পাথিলা বীজ উৎপাদন খামার ঘুরে দেখা।||১১-০২-২০২২||১০% লাজুক খ্যাকের জন্য by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে পাথিলা বীজ উৎপাদন খামার ঘুরে দেখাবো। ভাবীর কাছে থেকে জানতে পারি পাথিলা বীজ উৎপাদন কেন্দ্র নাকি এশিয়ার সর্ববৃহৎ বীজ উৎপাদন কেন্দ্র। পাথিলা বীজ উৎপাদন কেন্দ্র চুয়াডাঙ্গা জেলার দত্তনগরে অবস্থিত। বুঝতেই পারছেন এশিয়ার সর্ববৃহৎ বীজ উৎপাদন কেন্দ্র হলে এর আয়তন কত বেশি হতে পারে। আমরা শুধু মূল অফিসের আশপাশ ঘুরে দেখেছি। যদি পুরোপুরি খাবারটি ঘুরে দেখতে চান তাহলে সম্পূর্ণ একদিন সময় লাগবে।

আমি আগে কয়েকটি পোস্টে শেয়ার করেছি যে চুয়াডাঙ্গা জেলায় কিছুদিন ছিলাম এবং কয়েকটি জায়গা ঘুরে দেখেছি। ভাবীর মুখে শুনতে পেলাম এটি নাকি এশিয়ার সর্ববৃহৎ বীজ উৎপাদন কেন্দ্র বা খামার রয়েছে। শুনে আমার দেখার প্রবণতা বেড়ে গেল। দুপুরের খাওয়া-দাওয়া শেষে একটু রেস্ট করে আনুমানিক সময় ৩:৩০ মিনিটের দিকে বাসা থেকে বের হই। জীবননগর সদর উপজেলা থেকে ইজিবাইকে উঠে যদি দত্তনগর এর কথা বলা যায় তাহলে ২০ টাকা ভাড়া চাইবে। সদর উপজেলা থেকে দত্তনগর যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। যাওয়ার পথে রাস্তার দুধারের গাছের সৌন্দর্য যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জানান দেয়। ছবিতে রাস্তার দুই ধার দিয়ে যে জমি গুলো দেখা যাচ্ছে সেগুলো এই খামারের এরিয়ার মধ্যেই। আনুমানিক প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার পথের দুই ধার দিয়ে শুধু বড় বড় রেন্টি গাছ। সূর্য অস্ত যাওয়ার আগমুহূর্তে সূর্যের আলোক রশ্মি গুলো রাস্তার উপর এসে পড়েছে। যার কারণে রাস্তার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে।
এই রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্য স্থল দত্তনগর এর উদ্দেশ্যে যাচ্ছিলাম।

20220205_164445-01.jpeg

20220205_164436-01.jpeg

20220205_164113-01.jpeg

রাস্তার সৌন্দর্য

what3words address.
https://w3w.co/justifies.roomful.expanding

20220205_163303-01.jpeg

20220205_163336-01.jpeg

20220205_163433-01.jpeg

20220205_163505-01.jpeg

20220205_163526-01.jpeg

খামারের ভিতরে।

what3words address.
https://w3w.co/justifies.roomful.expanding

দত্তনগর এর এই খামারে আমরা কেউই আগে কখনো আসিনি। ইজি বাইকের ড্রাইভার এর কথা অনুসারে আমরা খামারের বড় গেটের সামনে নামলাম। ইজিবাইক একদম গেটের সামনে আমাদেরকে নামিয়ে দিলো এবং প্রধান গেট দেখিয়ে দিলো। গেট দিয়ে প্রবেশ করেই দেখতে পেলাম ফাঁকা জায়গার মাঝে কিছু ট্র্যাক রয়েছে। ট্রাকের পাশ দিয়ে সামনে এগিয়ে গিয়ে একটি গরু ও মহিষের ঘর দেখতে পেলাম। লম্বা এই ঘরের মধ্যে প্রায় ৫০ টিরও অধিক গরু এবং ৫০ টিরও অধিক মহিষ রয়েছে। মজার বিষয় হচ্ছে আমি যখন মহিষগুলোর কাছে গিয়ে ছবি তুলবো তখন মহিষগুলো আমার দিকে তাকিয়ে ছিল। হয়তো মহিষগুলো ভাবছিল ইনি আবার আমাদের ছবি তুলে কী করবে??

20220205_163702-01.jpeg

20220205_163646-01.jpeg

20220205_163643-01.jpeg

20220205_163919-01.jpeg

20220205_163925-01.jpeg

20220205_163931-01.jpeg

20220205_164038-01.jpeg

পাথিলা বীজ উৎপাদন খামার।

what3words address.
https://w3w.co/justifies.roomful.expanding

রাস্তা ধরে কিছুক্ষন হাটার পর দেখতে পেলাম যত দূরে দুচোখ যায় শুধু ধানী জমি। আসলে এখানে সেইভাবে দেখার কিছু নেই, শুধু শুনেছিলাম পাথিলা বীজ উৎপাদন খামার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ খামার। আমরা সিদ্ধান্ত নিলাম আর সামনে এগোবো না। এখানে যারা কর্মরত আছে তাদের কোয়ার্টারের পাশ দিয়ে প্রধান অফিসের দিকে এগোতে থাকলাম। কিছুক্ষণ যাওয়ার পর অফিসের পাশে এসে দেখলাম একদম জনমানবহীন কোন কর্মচারী কর্মকর্তার দেখা পেলাম না। ভাবলাম এখানে তো আর সেইভাবে দেখার কিছু নেই শুধু মাঠ আর মাঠ। হঠাৎ সিদ্ধান্ত নিলাম বাসায় ফিরে যাবো। প্রধান অফিসের সামনে যেতেই দেখতে পেলাম একটি বিল্ডিং এর উপরে সাইন বোর্ডে লেখা রয়েছে পাতিলা বীজ উৎপাদন খামার।

