📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৩২|| প্রকৃতির সৌন্দর্য ||১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

20221229_075103_0000-01.jpeg

Canva দিয়ে তৈরি

আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব নিয়ে হাজির হয়েছি। ফটোগ্রাফি একসময় শখের বসে করা হতো তবে ইদানিং একটু কাজের চাপেও ফটোগ্রাফি করতে হচ্ছে। সখ পূরণের পাশাপাশি যদি সেটাকে পেশা হিসেবে নেওয়া হয় তাহলে আর মন্দ কিসের। শুধু ধারাবাহিকভাবে কিছু সুন্দর দৃশ্য ক্যাপচার করতে পারলেই হয়। সাধারণত প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করা হয় সেই ধারাবাহিকতায় আজকেও একটি ফটোগ্রাফি পর্ব তুলে ধরব। আমি এর আগেও বলেছি যত বেশি ঘোরাঘুরি করা হয় তত বেশি ফটোগ্রাফি সংগ্রহ করা যায়। প্রতিবছরের মত এ বছরেও শীতের ছুটিতে আমাদের বাড়ি ভর্তি মেহমান ছিল আর তাদের সাথে কম বেশি ঘোরাঘুরি করা হয়েছে। শীতের সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছিলাম। কখনো পার্কে কখনো নদীর পাড়ে আবার কখনো সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে তাদের সাথে অনেক ব্যস্ত ছিলাম। এই সপ্তাহে আমি সুপার অ্যাক্টিভ লিস্ট থেকে ছিটকে গিয়েছি কারণ বাড়ির যে মেহমান আসছিল তাদেরকে সময় দিতে গিয়ে কমিউনিটিতে ঠিকমতো কাজ করা হয়নি। যাইহোক এখন আবার পুরোপুরি ফ্রি হয়ে গিয়েছি তাই নিয়মিত কমিউনিটিতে সময় দেয়া হবে। তাছাড়া নিয়মিত কাজও শুরু করেছি। শীতের ছুটিতে ঘুরাঘুরি করার পাশাপাশি যে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছিলাম সেগুলো এখন আপনাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরব এবং ফটোগ্রাফির পিছনে যে ছোট্ট গল্পটুকু আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এক কথায় ফটোগ্রাফি দেখাও হয়ে যাবে আবার বিবরণ টুকু শোনাও হয়ে যাবে।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20221228_091505-01.jpeg


সরিষা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • সকালবেলা কুয়াশার কারণে ঘুম থেকে একটু দেরি থেকে উঠেছিলাম আমরা সবাই। ঘুম থেকে ওঠার পরে দেখলাম সেজ কাকু রান্না ঘরের সামনে বসে আছে। আমরা ওঠার পরে ই সেজো কাকু বলল তোমরা সবাই নাকি আখের রস খেতে যাবে তাহলে এখনো বাসায় কেন?? দ্রুত মাঠের মধ্যে গিয়ে আখের রস খেয়ে আসো তা না হলে বেশি দেরি করলে আর পাবে না। মাঠের মধ্যে আমাদের এক চাচা আখের রস মাড়াই করা মেশিন বসিয়েছে আর সেখান থেকে আখের রস মাড়াই করে আগুনে তাপ দিয়ে আখের গুড় তৈরি করা হচ্ছে। যাই হোক আমি আর নাইমা আপু সকাল বেলা আখের রস খাওয়ার জন্য মাঠের দিকে বেরিয়ে পড়লাম। সকালে একটু কুয়াশা থাকায় অন্য কেউ আর ঘুম থেকে উঠল না তাই আমরা দুজন একটা ছোট্ট কলসি নিয়ে মাঠের দিকে বেরিয়ে পড়লাম আর যাওয়ার পথে কুয়াশা ভেজা সরিষা ফুলের ছবি তুলেছিলাম যেটা এখন আপনাদের মাঝে তুলে ধরেছি। পরবর্তীতে আমরা আখের রস নিয়ে আবার বাসায় ফিরে এসেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20221209_073132-01.jpeg


