লেভেল টু হতে আমার অর্জন - By @kazi-raihan || ১০% পে-আউট লাজুক খ্যাঁক-কের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan । সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আমার বাংলা ব্লগ কমিউনিটি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি

এর আগে আমি আমার #abb-level01 এর ভেরিফিকেশন পোস্ট করেছিলাম এবং #abb-level01 পাশ করেছি। এখন আমি #abb-level02 এর জন্য লিখিত পরীক্ষা দিচ্ছি।

20211119_163556-01.jpeg

abb-level02 এর প্রথম ক্লাসে যা শিখেছি

প্রথম ক্লাসে @rex-sumon ভাইয়া আমাদের সাথে key security নিয়ে আলোচনা করেন। ভাইয়া আমাদেরকে পাঁচটা key সম্পর্কে বলেন। এগুলো হচ্ছে post key, private active key, memo key, owner key, master key এই সবগুলো key নিয়ে আলোচনা করে। আলোচনা থেকে যা শিখলাম।

Post key

পোস্ট কি বলতে আমি বুঝি কোন কন্টেন্ট পোস্ট করার জন্য পোস্ট কি দিয়ে লগইন করাই মূলত পোস্ট কী। কমেন্ট অথবা কমেন্টের উত্তর দিতে হলেও পোস্ট কি দিয়ে লগইন করতে হয়। কাউকে যদি ফলো এবং আনফলো করতে চান তাহলেও পোস্ট কি দিয়ে লগইন করতে হবে। কারো পোস্ট রিস্টিম করার জন্য পোস্ট কী দিয়ে লগইন করতে হয়। এছাড়াও কাউকে আপভোট এবং ডাউন ভোট দিতে চান তা হলেও পোস্ট কি দিয়ে লগইন করতে হবে।

Active key

অ্যাক্টিভ কী দিয়ে ট্রানজাকশন করা হয়। কাউকে ট্রানস্ফার করতে প্রাইভেট অ্যাক্টিভ কী এর প্রয়োজন হয় যেমন,SBD, Steem। আবার SBD থেকে Steem এ রূপান্তর করতে এবং Steem থেকে SBD রূপান্তর করতে ও প্রাইভেট অ্যাক্টিভ কী এর প্রয়োজন হয়। এছাড়াও পাওয়ার আপ করতে এবং পাওয়ার ডাউন দিতে গেলেও অ্যাক্টিভ কী এর প্রয়োজন হয়।উইটনেস ভোট দেওয়া, প্রোফাইলের তথ্য পরিবর্তন করা সহ ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।

Memo key

মেমো কী এর কাজ বলতে মেমোতে সর্বনিম্ন 0.001 একটি মেসেজ পাঠাতে পারে এবং পেতে পারে। এছাড়াও পার্সোনালি এনক্রিপ্ট করা যায়। মেমো কী মূলত এক্সচেঞ্জ এর কাজ যারা করে তাদের জন্য। এই কী খুব একটা ব্যবহার হয় না বলেই এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়নি।

Owner key

উনার কী সাধারণত অ্যাকাউন্টের মালিক ব্যক্তিগতভাবে জেনে থাকে। যে এই কী জানবে সে অ্যাকাউন্টের মালিক হিসেবে দাবি করতে পারবে। অন্যান্য কী হারিয়ে গেলে বা হ্যাক হলে এই কী দিয়ে তা রিসেট করা যাবে। তাই এই কী টির গুরুত্ব অনেক বেশি। সবার উচিৎ এই কী টি বিশেষভাবে সংরক্ষণ করা। আর উনার কী দিয়ে অন্য কী গুলো পরিবর্তন করা যাবে কিন্তু উনার কী এবং মাস্টার পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে না।

Master password

মাস্টার পাসওয়ার্ড বলতে বুঝেছি সমস্ত কিছু নিয়ন্ত্রন করতে মাস্টার পাসওয়ার্ড এর প্রয়োজন হয়। কারো মাস্টার পাসওয়ার্ড যদি অন্য কারো কাছে চলে যায় তাহলে হ্যাক করতে পারবে। মাস্টার পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। মাস্টার পাসওয়ার্ড যদি ফাইল থাকে তাহলে রিকভার করা যাবে। আর যদি পুরো ফাইল হারিয়ে যায় তাহলে আর কখনোই রিকভার করা যাবে না। কেউ যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চায় তাহলে সেখানে একাউন্ট নেম , মাস্টার পাসওয়ার্ড, জিমেইল এড্রেস এগুলা দিলে নতুন পাসওয়ার্ড দিবে।

