📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ১৮|| প্রকৃতির সৌন্দর্য ||১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

20220703_094713-COLLAGE.jpg

আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। প্রকৃতির সৌন্দর্য গুলো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরতে খুব ভালো লাগে। আর সেই ভালোলাগা কে কেন্দ্র করে যে ফটোগ্রাফি গুলো করেছিলাম সেগুলো শেয়ার করেছি। তিন দিন যাবত ঠান্ডা জ্বরে ভুগছি আর প্রচন্ড মাথা ব্যথা হওয়ার কারণে কমিউনিটিতে ঠিকমতো কাজ করতে পারিনি। তবে যখন একটু সুস্থ বোধ করেছি তখনই কমিউনিটিতে কাজ করার চেষ্টা করেছি এটা হয়তো কমিউনিটিতে কাজ করার প্রতি একটা ভালোবাসা। এই পর্বে আসার মাসে যদি বিকেলে বৃষ্টি হয় তাহলে বৃষ্টি শেষে আকাশে যে মেঘ লক্ষ্য করা যায় সেটা তুলে ধরার চেষ্টা করেছি তার পাশাপাশি পুরনো অ্যালবাম থেকে কিছু ছবি সংগ্রহ করেছি। আজকের এই ১৮ তম ফটোগ্রাফি পর্বে তেমন কোনো আকর্ষণীয় ফটো তুলে ধরতে পারিনি কারণ অসুস্থ থাকার কারণে খুব একটা বাইরে ঘোরাঘুরি করা হয়নি। তবে তার পরও নিজের সাধ্যমত ফটোগ্রাফি গুলো তুলে ধরার চেষ্টা করেছি।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20220625_170022.jpg

20220625_170246.jpg


শেষ বিকেলের মেঘ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • গত পরশুদিন যখন হালকা জ্বর জ্বর অনুভব করছিলাম তখন বাজারে গিয়েছিলাম ফার্মেসিতে জ্বর মাপার জন্য। যদিও পরশুদিন জ্বর একটু কম ছিল মোটামুটি ভালোই ছিলাম তবে পরবর্তীতে শরীর বেশি খারাপ করেছিল। যাইহোক ফার্মেসি থেকে যখন বাসার দিকে ফিরছিলাম তখন দেখতে পেলাম আকাশে দারুণ মেঘ লক্ষ্য করা যাচ্ছে। মেঘের ছবিগুলো একটু বেশি সুন্দর ভাবে ক্যাপচার করার জন্য বাজারে আমাদের যে বাসা আছে সেই বাসার দুই তলার ছাদে গিয়ে ছবি তুলেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20220625_170027.jpg


সন্ধ্যা নেমে আসছে।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • বাসার ছাদে বসে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে?? শরীরে হালকা জ্বর ছিল আর প্রাকৃতিক এমন সৌন্দর্য দেখতেও বেশ স্বাচ্ছন্দ বোধ করছিলাম। আমি যখন বাসার ছাদে উঠলাম তখন সন্ধ্যা হতেও খুব একটা বেশি দেরি ছিল না তাই ভাবলাম সন্ধ্যা পর্যন্ত এখানে বসে থাকবো আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। ছবি দেখলে বুঝতে পারবেন যখন সন্ধানেমে আসছিল তখন এই ছবিটা কতটা মারাত্মক সৌন্দর্য লাগছিল। মূলত আমি সন্ধ্যার অপেক্ষায় ছিলাম আমি জানতাম সন্ধ্যা নেমে আসলেই আকাশের এই মেঘ আরো স্পষ্টভাবে বোঝা যাবে। ছবিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20220623_150029.jpg


নদীর তীরে আষাঢ়ের মেঘ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • এই ছবিটা আমার পুরনো অ্যালবাম থেকে সংগ্রহ করা। ছবিটা হয়তো ১৫ দিন আগে তোলা হয়েছিল। আমাদের বাড়ি থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে নদীর তীরে একটা পার্ক আছে। আর আমি ওই অঞ্চলে গেলেই নদীর তীরের ওই পার্কে যাওয়ার চেষ্টা করি। যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তার কিছু সময় পরই বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টির সময় এক বাড়ির টব বারান্দায় দাঁড়িয়ে ছিলাম আর বৃষ্টি শেষে নিজের কাজের উদ্দেশ্যে আবার রওনা হলাম। কাজ শেষ করে যখন বাসায় ফিরছিলাম তখন ভাবলাম নদীর তীরে অবস্থিত ওই পার্ক থেকে একটু ঘুরে যাই। গিয়ে দেখলাম কিছু ছেলে মেয়ে সেখানে গোসল করছে আর আষাঢ়ের কালো মেঘ যেন ছেয়ে আসছে। ভয়ংকর মেঘ দেখে দেরি না করে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20220622_125841.jpg


শাখা নদী।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আমাদের ব্যবসায়িক কাজে সপ্তাহে দুই থেকে তিনবার কুষ্টিয়া যেতে হয়। গত বৃহস্পতিবারে আমি যখন কুষ্টিয়া থেকে বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ করেই বৃষ্টি শুরু হল আর রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া শাখা নদীর তীরেই ছোট্ট একটি ফুসকার দোকান ছিল যেখানে বাইক থামিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। অনেক সময় ধরে বৃষ্টি পড়ছিল তাই নিজের সময় পার করার জন্য ছবি তোলা শুরু করলাম আর সেই সময়ই পদ্মার এই শাখা নদীর ছবি তুলেছিলাম। যদিও এখন নদীতে পানি আসেনি, যখন এই নদীতে পানি আসবে আর নদী পানিতে কানায় কানায় ভরে উঠবে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20220625_170257.jpg


