📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৪৬|| প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

png_20230904_143906_0000.png

Canva দিয়ে তৈরি

এই সপ্তাহের শুরুর দিক থেকে আবার ধারাবাহিকভাবে কাজ শুরু করেছি তবে গত সপ্তাহেও আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করেছিলাম আর সেটা ছিল ৪৬ তম ফটোগ্রাফি পর্ব। আমি সাধারণত প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি আসলে ফটোগ্রাফি বলতে কোন নির্দিষ্ট একটি সৌন্দর্যকে ফুটিয়ে তোলার যে চেষ্টা সেটাকেই বোঝানো হয় বলে আমি মনে করি। যেমন ধরুন আপনি নদীর পাড়ে গিয়েছেন আর নদীর পাড়ে গিয়ে নদীর সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ইদানিং সকালবেলায় একটু হাটাহাটি করতে যাওয়া হয় যার কারণে বেশিরভাগ ছবিগুলোই সকালবেলা ক্যাপচার করা তাছাড়া মাঝে কিছুদিন অনিয়মিত হয়ে পড়েছিলাম আর সেই মুহূর্তে বেশ কিছু ফটোগ্রাফি পুরাতন অ্যালবামে যুক্ত হয়েছে আর সেগুলো খুব সহজেই এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর আজকে আবার নাইট ফটোগ্রাফি অ্যাড করেছি কারণ বর্তমানে আবার লোডশেডিং শুরু হয়েছে আর আবহাওয়া গরম যেটা আসলেই বলার না। কালকে রাত্রেও প্রায় একটা পর্যন্ত বাড়ির বাইরে ছিলাম, হ্যাংআউট শেষ করে অনেক রাত পর্যন্ত বাইরে ছিলাম। মাঝরাতে দেখলাম দারুন চাঁদ উঠেছে তাই সেই ছবিটাও এখানে তুলে ধরেছি। যাই হোক সব বিবরণ এখানে না দিয়ে ছবিগুলো গিয়ে দেখে আসা যাক আর সেই ছবিগুলোর সম্পর্কে ছোট্ট যে বর্ণনাটা সেটা পড়ে আসা যাক চলুন তাহলে।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20230904_140025-01.jpeg


তেলাকুচা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • আমাদের আশেপাশে লতাপাতা জাতীয় এক ধরনের উদ্ভিদ জন্মায় আর সেই গাছগুলোতে এক ধরনের ফল ধরে যেটা পাকলে অনেকটা লাল হয়। লাল এই ফলগুলো আবার টিয়া পাখির খাবার হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া এই গাছের অনেক ঔষধি গুনাগুন রয়েছে। উপরের ছবিতে যে ফুলের দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা এই গাছেই হয় আর আমাদের এলাকায় এই গাছটি তেলাকুচা নামে পরিচিত। যদিও এই ছবিটা তুলতে গিয়ে আমাকে জঙ্গলের মধ্যে নামতে হয়েছিল কারণ এই উদ্ভিদটা সাধারণত জঙ্গলের মধ্যে জন্মায় আর দূর থেকে সাদা এই ফুলের ছবি দেখে আমি আকৃষ্ট হয়ে ছবি তুলেছিলাম। হয়তো অন্য এলাকায় এই ফুলটি অন্য নামে পরিচিত হতে পারে তবে কোন এলাকায় কি নামে পরিচিত সেটা জানতে চাই।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20230902_055305-01.jpeg


লিলি ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • উপরের ছবিতে যে ফুলের ছবিটি দেখতে পাচ্ছেন সেটার নাম লিলিফুল আর এই ফুলের সাথে আমরা প্রায় সবাই খুবই পরিচিত কারণ গ্রামের প্রতিটা বাড়িতেই এই ফুলের চাষ কম বেশি হয়ে থাকে। অনেকের কাছে এই ফুলটা আবার রসুন ফুল নামেও পরিচিত থাকে যেমন আমাদের এলাকার বেশিরভাগ মানুষ এই ফুলটা রসুন ফুল হিসেবে চিনে। ছোট ছোট চিকন সবুজ পাতা জন্মায় আর তার মাঝ থেকে এক ধরনের কড়ি বের হয়ে ফুল ফোটে। গোলাপি রঙের এই ফুলটা দেখতে খুবই চমৎকার তাই ফটোগ্রাফি করেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20230830_212409-01.jpeg


চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • ফটোগ্রাফি তে থাকা ছবিটা দেখে অনেকেই ভাবতে পারেন হয়তো দূর থেকে কোন আলোর প্রতিফলনের ছবি তুলেছি আসলে এটা কোন আলো নয় যদিও দেখতে অনেকটাই আলোর মত লাগছে তবে এটা মাছ রাতের চাঁদের দৃশ্য। ভর দুপুর বেলা সূর্য যেমন একদম পুরোপুরি মাথার উপরে অবস্থান করে ঠিক তেমনি মাঝ রাতে চন্দ্র একদম মাথার উপরে এসে অবস্থান করে। ছবিটা অনেকদিন আগে ক্যাপচার করেছিলাম যখন ভরপুর লোডশেডিং শুরু হয়েছিল। প্রচন্ড গরমে লোড শেডিং এর কারণে আর রুমে থাকতে পারছিলাম না তাই মাঝরাতে বাইরে এসে দেখলাম ধীরে ধীরে ঠান্ডা বাতাস বইছে আর আকাশে ফুটফুটে চন্দ্র যার আলোতে মাঝরাতের সৌন্দর্যটা সত্যি অনেক ভালো লেগেছিল। চাঁদের আলো মনে হচ্ছিল এখন যেন দিন। তবে মাঝে মাঝে আকাশটা মেঘে ঢেকে যাচ্ছিল হয়তো বৃষ্টি হবে।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20230812_135447-01.jpeg


মাছ শিকার।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটা দেখে অনেকেই হয়তো বুঝতে পারছেন যে এটা পদ্মা পাড়ের ছবি। আসলে না এটা সুন্দরবনের পাশের একটি এলাকার ছবি আর সেই এলাকায় বেশিরভাগ লোকজন চিংড়ি শিকারে ব্যস্ত থাকে। ছোট চিংড়ি গুলো নদী থেকে সংগ্রহ করে বাজারে বিক্রি করে। ছোট বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সবাই এই ছোট গলদা চিংড়ির বাচ্চাগুলোকে ধরে বাজারে বিক্রি করে আর এগুলো এক থেকে দুই টাকা পিস হিসেবে বাজারে বিক্রি হয়। ছবিতে থাকা এই বৃদ্ধ মহিলাটি গলদা চিংড়ির পোনা নদী থেকে সংগ্রহ করছিল আর ঝিনুক দিয়ে আলাদা করে সেগুলোকে গুনে গুনে রাখছিল সেই সময় আমি এই ছবিটা তুলেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20230904_135837-01.jpeg


কলাবতী ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • উপরে এই ফুল গাছের পাতার সাথে ফুলের নামের অনেকটাই মিল রয়েছে। এই ফুলের নামটা আমার জানা মতে কলাবতী ফুল এই ফুলের পাপড়ি গুলো অনেক পাতলা আর অনেকটাই কালারফুল। ফুলের যে পাতাগুলো হয় সেগুলো দেখতে দূর থেকে অনেকটাই কলা পাতার মত লাগে হয়তো এই কারণেই এই ফুলের নাম রাখা হয়েছে কলাবতী ফুল। আমাদের পাশের বাড়িতে একটা ছোট বোন তার একটি ফুলের বাগান তৈরি করেছে যেখানে এরকম অনেকগুলো ফুলের গাছ রয়েছে সেখান থেকে আমি এই কলাবতী ফুলের ছবি সংগ্রহ করেছি। কলাবতী ফুলের ফটোগ্রাফিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে মন্তব্য করে জানাবেন আর এই ফুল বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত হতে পারে তবে কার এলাকায় কি নামে পরিচিত সেটা মন্তব্য করবেন অবশ্যই।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20230904_140151-01.jpeg


