📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ২২|| প্রকৃতির সৌন্দর্য ||১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

20220814_225331.jpg

আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। প্রকৃতির সৌন্দর্য গুলো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরতে খুব ভালো লাগে। আর সেই ভালোলাগা কে কেন্দ্র করে যে ফটোগ্রাফি গুলো করেছিলাম সেগুলো শেয়ার করেছি। চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি ফটোগ্রাফি পর্ব আপনাদের মাঝে তুলে ধরতে আর সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে এই ফটোগ্রাফি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের এই ফটোগ্রাফি পর্ব টা শেয়ার করেছি কিছু পুরনো অ্যালবাম থেকে সংগ্রহ করা ছবি আর এই সপ্তাহে ঘোরাঘুরি করা আর প্রকৃতির সান্নিধ্যে গিয়ে কিছু ফটোগ্রাফি করা ছবি নিয়ে। প্রতি পর্বেই ফটোগ্রাফি করার পিছনে যে ছোট্ট কাহিনী থাকে সেটা আপনাদের সাথে বর্ণনা দিয়ে শেয়ার করার চেষ্টা করি আর এই পর্বেও একইভাবে প্রতিটা ফটোগ্রাফির নিচে মোটামুটি বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে এই সপ্তাহটা মোটামুটি চাঁদের আলোয় ভরপুর ছিল আর এই জন্যই চাঁদের আলোয় একটি ফটোগ্রাফি ও শেয়ার করেছি যদিও গত সপ্তাহে পুরা চাঁদের আলো নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলাম। এই সপ্তাহটা একটু আবহাওয়া ভালো কারণ আগের চেয়ে গরমের প্রভাবটা অনেকটাই কমে গিয়েছে তাই এই সপ্তাহে কাজ করার ইচ্ছাটাও অনেক প্রবল। সপ্তাহের শুরু থেকেই ইনশাল্লাহ ভালোভাবে কাজ করছি আশা করছি পুরো সপ্তাহ টা এভাবে কাজ করে এগিয়ে যেতে পারবো।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20220728_174221-01.jpeg


বৃষ্টি ভেজা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • কয়েক সপ্তাহ আগে ইউটিউব ভিলেজে ঘুরতে গিয়েছিলাম সেটা নিয়ে আপনাদের সাথে দুই পর্বে কিছুটা শেয়ার করেছিলাম আর আজকে সেখানকার কিছু ফটোগ্রাফি শেয়ার করছি যার মধ্যেও এই বৃষ্টির পানিতে ভেজা ফুলও একটি। ফুলটির নাম নয়ন তারা আর আমরা যাওয়ার পরে একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার ফলে ফুলের পাপড়ির উপরে হালকা পানি জমে ছিল আর পাপড়ির ওপরে পানি জমে থাকার কারণে নয়নতারা ফুলের সৌন্দর্যের সবচেয়ে দৃষ্টিনন্দন লেগেছিল তাই এই নিখুঁত সৌন্দর্যের ফটোগ্রাফি করেছিলাম। যদি এই ফটোগ্রাফি টা খুব কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন পাপড়ির উপরে পানিটা কত সুন্দরভাবে অবস্থান করছে।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20220811_220152-01.jpeg


চাঁদের সৌন্দর্য।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটা শুক্রবারে রাত্রিবেলায় তোলা। শুক্রবারে আমাদের সপরিবারে দাওয়াত ছিল আর দাওয়াত শেষে সন্ধ্যার পরে বাসায় এলাম। মোটামুটি একটু গরমের আবহাওয়ার ফলে শরীর একটু ক্লান্ত ছিল। আর লোডশেডিং হওয়া বর্তমানে তো একদম স্বাভাবিক বিষয় হয়ে পড়েছে যখন তখন বিদ্যুৎ চলে যায় আর এই ভোগান্তির যেন শেষ নেই। তখন রাত প্রায় নয়টা বাজে হঠাৎ বিদ্যুৎ চলে গেল তাই ভাবলাম একটু বাইরে হাটাহাটি করে আসি। গিয়ে দেখতে পেলাম আকাশে দারুন চাঁদ উঠেছে আর একদম আমাদের বাসার সামনেই চাঁদের অবস্থান। বিদ্যুতের তারের উপর দিয়ে চাঁদ উঁকি দিচ্ছে আর গাছের ডালপালার উপরে চাঁদের অবস্থান থাকায় সেটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল তাই ফটোগ্রাফি করেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20220806_130120-01.jpeg


