📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ১৯|| প্রকৃতির সৌন্দর্য ||১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

20220722_065807-COLLAGE.jpg

আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। প্রকৃতির সৌন্দর্য গুলো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরতে খুব ভালো লাগে। আর সেই ভালোলাগা কে কেন্দ্র করে যে ফটোগ্রাফি গুলো করেছিলাম সেগুলো শেয়ার করেছি। কিছুদিন ধরে অসুস্থ ছিলাম আর সুস্থ হয়ে টুকটাক কমবেশি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে। আর ঘোরাঘুরি করলে কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করা যায়। ঈদের পর থেকে টুকটাক ঘুরাঘুরি করার পাশাপাশি যে ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছিলাম সেগুলোই আজকে আপনাদের মাঝে তুলে ধরব। কখনো নদীর ধারে কখনো লাল মেঘের সার্নির্ধে আবার কখনো প্রকৃতির সবুজ পরিবেশের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20220705_190449.jpg

20220705_190625.jpg


লাল মেঘ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • এই ছবিটা তুলেছিলাম ঈদের তিন দিন আগে। ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে সারাদিন প্রায় বিছনায় শুয়ে ছিলাম। বিকেল বেলায় ও শুয়েছিলাম হঠাৎ আম্মু ডেকে বলল সারাদিন ঘরের ভিতর শুয়ে না থেকে একটু বাইরে হাটাহাটি করার চেষ্টা করো তাহলে মন ভালো হবে। বাইরে গিয়ে দেখলাম আকাশে লাল টকটকে মেঘ মূলত বৃষ্টি হলে এমন মেঘ লক্ষ্য করা যায় তবে সেদিন বৃষ্টি হয়েছিল না তারপরেও এমন লাল মেঘ দেখেছিলাম। এতটা লালমেঘ সব সময় দেখা যায় না এ বছরে এরকম লাল মেঘ এই প্রথম দেখলাম।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20220717_135211.jpg


নীল আকাশে সাদা মেঘের খেলা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • গত ১৭ তারিখে কুষ্টিয়া আমাদের দাওয়াত ছিল আর আমরা সবাই সপরিবারে গিয়েছিলাম সে দাওয়াতে অংশগ্রহণ করার জন্য। দুপুরে বাসা থেকে বের হয়েছিলাম আর দাওয়াত শেষ করে বাসায় ফিরতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। আব্বু আগে থেকেই চলে গিয়েছিল আর আমরা ৩ ভাই দুপুরবেলায় গিয়েছিলাম। দুপুরের রোদের আড়ালে আকাশে নীল মেঘের মধ্যে সাদা মেঘ গুলো ভেসে বেড়াচ্ছিল। ছবিটা দেখলে বুঝতে পারবেন আসলে সৌন্দর্যটা কতটা চোখে পড়ার মতো।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20220721_093119-01.jpeg


বেকু বালি কাটছে।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • গতকালকে সকালের দিকে একটি কাজে নদীর দিকে গিয়েছিলাম আর নদীর ধারে গিয়ে দেখলাম বেকু দিয়ে বালি কাটা হচ্ছে। নদীর পারে মোটামুটি বেশ ভালই ঠান্ডা বাতাস বইছিল আর বর্তমানে বিদ্যুতের লোডশেডিং প্রচুর পরিমাণে হওয়ায় ভাবলাম কিছু সময় নদীর তীরে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস উপভোগ করি। কিছু সময় পরে ভাবলাম কয়েকটা ছবি তুলব তাই ভেবে নিচে গিয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। ছবিটা কেমন লেগেছে? কমেন্ট বক্সে আমাকে জানাবেন।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20220711_162941.jpg

