মজাদার ডিম ভুনা রেসিপি। (১০% বেনিফিশিয়ারী @লাজুক-শিয়াল এর জন্য।) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ০৫ই মাঘ | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার |শীতকাল|



আমি কাজী রায়হান।আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আমি একজন ছাত্র। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি



প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের সাথে আমার কাজ শেয়ার করার জন্য চলে এলাম।আজকে আমি একটি রেসিপি নিয়ে এলাম।



আজকে আমি আপনাদের মাঝে ডিম ভুনা রেসিপি উপস্থাপন করব। ডিম ভুনা মোটামুটি ভালোই মজাদার একটি রেসিপি, ডিম ভুনা আমাদের শরীরের আমিষের চাহিদা পূরণ করে। অল্প খরচে মজাদার রেসিপি মধ্যে ডিম ভুনা অন্যতম। রেসিপি তৈরির ধাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের দেখাবো।

20220117_131504-01.jpeg

ডিম ভুনা রেসিপি তৈরি করার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত প্রণালি আপনাদেরকে দেখিয়ে দিলাম।

উপকরণপরিমাণ
ডিম৬ টি
তেল২০০ গ্ৰাম
মরিচের গুঁড়াপরিমাণ মতো
হলুদের গুঁড়াপরিমাণ মতো
পেঁয়াজ কুচিপরিমাণ মতো
ধনে গুঁড়াপরিমাণ মতো
জিরা বাটাপরিমাণ মতো

প্রথম ধাপ

একটি কড়াইয়ের মধ্যে পরিমাণমতো পানি দিয়ে তাতে ডিম গুলো ছেড়ে দিতে হবে।

কড়াই চুলায় বসিয়ে তাপ দিতে হবে আর ডিম গুলোকে ভালোমতো সেদ্ধ করতে হবে।

ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে আলাদা করে হলুদের গুঁড়া, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিতে হবে।

20220119_133035-01.jpeg

20220117_120816-01.jpeg

20220117_121609-01.jpeg

দ্বিতীয় ধাপ

কড়াই চুলায় বসাতে হবে এবং তাপ দিতে হবে।

কড়াই গরম হয়ে গেলে তাতে পরিমাণ মত তেল দিতে হবে।

20220117_122600-01.jpeg

20220117_122712-01.jpeg

তৃতীয় ধাপ

গরম তেলে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মাখানো ডিমগুলো ছেড়ে দিতে হবে।

ডিমগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিন।

20220117_122911-01.jpeg

20220117_123047-01.jpeg

চতুর্থ ধাপ

প্রয়োজনীয় মশলা গুলো সব একসাথে করে গরম তেলে ছেড়ে দিতে হবে।

চামচ দিয়ে মসলাগুলো গরম তেলে নাড়তে থাকুন আর ভালো ভাবে কষাতে থাকুন। কিছু সময় নাড়ার পর হালকা পরিমাণে পানি দিয়ে আবার নাড়তে থাকুন যেন মসলাগুলো পুড়ে না যায়।

20220117_122953-01.jpeg

20220117_123215-01.jpeg

20220117_123234-01.jpeg

পঞ্চম ধাপ

কষানো মসলার মধ্যে তেলে ভাজি করা ডিমগুলো ছেড়ে দিতে হবে।

তেলে ভাজা মসলার মধ্যে ডিমগুলো ভালোমতো কষিয়ে নিতে হবে।

20220117_123546-01.jpeg

20220117_123356-01.jpeg

20220117_123444-01.jpeg

ষষ্ঠ ধাপ

ডিমগুলো ভালোভাবে কষানো শেষ হলে পরিমান মত পানি দিতে হবে।

চুলার তাপ বাড়িয়ে দিয়ে রেসিপির ঝোল ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তাপ দেওয়ার ফলে ঝোল শুকানো শুরু করবে। পরিমাণমতো ঝোল রেখে চুলার উপর থেকে কড়াই নামিয়ে ফেলতে হবে।

