গোয়ালন্দ টু খোকসা ট্রেন ভ্রমণ কাহিনী।||২৯-১১-২০২১||১০% লাজুক খ্যাকের জন্য by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


ঢাকার কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সকাল নয়টার সময় বাসা থেকে বের হয়েছিলাম। ঘাটে জ্যাম থাকায় লোকাল বাসে আসার সিদ্ধান্ত নিই। গাবতলী থেকে সেলফি বাসে যাত্রা শুরু করি এবং দুপুর ১২টার পর পরই পাটুরিয়া ঘাটে পৌঁছে যাই। পরবর্তীতে ট্রেনে বাড়ি আসার জন্য মাত্রা শুরু করি।


20211128_132627-01.jpeg


20211128_132630-01.jpeg


ট্রেন চলছে
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/justifies.roomful.expanding


ঠিক ১টা ১০মিনিটে গোয়ালন্দ ঘাট থেকে মেইল নামের ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হয়।ট্রেনে উঠে জানালার পাশে ছিট পেয়ে খুব খুশি লাগছিল।ট্রেনের রেল লাইন একটু বাক থাকায় সুন্দর একটি দৃশ্য ধারণ করতে পারি। আমি একদম পেছনের বগিতে বসেছিলাম যার কারণে ট্রেনের সুন্দর চিত্র দেখতে পাই।এক বগির পেছনে আর এক বগির লাগিয়ে ট্রেন চলছে আপন গতিতে।


20211128_135545-01.jpeg


20211128_135700-01.jpeg


হঠাৎ ছোট ভাইয়ের সাথে দেখা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/poppies.listens.clove


ট্রেন রাজবাড়ী আসার পর অন্য একটি ট্রেনের সাথে করাচিং করার জন্য রাজবাড়ী রেলওয়ে স্টেশনে ১৫ মিনিটের বিরতি দেয়। বিরতি দেওয়া আমি বাইরের পরিবেশ টা দেখার উদ্দেশ্যে বের হতেই মেস লাইফের একটা ছোট ভাইয়ের সাথে দেখা হয়।ছোট ভাইয়ের নাম আসাদ। সৌন্দর্য উপভোগ করার জন্য রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজের উপর দুই জন কিছু ছবি উঠেছিলাম।ছোট ভাইয়ের কথা মতো তার কিছুই স্টাইলিশ ছবি তুলেছিলাম। আমাদের ছবি তোলার সময় পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে তার দৃশ্যটি লক্ষ্য করা যাচ্ছিল।


20211128_135448-01.jpeg


20211128_135558-01.jpeg


20211128_135815-01.jpeg


রাজবাড়ী রেলওয়ে স্টেশন।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/plunge.intellects.raged


রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজের উপর উঠলে রেলওয়ে স্টেশনের সৌন্দর্য উপভোগ করা যায়। স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে লোকজন ট্রেন এর আশপাশ দিয়ে চলাফেরা করছে। কেউ ট্রেনে উঠছে আবার কেউ ট্রেন থেকে নামছে। ওভার ব্রিজে উঠতে একটা বড় সাইনবোর্ডে লেখা রয়েছে রাজবাড়ী। আসলে অপরিচিত লোকজন যখন এই স্টেশনে আসবে তখন এই সাইনবোর্ড দেখে বুঝতে পারবে আমরা বর্তমানে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে অবস্থান করছি।


IMG-20211129-WA0014.jpg


IMG-20211129-WA0012.jpg


স্টেশনে ট্রেনের আগমন।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/plunge.intellects.raged


মূলত এই ট্রেনের সাথে ক্রসিং হওয়ার জন্যই ১৫মিনিটের বিরতি। ৫ থেকে ৭ মিনিট অপেক্ষা করার পর ট্রেন আসার দৃশ্য চোখে পড়ে। মুহূর্তের মধ্যেই ট্রেনটি স্টেশনে ঢুকে পড়ল। ট্রেনের আগমনের একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছি। ট্রেন স্টেশনে ঢুকে পড়ায় আমরা দ্রুত ট্রেনে ওঠার জন্য ওভার ব্রিজ থেকে নেমে যাই। পরবর্তীতে ট্রেনে উঠে বিরতি কাটিয়ে আবার রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তার কিছুক্ষণের মধ্যেই ট্রেন আবার রওনা হলো ঝকঝকাঝক শব্দে


IMG-20211129-WA0011.jpg


বিশাল আকৃতির রেন্টি গাছ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/plunge.intellects.raged


বিশাল এই রেন্টি গাছ বেলগাছিয়া রেলওয়ে স্টেশনের একটি অন্যতম সৌন্দর্য। পুরোনো এই গাছটি একাই পুরো স্টেশন ছেয়ে আছে।


IMG-20211129-WA0010.jpg


নিষ্পাপ শিশু।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/succumbs.negations.whinnies


ট্রেনের মধ্যে খুব বেশি ভির থাকায় অনেকেই ছিট পায়নি। ছোট্ট সোনামণিটি আমার সামনে এসে দাঁড়ায়। আমি ওর দিকে তাকিয়ে খুব মায়া হয়। আমি ছোট্ট সোনামণিকে আমার কোলের ওপর বসিয়ে ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য গুলো দেখাচ্ছিলাম আর গল্প করছিলাম। নিমিষেই ছোট্ট বাচ্চাটির মন ভালো হয়ে যায়।


20211128_144938-01.jpeg


IMG-20211129-WA0015.jpg


ছোট ভাইয়ের বিদায়।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/succumbs.negations.whinnies


ছোট ভাইয়ের স্থায়ী ঠিকানা পাংশা চলে এলাম এবং তাকে বিদায় জানালাম। আমার যাত্রা আবার শুরু করলাম। কিছু সময় পর আমার ভ্রমণের ইতি টেনে খোকসা রেলওয়ে স্টেশনে নেমে পড়ি।

এই ছিল আমার ভ্রমণকাহিনীর একটি অংশ। আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোন পোস্টে অন্য কোন ভ্রমণ কাহিনী নিয়ে, ধন্যবাদ সবাইকে।


Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68373.55
ETH 2650.22
USDT 1.00
SBD 2.71