রংধনু
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আষাঢ় মাসে ঘনঘন বৃষ্টি হয় আর বৃষ্টি শেষে আকাশে রংধনুর দেখা মেলে। রংধনুর সৌন্দর্য একদম ন্যাচারাল যেটা দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য হবে। একটু আগেই বৃষ্টি হয়েছে আর আকাশ টা এখনো হালকা মেঘলা আছে আর বৃষ্টি থেমে যাওয়ার পরে আকাশে রংধনু ভেসে উঠেছে। যদিও স্পষ্ট রংধনুর সাতটি রং দেখা যাচ্ছিল না তবে এটা বোঝার বাকি থাকে না যে এটা রংধনু। তবে আমি কালার গুলো গণনা করেছিলাম আর সেখানে চারটি রং পেয়েছিলাম, হয়তো সাতটি রং ছিল কিন্তু আমি সাতটি রং স্পষ্ট বুঝতে পারিনি।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20220617_144538-01.jpeg


বাবলা গাছ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • গত সপ্তাহে আমি যখন জুম্মার নামাজ আদায় করে বাসায় ফিরছিলাম তখন দেখতে পেলাম খালের পাশের বাবলা গাছে হলুদ রঙের ছোট ছোট ফুল ফুটেছে। হয়তো এলাকাভিত্তিক এই গাছকে বিভিন্ন নামে ডাকা হয় তবে আমাদের এলাকায় এটি বাবলা গাছ নামে পরিচিত। মসজিদে নামাজ আদায় করতে গেলে ফুল বাড়িতে রেখে যাই তবে গত জুম্মার দিনে হুট করে ফোন পাঞ্জাবির পকেটে নিয়েই মসজিদে গিয়েছিলাম। মসজিদ থেকে বাসায় ফিরতি পথে বাবলা গাছের এই সুন্দর দৃশ্য দেখে ছবি তোলার প্রতি একটা ইচ্ছা জেগেছিল আর ফোনটাও কাছে ছিল বলেই এই ছবিটি তুলতে পেরেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20220520_105936-01.jpeg


ডুবন্ত নৌকা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটা আমার পুরনো অ্যালবাম থেকে সংগ্রহ করা। অনেকদিন আগে পদ্মা নদীতে ঘুরতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখতে পাই নদীর পানি শুকিয়ে গিয়েছে বলে নদীতে যে নৌকাগুলো চলে সেগুলো পানির নিচে ডুবিয়ে রাখা হয়েছে। জানতে পারলাম নৌকাগুলোকে ভালো রাখার জন্যই পায়ের নিচে ডুবিয়ে রাখা হয়। নৌকাগুলোকে পানির নিচে ডুবিয়ে রাখলে তার কালার নষ্ট হয় না এবং কাঠগুলো ভালো থাকে। ঘাটের পাড়েই অর্ধ ডুবন্ত একটি নৌকা ছিল আর আমি সেটার ছবি তুলেছিলাম আশা করি এটা দেখে আপনাদের অনেক ভালো লেগছে।

আজ এই পর্যন্তই ছিল, অসুস্থ হওয়ার কারণে মন মতো করে উপস্থাপন করতে পারিনি সেটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে। খুবই দারুণভাবে প্রত্যেকটি ফটোগ্রাফি করেছেন আপনি। ফটোগ্রাফির উপর আপনার দারুন অভিজ্ঞতা রয়েছে দেখতেছি ভাই। মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আকাশের দিকে তাকালে আমার মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। আকাশ আমাদের বিশালতার শিক্ষা দেয়। আপনার ফটোগ্রাফিগুলো দেখে আপনার ফটোগ্রাফিত প্রসংশা না করে পারলাম না ভাই। আপনি আসলেই একজন প্রফেশনাল ফটোগ্রাফার।

 2 years ago 

আজকাল প্রায় সবারই এরকম হচ্ছে কিন্তু অতিরিক্ত মাথা ব্যথা করলে আসলে মোবাইল দিকে তাকানো যায়না। দোয়া রইল আপনার জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর আপনার শেয়ার করা ফটোগ্রাফি হলেও সত্যি অসাধারন ছিল এরকম প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য দেখতে আমার কাছে খুব ভালো লাগে।

 2 years ago 

আপনার ছবিগুলো অসাধারণ সুন্দর ছিল।
বিশেষ করে আকাশের ছবি, রংধনু এবং নৌকার ছবিটি অসাধারণ সুন্দর ছিল।
বিশেষ করে বর্ননা বেশ চমৎকার দিয়েছেন।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার ফটোগ্রাফি গুলা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম বিশেষ করে নীল আকাশ সাদা মেঘ সব থেকে বেশি আকর্ষণীয় ছিল

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখতে খুব অসাধারণ লাগলো । আপনি ও এত সুন্দর করে ফটোগ্রাফি করে থাকেন সত্যিই অসাধারণ। আপনার এক একটা ফটোগ্রাফি একেক রকম অনুভূতি দেখা যায়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার 18 তম ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে যদি আপনি বলেছেন অসুস্থতার কারণে ভালো ফটোগ্রাফি দেখাতে পারেননি। বিশেষ করে নদীর তীরে আষাঢ়ের মেঘ ফটোগ্রাফিটি দেখতে অসাধারণ লাগছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61129.70
ETH 2660.38
USDT 1.00
SBD 2.55