20220117_123623-01.jpeg

20220117_123751-01.jpeg

20220117_124023-01.jpeg

সপ্তম ধাপ

কড়াই থেকে আলাদা একটি পাত্রে নামিয়ে রাখতে হবে।
তৈরি হয়ে গেল মজাদার ডিম ভুনা রেসিপি। রান্না তো হয়ে গেল এখন খাওয়া দাওয়া করার পালা। চলুন তাহলে দেরি না করে খাওয়া শুরু করে দিই।

20220117_124737-01.jpeg

20220117_131504-01.jpeg

20220117_131405-01.jpeg

রেসিপিটির সাথে নিজের একটি সেলফি।



পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশনকুষ্টিয়া


আশা করি আপনাদের সবার কাছেই আজকের এই ডিম ভুনা রেসিপিটি ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য।আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

images (4).png

IMG_9524.JPG

আমি কাজী রায়হান। আমার ইউজার নেম@kazi-raihan। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালো লাগে, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png
animasi-bergerak-terima-kasih-0078.gif




Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_4th.png


Sort:  
 3 years ago 

ডিম ভুনা আমার খুবই প্রিয়। ঝটপট ডিম ভুনা রেসিপি তৈরি করা যায় বলে সকলের কাছেই এটি খুবই জনপ্রিয়। আপনার রান্নার ধাপ গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক মজাদার ডিম ভুনা রেসিপি তৈরি করেছেন। দেখতেও খুবই লোভনীয় লাগছে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

সুন্দর মনোভাব পোষণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু 💚

 3 years ago 

আপনি খুব সুন্দর করে ডিম ভুনা করেছেন ।যেটা আমাদের সাথে শেয়ার করলেন। স্বাদের পরিমাণ টা কেমন হয়েছে সেটা খাওয়ার মাধ্যমে বোঝা যাবে ।আপনার ঝটপট খাওয়ার ধারণার বিষয়টি আমার খুব ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর মনোভাব পোষণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

ওয়াও আপনি খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। মজাদার একটা রেসিপি শেয়ার করেছেন দেখে মনে হচ্ছে খুব মজা হবে। আর ডিম বুনা খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ওয়াও ভাইয়া কি সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছে ।ডিম ভুনার রেসিপি দেখে খুবই লোভনীয় লাগছে। দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল ।রেসিপি টা আমার কাছে খুবই ভালো লেগেছে ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কেউ একজন বলেছিল ব‍্যাচেলরদের খাবারের তালিকায় কমন একটা আইটেম হচ্ছে ডিম। কথাটা আসলেই ঠিক। ডিম ভুনা রেসিপি টা বেশ ভালো শেয়ার করেছেন। ভালো হয়েছে রেসিপি টা। এবং খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

➡️ অল্প সময়ের মধ্যে হঠাৎ অল্প সময়ে তৈরি করা যায় ডিম ভুনা রেসিপি। এর রেসিপি খেতে খুবই সুস্বাদু। অতি তাড়াতাড়ি খাওয়ার জন্য এই রেসিপিটা খুবই ভালো লাগে। ঘরে যখন ভালো কিছু রান্না না হয় তখন হঠাৎ করে এই রেসিপিটি করা যায়। আপনি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ডিম আমার অনেক প্রিয় একটি খাবার। সিদ্ধ ডিম পোচ ডিম আর রান্না ডিম সবগুলোই আমার বেশ ভালো লাগে। আপনার রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। ব্যাচেলর মানুষদের জন্য একটি আদর্শ রেসিপি

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনি অসাধারণ একটি ডিম ভুনা রেসিপি তৈরি করছেন। আপনার এই রেসিপিটি অনেক সুস্বাদু এবং মজাদার হবে বলে মনে হচ্ছে। আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

বাহ ভাইয়া অসাধারণ ডিমের রেসিপি শেয়ার করেছেন আপনি।ডিম আমার অনেক পছন্দের একটা খাবার।বিশেষ করে এর চপ আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এটি একটি দারুন খাবার।মায়ের হাতে বাড়িতে প্রায়ই খাওয়া হতো।আপনি যেভাবে উপস্থাপন করেছেন,তাতে মাঝেমধ্যেই বাসায় রান্না করে খাওয়া যাবে।ধন্যবাদ ;

 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ,ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24