📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৮|| প্রকৃতির সৌন্দর্য ||১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

20220408_104214-COLLAGE.jpg

আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। প্রকৃতির সৌন্দর্য গুলো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরতে খুব ভালো লাগে। শীত শেষে গরমের আগমনের ফলে প্রকৃতির নানা ধরনের পরিবর্তন লক্ষ করা যায় আর তারই কিছু সৌন্দর্য আমি এই ফটোগ্রাফি পর্বে আপনাদের সাথে তুলে ধরবো। গরমের আগমনের ফলে গাছে আবার নতুন পাতা গজায় রাত্রে বেলায় মানুষের আনাগোনা বেড়ে যায়। ঋতু পরিবর্তনের ফলে মাঠে নতুন ফসলের আনাগোনা দেখা যায়।
চলুন তাহলে শুরু করা যাক।


🌹📷ফটোগ্রাফি১🌹

20220308_222020.jpg


রাতের আকাশে চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • গরমের দিনে বিদ্যুৎ চলে গেলে কিছুটা ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য ফাঁকা জায়গায় বা বাসার ছাদে গিয়ে সময় কাটাতে হয়। বিদ্যুৎ চলে যাওয়ার ফলে বাসার ছাদে বসেছিলাম, কিছুক্ষণ পর অবশ্য বিদ্যুৎ চলে এসেছিল কিন্তু চাঁদনী রাতের পরিবেশ টা বেশ ভালো লাগছিল বলে চাঁদনী রাতের সৌন্দর্য উপভোগ করছিলাম। কিছুক্ষণ পর মনে হল এই সৌন্দর্য ক্যামেরাবন্দি করা দরকার তার পরিপ্রেক্ষিতে এই ছবি তুলেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ২🌹

IMG-20220408-WA0002.jpg

IMG-20220408-WA0003.jpg


গাছে নতুন পাতায় ভরপুর।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • শীতের সময় গাছের সব পাতা ঝরে যায় শুধু ডাল গুলো লক্ষ্য করা যায় কিন্তু যখনই শীত বিদায় নেয় তখনই গাছে নতুন পাতার আগমন ঘটে। আমার ছোট বেলার স্কুলের প্রশাসনিক ভবনের পাশে কয়েকটি মেহগনি গাছ আছে আর সে গাছগুলোতে নতুন পাতা গজিয়েছে আর তার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20220407_180327.jpg

20220407_180336.jpg


ঘাসের আড়ালে সূর্যের অবস্থান ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • গতকালকে সূর্য অস্ত যাওয়ার আগমুহূর্তে আমাদের বাড়ির পিছনের মাঠে কিছু সময় ঘুড়ি উড়ানো দেখছিলাম। ইফতারের সময় হওয়ার আগমুহূর্তে সূর্য অস্ত যাওয়া দেখছিলাম আর মাঠে চাষ করা ঘাসের আড়ালে সূর্যকে বেশ সুন্দর লাগছিল আর তার জন্যই দৃশ্যটি ক্যাপচার করেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20220313_154249.jpg

20220313_154256.jpg


নাম না জানা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • গত পর্বের ফটোগ্রাফিতে রাস্তার পাশে থাকা কিছু ফুলের ছবি শেয়ার করেছিলাম। সকাল বেলায় রাস্তায় হাঁটাহাঁটি করার সময় ছবিগুলো তুলেছিলাম তার মধ্যে এই ছবিটিও একটি। যদিও এই ফুলটির নাম জানিনা তবে রাস্তার পাশে এই ফুল ফুটে ছিল আর সকালের মিষ্টি রোদে ফুলের সৌন্দর্য আরো অনেক বৃদ্ধি পেয়েছিল।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20220407_072427-02.jpeg


মেঘলা আকাশ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • মেঘলা আকাশের সৌন্দর্যের সাথে আম গাছের সবুজ পাতা গুলো আর বৈদ্যুতিক তারের সৌন্দর্য অনেক সুন্দর লেগেছিল। বিশেষ করে ওই দিন আকাশে তো মেঘলা মেঘলা ভাব ছিল মূলত ভেবেছিলাম মেঘলা আকাশের ছবি তুলব কিন্তু কিভাবে ছবিটা তুলেছিলাম সেটা আমি নিজেও বলতে পারব না।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20220326_070436.jpg

