📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ১৬|| প্রকৃতির সৌন্দর্য ||১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

20220612_165041-COLLAGE.jpg

আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। প্রকৃতির সৌন্দর্য গুলো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরতে খুব ভালো লাগে। আর সেই ভালোলাগা কে কেন্দ্র করে যে ফটোগ্রাফি গুলো করেছিলাম সেগুলো শেয়ার করেছি। গত সপ্তাহে বন্ধুদের সাথে পদ্মা নদীর তীরে ঘুরতে গিয়েছিলাম। প্রতিদিন সকালে আমরা কিছু বন্ধু মিলে একসাথে হয়ে কিছু সুন্দর সময় পার করি আর হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলাম আজকে বিকালে আমরা সবাই পদ্মা নদীর তীরে ঘুরতে যাবো। দুপুরে গোসল খাওয়া-দাওয়া সেরে মেসেঞ্জারে সবার সাথে যোগাযোগ করলাম এবং সবাই বলল বিকাল চারটার আগ মুহূর্তে আমাদের বাজারের উপরে আসার জন্য। যথাসময়ে সবাই আমাদের গ্রামের স্থানীয় বাজারে উপস্থিত হল আর আমরা যেহেতু ৩ থেকে ৪ কিলোমিটার পথ অতিক্রম করব তার জন্য সবাই বাইক নিয়ে এসেছিল। ঠিক বিকাল চারটার সময় আমরা পদ্মা নদীর তীরে গিয়ে সূর্য অস্ত যাওয়া দেখব বলে যাত্রা শুরু করলাম। আর এই যাত্রা কে কেন্দ্র করে মূলত এই ফটোগ্রাফি পর্বটি শেয়ার করা। তাছাড়া আমার কিছু ফটোগ্রাফি অ্যালবাম থেকে সংগ্রহ করেছি যেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20220607_064342-01.jpeg


মেঘলা সকাল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • ছবিতে নৌকার দৃশ্য দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন এটা নদীর তীর থেকে তোলা। সকালবেলায় পারিবারিক কাজে কুষ্টিয়া যাচ্ছিলাম যদিও গত সপ্তাহের প্রায় প্রতিটা দিন সকালবেলা আকাশটা মেঘাচ্ছন্ন থাকতো। তবে যেদিন এই ছবিটা তুলেছিলাম সেদিন একটু বেশি মেঘলা ছিল। যে রাস্তা থেকে ছবি সংগ্রহ করেছিলাম রাস্তাটি পদ্মা নদীর পাড় ঘেঁষে গিয়েছে আর রাস্তা দিয়ে যাওয়ার মুহূর্তে দেখলাম হঠাৎ কালো মেঘ ঘনিয়ে আসছে যেন কালবৈশাখী ঝড় নামবে। আমি বাইক থামিয়ে মেঘলা আকাশ সহ নদী কেন্দ্রিক একটি ছবি তুলেছিলাম। তবে আকাশে কত তারা মেঘ ছিল সেটা নদীতে থাকা পানির উপরে তাকালে বোঝা যায়। যদিও ছবি তোলার কিছু সময় পরেই প্রচন্ড বৃষ্টি নেমেছিল।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20220529_175803.jpg


তিল গাছ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটা যখন বন্ধুদের সাথে পদ্মা নদীর তীরে ঘুরতে গিয়েছিলাম তখন তুলেছিলাম। আমরা মূলত গিয়েছিলাম পদ্মা নদীর তীরে গিয়ে সূর্য অস্ত যাওয়া দেখব আর ঠিক সেই মুহুর্তে কিছু ছবি তুলব। তবে আমার ব্যক্তিগত উদ্দেশ্য ছিল কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করা। নদী ভাঙ্গনের কারণে অনেকটা আবাদি জমি পদ্মা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গিয়েছে। আর যতটুকু পদ্মার পাড়ে আবাদি জমি ছিল সেখানে তিল চাষ করা হচ্ছে। গাছের ছবি দেখে হয়তো কারও অচেনা মনে হওয়ার কথা না। এই তিল গাছ থেকে তেল তৈরি হয়। তিল গাছের আড়ালে সূর্যকে কেন্দ্র করে এই ছবি তুলেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20220530_191839.jpg


