DIY-(এসো নিজে করি) || ফুল থেকে পাখির মধু সংগ্রহ করার দৃশ্য (১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক


  • ফুল থেকে পাখির মধু সংগ্রহ করার দৃশ্য
  • ২০শে, ফেব্রুয়ারি , ২০২২
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি একটি চিত্র অঙ্কন করেছি সেটি হচ্ছে ফুল থেকে পাখির মধু সংগ্রহ করার দৃশ্য। চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।


আজ আমি একটি আর্ট করেছি। এটা আমার অষ্টম আর্ট। @amarbanglablog কমিউনিটিতে কাজ শুরু করার পর থেকে টুকটাক আর্ট করি তারই পরিপ্রেক্ষিতে আজকে আর্ট পোস্ট করা। দুপুরবেলায় ইচ্ছে হলো কিছু একটা চিত্র অঙ্কন করি। ভেবে পাচ্ছিলাম না কিসের চিত্র অঙ্কন করব?? আমার টেবিলের পাশে কৌটায় মধু ছিল আর মধু দেখেই ধারণা হলো ফুল থেকে পাখি মধু সংগ্রহ করছে এমন একটা চিত্র অংকন করলে মন্দ হয় না আর সেই ধারণা থেকেই আজকের এই চিত্রটি অঙ্কন করা। চলুন তাহলে বিস্তারিত শুরু করা যাক।

IMG-20220219-WA0040.jpg


ফুল থেকে পাখির মধু সংগ্রহ করার দৃশ্য
Device: Samsung galaxy A52

অবস্থান :https://w3w.co/hassles.aviary.leanness


প্রয়োজনীয় উপকরণ:

  • একটি A4 সাইজের সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও পেন্সিল কাটার।
  • একটি স্কেল।
  • একটি রাবার
  • কম্পাস
  • রং পেন্সিল বক্স

20220110_140353-01.jpeg



ধাপ-১

IMG-20220219-WA0033.jpg

  • পেন্সিল দিয়ে একটি অর্ধবৃত্তাকার গাছের ডাল অঙ্কন করে নিলাম।
ধাপ-২

IMG-20220219-WA0032.jpg

  • গাছের ডালে কিছু লতাপাতা অঙ্কন করে নিলাম।
ধাপ-৩

IMG-20220219-WA0035.jpg

  • গাছের ডালে একটি ফুল অঙ্কন করে নিলাম।
ধাপ-৪

IMG-20220219-WA0024.jpg

  • ডালের ডগায় কিছু ফুলের কড়ি অঙ্কন করে নিলাম।
ধাপ-৫

IMG-20220219-WA0023.jpg

  • ডালের মাঝামাঝি দুইটা ফুল অঙ্কন করে নিলাম।
ধাপ-৬

IMG-20220219-WA0038.jpg

  • ডালের নিচের দিকে একটি বড় ফুল অঙ্কন করলাম।
ধাপ-৭

IMG-20220219-WA0036.jpg

  • ফুলের সাথে পাখির ঠোঁট অঙ্কন করলাম।
ধাপ-৮

IMG-20220219-WA0031.jpg

  • পাখির মাথা এবং চোখ অঙ্কন করলাম।
ধাপ-৯

IMG-20220219-WA0034.jpg

  • পাখিটার দেহ এবং পাখনা অঙ্কন করলাম।
ধাপ-১০

IMG-20220219-WA0022.jpg

  • পাখির লেজ অঙ্কন করে মোটামুটি পাখিটার একটা আকৃতি দিলাম
ধাপ-১১

IMG-20220219-WA0028.jpg

  • পাখির লেজের অংশ অঙ্কন করে শেষ করলাম।
ধাপ-১২

IMG-20220219-WA0021.jpg

  • পাখির ডানা অঙ্কন করে শেষ করলাম।
ধাপ-১৩

IMG-20220219-WA0030.jpg

  • পাখির দেহের সাথে পাখনা গুলো মিলিয়ে নিলাম।
ধাপ-১৪

IMG-20220219-WA0026.jpg

  • পাখির গলার মালা অঙ্কন করলাম।
ধাপ-১৫

IMG-20220219-WA0027.jpg

  • পাখিটাকে পেন্সিল রং দিয়ে রং করে নিলাম।
ধাপ-১৬

IMG-20220219-WA0040.jpg

  • একই ভাবে ফুল গুলো পেন্সিল রং দিয়ে রং করে নিলাম আর তৈরি হয়ে গেল ফুল থেকে পাখির মধু সংগ্রহ করার দৃশ্য টি।
ধাপ-১৭