20220326_070423.jpg


ঘাস।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • গতকালকে পুরাটা বিকালে প্রায় মাঠের মধ্যে ঘুরানো দেখতে দেখতে কেটে গিয়েছে। নতুন ফসল ঘরে তোলার পরে মাঠে আবার জমি চাষ চলছে কিছু কিছু জমিতে ঘাস দেখা যায়। আমি বসে বসে কিছু ঘাসের ছবি তুলেছিলাম তার মধ্যে এটি ও একটি। তবে এই ঘাসে ঔষধি গুনাগুন অনেক।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20220218_164632.jpg

20220218_164508.jpg


নীল আকাশ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটা তুলেছিলাম গত মাসে। বাজারে আমাদের যে দোতলা বিল্ডিং করা হয়েছে সেখানে মিস্ত্রি কাজ করছিলো আর শেষ বেলায় গিয়েছিলাম কতটুকু কাজ হয়েছে সেটা দেখার জন্য। হঠাৎ করে ছাদে গিয়ে দেখলাম পুরো বাজারের দৃশ্য টা দেখা যাচ্ছে আর নীল আকাশ সবচেয়ে বেশি ভালো লাগছে।

আজ এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

গাছে গাছে নতুন সবুজ পাতার ছবিটি সত্যিই অনেক ভালো তুলেছেন। প্রকৃতির পালাবদলের এই ছবিগুলো দারুন মনমুগ্ধকর। ভালো লাগে এ ধরনের ফটোগ্রাফি। অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন

 2 years ago 

আপনিও ভালো থাকবেন ভাইজান 💚
ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আসলেই যেকোনো ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগে। বিভিন্ন জায়গা বা স্থানের ফটোগ্রাফি গুলো দেখলে ইচ্ছে করে সেখানে গিয়ে ঘুরে আসি। অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু 💚

 2 years ago 

ভাই আপনার ধারণ করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ২,৩ এবং ৪ নাম্বারে যেসব ফটোগ্রাফি গুলো আছে সেগুলো আমাকে মুগ্ধ করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর সব ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য প্রকাশ করে মন ভালো করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ।।আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনি আপনার ফটোগ্রাফি সম্পর্কে খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার কাছে আমার ফটোগ্রাফী গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম।
মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটি ফটোগ্রাফি গুলো মুগ্ধ হওয়ার মতো। বিশেষ করে 2 নং ফটোগ্রাফিতে গাছের নতুন পাতা গুলো অসাধারণ লাগছে দেখতে। সুন্দরভাবে ক্যাপচার করেছেন। নাম না জানা ফুল টিও খুব সুন্দর। আমি এরকম ফুল এই প্রথম দেখলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলেই ২নং ছবিটা অনেক কালারফুল ছিল।
মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি ফটোগ্রাফি ভালো করেন সেটা আমাদের জানা কথা। তবে আজকে আপনার কাছ থেকে এক্সট্রিম লেভেল এর কিছু ফটোগ্রাফি পেয়েছি। বিশেষ করে দুই নাম্বার ফটোগ্রাফি টির কথা না বললেই নয়। খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবুজের সৌন্দর্য তুলে ধরেছি মাত্র।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

গরমের দিনে লোডশেডিং গ্রামে মোটামুটি হয়ে থাকে,তাতে কোন সমস্যা হয় না কেননা গ্রামে খোলা মাঠ পাওয়া যায়। তাই অনেক বাতাস একদম ফ্রেশ বাতাস।আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভালো হইছে সব মিলিয়ে অনেক ভালো পোস্ট করছেন।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর ছিল। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে প্রথম ফটোগ্রাফি টা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলে আমার প্রচেষ্টা সার্থক।
মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাইয়া এতো সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন,যা দেখে দু চোখ জুড়িয়ে গেল। আপনার অসাধারণ ফটোগ্রাফি গুলো সত্যিই অনেক অনেক চমৎকার হয়েছে। আপনার ফটোগ্রাফির ৩ নাম্বার ফটোগ্রাফি দেখে মন ভরে গেল। অসাধারণ সুন্দর এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

২ নং ফটোগ্রাফির প্রশংসা করে শেষ করার মত নয়। এই ফটোগ্রাফিটি এত অসাধারণ হয়েছে, তা বলে বোঝানো যাবে না। আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখে আমার মনটা ভালো হয়ে গেলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর সুন্দর প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

শুভকামনা রইল 😊

 2 years ago 

সবার কাছেই ২নং ফটোগ্রাফি টা ভালো লেগেছে।
আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু 🥰

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33