📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৭|| প্রকৃতির সৌন্দর্য ||১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan
আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। প্রকৃতির সৌন্দর্য গুলো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরতে খুব ভালো লাগে। রমজান উপলক্ষে কেনাকাটা ঘোরাঘুরি করতে গিয়ে যে সব জায়গায় গিয়েছিলাম বা সকালের ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য বের হয়ে যেসব সৌন্দর্য গুলো ক্যামেরাবন্দি করেছিলাম সেগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
চলুন তাহলে শুরু করা যাক।
কাঠ গোলাপের গাছ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate
- কাঠগোলাপ ফুল ছোট থেকে বড়, ছেলে বা মেয়ে সবার কাছেই অনেক পছন্দের একটি ফুল। কুষ্টিয়া জেলার কোর্ট স্টেশন এর ডান পাশে একটি কাঠগোলাপের গাছ আছে। পুরাতন লাইব্রেরীতে কিছু বই কিনতে গিয়েছিলাম আর পুরাতন লাইব্রেরির সামনে কাঠগোলাপের গাছ দেখে ছবি তুলেছিলাম।
সজনে গাছ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- বছরের এই সময়ে বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই সজনে পাওয়া যায়। সকালের মুক্ত বাতাসে কমবেশি হাঁটাহাঁটি করা হয় আর গতকালকে সকালের মুক্ত বাতাস উপভোগ করতে গিয়ে সজনে গাছের এই অসাধারণ সুন্দর দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছিলাম।
ভাটির ফুল ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- ভাটির ফুল নামটি শুনতে অবাক লাগলেও এর সৌন্দর্য কিন্তু বেশ চোখে পড়ার মতো। রাস্তার পাশে ফুটে থাকা এই ফুলগুলো সকালের মুক্ত বাতাসে দেখতে পেয়ে ফুলের ফটোগ্রাফি করেছিলাম। যদিও এই ফুলের তেমন কোন ঘ্রাণ নেই তবে দেখতে অনেক সুন্দর।
সকালসন্ধ্যা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- আমি প্রথমেই এই ফুলের সৌন্দর্য সম্পর্কে বলতে চাই। ব্যক্তিগতভাবে যখনই এই ফুলের ছবি দেখি তখনই যেন ফোন নিয়ে ছবি তোলার জন্য দৌড়ে যাই।কলেজ পুকুরপাড়ের চারপাশ দিয়ে ফুলের চাষ করা হচ্ছে আর এই ফুলের সৌন্দর্য পুনরায় আমাকে আকৃষ্ট করেছে।
সন্ধ্যামালতি।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- আমার শেয়ার করা ৪নং ফটোগ্রাফিতে থাকা ফুল আর এই সন্ধ্যামালতি বা সকালসন্ধ্যা ফুল একই শুধু বিভিন্ন প্রজাতির হওয়ায় কালার আলাদা আলাদা রংঙের হয়ে থাকে। আপনাদের কাছে কোন রঙের ফুলটি বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই মন্তব্য করে আমাকে জানাবেন।
অডিটেরিয়াম রুম এবং কমিউনিটি সেন্টার।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- গত সপ্তাহের বুধবারে কুষ্টিয়া যাওয়ার পথে কুমারখালী গড়াই মহিলা কলেজে একটু কাজের জন্য গিয়েছিলাম। আর দেখতে পেলাম কমিউনিটি সেন্টারে হয়তো বড় কোনো অনুষ্ঠান হবে যার জন্য ভিতরে কাজ চলছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর ভাবলাম একটা ছবি তুলি। পরে রুমে এসে দেখলাম ছবিটা বেশ ভালো হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
ভীম রাজ ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof
- এই ফুলটির সঠিক নাম জানি না তবে আমাদের এলাকায় এই ফুলকে ভীমরাজ ফুল বলে সম্মোধন করা হয়। তবে এই গাছের ঔষধি গুন সম্পর্কে সবাই অবগত কারণ গরমের সময় এই গাছের পাতা মিহি করে মাথায় নিলে নাকি মাথা ঠান্ডা থাকে।
আপনার প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে ।বিশেষ করে ব্লক সাজানোর দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে।
ধন্যবাদ ভাইয়া।
আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে দুই নাম্বার ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে এবং আপনি আপনার ফটোগ্রাফি সম্পর্কে খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার সফলতা।
মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।
https://twitter.com/KaziRai39057271/status/1510643981851717635?s=20&t=C5cjQqEmLj3vflvIhV-tOw
🥰🥰🥰🥰
মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো ফটোগ্রাফিক দেখে সেইসাথে সুন্দর উপস্থাপনা করেছেন ফটোগ্রাফি গুলো সম্পর্কে শুভেচ্ছা রইল আপনার জন্য
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। মন্তব্য তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আপনার শখের ফটোগ্রাফি গুলো এবং প্রকৃতির সৌন্দর্য দেখে খুবই মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফির প্রত্যেকটি ফটোগ্রাফিই আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আপনি অত্যন্ত সুন্দরভাবে ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।
প্রসংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার করা ফটোগ্রাফির মধ্যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভালোই রাঙিয়ে তুলেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো আপনার করা ফটোগ্রাফি গুলো। এভাবে ফটোগ্রাফি করতে থাকলে অনেক দক্ষতা অর্জন করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।
চেষ্টা করব এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য। সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
এক কথায় অসাধারণ ভাই। আপনারফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেল। সবগুলো ফটোগ্রাফি এককথায় অসাধারণ হয়েছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ লেগেছে। বিশেষ করে এক দুই এবং চার নাম্বার ফটোগ্রাফি টি অসাধারণ হয়েছে। দেখে বোঝা যাচ্ছে অনেক নিখুঁতভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। প্রতিটি ফটোগ্রাফির বর্ণনা আমাদের সামনে তুলে ধরেছেন। এরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
সবসময় চেষ্টা করি সুন্দর ভাবে ফটোগ্রাফি করে তার যথাযথ বর্ণনা দিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার।
সত্যি ভাই আজকের দিনের আবওহাওয়াটা অনেক ঠান্ডা ছিল। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। কাঠগোলাপ গাছগুলো বেশ আশ্চর্যের অনেক বড় হয়। এবং অন্য ফটোগ্রাফি গুলো ভালো ছিল। তবে ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।।
হ্যাঁ চেষ্টা করেছিলাম ভালোভাবে ছবিগুলো আপনাদের মাঝে তুলে ধরার।
গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
বরাবরের মতো আজকের ফটোগ্রাফিও ছিল খুবই সুন্দর। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে পাতাহীন ওই গাছটির ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি তুলে ধরার জন্য।
আমার ফটোগ্রাফী গুলো আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশী হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য।