নদীর তীরের সৌন্দর্য।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • কালকে দুপুরে বৃষ্টি শুরু হয়েছিল আর দীর্ঘ সময় বৃষ্টি হওয়ার কারণে কিছু সময় ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠার পরে দেখলাম আমার বন্ধু আমাকে কয়েকবার ফোন দিয়েছে আমি সেটা দেখে তাকে কল ব্যাক করলাম। সে আমাকে বলল আজকে আবহাওয়া টা অনেক ভালো নদীর পাড়ে ঘুরতে যাবো তাছাড়া জানতে পারলাম নদীতে নাকি অনেক পানি হয়েছে তাই যাওয়ার আকর্ষণটাও বেড়ে গেল। আছরের আযান পড়ার আগেই আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম আর নদীর পাড়ে গিয়ে দেখলাম আসলেই নদী ভর্তি জল। এটাই যেন নদীর আসল সৌন্দর্য যদিও নৌকায় ভ্রমণ করার ইচ্ছা জেগেছিল কিন্তু সেটা সফল হয়নি তবে কিছুদিন পরে একটা প্রোগ্রাম করেছি নৌকায় ঘোরাঘুরি করব বলে।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20220728_180427-01.jpeg

20220728_180430-01.jpeg


ঝাউ গাছ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই গাছটা সম্পর্কে নতুন করে কাউকে কিছু হয়তো বলতে হবে না কারণ এই গাছটা হয়তো সবাই চিনেন। এই গাছটার নাম ঝাউ গাছ, এই ফটোগ্রাফি টা করেছিলাম ইউটিউব ভিলেজ থেকে সেখানে ছোট্ট আকারে পার্ক মত হওয়ায় বিভিন্ন ধরনের সৌন্দর্য লক্ষ্য করা যায়, যার মধ্যে এই ঝাউ গাছের সৌন্দর্যটাও একটি। বিভিন্ন ধরনের বিদেশি উদ্ভিদ এবং ফুলের চাষ করা হয় আর পুকুরপাড় দিয়ে কয়েকটি সুন্দর সুন্দর ঝাউ গাছ রোপন করা হয়েছে আর পুকুরপাড়ে ঘুরতে গিয়েই আমি ঝাউ গাছের ছবি তুলেছিলাম যেটা এখন আপনাদের সাথে শেয়ার করেছি।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20220728_181447-01.jpeg


সূর্যের আলোক রশ্মি।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • যদি বিকেল বেলায় বৃষ্টি হয় আর পরবর্তীতে যদি আবার সূর্য ওঠে তাহলে সেটার সৌন্দর্য আসলেই অসাধারণ হয়। তাছাড়া বৃষ্টির পরে আকাশের লাল মেঘ আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। সময় কাটাতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হয় আর এই ছবিটা তুলেছিলাম ইউটিউব ভিলেজে ঘুরতে গিয়ে। সেখানে গিয়েছিলাম বিকেলে আর বাড়ি ফিরেছিলাম সন্ধ্যার পরে। এর মাঝখানে সূর্য অস্ত যাওয়ার সময় দেখলাম পার্কের ডান সাইড থেকে এই সৌন্দর্যটা অনেক সুন্দর লাগছে তাই ফটোগ্রাফি করেছিলাম আর এখন আপনাদের সাথে সেটা শেয়ার করছি।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20220809_083826-01.jpeg


মেঘলা আকাশ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • কয়েকদিন যাবত আকাশটা অনেক মেঘলা আর দিনে কয়েকবার করে বৃষ্টি হচ্ছে। সকালে আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলল সকাল দশটার দিকে একটু বাজারে আসার জন্য। আমি গোসল খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বাজারের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আমাদের বাড়ি থেকে একটু সামনে এগোতেই কিছুটা ফাঁকা জায়গা পাওয়া যায়। আর সেখানে সব সময় প্রচন্ড বাতাস হয় আমি বাতাসে কিছু সময় দাঁড়ালাম আর দেখতে পেলাম আকাশের মেঘ কেমন যেন ঘনিয়ে আসছে বুঝতে পারলাম হয়তো খুব দ্রুত বৃষ্টি নামবে। এমন মেঘলা আকাশে সৌন্দর্য সব সময় চোখে পড়ে না তাই ভাবলাম একটা ফটোগ্রাফি করি আপনাদের সাথে সেটা শেয়ার করা যাবে। মজার বিষয় হচ্ছে ফটোগ্রাফি করার কিছু সময় পরেই বৃষ্টি নেমে পড়েছিল অনেক কষ্টে বৃষ্টির হাত থেকে রেহাই পেয়েছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20220728_184651-01.jpeg