লাল মেঘ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • সাধারণত বৃষ্টির পরে আকাশে লাল মেঘ লক্ষ করা যায়। গত সপ্তাহের প্রতিটা দিন এই প্রায় বৃষ্টি হয়েছে আর বিকেল বেলায় বৃষ্টি শেষে আকাশে লাল মেঘ হয়েছিল। যদিও বৃষ্টি শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর সেই সন্ধ্যার কিছু সময় পরেই আকাশে টকটকে লাল মেঘ লক্ষ করলাম। চারিদিকে অন্ধকার নেমে আসছে আর আকাশে যেন লাল মেঘ আবার সূর্য ওঠার আভাস দিচ্ছে। আমি আমাদের দোকানে বসে ছিলাম আর লাল মেঘ লক্ষ করে একটি ছবি তুললাম। নারিকেল গাছ আর বিদ্যুৎ এর তার সহকারে লাল মেঘের ছবিটা বেশ ভালোই লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20220529_175656.jpg


ছোট উদ্ভিদের ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটা আসলে তুলতে গিয়ে একটু ভয় ভয় করছিল। পদ্মা নদীর পাড়ে একটু নদী ভাঙ্গনের নমুনা দেখলাম আর সেই ফাটল ধরা অংশে একটি উদ্ভিদ জন্মেছে আর উদ্ভিদের একটি কোনায় ছোট্ট ফুল ফুটেছে। যদিও এটি এক ধরনের ঘাস হবে হয়তো। যেহেতু মাটির সাথে কামড়ে ধরে আছে সেহেতু ঘাস বলা যেতে পারে। এই ঘাস বা উদ্ভিদের নাম জানা নেই যদি কারো নাম জানা থাকে তাহলে কমেন্ট বক্সে নামটা জানিয়ে দিবেন।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20220529_175718.jpg


ঘাসের ফুল। ‌
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • বৃষ্টি হলেই ঘাসের জন্ম নেয় আর বর্তমানে মাঝেমাঝেই বৃষ্টি লক্ষ করা যাচ্ছে যার কারণে সব অঞ্চলেই কমবেশি সবুজ ঘাস জন্মেছে। সবুজ ঘাস গুলোতে বিভিন্ন ধরনের ফুল ফুটছে মূলত ঘাস তাদের বংশ বিস্তারের জন্য ফুলের মাধ্যমে পরাগায়ন ঘটে বংশবৃদ্ধি করে। আর সেই ফুলের সৌন্দর্য প্রকৃতির মাঝে সব কিছুকেই হার মানায়। মাটিতে আঁকড়ে থাকা ঘাসে সাদা আর হালকা বেগুনি রংয়ের মিশ্রণে দারুন ফুল ফুটেছে যা দেখতে খুব সুন্দর লাগছিল। আমি ফোন ক্যামেরার মাধ্যমে ম্যাক্রো লেন্সে ক্ষুদ্র ফুলের ছবিটি সংগ্রহ করেছিলাম আর এখন এই ফটোগ্রাফি পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20220529_173950.jpg


ছোট ছেলেদের ক্রিকেট খেলা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • পদ্মার পাড়ে নামতেই দেখলাম রাস্তার বাম পাশে ছোট্ট কয়েকটি ছেলে ক্রিকেট খেলছে। নদী এলাকা বলে সেখানে মাটির রাস্তা আর আমি মাটির রাস্তার একপাশে বাইক থামিয়ে ছোট ছেলেগুলোর কাছে এগিয়ে গেলাম। তারা আমাকে দেখে খুব খুশি হলো আর ছোট্ট ছেলেটি ঠিক আমার দিকেই বল মারলো। আমি তাকে বললাম আমি বল করলে মারতে পারবে তো সে বলল হ্যাঁ ভাইয়া পারবো। পরবর্তীতে আমি ফোন বের করলে তারা আগে থেকেই বললো এই তোরা বল কর ভাইয়া ছবি তুলবে। আমিতো একটু অবাক হয়ে গেলাম আর বিশেষ করে ছবিতে ব্যাট হাতে যে ছেলেটিকে দেখছেন সে আগে থেকেই বললো তুই বল কর আমি বল মারবো আর সেটা ভাইয়া ছবি তুলবে 😁 যদিও ছেলেটি অনেক ছোট তবে সে একজন মজার ক্যারেক্টার।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20220529_174221.jpg


