DIY-(এসো নিজে করি)||নদী কেন্দ্রিক দৃশ্য অঙ্কন (১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক


  • নদী কেন্দ্রিক দৃশ্য অঙ্কন
  • ৭ই, এপ্রিল , ২০২২
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি একটি চিত্র অঙ্কন করেছি সেটি হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগমুহূর্তে নদীতে ভাসমান নৌকার দৃশ্য অঙ্কন। চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।


আজ আমি একটি আর্ট করেছি। এটা আমার দশম আর্ট। @amarbanglablog কমিউনিটিতে কাজ শুরু করার পর থেকে টুকটাক আর্ট করি সেটা আগেই বলেছি। রমজান মাসে রোজা থেকে বাইরে খুব একটা ঘুরাঘুরি করা যায়না আবার সারাদিন রোজা রাখার কারণে দুপুরে রান্না করা হয় না যার কারণে আপনাদের সাথে শেয়ার করার মত তেমন কোনো পোস্ট পাচ্ছিলাম না। খুব বেশি ভালো আর্ট করতে পারি না যার কারণে আর্ট পোস্ট খুব কম শেয়ার করা হয়। আজ দুপুরে ভাবলাম কিছু একটা আর্ট করবো তারই পরিপ্রেক্ষিতে সূর্য অস্ত যাওয়ার আগমুহূর্তে নদীতে ভাসমান নৌকার দৃশ্য অংকন করেছিলাম সেটা এখন আপনাদের দেখাবো।

20220407_151028-01.jpeg


সূর্য অস্ত যাওয়ার আগমুহূর্তে নদীতে ভাসমান নৌকার দৃশ্য অঙ্কন।
Device: Samsung galaxy A52

অবস্থান :https://w3w.co/hassles.aviary.leanness


প্রয়োজনীয় উপকরণ:

  • একটি A4 সাইজের সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও পেন্সিল কাটার।
  • একটি স্কেল।
  • একটি রাবার
  • কম্পাস
  • রং পেন্সিল বক্স

20220110_140353-01.jpeg



ধাপ-১

20220407_134715.jpg

  • পেন্সিল দিয়ে প্রথমে একটি নৌকার চিত্রাংকন করলাম।
ধাপ-২

20220407_135107.jpg

  • নৌকার উপর বসে থাকা একজন মাঝির চিত্র অংকন করলাম এবং দুই ধারে দুইটা বৈঠা অঙ্কন করলাম।
ধাপ-৩

20220407_135351.jpg

  • নৌকার ডান পাশে এবং বাম পাশে ভূমি অঙ্কন করলাম।
ধাপ-৪

20220407_140024.jpg

  • নৌকার বাম পাশে ভুমি অঙ্কন করে রং করে নিলাম।
ধাপ-৫

20220407_140149.jpg

  • একইভাবে নৌকার ডানপাশে ভূমি অঙ্কন করে রং করে নিলাম।
ধাপ-৬

20220407_140948.jpg

  • গোল সূর্য অঙ্কন করলাম।
ধাপ-৭

20220407_141320.jpg

  • নৌকা এবং নৌকার মাঝি রং করলাম।
ধাপ-৮

20220407_150638.jpg

  • পেন্সিল দিয়ে চিত্রের চারপাশে দাগ দিয়ে বক্স করে নিলাম।
ধাপ-৯

20220407_150838.jpg

  • পেন্সিল দিয়ে সূর্যের ডান পাশে এবং বাম পাশে হালকা রং করে দিলাম।
ধাপ-১০

20220407_150927.jpg

  • একইভাবে পেন্সিল দিয়ে নদীর অংশটুকু হালকা রং করে দিলাম।
ধাপ-১১

20220407_151028.jpg

  • সূর্যের সামনের দিকে কিছু পাখির চিত্র করলাম।
ধাপ-১২

20220407_151156.jpg

  • চিত্রটির সাথে নিজের সিগনেচার করলাম


আজকে এই পর্যন্তই ছিল। আবার অন্য কোন দিন হাজির হবো নতুন কোন কাজ নিয়ে।
আমার আজকের অঙ্কনের কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনাদের মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

নদী কেন্দ্রিক দৃশ্য অঙ্কন করেছেন অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দরভাবে কাজটি উপস্থাপন করার জন্য। মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাংলাদেশ নদীমাতৃক দেশ । আপনি নদী কেন্দ্রিক একটি ছবি এঁকেছেন। ছবিটিতে যদি কালার ব্যবহার করতেন তবে দেখতে আরো চমৎকার লাগতো । এখনো অনেক ভালো লাগছে দেখতে । সুন্দর চিত্রটি আমাদের উপহার দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি

 2 years ago 

আমি পেন্সিল দিয়ে স্কেচ তৈরি করেছি তাই কালার ব্যবহার করি নি।
আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাইয়া,আপনি আর্ট করতে পারেন না এই কথাটি একদম ভুল ধারণা। দৃশ্যটি আপনি নিজে অঙ্কন করেছেন বলে আপনার কাছে মনে হচ্ছে,আপনার আর্ট হয়তো ভালো হয় না। কিন্তু আপনার কথা একদমই মানা যায় না। কেননা আপনার নদীকেন্দ্রিক দৃশ্য অংকন অত্যন্ত সুন্দর হয়েছে। খুবই নিখুঁতভাবে দৃশ্যটি অঙ্কন করেছেন। এক কথায় অসাধারণ হয়েছে ভাইয়া। নদীকেন্দ্রিক দৃশ্য অংকন এর প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার নদীকেন্দ্রিক দৃশ্য অংকনটি দারুণ চমৎকার হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে ।পেন্সিল দিয়ে এভাবে আর্ট করলে দেখতে বেশ চমৎকার লাগে ।আপনি খুবই সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের সামনে উপস্থাপন করেছেন। যেটা দেখে খুব সহজেই আপনার অঙ্কন পদ্ধতি বোঝা যাচ্ছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতো সুন্দর একটি দৃশ্য শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু 🥰

 2 years ago 

খুব সুন্দর একটি চিত্র আমাদের মাঝে অঙ্কন করে উপস্থাপন করেছেন। পেন্সিলে অংকন করার কারণে এটি অনেক বেশি সুন্দর লাগতেছে। পেন্সিল আর্ট গুলোকে কিছু সময় নিয়ে ধীরে ধীরে করতে হয়। সময় সাপেক্ষ হলেও সুন্দর হয়েছে আপনার অংকন।

 2 years ago 

ঠিক বলেছেন আপু একটু সময় দিয়ে ধীরে ধীরে করতে হয়। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু 💚

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ নিত্যনতুন কাজ আমাদের সাথে তুলে ধরার জন্য। আশা করি সামনে আরও ভাল ভাল কাজ উপহার দিবেন।

 2 years ago 

অসাধারণ একটি নদীকেন্দ্রিক দৃশ্য অংকন করেছেন ভাই। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম চিত্র গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও ভাইয়া পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটি নদী কেন্দ্রিক দৃশ্য অংকন করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার নদী কেন্দ্রিক দৃশ্য অংকন। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে এই দৃশ্যটি উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি নদীকেন্দ্রিক দৃশ্য অংকন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

🥰🥰🥰

 2 years ago 

পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন। পেন্সিলের অংকন আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে নদীর দৃশ্য টি অঙ্কন করেছেন। আমাদের মাঝে এতো সুন্দর একটি দৃশ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33