📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ১১|| প্রকৃতির সৌন্দর্য ||১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

20220503_161141-COLLAGE.jpg

আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। প্রকৃতির সৌন্দর্য গুলো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরতে খুব ভালো লাগে। এই ফটোগ্রাফি পর্বে ঈদের কেনাকাটার মুহূর্তে এবং ঈদের দিন পর্যন্ত যে ফটোগ্রাফি করেছিলাম তার মধ্য থেকে সংগ্রহ করা কিছু ছবি নিয়ে সাজিয়েছি। যদিও পুরনো এ্যালবাম থেকে দুইটা ছবি যোগ করেছি। মূলত প্রকৃতির মাঝে থেকে কিছু প্রকৃতিক সৌন্দর্য প্রতি পর্বে তুলে ধরার চেষ্টা করি। ছবিগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে আমি এখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।
চলুন তাহলে শুরু করা যাক।


🌹📷ফটোগ্রাফি১🌹

1650367932225.jpg


নীল আকাশ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • এই ছবিটা আমার পুরনো এ্যালবাম থেকে সংগ্রহ করা। কোন এক বিকেলে বৃষ্টির পরে যখন সূর্য অস্ত যাওয়ার আগমুহূর্তে রোদের প্রভাব বেড়েছে যায় তখন আকাশের নীল সৌন্দর্য আর নিচের সবুজ প্রকৃতি আর ধান ক্ষেতের সৌন্দর্য মিলে একটা ফটো সংগ্রহ করেছিলাম আর সেটি আপনাদের মাঝে শেয়ার করলাম। উপরে নীল আকাশ আর নিচে সবুজ সৌন্দর্য এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিলো।
🌹📷ফটোগ্রাফি ২🌹

1650351200124.jpg


ঘাস ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ঈদের কেনাকাটা করার পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি যে ফুফুর বাসায় গিয়ে রেস্ট করে তারপরে ঈদের কেনাকাটা করতে বের হতাম। ফুফুর বাসায় টপ বারান্দায় অ্যালোভেরা গাছ আছে আর অ্যালোভেরা গাছের পাশেই ছোট্ট একটি ঘাসফুল জন্মেছে এবং সেই ঘাসফুলের মাথায় অনেক সুন্দর একটি ফুল ফুটেছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর তাই আমি সুন্দর্যের একটি অংশ ফটোগ্রাফি করে সংগ্রহ করে রেখেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20220503_095953.jpg


সাদা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • এই ছবিটা গতকাল অর্থাৎ ঈদের দিনে তোলা। ঈদের দিন ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয় আর যার কারণে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে বাইরে বৃষ্টি আবহাওয়া দেখে আবার ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে প্রায় ৯:৩০ এর পর দেখলাম বাইরের আবহাওয়া কিছুটা পরিষ্কার হয়েছে আর আমিও হাঁটতে-হাঁটতে রাস্তার ধারে গেলাম। রাস্তার পাশেই ছোট সাদা ফুল ফুটে ছিল আর বৃষ্টির কারণে বৃষ্টির পানিতে ফুলের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়েছিল। সাদা ফুলের সৌন্দর্য টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20220429_134820.jpg


কুমারখালী রেলওয়ে স্টেশন।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • শুক্রবারের দিন ঈদের কেনাকাটা শেষ করে বাসায় ফিরছিলাম। রমজান মাসের শেষ জুম্মা তাই জুম্মার নামাজ মিস করার কোন ইচ্ছা ছিল না। কুমারখালী এসে দুলাভাইয়ের দোকানের সামনে বাইক রেখে স্টেশন মসজিদে নামাজ আদায় করলাম। নামাজ শেষে স্টেশনের পাশেই কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য চোখে পড়ল মূলত একটা লোক কৃষ্ণচূড়া ফুলের ছবি তুলছিল আর আমি সেটা দেখতে পেয়ে ভাবলাম পুরো সৌন্দর্যটার ছবি নিলে কেমন হয়?? আর তখনই রেলওয়ে স্টেশনের পুরো ছবি নিলাম।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

1650357340549-01.jpeg


গোল পাতা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটাও ফুফুদের বাসার ছাদ থেকে তোলা। বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করার পরে হঠাৎ ছাঁদে গিয়েছিলাম আর দেখলাম নতুন একটি ভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়েছে পাতাগুলো দেখতে কিছুটা বট গাছের পাতার মতো। ভিন্ন ধরনের গাছ হওয়ায় ছবি তোলার প্রতি আগ্রহ বেশি ছিল।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

1650351189970.jpg


ছাদের সৌন্দর্য।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছাদের উপর বিভিন্ন ধরনের ফুল গাছ এবং ঔষধি গাছ রোপন করা হয়েছে আর যার কারণে তাদের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। এই ফুলটির নাম এই মুহূর্তে মনে নেই তবে যদি কারো এই ফুলের নাম জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফুল গাছের গায়ে ছোট ছোট কাটা দেখা যাচ্ছে এগুলো বেশ মারাত্মক।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