পদ্মার পাড়ে সূর্য অস্ত যাওয়া দেখা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটি মূলত ক্যাপচার করার জন্যই পদ্মা নদীর পাড়ে গিয়েছিলাম। আমরা ঠিক আসরের আযান পড়ার কিছুক্ষণ পরে পদ্মার পাড়ে এসে পৌছালাম। সবাই পদ্মার পাড়ে বসে অনেক সময় গল্প করলাম আর কখন সূর্য অস্ত যাবে সেই অপেক্ষায় ছিলাম কারণ সূর্য অস্ত যাওয়ার আগমুহূর্তে পদ্মা নদীর তীরের যে সৌন্দর্য সেটা ক্যামেরাবন্দি করব। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে সূর্য কিছুটা ছোট হয়ে গেল আর মেঘের মধ্যে হারিয়ে যেতে শুরু করল। আকাশে হালকা মেঘ থাকার কারণে সূর্য অস্ত যাওয়ার আসল সৌন্দর্য তুলে ধরতে পারেনি তবে এই সৌন্দর্যটা ও বেশ ভাল লেগেছিল আমার কাছে। সূর্য অস্ত যাওয়ার এই ছবিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

আজ এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

জাস্ট অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আমিতো মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি দেখে। খুব চমৎকারভাবে ক্যাপচার করেছেন আপনি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রথম ফটোগ্রাফি এবং লাল মেঘের ফটোগ্রাফি। এছাড়াও পদ্মার পাড়ে সূর্যাস্তের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ছোট ছেলে গুলোর কথা শুনে মনে হচ্ছে ছবি তোলার পর তারা খুব খুশি হয়েছিল। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার ভালোলাগার অনুভূতি শেয়ার করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু মনি 🥰

আপনার ফটোগ্রাফি পোস্ট সব সময় ভালো লাগে আমার। আজ আবার মুগ্ধ হলাম। সবচেয়ে বেশি ভালো লেগেছে ঘাসের ফুলটা। আমার মনে হয় আমি প্রথমবার দেখলাম । আর সব শেষের ছবিটা মন ছুঁয়ে গেছে। সূর্যটাকে ধরে যদি বাড়ি নিয়ে আসতে পারতাম 😊🤗

 2 years ago 

এমন নতুন কিছু সব সময় তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া আপনার মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

😍🥰😍

 2 years ago 

ভাই আপনার প্রতিটি ফটোগ্রাফি হৃদয় ছুয়ে যাওয়ার মত সুন্দর হয়েছে। বিশেষ করে 1 ও 2 নাম্বার ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। এছাড়াও প্রতিটি ফটোগ্রাফি চমৎকার দেখাচ্ছে। ফটোগ্রাফি ধারণে আপনার বেশ ভালই দক্ষতা দেখছি। সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের কাছে যেন ভালো লাগে তাই এতো সুন্দর ফটোগ্রাফি করি।
মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার করা ফটোগ্রাফি গুলো সবসময় অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আজকেও আপনি দারুন কিছু প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি শেয়ার করেছেন এরকম দৃশ্য দেখতে আসলেই মন জুড়িয়ে যায় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার ফটোগ্রাফী আপনার কাছে ভালো লাগে সেটা জেনে খুশি হলাম। মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে নদীর পাড়ে কিছু ছবি আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া। এছাড়াও ঘাস ফুলের ছবিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। সত্যি আপনার ফটোগ্রাফি করার দক্ষতা আছে বলতে হবে।

 2 years ago 

প্রসংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু মনি 🥰

 2 years ago 

ভাই আপনার প্রত্যেকটি ছবিই অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে। মেঘলা সকালে ওমন পরিবেশে ঘুরে বেড়াতে সে কারো ভাল লাগবে। পদ্মার পাড়ের সূর্য অস্ত যাওয়ার দৃশ্যও দেখার মতন ছিল। অনেক ধন্যবাদ আপনাকে ভাই

 2 years ago 

পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি বন্ধুদের সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত অতিক্রম করেছেন। পদ্মা নদীর পাড় আমি কখনো যাইনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনটা ভাল হয়ে গেল কি অপরূপ প্রকৃতির দৃশ্য 😱।

ধন্যবাদ ভাইয়া কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সুযোগ পেলে একটু ঘুরে দেখবেন অনেক ভালো লাগবে।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে 4 এবং ছয় নম্বর ফটোগ্রাফি টা অসাধারন ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মতামত দ্বারা আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60578.94
ETH 2625.05
USDT 1.00
SBD 2.54