📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৪৪|| প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

png_20230815_134020_0000.png

Canva দিয়ে তৈরি

এই সপ্তাহের শুরুর দিক থেকে আবার ধারাবাহিকভাবে কাজ শুরু করেছি তবে গত সপ্তাহেও আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করেছিলাম আর সেটা ছিল ৪৪ তম ফটোগ্রাফি পর্ব। আমি সাধারণত প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি আসলে ফটোগ্রাফি বলতে কোন নির্দিষ্ট একটি সৌন্দর্যকে ফুটিয়ে তোলার যে চেষ্টা সেটাকেই বোঝানো হয় বলে আমি মনে করি। যেমন ধরুন আপনি নদীর পাড়ে গিয়েছেন আর নদীর পাড়ে গিয়ে নদীর সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ইদানিং সকালবেলায় একটু হাটাহাটি করতে যাওয়া হয় যার কারণে বেশিরভাগ ছবিগুলোই সকালবেলা ক্যাপচার করা তাছাড়া মাঝে কিছুদিন অনিয়মিত হয়ে পড়েছিলাম আর সেই মুহূর্তে বেশ কিছু ফটোগ্রাফি পুরাতন অ্যালবামে যুক্ত হয়েছে আর সেগুলো খুব সহজেই এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি। বর্ষার মৌসুম মনে হয় একটু দেরিতে আমাদের মাঝে আসলো এই জন্যই এখন ভরপুর বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে যদিও ঢাকায় তো নিয়মিত বৃষ্টি হচ্ছে। যাইহোক আমাদের এলাকায় বৃষ্টিতে খাল বিল একদম পুরোপুরি সাদা হয়ে গিয়েছে আর এখন চারিপাশ দেখলে মনে হয় হ্যাঁ এখন বর্ষাকাল।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20230811_065729-01.jpeg


পাতা বিহীন গাছ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • ফটোগ্রাফিতে একটা মেজর ফোকাস থাকে যেটা কোনো নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট কোন স্থানকে কেন্দ্র করে ক্যাপচার করা হয়। উপরের যে ফটোগ্রাফি টা দেখছেন সেটা অবশ্য একটা পাতা বিহীন গাছকে কেন্দ্র করে ক্যাপচার করা। অনেক এলাকায় দেখবেন রাস্তার পাশে বড় বড় গাছ থাকে হ্যাঁ এই গাছটা কুষ্টিয়া ঝিনাইদহ হাইওয়ের পাশে অবস্থিত। ঘুরতে যাওয়ার পথে দেখলাম অনেক গাছ রাস্তার পাশ থেকে কেটে ফেলা হচ্ছে কারণ গাছগুলো অনেক মোটা হয়েছে আর রাস্তার উপরে চলে আসছে যার কারণে বাধ্য হয়ে কেটে ফেলা হচ্ছে আর কিছু কাজ বয়স হয়ে মারা গিয়েছে যার কারণে গাছগুলোতে কোন পাতা নেই। তেমনি উপরের ফটোগ্রাফিতে থাকা একটি গাছ যেটায় কোন পাতা ছিল না শুধু ডালপালা দেখা যাচ্ছে।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20230812_084529-01.jpeg


ছোট্ট ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • গত পর্বের ফটোগ্রাফি পড়বে মিষ্টি কুমড়া ফুলের ফটোগ্রাফির নিচে বর্ণানায় লিখেছিলাম যে রাস্তার পাশ দিয়ে ছোট্ট ফুলের ছবি তোলার জন্য অনেক চেষ্টা করেছিলাম আসলে সেদিনে তেমন কোন ফুল চোখে পড়েনি তবে পরবর্তীতে রাস্তার পাশ থেকে এই ফুলের ছবিটা ক্যাপচার করেছিলাম। তবে ছোট্ট ঘাসের উপরে এই ফুলটা ফুটেছিল আর লাল কালারের ফুলটা দেখতে বেশ ভালো লাগছিল। যদিও একটু বৃষ্টি হলে এই ফুলের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেত কারণ প্রচন্ড রোদে গাছগুলো কেমন যেন একটু গুছিয়ে গিয়েছে তারপরেও এই ফুলটা বেশ সুন্দর লাগছিল। আর সকালের আবহাওয়াটায় যে কোন ফুলের ছবি অনেক বেশি ভালো লাগে তাই ফোন ক্যামেরার মাধ্যমে ম্যাক্রো লেন্সে এই ছোট্ট ফুলের ছবি তুলেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20230812_084613-01.jpeg


