📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৬|| প্রকৃতির সৌন্দর্য ||১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পাশাপাশি বিভিন্ন দর্শনীয় স্থানে গিয়ে বা বন্ধুদের সাথে চলার পথে আমার ফোন দিয়ে যেসব ছবি তোলা ছিল তার মধ্য থেকে কিছু ছবি নিয়ে আজকের এই ফটোগ্রাফি পর্বটি সাজিয়েছি। ফোনের গ্যালারি থেকে খুঁজে খুঁজে কিছু ছবি শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান এবং অতীত নিয়ে সাজানো এ ফটোগ্রাফি পর্ব টি আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করি সবার ভালো লাগবে।
চলুন তাহলে শুরু করা যাক।


🌹📷ফটোগ্রাফি১🌹

IMG_20220315_112106.jpg


নয়নতারা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • এই ফুলটির নাম নয়নতারা। এই ফুলটি আমাদের দেশে সবার কাছেই খুবই পরিচিত। ফুলটির বিভিন্ন প্রজাতি রয়েছে কোন প্রজাতির রং লাল কোন প্রজাতির রং সাদা আবার কোন প্রজাতি একটু গোলাপি রঙের হয়ে থাকে। আমার শেয়ার করা এই নয়ন তারা ফুল টি গোলাপি রঙের।
🌹📷ফটোগ্রাফি ২🌹

IMG-20220321-WA0012.jpg


সন্ধ্যার আকাশ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • গত বছরে এই ছবিটা তোলা হয়েছিল । সন্ধ্যার আকাশে যখন কালো অন্ধকার নেমে আসে তার আগ মুহূর্তে সূর্যের অস্ত যাওয়া কে কেন্দ্র করে এই ছবিটা তুলেছিলাম। পুকুরপাড়ে থাকা বাবলা গাছ আর লাল মেঘের কম্বিনেশন বেশ ভালোই ফুটে উঠেছে।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

IMG-20220321-WA0001.jpg


গমের শীষের আড়ালে সূর্যের অবস্থান।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • এই ছবিটা সম্ভবত গত বছর লকডাউন এর সময় তোলা হয়েছিল। লকডাউনের সময় মাঠে ঘুড়ি উড়াতাম আর তখন হয়তো বিকেলের দিকে সূর্য অস্ত যাওয়ার আগমুহূর্তে এই ছবিটা ক্যামেরাবন্দি করেছিলাম। গমের শীষ এর আড়ালে সূর্যের দৃশ্যটি বেশ ভালোই লেগেছিল।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

IMG-20220321-WA0010.jpg


সবুজ মাঠ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • বিকেলবেলায় বিশেষ করে ফোন ক্যামেরার ছবিগুলো অনেক ভালো আসে কারণ সূর্য অস্ত যাওয়ার আগমুহূর্তে আলোর প্রতিফলন ভালো হয় আর তাই ছবিও বেশ স্পষ্ট আসে। গ্রামের সবুজ মাঠের সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলাম আর সেটি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

IMG-20220321-WA0011.jpg


পিচের রাস্তা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • পিচের রাস্তার দুই ধার দিয়ে সবুজ গাছপালা আর একটা মেয়ে সামনের দিকে দাঁড়িয়ে আছে। আসলে আমি মেয়েটার ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ছবিটা একটু বেশি ভালো এসেছিল তাই মেয়ের ছবি তোলার কথাই ভুলে গিয়েছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

IMG-20220321-WA0007-01.jpeg

IMG-20220321-WA0003.jpg


সরিষা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই সরিষা ফুলের মাঠ সব স্থানেই বসন্তকালে দেখা যায়। সরিষা ফুলের মাঠের সৌন্দর্যের কথা অবশ্য এই কমিউনিটিতে বলার প্রয়োজন পড়ে না কারণ বাঙালিরা সরিষা ফুলের সৌন্দর্য সম্পর্কে জানেন। সন্ধ্যার আগ মুহূর্তে সূর্য অস্ত যাওয়ার পর এই ছবিগুলো তোলা হয়েছিল তবে দিন বা তারিখ মনে নেই।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

