বই || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২৭শে ভাদ্র | ১৪৩০ বঙ্গাব্দ | সোমবার | শরৎকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



Screenshot_20230911_130312_Canva.jpg

Canva দিয়ে তৈরি



আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলব আর আমার টপিক্স হচ্ছে বই। ছোটবেলা থেকে জ্ঞান অর্জনের জন্য প্রথমে হাতে বই তুলে দেওয়া হয়। একজন মানুষের জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই তাকে সুশিক্ষিত হতে হবে আর সুশিক্ষিত হতে হলে তাকে বই পড়তে হবে। ছোট সময়ে যখন ছেলেমেয়েরা স্কুলের বারান্দায় যায় তখন তাদের হাতে বই তুলে দেওয়া হয়। কেননা তারা যেন বই পড়ে সুশিক্ষিত হতে পারে সেই সাথে সঠিক জ্ঞান অর্জন করতে পারে। তবে সেক্ষেত্রে বইয়ের সাথে যদি নিজের বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে ওঠে তাহলে জ্ঞানার্জনে আর কোন বাধা থাকে না। বই আমাদেরকে কিভাবে জ্ঞান অর্জন করে কিভাবে আমাদের সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে সেই বিষয় নিয়েই এখন কথা বলব।

একজন মানুষের সবচেয়ে বড় বন্ধু বই। সবাই থাকে ঠকাতে পারে কিন্তু বই কখনই তাকে ঠকাতে পারে না। আপনি একজন মানুষকে ভালোবাসেন সে আপনাকে ঠকাতে পারে কারণ মানুষ সব সময় বেটার অপশন খোজে তবে বই সব সময় আপনাকে জ্ঞান প্রদান করবে কেননা বই কখনো কাউকে নিরাশ করে না শুধু জ্ঞান প্রদান করে। বই সব সময় আপনার সাথেই থাকবে আর আপনার সঙ্গ কখনোই ছাড়বেনা যত সময় আপনি বইয়ের প্রতি আকৃষ্ট থাকবেন। একজন মানুষ অন্যজন মানুষকে স্বার্থের জন্য ফেলে রেখে চলে যায়। আবার এক ধরনের মানুষ আছে যখন সুসময় আসে তখন কাছে আসে কিন্তু দুঃখের সময় হলো এমন ভাব করে মনে হয় তাকে চেনেই না কিন্তু বই কখনই কাউকে এমন পরিস্থিতিতে দূরে ঠেলে দেয় না। বই তাকে জ্ঞান প্রদানের মাধ্যমে তার মূল শেখরে পৌঁছে দেয়। তাকে অনেক উপরে নিয়ে যায় তাকে জ্ঞান উপহার দেয় সেই মানুষটাকে সমাজে মাথা উঁচু করে দেয় আর বিপদে কিভাবে মোকাবেলা করতে হয় সেই সাহস যোগায় সেই সম্পর্কে যথেষ্ট জ্ঞান প্রদান করে তাই বলা যায় বই আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু কেননা এই বন্ধুত্বের কখনো ফাটল ধরে না কারণ এদের মধ্যে স্বার্থের কোন সম্পর্ক থাকে না।



books-1204029_1280.jpg

Source



বই আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বইয়ের মত কেউ হয় না কারণ সবাই স্বার্থের জন্য আপনাকে সাপোর্ট করে কিন্তু বই আপনাকে বিনা স্বার্থে আপনাকে জ্ঞান প্রদান করবে। যারা নিয়মিত বই পড়ে তারাই বইয়ের গুরুত্ব বুঝবে আর যারা বই পড়ে না তারা কি করে বুঝবে যে বই কতটা বন্ধুত্ব সুলভ হতে পারে?? আপনি আপনার চারিপাশে লক্ষ্য করলেই দেখতে পারবেন আপনার এলাকায় যে ডাক্তার আছে তিনি কিন্তু এই বই পড়ে জ্ঞান অর্জন করে ডাক্তার হয়েছেন। এলাকায় যে ইঞ্জিনিয়ার আছে সে এই বই পড়ে ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জ্ঞান অর্জন করেছে বলতে গেলে সমাজের প্রতিটা উঁচু পর্যায়ের মানুষ বই পড়ে জ্ঞান অর্জন করে তার সেই অবস্থানে পৌঁছেছে। পৃথিবীতে যত বিখ্যাত মানুষ আছে তারা সবাই এই বইয়ের জন্য বিখ্যাত হয়েছে বই না পড়লে তারা অশিক্ষিত থাকতো তারা বই ছাড়া এতটা জ্ঞান অর্জন করতে পারত না তাছাড়া আপনি যত বই পড়বেন আপনার জ্ঞান ততটাই প্রসারিত হবে। উচ্চশিক্ষিত ব্যক্তি গুলো যদি বই না পড়তো তাহলে তাদের জ্ঞান এতটা প্রসারিত হতো না আর তারা সেই পজিশনে পৌঁছাতেও পারত না। যথাযথ শিক্ষিত হতে হলে আমাদের বই পড়া দরকার কেননা বই পড়লে আমরা আইন সম্পর্কে কোনটা সঠিক কোনটা ভুল বা কোনটা খারাপ সেটা বুঝতে পারব আর সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে অবগত হতে পারব।