করলা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছোট্ট এই হলুদ ফুলের ছবি দেখে কি মনে হচ্ছে?? কি ফুল হতে পারে কেউ ধারণা করতে পারছেন না তাইতো। আচ্ছা সমস্যা নেই আমি এই ফুলের নাম বলে দিচ্ছি, এটি হচ্ছে করলা গাছের ফুল। আমার আব্বু ছোট্ট একটি সবজি বাগান তৈরি করেছে আর সেখানে চারিপাশ নেট জাল দিয়ে ঘিরে রেখেছে। নেট জলের এক পাশ দিয়ে অনেকগুলো করলা গাছ লাগিয়েছে আর সেই গাছগুলো নেট জলের উপর দিয়েই বেড়ে উঠছে যদিও অনেকগুলো করলা ধরেছে আর করলা ধরার আগে গাছে ফুল ফুটে। গাছের কাছে গিয়ে ছোট সাইজের এই হলুদ রঙের ফুলটি দেখে সত্যি অনেক ভালো লাগলো তাই ম্যাক্রো লেন্সে ছোট্ট ফুলের ফটোগ্রাফি করেছি।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20230904_140256.jpg


ঝিঙা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ঝিঙা এই সবজিটার সাথে আমরা হয়তো অনেকেই পরিচিত। বাজারে এই সবজিটার চাহিদা অনেক বিশেষ করে আমার কাছে এই সবজিটা ভাজি করলে অনেক বেশি মজা লাগে। তবে আজকে এই সবজি নিয়ে নয় এই সবজি পরিপূর্ণ হওয়ার পূর্বে যখন ফুল হয় সেই ফুলকে কেন্দ্র করে কথা বলতে চাই। গাছের ডগায় যখন ফুল আসে তার কিছুদিন পরে ফুলগুলো ঝরে যায় আর ধীরে ধীরে ফলে রূপান্তরিত হতে থাকে। ঝিঙা ফুল সাধারণত টকটকে হলুদ বর্ণের হয়ে থাকে কিন্তু উপরের এই ছবিতে অনেকটাই ফেকাসে লাগছে কারণ এই ফুলের পাপড়ি গুলো এখনো পুরোপুরি ছড়ায় নি। পাপড়িগুলো যখন পুরোপুরি ছড়িয়ে যাবে তখন এই ফুলের সৌন্দর্যটা খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন তবে পরবর্তী পর্বে এই ফুলের সৌন্দর্যটা পুরোপুরি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 11 months ago 

ভাইয়া আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। অনেক দিন পর ঝিঙে ফুল দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আপনার পোষ্টের মাধ্যমে উপভোগ করলাম।
সত্যি আপনার ফটোগ্রাফি যত দেখি ততই মুগ্ধ হয়ে তাকিয়ে রই।
ফটোগ্রাফি গুলা সম্পর্কে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 11 months ago 

আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। ফুলের সৌন্দর্য খুব সুন্দর ভাবে ক্যাপচার করে ফুটিয়ে তুলেছেন। তাছাড়া নদীর পানে বসে মহিলাটির মাছ ধরার দৃশ্যটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যেটা অনেক আত্মপ্রকাশ করে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ভাই আপনি বেশ কিছু ভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফির মধ্যে কিছু ভিন্নতা খুঁজে পেয়েছি এর মধ্যে বৃদ্ধ মহিলা গলদা চিংড়ে তুলছে। আরে সারা ফুলের ফটোগ্রাফি গুলো তো আছেই সবগুলো খুবই দারুণ হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

কমিউনিটিতে এখন প্রায় সকলেই অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছে সেই সুন্দর ফটোগ্রাফি গুলোর মধ্যে আপনার ফটোগ্রাফি গুলো অন্যতম। খুবই দারুণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে আমি মুগ্ধ। সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে চমৎকার বর্ণ নাও তুলে ধরেছেন। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। ফুল প্রাকৃতিক সৌন্দর্যের প্রধান একটি অংশ। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ভাই, প্রকৃতির সৌন্দর্য দেখতে গিয়ে আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেল। খুব সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফি ক্যাপচার করেছেন যা দেখে বোঝা যাচ্ছে আপনি ফটোগ্রাফি করাতে ভীষণ পারদর্শী। অনেক অনেক ধন্যবাদ ভাই, চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

প্রকৃতির সৌন্দর্য নামে বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।সবগুলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে। যে ফুলটাকে তেলাকুচা বললেন,সেটাকে আমরা কেলাকুচ বলি।😂আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। বর্ননা তুলে ধরেছেন তাইতো আরো বেশি ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45