Master password নিরাপদে সংরক্ষণ করার উপায়

নোটবুকে সংরক্ষণ করতে পারবো। কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে ও সংরক্ষণ করতে পারবো। পাসওয়ার্ড ফাইল নিজের ল্যাপটপে এনক্রিপ্ট করে রাখতে পারবো। জিমেইলে বা গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারেন তবে অবশ্যই জিমেইল পাসওয়ার্ড খুবই শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। জিমেইল পাসওয়ার্ড শক্তিশালী দিলে আপনার জিমেইল কেউ হ্যাক করতে পারবে না এবং আপনার মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষিত থাকবে।

abb-level02 এর দ্বিতীয় ক্লাসে যা শিখেছি

দ্বিতীয় ক্লাসে আমাদেরকে পাওয়ার আপ করা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছিল। পাওয়ার আপ, ট্রান্সফার, স্টিম থেকে এসবিডি এবং এসবিডি থেকে স্টিম কনভার্ট এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এছাড়াও মেমো ফিল্ড সম্পর্কে অনেক কিছু জানতে পারি।

পাওয়ার আপ

পাওয়ার আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাওয়ার আপ মানে স্টিম কে স্টিম পাওয়ারে রূপান্তর করা। পাওয়ার আপ করলে নিজস্ব শক্তি অর্জন করতে পারবো। যে শক্তির মাধ্যমে অন্যকে চাইলে ভোটিং সাপোর্ট দিতে পারবো। পাওয়ার আপ করলে অন্যকে কমেন্ট করতে পারব। পাওয়ার আপ এর মাধ্যমে নিজস্ব শক্তি থাকলে কিউরেশন রিওয়ার্ড পেতে পারবো।যত বেশি পাওয়ার আপ করব ততবেশি আপভোট দিতে পারব। অর্থাৎ নিজের একাউন্ট এর শক্তি বৃদ্ধি করার জন্য মূলত পাওয়ার আপ খুবই জরুরী।

পাওয়ার আপ করার পর যদি আবার উইথ ড্র দিতে চাই তাহলে মোট অ্যামাউন্ট আসতে প্রায় ২৮ দিন সময় লাগবে। কিন্তু প্রতি ৭ দিন পর পর চার ভাগের একটা এমাউন্ট আমাদের একাউন্টে চলে আসবে।

মেমো ফিল্ড

মেমো ফিল্ড বলতে আমি বুঝি আমি যদি কাউকে স্টিম ট্রানস্ফার করতে চাই তাহলে ট্রানস্ফার একাউন্টে গেলে সেখানে গিয়ে প্রথমে কাকে পাঠাব তার আইডি নেম এবং নিচে কতটা পাঠাবো তার অ্যামাউন্ট ঠিক করে দিব। এবং এর নিচে মেমো নামে একটা অপশন আসবে সেখানে আমি যে স্টিম পাঠাচ্ছিস সেটা কী কারণে পাঠাচ্ছি তার একটা বর্ণনা লিখে দিতে হবে আবার না লিখলেও কোন সমস্যা নেই। যেমন কাউকে যদি গিফট করি তাহলে সেখানে গিফট লিখে দিতে পারবেন। সে ক্ষেত্রে অপরজন বুঝবে আপনি তাকে কেন এস্টিম পাঠিয়েছি।

abb-level02 এর তৃতীয় ক্লাসে যা যা শিখেছি

তৃতীয় ক্লাসে আমাদেরকে ডেলিগেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই ক্লাসের ডেলিগেশন সম্পর্কে অনেক তথ্য জানতে পারি।