books-1617327_1280.jpg

Source



মনে করুন আপনার মন খারাপ তাহলে মন ভালো করার জন্য আপনি বই পড়তে পারেন যেমন কিছু কিছু মজার গল্পের বই আছে যেগুলো পড়লে এমনিতেই আপনার মন ভালো হয়ে যাবে। তাছাড়া আপনি মজার মজার সব কৌতুক বা নাটকের বই পড়ে আপনার মনটাকে ভালো রাখতে পারেন। আপনি একা ফিল করছেন সময় পার হচ্ছে না তাহলে আপনি গল্পের বই পড়তে পারেন। যদি একবার কোন গল্প পড়তে মজা লাগে তাহলে কিভাবে সময় পার হবে সেটা আপনি বুঝতেই পারবেন না। উন্নত দেশগুলোর কথা যদি বলি তাহলে আরো পরিষ্কার ধারণা দিতে পারব। মনে হয় যে জাতি যত শিক্ষিত সে জাতি ততটাই উন্নত আর হ্যাঁ আপনাকে শিক্ষিত হতে হলে অবশ্যই বইয়ের জ্ঞান অর্জন করতে হবে। আপনি পৃথিবীর এক প্রান্তে রয়েছেন আর পৃথিবীর অপর প্রান্তের সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে বই পড়তে হবে। দেশের অর্থনীতি যদি সচল করতে চান তাহলে শিক্ষিত ব্যক্তিদের দিকনির্দেশনায় অর্থনীতির চাকা অধিক সচলভাবে ঘুরতে থাকে সেই জ্ঞানী গুণী হতে হলে আমাদের বই পড়তে হবে। শিক্ষিত জাতি একটি দেশের পরিবর্তন আনতে পারে কিন্তু অশিক্ষিত জাতি কখনোই দেশের মর্যাদা বা দেশের মঙ্গল বয়ে আনতে পারে না বরং তারা সমাজ এবং দেশের বোঝা হয়ে থাকে। কিন্তু শিক্ষিত জাতি তাদের মেধা দিয়ে বা বই এর ভাষা থেকে কোন নিত্য নতুন কিছু জানতে পেরে সেটা নিয়ে গবেষণা শুরু করে জীবনে উন্নতি সাধন করতে পারে তাই বলা হয় শিক্ষিত জাতি দেশ ও সমাজের গর্ব। কেননা মানুষ শিক্ষিত হলে দেশের জন্য কাজ করতে পারে দেশের উন্নতির জন্য কাজ করতে পারে।

বই হচ্ছে মধুর মতো বইয়ের প্রতিটা অক্ষর যেন একটা মধুর ফোটা বইকে কেউ কখনো অবহেলা করে না কারণ বইয়ের জ্ঞানে জ্ঞান অর্জন করে জীবনকে সফলভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করে। অবসর সময়ে আপনি যেকোনো বই পড়তে পারেন যেটা আপনার ভালো লাগে কেননা ধীরে ধীরে বই পড়ার প্রতি আপনার একটা অভ্যাস জন্ম হবে আর তারপর থেকেই আপনি জ্ঞান অর্জনের জন্য ধীরে ধীরে বই পড়তে পারবেন।





🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG-20211015-WA0027.jpg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ছবি আঁকতে, ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

আপনার পুরো পোস্ট পড়ে খুব ভালো লাগলো ভাই । সত্যি বেশ দুর্দান্ত বিষয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন‌। বই নিয়ে আপনার অনুভূতি গুলো বেশ দুর্দান্ত হয়েছে। আপনি যথার্থ বলেছেন বইয়ের প্রতিটি অক্ষর মধুর ফোটার মতোন। বই পড়ার মাধ্যমে নিজের জ্ঞান বিকশিত হওয়ার পাশাপাশি আলোকিত মানুষ হওয়া যায়। এত চমৎকার বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 11 months ago 

বই অবশ্যই আমাদের জীবনের পরম বন্ধু। কারণ পৃথিবীর সবাই আমাদের সাথে বেঈমানী করলেও, বই কখনো আমাদের সাথে বেঈমানী করে না। বই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। যে ব্যক্তি যতো বই পড়বে, সেই ব্যক্তি ততোটা জ্ঞান অর্জন করবে। সুতরাং আমাদের জীবনে বইয়ের গুরুত্ব অপরিসীম। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আমরা প্রথমে যে শিক্ষাগুরণ করে থাকি তা হল এই পাঠ্যবস্তু অর্থাৎ বই থেকে। বইয়ের মধ্যে দিয়ে আমরা অজানা জিনিসগুলো জানতে পারি এবং অনেক জ্ঞান এখান থেকে আমারে নিতে পারি। শিক্ষা জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত বইয়ের গুরুত্ব অপরিসীম। বইনে আপন খুব চমৎকার লিখেছেন ভাই ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 11 months ago 

এটা ঠিক বলেছেন একজন মানুষের পরম বন্ধু হচ্ছে বই। সব মানুষ বেইমানি করতে পারে কিন্তু কখনো বই বেইমানি করে না। আর আমরা বই থেকে জ্ঞান অর্জন করতে পারি। বই মানুষকে আলোর পথ দেখায়। যখন আমাদের মন খারাপ থাকে তখন আমরা বই পড়লে আমাদের মন ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

ঠিক বলেছেন ভাই, বই হচ্ছে আমাদের প্রিয় বন্ধু। এই বন্ধুত্ব বিনা স্বার্থের। আমরা যত বেশি বই পড়বো তত বেশি শিক্ষিত আর জ্ঞান অর্জন করবো। যা আমাদের ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল করবে। ঠিক বলেছেন,মন খারাপ হলেও কমিক্স পড়ে আমরা মন ঠিক করতে পারি।আবার একা একা থাকলে গল্পের বই পড়ে সময় কাটাতে পারি। বই নিয়ে আপনার আজকের লেখাটা খুব ভালো লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59493.68
ETH 2649.33
USDT 1.00
SBD 2.45