IMG-20220321-WA0000.jpg


সূর্য অস্ত যাওয়া।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এর আগেও সূর্য অস্ত যাওয়ার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছে কিন্তু আজকের এই পোস্টে সূর্য অস্ত যাওয়ার সময় প্রকৃতির সৌন্দর্য দেখতে কতটা সুন্দর লাগে সেটা তুলে ধরার চেষ্টা করেছি।

আজ এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে সময় নিয়ে অত্যান্ত দক্ষতা সহকারে আলো চিত্রগুলো ক্যামেরাবন্দি করেছেন ।এবং আমাদের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি ফাস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তর অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ওয়াও,সব গুলো ফটোগ্রাফি এই সুন্দর। আমার কাছে বেশি ভালো লেগেছে শেষের ছবিটা।সূর্য অস্ত যাওয়ার ছবি।বেশ সুন্দর ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই বেলা শেষে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের ছবিটা বেশ ভালোই হয়েছিল। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু 🥰

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। দারুন লাগছে প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে। মুগ্ধ হয়ে গিয়েছি আপনার ফটোগ্রাফি গুলো দেখে। বিশেষ করে সূর্যাস্ত এবং সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাকে ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে জেনে আমিও খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু 🥰

আপনার ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে চোখ ফেরাতে পারছিনা । সবগুলো ফটোগ্রাফি সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে বেশী ভালো লেগেছে ৩ নাম্বার ফটোগ্রাফিটি । ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। প্রথমে দেখে ভেবেছিলাম যে প্রথম ছবির কথা বলব। তারপর যত নিচে নামছিলাম আমি ভাবছিলাম যে এই ছবির কথা বলব। শেষ পর্যন্ত দেখলাম যে আলাদা করে কোনো ছবিকে সুন্দর বলার কিছু নেই। প্রতিটি ছবিই অসাধারণ হয়েছে।

 2 years ago 

সব সময় চেষ্টা করি ছবিগুলো সুন্দরভাবে ক্যাপচার করার জন্য। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ আপু মনি 🥰

 2 years ago 

আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনার। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। বিশেষ করে সরিষা ক্ষেতের ফটোগ্রাফি দেখতে আসলে অনেক ভালো লাগে। আর সবুজ মাঠের ফটোগ্রাফি সেটাও আমার কাছে অনেক ভাল লেগেছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় নিজের সর্বোচ্চ দিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করি । মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও ভাই আপনি তো অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করতে পারেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই স্পষ্ট এবং চমৎকার ছিল আমার কাছে দুই নম্বর ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভাল লেগেছে।ৎ ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইলো।

 2 years ago 

আমার ফটোগ্রাফী আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশী হলাম। সুন্দর মতামত পোষণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

প্রকৃতির সৌন্দর্য দেখতে কার না ভাল লাগে ভাইয়া। আসলেই সরিষা ফুল দারুন ভাবে ফুটে উঠেছে এবং পিচের রাস্তা এবং খোলামেলা ছিল রাস্তাটি চারিধারে গাছপালা। গমের শীষের আনন্দে সূর্যের অবস্থানের ফটোগ্রাফিতে বেশ ভালো ছিল। আপনি দারুন ফটোগ্রাফি করতে পারেন । সন্ধ্যার আকাশ মনোমুগ্ধকর। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আসলে প্রকৃতির মাঝের ছবিগুলো একটু বেশি সুন্দর হয়। সুন্দর মন্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই সুন্দর ছিল ভাই আপনার ফটোগ্রাফি গুলো। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় ফটোগ্রাফি টি অনেক ভালো লেগেছে আমার। নয়ন তারা এই প্রথম শুনলাম এই ফুলের নাম। আর সুন্দর সুন্দর একটি মুহূর্ত অনেকদিন পুরনো হলেও ছবির কোয়ালিটি একই আছে।

 2 years ago 

নয়নতারা এই ফুলের নাম তো সবাই জানে। এটা আমাদের এলাকায় খুবই পরিচিত একটি ফুল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67958.74
ETH 3273.25
USDT 1.00
SBD 2.65