নাম না জানা উদ্ভিদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • উপরের ছবিতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা দেখতে কিছুটা ড্রাগন ফল গাছের মত। আসলে এটা কোন ড্রাগন ফল গাছ নয় এটা রাস্তার পাশে জন্মে থাকা একটা উদ্ভিদ। এই উদ্ভিদগুলো এখন কেমন দেখা যায় না তবে একসময় কবিরাজি ওষুধ হিসেবে এই গাছগুলো ব্যবহার করা হতো। আবার অনেকের মুখে শুনেছি এই গাছগুলো নাকি সাপ থেকে বিরত রাখে অর্থাৎ যখন বাড়িতে সাপের উপদ্রব বেড়ে যায় তখন সেই বাড়িতে এই গাছ লাগালে সাপের উপদ্রব কমে যায়। আসলে এই কথাটা কতটা সত্য সেটা জানে না তবে অনেকের মুখে এ কথাটা আমি শুনেছি বলে এখানে শেয়ার করলাম। যদি কারো এই উদ্ভিদের নাম জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20230812_084649-01.jpeg


নাম না জানা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফুলের নাম জানিনা তবে বৃষ্টি ভেজা আবহাওয়া এই ফুলের সৌন্দর্যটা অনেক আকৃষ্ট করেছে আমাকে তাছাড়া রাস্তার পাশে এই ফুলটা দেখে ছবি তোলার জন্য ছুটে যাই। মজার বিষয় হচ্ছে এই গাছ থেকে যদি একটি পাতা ছেড়া যায় তাহলে সাদা এক ধরনের আঠা জাতীয় বের হয় তবে এই গাছেরও অনেক ঔষধি গুনাগুন আছে যদিও সেগুলো আমি জানিনা তবে অনেকের এই গাছের পাতা সংগ্রহ করতে দেখেছি। শুনেছি যারা ডায়াবেটিকস রোগী তাদের নাকি এই গাছের পাতা দ্বারা ঔষধ তৈরি করে খাওয়ালে সেটা ভালো কাজে দেয়। আমাদের বাড়ি থেকে একটু গিয়েই এই গাছগুলো দেখা যায় আর অনেকেই এই গাছের খোঁজে আসে। যাই হোক যদি কারো এই গাছ বা এই ফুলের নাম জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20230812_084750-01.jpeg


ছাগল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবিটা দেখে একটু হাসি পাওয়ার কথা তাই না?? আচ্ছা একটু কল্পনা করুন আপনি বাইক নিয়ে যাচ্ছেন আর রাস্তার ওপরে অনেকগুলো ছাগল শুয়ে আছে আর আপনি বাইক নিয়ে যাওয়ার পথে এই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েছেন। আচ্ছা যদি দাঁড়িয়ে পড়েন তাহলে নিশ্চয়ই চাইবেন ছাগলগুলোর ছবি তুলতে যদি আপনার মনে ফটোগ্রাফি করার ইচ্ছা থাকে। হ্যাঁ আমার সাথেও এমন ঘটনা ঘটেছে তাই এই গল্পটা বলছি। মজার বিষয় হচ্ছে ছাগলটা তার বাচ্চা গুলোকে নিয়ে একদম মাঝ রাস্তায় শুয়ে ছিল। যদি একটু বাম সাইডে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আরও অনেকগুলো ছাগল সেদিকে আছে তবে আমি শুধু দাঁড়িয়ে থাকা ছাগলটার ছবি তুলেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20230810_180952-01.jpeg