সকালের সূর্য।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটা বেশ কিছুদিন আগে ক্যাপচার করেছিলাম। আমি প্রতিটা ফটোগ্রাফি পর্বেই পুরনো অ্যালবাম থেকে দুই একটা ছবি আপনাদের মাঝে তুলে ধরি। শীত শুরু হওয়ার পরে আমরা আমাদের পাশের গ্রামে খেজুরের রস খেতে গিয়েছিলাম। জায়গাটার নাম হচ্ছে জয়েন্তীহাজরা, সেখানে মাঠের মধ্য দিয়ে একটি চিকন সরু রাস্তা আছে আর রাস্তার দুইপাশ দিয়ে শুধু খেজুরের গাছ। আমরা যাওয়ার পরেই দেখলাম লোকটি খেজুরের রস গাছ থেকে নামানোর প্রস্তুতি নিচ্ছে। আমি ভাবলাম অপেক্ষা না করে পাশে কিছু ফটোগ্রাফি করব। মূলত সেখানে ধান জমি ছিল আর ধানগুলো কেটে রোদে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছিল আর সকালবেলায় কৃষক ধানগুলোকে বেঁধে বাড়িতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সকালের সূর্যের আলোয় কৃষকের কাজের দৃশ্যটি আমি ক্যাপচার করে ছিলাম। যদিও মাঠের মধ্যে নেমেছিলাম কুয়াশা ভেজা কোন ছবি তোলার জন্য কিন্তু সেটা আর হয়নি।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20221228_140517.jpg

20221228_140530.jpg


টগর।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • এই ফুলটির নাম হচ্ছে টগর। মোটামুটি এই ফুলটার সাথে সবাই পরিচিত। সবুজ পাতাগুলোর উপরে সাদা ফুলের সৌন্দর্যটা যে কারো কাছে ভালো লাগবে এটা স্বাভাবিক। যদিও এই ছবিটার একটু ব্রাইটনেস বাড়িয়ে যদি এডিট করা যেত তাহলে আরো বেশি ভালো লাগতে পারতো কিন্তু আমি খুব বেশি ভালো এডিট করতে পারি না এই জন্য ন্যাচারাল ছবিগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এই ছবিটাও ফুফাতো বোনদের সাথে ঘুরতে গিয়ে তুলেছিলাম। ছবিটা কোন জায়গা থেকে ক্যাপচার করার সেটা অবশ্য মনে নেই তবে অ্যালবাম থেকে যখন ছবিটা নিয়েছিলাম তখন বুঝতে পারি হয়তো ২-৩ দিন আগে তোলা হয়েছে। টগর ফুলের ফটোগ্রাফিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে মন্তব্য করে জানাবেন।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20221228_144702.jpg


চন্দ্র মল্লিকা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফুলটার সাথে হয়তো অনেকেই পরিচিত। আমার জানামতে এই ফুলটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা। যদিও ফুলের নাম মেয়েরা অনেক ভালো বলতে পারে তারপরও আমি যতটুকু জানি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ফুলটা সম্ভবত ইউটিউব ভিলেজ থেকে ক্যাপচার করেছিলাম। সবাই যখন পুকুরের উপরে ছোট কুঁড়েঘর এর উপরে যাওয়া নিয়ে ব্যস্ত ছিল আমি তখন পুকুর পাড় দিয়ে যে ফুলের বাগান ছিল সেখান থেকে ফুলের ছবি সংগ্রহ করছিলাম। ফুলটির সাইজ অনেক বড় আর পাতলা সাদা রঙের পাপড়ি গুলো এই ফুলের প্রধান সৌন্দর্য হিসেবে ফুটে ওঠে। আমার কাছে সাদা ফুল গুলো অনেক ভালো লাগে তার জন্যই চন্দ্রমল্লিকা ফুলটি আমার কাছে বেশ প্রিয়।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20221228_142605.jpg