IMG-20220219-WA0041.jpg

  • চিত্রটির সাথে নিজের নাম সাইন করে নিলাম।


আজকে এই পর্যন্তই ছিল। আবার অন্য কোন দিন হাজির হবো নতুন কোন বিষয় নিয়ে।
আমার আজকের অঙ্কনের কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনাদের মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

ফুল থেকে পাখির মধু সংগ্রহনের চিত্রটি খুবই চমৎকার হয়েছে। ফুল থেকে পাখি এভাবে মধু সংগ্রহ করে কিনা জানা নেই। কিন্তু আপনার আর্টের মাধ্যমে আপনি খুব সুন্দর ভাবে সেই বিষয়টি ফুটিয়ে তুলেছেন। যার কারণে এত আকর্ষণীয় লাগছে আপনার আর্টটি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু 🥰

 3 years ago 

পাখি গাছের ডালপালা এবং ফুলের দারুন একটি চিত্র অঙ্কন করেছেন 👌 দেখে মুগ্ধ হয়ে গেলাম 🤔ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন👌👌 শুভেচ্ছা রইল আপনার জন্য🌹🌹

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ফুল থেকে পাখির মধু সংগ্রহ করার দৃশ্য অনেক সুন্দর হয়েছে ভাইয়া। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সত্যি অসাধারণ হয়েছে ভাইয়া আপনার তৈরি করা দৃশ্য টি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে একটি পাখির ফুল থেকে মধু সংগ্রহের অনেক সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। সত্যিই আমি আপনার এরকম অংকন দেখে মুগ্ধ। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ওয়াও ভাইয়া সত্যি আপনি খুব অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন। ফুল থেকে পাখি মধু সংগ্রহ করা চিত্রাঙ্কন টি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি ভাই আপনি পেন্সিল দিয়ে অসম্ভব সুন্দর একটি চিত্র তুলে ধরেছেন। যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু মনি 🥰

 3 years ago 

আপনার চিত্রাংকন টি খুবই অসাধারণ হয়েছে ।আপনি খুব দক্ষতার সহকারে চমৎকারভাবে আর্টিস্টির কাজ সম্পন্ন করেছেন আপনার আর্টিস্টি দেখে আমি মুগ্ধ হলাম। এত সুন্দর আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করায় আপনাকে সাধুবাদ জানাই ভাইয়া।

 3 years ago 

পেন্সিলের সাহায্যে করা এই চিত্রটি খুবই সুন্দর হয়েছে।একটি পাখি ফুল থেকে মধু আহরণ করতেছে,সচরাচর এটি দেখতে পাওয়া না গেলেও আপনার চিত্রের মাধ্যমে দেখতে পেলাম।আপনার এই অংকন আমার খুবই ভালো লেগেছে ভাইয়া। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু মনি 🥰

 3 years ago 

খুব সুন্দর একটি ড্রয়িং আজকে আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। সত্যিই অসাধারণ লাগছে দেখতে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল 🤗🤗

 3 years ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু 💚

 3 years ago 

আপনার চিন্তা ভাবনা যে অনেক গভীর সেটা আপনার এই চিএটা দেখলে বোঝা যায়। একটি পাখি মধু সংগ্রহ করছে ফুল থেকে। দারুণ একেছেন এবং খুবই সুন্দর উপস্থাপন করেছেন। চিএটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68552.89
ETH 2454.37
USDT 1.00
SBD 2.36