নাম না জানা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ফুলের অনেক প্রজাতি থাকে ধরতে গেলে তার মধ্য হাতেগোনা কয়েকটি ফুলের নাম জানা আছে আর বাদবাকি সব ফুলের নাম অজানা। বিশেষ করে পার্কে বা বিশেষ কোন জায়গায় ঘুরতে গেলে এরকম ভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলে দেখা মেলে। এই ছবিটাও আমি ইউটিউব ভিলেজ থেকে তুলেছিলাম সেখানে ঘুরতে গিয়ে দেখলাম ঘাস জাতীয় এক ধরনের ফুল ফুটেছে আর এই ফুলের সৌন্দর্য দেখে ছবি তুলেছিলাম। আপনাদের কারো যদি এই ফুলের নাম জানা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর এই ফুলের সৌন্দর্য কেমন লেগেছে সেটাও জানাবেন।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

শখের ফটোগ্রাফি করতে গিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন। এমন ধরনের প্রকৃতির দৃশ্য দেখতে আসলেই অনেক সুন্দর লাগে ।৭ নম্বর ফটোগ্রাফির ফুলটা দেখতে অনেক চমৎকার লাগছে ভাইয়া।

 2 years ago 

৭ নং ফটোগ্রাফি টা আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আপনার মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও অসাধারণ আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। দেখতে বেশ অসম্ভব ভালো লাগলো আমার। আপনার প্রতিটি ফটোগ্রাফি খুব দারুন লাগলো। আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অসাধারণ ছিল আপনার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ফুলের উপর শেষের বিন্দুর দৃশ্যের দারুন ফটোগ্রাফি করছেন সত্যি অনেক ভালো লাগলো মুগ্ধ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রশংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আমার অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। আপনার মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

মাশাআল্লাহ ভাইয়া চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুল দেখলে অন্যরকম ভালো লাগা কাজ করে। ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভিশন ভালো লাগে। বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি টা চমৎকার হয়েছে। নদীর তীরের সৌন্দর্য টা অপুর্ব লাগছে। সত্যি ভাইয়া আপনার ছবি গুলো দেখে মন ছুঁয়ে গেল। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ছবি শেয়ার করার জন্য। দোয়া এবং শুভকামনা রইলো।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ওয়াও ভাইয়া খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন।সখের বশে ফটোগ্রাফি করলে অনেক ভালো ফটোগ্রাফি করেন।সবগুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হয়তো শখের বসে ফটোগ্রাফি করি বলেই এত সুন্দর হয়েছে। মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার প্রত‍্যেকটা ফটোগ্রাফি দারুণ হয়েছে। বিশেষ করে নয়নতারা ফুল রাতের আকাশ নদীর তীর এই ফটোগ্রাফি গুলো বেশি ভালো হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার মোবাইলে ক্যামেরা বন্ধ করে। শুক্রবার রাতে তোলা চাঁদের ফটোগ্রাফি দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ দারুন ছিল। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি প্রত্যেকটি ছবি অত্যন্ত দারুন ভাবে তুলেছেন,বিশেষ করে সূর্যের রশ্মির ছবিটি অত্যন্ত দারুন হয়েছে।ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর ফটোগ্রাফি তুলে ধরার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

প্রতিটি ফটোগ্রাফী এই সেরা ছিল।তবে 1 নম্বর আর 5 নম্বর ফটোগ্রাফি দুইটি আমার মন ছুঁয়ে গেছে।কি সুন্দর ফুলের উপর পানি গুলো আর পড়ন্ত বিকেলের এরকম দৃশ্য দেখলেই মণ ভালো হয়ে যায়।

 2 years ago 

প্রথম এবং পঞ্চম ফটোগ্রাফিটি আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটা আমাকে জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59575.00
ETH 2607.14
USDT 1.00
SBD 2.43