বৃষ্টির পানি।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে কখনো মুষলধারে আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি তবে বৃষ্টির যেন শেষ নেই। এইতো কিছুদিন ধরে সবাই বলছিল বর্ষার সময় পার হয়ে যাচ্ছে তবুও চারিদিকে হাহাকার যেন মাটি ফেটে যাচ্ছে তবুও একটু বৃষ্টি নেই তবে এই সপ্তাহের মাঝেই বৃষ্টিতে চারিদিক একদম পানিতে সাদা হয়ে গিয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে অনেক এলাকায় জলবাদ্যতা দেখা দিয়েছে যাই হোক প্রতিদিনের যেহেতু বৃষ্টি হয় তাই বৃষ্টি ভেজা ছবি তুলতে গিয়ে গাছের পাতার উপরে জমে থাকা বৃষ্টির ফোঁটা গুলোর ছবি তুলেছিলাম। তাছাড়া ছবি তোলার সময় আগেই সিলেক্ট করে রাখি যে এই ফটোগ্রাফিটা অবশ্যই আমার বাংলা ব্লগে শেয়ার করব সেই ধারাবাহিকতায় এখন আপনাদের মাঝে তুলে ধরলাম।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20230803_054909-01.jpeg


সকালের ফাঁকা রাস্তা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটা আমার পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা। প্রতিদিন সকালে আমি হাটতে বের হই এটা পোষ্টের উপরে অবশ্য আপনাদের সাথে শেয়ার করেছি তবে তারপরেও বলছি এই জন্যই যে কয়েকদিন আগে আমি একা একা হাঁটতে বের হয়েছিলাম। আমার সাথে যে ভাইয়া হাঁটতে যায় তিনি আসছিল না তাই আমি একা একাই হাঁটাহাঁটি করার পাশাপাশি রাস্তার পাশের এলোমেলো ছবিসহ বিভিন্ন ছবি তুলছিলাম। আসলে সেদিন মুড ছিল এমন যে সকালবেলায় হাঁটতে হাঁটতে প্রাকৃতিক সৌন্দর্যগুলো ফোন ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করব তাই ফাঁকা রাস্তার ছবি তুলেছিলাম আর এখন এটা আপনাদের মাঝে তুলে ধরছি।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

আপনি যে একজন প্রফেশনাল ফটোগ্রাফার তা আপনার ফটোগ্রাফির ধরন দেখেই বোঝা যায়। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া। বিশেষ করে নাম না জানা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে খুব ভালো লেগেছে। বৃষ্টি ভেজা সময় ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর দেখায়। ফটোগ্রাফি সাথে সাথে বর্ণনা দিয়েছেন অসাধারণ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

 last year 

আসলে চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

প্রতিটি ফটোগ্রাফি সুন্দর। তবে রাস্তা পাশে বাইক নিয়ে যাবার ছাগলের ফটোগ্রাফি এ বিষয়টি সত্যি ভালো লাগার মত। এবং সকলে চাইবে বাইকটা থামিয়ে একটি ফটোগ্রাফি করার জন্য।

তবে আপনার ফটোগ্রাফির এঙ্গেল টা বেশ ভালো লেগেছে

 last year 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আমার কাছেও বেশ ভালো লাগে। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সবগুলা ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে ফটোগ্রাফি ২ও ৩ আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

২ এবং ৩ নং ফটোগ্রাফি টা আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আর তিন নাম্বার ফটোগ্রাফির নাম না জানা উদ্ভিদের নামটা সম্ভবত ক্যাকটাস ফুল গাছ হবে। ধন্যবাদ।

 last year 

হতে পারে, আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

সেমসঙ্গ সেট দিয়ে বেশ সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আজকের এই পোস্টে শেয়ার করেছেন দেখছি। আপনার আজকের শখের ফটোগ্রাফির মধ্যে খুঁজে পেয়েছি প্রাকৃতিক দৃশ্য গুলো পালিত পশুর দৃশ্য সহ বিভিন্ন পর্যায়ের অসাধারণ দৃশ্য গুলো। প্রত্যেকটা ফটোগ্রাফি এতটাই পরিষ্কার এবং দেখার মতো ছিল তা বলে বোঝানো সম্ভব নয়। আশা করব এভাবে আপনি আরো অনেক ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন।

 last year 

প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আজকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতো। বিশেষ করে নাম না জানা সেই ফুলের ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 last year 

আপনার ভালো লাগা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

প্রকৃতির সৌন্দর্য নামে বেশকিছু ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি ফটোগ্রাফির সাথে বিবরন তুলে ধরেছেন। এজন্য আরো বেশী ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44