গোলাপের পাপড়ি।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • অনেকে হয়তো ভাবছেন গোলাপের পাপড়ি মাটিতে কেন পড়ে আছে?? আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে ছোট্ট একটি গোলাপ ফুলের বাগান ছিল আর আমি ভিতরে গিয়ে সেই গোলাপের ছবি তুলতে গিয়েছিলাম। যদিও কয়েকটি গোলাপের ছবি তুলেছি সেটা পরবর্তী কোন ফটোগ্রাফি পর্বে আপনাদের সাথে আবার শেয়ার করব। আমি গোলাপ ফুলের ছবি তুলতে গিয়ে দেখলাম কিছু গোলাপের পাপড়ি মাটির উপরে পড়ে আছে। বাগানের মধ্য থেকে গোলাপ তোলা নিষেধ এজন্য গোলাপের পাপড়ি গুলো অটোমেটিকলি শুকিয়ে আবার পড়ে যাচ্ছে। আমি ভিতরে গিয়ে মাটিতে পড়ে থাকা গোলাপের পাপড়ি গুলোর ছবি তুলেছিলাম এজন্যই এখন আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আসলে এক একজন মানুষের রুচি এক এক রকম। এই জন্যই কার কাছে কোন ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে সেটা তো বোঝা যায় না, সেটা বুঝতে পারবো আপনাদের মন্তব্য পড়ে।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20221209_073206-01.jpeg


খেজুর গাছ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটাও আমার পুরনো অ্যালবাম থেকে ক্যাপচার করা। উপরের বর্ণনাতে একবার তো বলেইছি যে আমরা আমাদের পাশের গ্রামে অর্থাৎ জয়েন্তিহাজরাতে খেজুরের রস খাওয়ার জন্য সবাই গিয়েছিলাম। মাঠের মধ্যে গিয়ে কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার পরে যখন আবার রাস্তার ধারে ফিরে আসছিলাম তখন দেখতে পেলাম দুইটি খেজুরের কাজ একসাথে বড় হয়ে উঠেছে আর যিনি খেজুরের কাছ থেকে রস সংগ্রহ করেন তিনি দুটি গাছ একসাথে কেটেছেন। আঞ্চলিক ভাষায় আমাদের এলাকায় খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করাকে গাছ কাটা বলে থাকে। যাই হোক মাঠের মধ্যে থেকে এসে দেখলাম গাছ দুটো থেকেই রসের হাড়ি নামিয়ে নেওয়া হয়েছে। সারাদিন গাছ থেকে ফোটে ফোটে রস পড়বে আর পাখিরা সেটা গাছে বসেই খেয়ে থাকে। যদিও আমার এমন একটা ফটোগ্রাফি করার ইচ্ছা ছিল কিন্তু সেই সময় গাছে কোন পাখি বসতে দেখিনি।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20221228_142627.jpg


গোলাপের কড়ি।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটা দেখে হয়তো দ্বিতীয় কারো আর কোন প্রশ্ন করার কথা নয়। ছোট থেকে সব বয়সী লোকেরাই গোলাপ ফুলের ছবি দেখলেই চিনতে পারে। উপরের একটি বিবরনে অবশ্য একবার বলেছি আমি গোলাপের বাগানের মধ্যে গিয়ে ছবি তুলেছিলাম। প্রথমত আমি দূর থেকে দেখতে পেলাম গোলাপের বাগানের মধ্যে গিয়ে আমার সেজ কাকু ছবি উঠছে। তখনই আমি ভাবলাম যাক কাকুর ছবি তোলা হলে আমি সেখানে গিয়ে কয়েকটি গোলাপের সুন্দর ফটোগ্রাফি করতে পারবো। কিছু গোলাপ একদম পুরোপুরি ফুটে পড়েছে আবার কিছু গোলাপ সুন্দর ভাবে অর্ধেকটা ফুটেছে আবার কিছু গোলাপ শুধু কড়ি আকারে রয়েছে। সব ধরনের গোলাপ গুলোর ছবি তুলেছিলাম তার মধ্যে এই গোলাপের কড়ির সৌন্দর্যটা অনেক ভালো ছিল। তবে সেখানে গোলাপের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছিলাম তার মধ্যেও অর্ধ ফোটা গোলাপটি সবচেয়ে বেশি ভালো লেগেছিল। গোলাপের ছবি তুলতে গিয়ে অবশ্য মনে একটু ভালোবাসা দোলা দিয়েছিল কারণ সাধারণত সব বয়সের মানুষেরাই এই গোলাপ দিয়েই তাদের প্রিয় মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে। কিন্তু আমি তো সিঙ্গেল মানুষ আমার তো আর কোন প্রিয় মানুষ নেই তাই শুধু গোলাপের ছবি তুলেই খুশি থেকে ছিলাম।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

