম শীত ভালোই পড়ছে বৃষ্টিতে ভিজেছি হয়তো এবার ঠান্ডার হাত থেকে রক্ষা নেই। নানান চিন্তা করতে করতে জায়গা থেকে দ্রুত রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে।

20211113_160103-01.jpeg

20211113_160116-01.jpeg


দীর্ঘ বৃষ্টি।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/unbuckle.spatulas.holler


বৃষ্টি শুরু হয়েছে তবে শেষ হওয়ার নাম নেই। প্রায় সারাদিনই বৃষ্টি পড়ছে যার কারণে রাস্তায় কিছুটা পানি বেধে গেছে সেটা বোঝা যাচ্ছে। অনেক কষ্টে বাজারে এসে পৌঁছলাম। বাজারে এসে পৌঁছাতে পৌঁছাতে আমি ভিজে একদম যাচ্ছেতাই অবস্থা। পুরো অর্ধেক অংশ ভেজা। যার কারণে দ্রুত বাড়ি যাবার চেষ্টা করছিলাম তাই আর কোন ছবি তুলতে পারিনি। বাজারে পৌঁছে হালকা কিছু বাজার করলাম কারণ বৃষ্টির কারণে সবজিওয়ালাও তেমন আসেনি। বাজার শেষে বাড়ির দিকে রওনা হলাম।

20211114_195306-01.jpeg

20211114_195401-01.jpeg


অসুস্থ অবস্থায়।
Device : Samsung
What's 3 Word Location : https://w3w.co/unbuckle.spatulas.holler


বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডা লাগবে স্বাভাবিক। বাড়িতে আসার পরে কাপড় চেঞ্জ করলাম গরম কাপড় পড়লাম। এবং বুঝতে পারছিলাম আমার বেশ ভালো মতো ঠান্ডা লাগছে। গা গরম করার জন্য অতি দ্রুত লেপের ভিতরে ঢুকে পড়লাম। ঠান্ডা লাগলে সাধারনত ভিটামিন-সি খুব উপকারে লাগে। একটু গলা বসে গিয়েছিল, কাশি হচ্ছিল, আম্মু আমাকে কিছু মালটা খেতে বলল। আমি লেপের ভিতর শুয়ে শুয়ে কয়েকটা মালটা খেলাম এবং শরীরে ভিটামিন সি এর পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করলাম। রাতের নাস্তা শেষ করে ঘুমিয়ে পড়লাম সকাল-সকাল কারণ শরীর টা ভালো লাগছিল না।

আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

বেশ কিছুদিন ধরেই আকাশ মেঘলা এই মেঘলা থাকার কারণে মাঝেমাঝেই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা হওয়ার কারণ হচ্ছে শীতের আগাম বার্তা আমার মনে হয় এই বৃষ্টির মাধ্যমে শীতকালের সূচনা হবে বৃষ্টির দিনে আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন দেখেই বোঝা যাচ্ছে এ সময় বৃষ্টিতে ভেজা খুবই খারাপ আমি বৃষ্টিতে ভিজেছিলাম যার কারণে এখন আমার খুব ঠান্ডা লেগেছে সাবধানে থাকবেন দোয়া রইল আপনার জন্য

 3 years ago 

আপনিও খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই কাম্য রইল।
সুন্দর করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

গতকয়েক দিন ধরেই আবহাওয়া একটু অন্যরকম। বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। আমাদের কিশোরগঞ্জে বৃষ্টি হয় নি৷ তবে আবহাওয়া অনেক ঠান্ডা। যাইহোক অবশেষে শীতের আগমন ঘটেছে। পোস্টটি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ !

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনি খুব দারুন একটা অনুভূতি শেয়ার করেছেন আমাদের সাথে, পুরো পোষ্টটি পড়ে সব থেকে ভালো লেগেছে আমার, আপনার প্রতিটা ফটোগ্রাফির সাথে, আপনি সুন্দর ভাবে তুলে ধরেছেন। আর হ্যা শীতের মধ্যে এভাবেই ভিটামিন সি বাড়ানোর চেষ্টা করেন। সময়পযোগী পোষ্ট ছিলো। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

এবার বৃষ্টির মাধ্যমে শীতের আগমন বাত্রা খুঁজে পেলাম।হালকা শীতের দিনে বৃষ্টির ব্যকুলতা ভালোই আয়ত্ত করেছেন। অনেক সুন্দর উপস্থাপন ছিল খুব ভালো লাগলো। ❤️❤️

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

ছবি দেখে তো ভালই বোঝা যাচ্ছে ভালো বৃষ্টি হয়েছে। শীতকালে বৃষ্টি দেখাটা আশ্চর্যজনক । আমাদের এলাকায় শীতের সময় এখনো বৃষ্টি হয় নাই। আমার মনে হয় আজ কয়েক দিনের আবহাওয়া যে অবস্থা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56924.47
ETH 3086.51
USDT 1.00
SBD 2.41