20220205_162631-01.jpeg

20220205_162618-01.jpeg

20220205_162229-01.jpeg

গন্তব্য স্থলে পৌছালাম।

what3words address.
https://w3w.co/justifies.roomful.expanding

photography Device: Samsung galaxy A52

প্রধান অফিসের গেইট দিয়ে বেরিয়ে রাস্তার পাশে এসে দাঁড়াতেই একটি ইজিবাইক আসতে দেখি। আমরা তিনজন একসাথে আবার ইজি বাইকে উঠে বাসার উদ্দেশ্যে রওনা হই। বাসায় ফিরে যাওয়ার পথে ও ঐ একই সৌন্দর্য মন কেড়ে যায়। রাস্তার দুধারে গাছের সৌন্দর্য।
তবে বাসায় ফেরার সময় আরো একটি সুন্দর দৃশ্য চোখে পড়ে সেটি হচ্ছে রাস্তার একপাশ দিয়ে শুধু খেজুরের গাছ আর গাছিরা সেগুলো থেকে খেজুরের রস সংগ্রহ করছে। যদিও ইজিবাইক দ্রুত চলে আসার কারণে খেজুরের গাছে ঝুলানো হাড়ির ছবি তোলা হয়নি। শুধু সারি সারি খেজুর গাছের দৃশ্যগুলো ধারণ করতে পেরেছিলাম।

বন্ধুরা, এটিই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য আর ভুলত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে।

ধন্যবাদ,
@kazi-raihan

Sort:  
 2 years ago 

টুইটারে ছড়িয়ে দেওয়া

https://twitter.com/KaziRai39057271/status/1491980690640207873?s=20&t=QlvsdvV3kh2DR3f1lvagSQ

 2 years ago 

মনে হচ্ছে আপনারা একটি ঠক খেয়েছেন। বীজ উৎপাদন খামারে আসলে সেরকম অর্থে দেখার তেমন কিছু থাকে না। তবে আশপাশের প্রাকৃতিক দৃশ্য এবং রাস্তার ছবিগুলো আমার কাছে বেশ ভালো লাগলো। সকাল সকাল সুন্দর একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আসলে খামার আমার সত্যিই অনেক ভালো লাগে। ওখানকার পরিবেশ গুলো আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন।কত সুন্দর গাছপালা রাস্তার পাশে জমিজমা অসাধারণ ছিল এবং অনেক গরু দেখতে পাচ্ছি। অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন

 2 years ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে, আমার সবচাইতে ভাল লেগেছে রাস্তার দুই পাশে সারি সারি গাছগুলো। এই গাছগুলো ফটোগ্রাফিকে অনেক সুন্দর করে তুলেছে। আর পাথিলা বীজের খামার দেখতে গিয়ে, আপনার যে অভিজ্ঞতা বা আপনার উপস্থাপনা দুটোই ভালো ছিল ধন্যবাদ।

 2 years ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পাতিলা বীজ উৎপাদন কেন্দ্র এটা সম্ভবত কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটা অংশ। সবচাইতে বড় বিষয় আপনি অনেক সুন্দর করে বিস্তারিত লিখেছেন। এবং অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে শেয়ার করেছেন। সবচেয়ে আকর্ষণীয় ফটোগ্রাফি গুলো ছিল আপনার রাস্তার দু'পাশে গাছ এবং এর মাঝখান দিয়ে রাস্তা টা সত্যিই দারুন লাগছিল। উপভোগ করার মতো, আর এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে খামার দেখতে খুবই ভালো লাগছে। তবে তার সাথে রাস্তা ও প্রকৃতির দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। এত সুন্দর দেশ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

একটু বানান ভুল আছে আশা করি ঠিক করে নিবেন।

 2 years ago 

অনেক সুন্দর একটা অনুভূতি শেয়ার করলেন আমাদের মাঝে। প্রত্যেকটা ফটোগ্রাফি কিন্তু খুব সুন্দরভাবেই তুলেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে রাস্তা ফটোগ্রাফ গুলো। শুনে অবাক হলাম এত আগ্রহ নিয়ে দেখতে গেলেন কিন্তু দেখার সেরকম কিছুই নেই জেনে। এভাবে কোন জায়গায় ঘুরতে গিয়ে ফিরে আসতে হবে সেটা ভাবতেও কিরকম লাগছে। যাইহোক আশেপাশের পরিবেশ টা কিন্তু সুন্দরী ছিল। আমাদের মাঝে অনুভূতিটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু 💚

পাতিলা বীজ সম্পর্কে ধারণা টা আমি এখনও নিতে পারলাম না। দৃশ্য ধারন গুলো ছিল খুবই সুন্দর।যেখানে প্রকৃতির সজলতা তুলে ধরা হয়েছে। সুন্দর ছিল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

স্বাগতম

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58668.45
ETH 3162.85
USDT 1.00
SBD 2.44