শীতের সময় প্রায় প্রতিটি বাড়িতেই মেহমান এসে হাজির হয়। তাদের সঙ্গে ঘুরাঘুরি করতে খুবই ভালো লাগে আপনি আপনার বাড়িতে আসার মেহমানদের সঙ্গে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন বিশেষ করে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। ঘোরাঘুরি করার কারণে হয়তোবা আপনি কমিউনিটিতে তেমন একটা সময় দিতে পারেননি। যাইহোক যেহেতু এখন ফ্রি আছেন অবশ্যই এখন প্রতিনিয়ত সময় দেবেন আশা করি, ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে আমার কাছে।।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এখন আবার কমিউনিটিতে ঠিকমতো সময় দিতে পারছি।

 2 years ago 

বরাবরের মতো আজকেও আপনি চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। কুয়াশায় ভরা সরিষা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে। এছাড়া প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

কুয়াশা ভরা সরিষা ফুলের সৌন্দর্য হচ্ছে প্রকৃতির চমক।

 2 years ago 

সত্যিই তো ভাইয়া শখের বসে ফটোগ্রাফি গুলোকে কাজে উদ্দেশ্যে ব্যবহার করলে খারাপ তো হয় না। আর আপনি কাজের উদ্দেশ্যে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। বুঝাই গেছে পাকা হাতের ফটোগ্রাফারা আপনি।

 2 years ago 

পাকা হাতের ফটোগ্রাফার কী না জানি না তবে সুন্দর ছবি উপস্থাপন করার চেষ্টা করি।

 2 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি আজকের পর্বে আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো প্রত্যেকটা ফটো বিশেষ করে সরিষা ফুল এবং গোলাপের করি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার ফটোগ্রাফির মাধ্যমে।।। শীতের সময় মেহমান আসবে যাবে আর বাহারি রকমের পিঠা তৈরি হবে আর খাবার ঘুম পড়বে এটাই গ্রাম বাংলার ঐতিহ্য।।

 2 years ago 

হ্যাঁ শীতের সময় ভরপুর পিঠা তৈরি হয় আর এটা গ্ৰামের সৌন্দর্য বলা চলে। ভালো বলেছেন ভাইয়া। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি দারুন ছিল। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি গুলোর প্রসংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ফটোগ্রাফি আমারো করা হয় শখের বসে। কিন্তু পেশাতে পরিনত করতে পারবোকিনা জানিনা।

যাইহোক বেশ ভালো ফটোগ্রাফির হাত তা বুজা যাচ্ছে। বর্ণনাও বেশ সুন্দর ভাবে দিয়েছেন সব গুলো ফটোগ্রাফির। সকালের সূর্যটা বেশ সুন্দর ছিলো গোলাপের ফটোগ্রাফিগুলোর অপেক্ষায় রইলাম।

 2 years ago 

চেষ্টা করতে থাকলে সবই সম্ভব আপু।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76606.02
ETH 3048.30
USDT 1.00
SBD 2.62