1650351189952.jpg


নয়নতারা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • বাসার ছাদে ফুলের টবের উপর রোপন করা এই ফুলটির নাম সম্ভবত নয়ন তারা যদিও পাতাগুলো কিছুটা ভিন্ন রকম গোছালো জাতীয় তবে ফুলের সৌন্দর্য তা ঠিক নয়ন তারা ফুলের মতোই। ফুলের নিচে সবুজ পাতা আর উপরে গোলাপি রঙের ফুল গুলো সত্যি অনেক সুন্দর লেগেছিল। ঘুরতে গিয়ে ছাদে এমন সৌন্দর্যের দেখা পাবো সেটা আমি কখনোই কল্পনা করেছিলাম না।

আজ এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

এমন সুন্দর ফটোগ্রাফি করা খুবই কঠিন ব্যাপার ভাই। আসলে দক্ষতা, মেধা ও নিজের ধৈর্য্য থাকা উচিত। খুব ভালো লেগেছে আপনার এত সুন্দর ফটোগ্রাফি মূলক পোস্ট দেখে।

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দারুন দারুন কিছু ছবি দেখতে পেলাম আমি। আপনি অনেক ভালো ছবি তুলেন। প্রশংসা করতেই হয় আপনার। শেষের নয়নতারা ফুলের ছবিটা সেই হয়েছে।

 2 years ago 

আমার ফটোগ্রাফী গুলোর প্রশংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এক কথায় ভালো লাগলো ভাই। এত সুন্দর প্রতিটি ছবি 👌👌। ফটোগ্রাফি জিনিস টা আমার সাথে একদম যায় না । তাই এমন চমৎকার পোস্ট দেখলে খুব আফসোস লাগে। হিহিহিহি। যাই হোক অনেক ভালো থাকবেন। আর এমন চমৎকার পোস্ট আমাদের মাঝে মাঝেই উপহার দেবেন।

 2 years ago 

চেষ্টা করতে থাকলে আপনিও এমন ফটোগ্রাফি করতে পারবেন।

 2 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। আর আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমার কাছে সবচেয়ে বেশি ১নং ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লেগেছে। তবে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ ভালো ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

1 নং ফটোগ্রাফিক আপনার কাছে ভালো লেগেছে সেটা জানান দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক দক্ষতার সাথে আপনার ফটোগ্রাফি গুলো করেছেন। অনেক সুন্দর এই ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফিগুলো খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে এক নম্বর ফটোগ্রাফিটিতো অসাধারণ সুন্দর হয়েছে। একদম মনে হচ্ছে যে রং তুলি দিয়ে আঁকা। তাছাড়া চার নম্বর ছবিও খুব সুন্দর হয়েছে। সবগুলো ছবি আপনি খুব নিখুঁতভাবে তুলেছেন তার কারণে দেখতে এত সুন্দর লাগছে।

 2 years ago 

নীল আকাশ আর সবুজ পরিবেশের কম্বিনেশন আসলেই অনেক সুন্দর হয়।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে সবুজ শ্যামলে ফটোগ্রাফি টা আমার কাছে দারুণ লেগেছে। এছাড়াও প্রত্যেকটা ফটোগ্রাফির বেশ ভালো লেগেছে। তাছাড়া আপনি ফটোগ্রাফি গুলো সম্পর্কে দারুন বর্ণনা দিয়েছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি ফটো গুলোর বর্ণনা পড়েছেন জানতে পেরে খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপু মনি 🥰

 2 years ago 

আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার ।।অসাধারণ কিছু প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন।। যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে।। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

আমার করা ফটোগ্রাফি গুলো দেখে প্রশংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রফি গুলো দেখে আমার খুব ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব চমৎকার করে করেছেন। বিশেষ করে কুমারখালী স্টেশন এর ফটোগ্রফি আমার কাছে বেশি ভালো লেগেছে। দূর থেকে কৃষ্ণচূড়া গাছটাকে অসাধারণ ভাবে ক্যাপচার করেছেন। ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য আমার কাছেও অনেক ভালো লেগেছিল ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া আমাদের অপরূপ সৌন্দর্যের প্রকৃতি ক্যামেরাবন্দি করতে আসলে অনেক ভালো লাগে ।খুবই চমৎকার কিছু ছবি আপনি ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে নীল আকাশের ছবিটাতো একেবারে হৃদয় ছুঁয়ে গেছে ।অপূর্ব লাগছে কাটামুকুট গাছের ফুল গুলো। খুবই চমৎকার লাগছে প্রত্যেকটা ছবি ।অসাধারণ হয়েছে ভাইয়া দারুন তুলেছেন

 2 years ago 

আমার ফটোগ্রাফী গুলোর প্রশংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67489.61
ETH 3762.16
USDT 1.00
SBD 3.56