Delegation

ডেলিগেশন মানে প্রতিনিধিত্ব করা। এক কথায় বলতে গেলে নিজের পাওয়ার অন্যকে ধার দেওয়া। আমি যাকে ডেলিগেশন করব সে আমার পাওয়ার ব্যবহার করে অন্যকে আপভোট এবং ডাউন ভোট দিতে পারবে। আমি যদি কাউকে ডেলিগেশন করি তাহলে আবার চাইলে যেকোন সময় তা ফিরিয়ে আনতে পারি। ফিরিয়ে আনার জন্য শুধুমাত্র ডেলিগেশন দিলে চলে আসবে। স্টিমিটে sp বা স্টিম পাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাদের পাওয়ার বেশি তারা ভোট দিলে সে অনুযায়ী রিওয়ার্ড পাবে। কিন্তু এমন অনেকেই আছেন যাদের বেছে বেছে ভোট দেয়ার মত সময় নেই। তাই তারা এমন কাউকে ভোটিং অধিকার প্রদান করেন যারা বেছে বেছে ভাল কনটেন্ট এর উপর ভোট প্রদান করবে। আবার এমন অনেক ইউজার আছেন যাদের এসপি খুবই কম যারা ভোট দিলে এত কম রিওয়ার্ড আসবে যা রিওয়ার্ড পুলে জমা হবে না। তাদের উচিত কোনো কিউরেটর বা কোন ডেলিগেশন সার্ভিসকে কে অনুসরণ করা। অর্থাৎ অল্প এসপি আছে এমন অনেক ব্যবহারকারী একসাথে ভোট প্রদান করা। সাধারণত বিভিন্ন ডেলিগেশন সার্ভিসগুলো লোক লাগিয়ে বা বট বানিয়ে ভোট দেয়ার কাজটি করে থাকে। সবারই উচিত ভালো মানের কনটেন্ট এ ভোট প্রদান করা যাতে সুন্দর সুন্দর কাজের প্রতি সবার আগ্রহ বৃদ্ধি পায়।

ডেলিগেশন ক্যানসেল করার 5 দিন পর সেই এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে

আমি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করলাম। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চাইলাম। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আমাকে ৩০০ এস.পি লিখতে হবে। মূল বিষয় হচ্ছে আমার মতে যত এসপি থাকবে তার মোট পরিমাণ লিখতে হবে। আবার আমি যদি ডেলিগেশন কমাতে চাই তা হলেও সে ক্ষেত্রে আমি পরবর্তীতে যত এসপি রাখব তত লিখতে হবে। আমার ডেলিগেশন আছে ৫০০ এসপি আমি সেখান থেকে ২০০ উইথড্র করতে চাই তাহলে আমাকে লিখতে হবে ৩০০.

প্রথমেই ধন্যবাদ জানাই @rme দাদাকে আমাদের জন্য @abb-school খোলার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত বিষয় গুলো সম্পর্কে জ্ঞান দিয়েছেন এবং ধন্যবাদ জানাই সকল প্রফেসরদেরকে যারা আমাদেরকে প্রতিনিয়ত সুন্দরভাবে ক্লাসের মাধ্যমে সকল বিষয় সম্পর্কে ধারণা দিচ্ছেন। ধন্যবাদ @rex-sumon ভাইকে আমাদের #abb-level02 এর ক্লাস গুলো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ সবাইকে

Sort:  

বাহ! খুব সুন্দর ভাবে লেভেল ২ এর বিষয় গুলো তুলে ধরেছেন ভাই।
প্রতিটি বিষয় বিস্তারিত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আশা করছি এটা নতুনদের খুব উপকারে আসবে।

শুভকামনা আপনার জন্য

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

লেভেল টু তে এবিবি স্কুল থেকে আপনি যাযা শিখছেন তা খুব কাযে লাগবে আপনার এই স্টিমিট এ থাকতে হলে। অনেক সুন্দর ভাবে আপনাকে ধারনা দেওয়া হয়েছে এতে আপনি স্টিমিট এ নিজেকে ভাল জায়গায় নিয়ে যেতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন শুভ কামনা রইলো।এগিয়ে যান।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

যাইহোক অনেক ভালো লাগলো আপনি লেভেল ১ সুন্দরভাবে অতিক্রম করার পর লেভেল টু অর্জন করেছেন। এটা খুবই আনন্দের বিষয়। আগেই আপনাকে শুভেচ্ছা জানাই এবং পোস্টিং কি🩸 মেমো কি 🩸ট্রানস্ফার ও ডেলিগেশন সম্পর্কে খুব সুন্দর ধারণা দিয়েছেন। অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার পোষ্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে কারণ আপনি লেভেল টু হতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এবং সেগুলো আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

abb-school লেভেল টু এর ক্লাস থেকে অনেক কিছুই শিখেছেন দেখছি।ক্লাস করে ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন দেখছি। এভাবে বেসিক বিষয় গুলো জানতে পারলে কাজ করতে অসুবিধা বোধ করবেন নাহ।আশাকরি অন্যান্য ক্লাস গুলোতে আরও কিছু জানতে পারবেন। 😍😍

 3 years ago 

ধন্যবাদ ভাইজান।

রায়হান ভাই লেভেল 2 থেকে আপনি অনেক কিছু শিখিয়েছেন, ইনশাল্লাহ সফল হবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57050.09
ETH 3060.34
USDT 1.00
SBD 2.32