20220711_162947.jpg


কালো মেঘ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ঈদের পরের দিন আমরা সব বন্ধু একসাথে মিলিত হয়েছিলাম তার মূল উদ্দেশ্য ছিল এক বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। খাওয়া-দাওয়া শেষে বন্ধুর বাড়ি থেকে বিদায় নেয়ার পরে আমরা সবাই মিলে প্লান করলাম নদীর ধারে ঘুরতে যাবো আর সেখানে ছোট পার্ক মতো একটি জায়গা আছে গেলে বেশ ভালোই মজা হবে। সব বন্ধুরা একসাথে নদীর ধারের ঐ পার্কে ঘুরতে গিয়েছিলাম আর গিয়ে দেখলাম আকাশে বেশ কালো মেঘ দেখা যাচ্ছে অতি শীঘ্রই হয়তো বৃষ্টি নামবে। কালো মেঘের ছবি তুলেছিলাম আর কিছু সময় পরেই আমরা বাসায় ফিরে এসেছিলাম কারণ আকাশের অবস্থা খুব বেশি ভালো ছিল না।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20220715_182920.jpg


বৃষ্টির পরবর্তী মেঘ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ৪ দিন আগে আমাদের এলাকায় প্রচন্ড বৃষ্টি হয়েছিল। যেদিন বিকালে বৃষ্টি হয় সেদিন বিকালে আকাশে টকটকে লাল রঙের দারুন মেঘ লক্ষ্য করা যায়। আমি আর আমার বন্ধু রফিকুল একসাথে বাইক নিয়ে ঘুরতে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম আর ঐ অঞ্চল থেকে বাসায় ফেরার সময় ফাঁকা মাঠের মাঝ দিয়ে ছোট চিকন রাস্তা আছে আর সেই রাস্তা দিয়ে বাসায় ফেরার সময় লক্ষ্য করলাম আকাশে দারুণ মেঘ ফুটে উঠেছে। এমন সৌন্দর্য দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বাইক থামিয়ে ফটোগ্রাফি করেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20220711_151651.jpg


সবুজ পরিবেশ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ঈদের পরের দিন বন্ধুর বাড়ি থেকে খাওয়া-দাওয়া শেষ করে তাদের বাড়ির পিছনে একটি বড় বাগান আছে সেখানে গিয়ে সবাই আড্ডা দিচ্ছিলাম। সব বন্ধুরা একসাথে ছবি উঠছিলাম। আমার বন্ধুর বাড়িটা ঠিক পদ্মার শাখা নদীর একদম পাশে। তবে বিভিন্ন জায়গায় বন্যা হলেও এই শাখা নদীতে এখনো পানি হয়নি। শাখা নদীর পাড়ে বসে কিছু সময় গল্প করার পর নীল আকাশ আর সবুজ পরিবেশের সমন্বয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম। আশা করি আপনাদের কাছে এই ফটোগ্রাফি টা বেশ ভালো লেগেছে।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20220721_102317-01.jpeg


ঘাটে বাঁধা নৌকা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটা গতকালকে নদীর পাড়ে গিয়ে তুলেছিলাম। নদীর পাড়ে যাবো আর নদীর পানি দিয়ে পা ধুয়ে আসবো না এটা কি আবার হয় নাকি?? নদীর পাড়ে বসে এক কাপ কফি খেলাম। হালকা ঠান্ডা বাতাস বইছিল আর এমন বাতাসে বসে কফি খাওয়ার মজাই আলাদা। যাইহোক কিছু সময় বসে থাকার পরে নদীর পানিতে যখন পা ধুতে গেলাম তখন ঘাটে থাকা নৌকার ছবি তুলেছিলাম যেটা এখন আপনাদের সাথে শেয়ার করেছি।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

🖤😍🖤

 2 years ago 

আজকাল আবহাওয়া চলছে তাতে আসলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আমি অসুস্থ ছিলাম আপনি এখন সুস্থ আছেন জেনে ভাল লাগল ভাই। তবে আপনি দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন খুব সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো একে একে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে উপস্থাপনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার পোস্টে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু মনি 🥰

 2 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ কিছু দৃশ্য খন্ড খন্ড চিত্রের মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে নীল আকাশ তার বুকে ভেসে বেড়ানো তুলার মত সাদা মেঘের চিত্রগুলা সব থেকে বেশি ভালো হয়েছে

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার ক্যাপচার করা ছবিগুলো সার্থক হয়ে যায়। সুন্দর মন্তব্য তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখতে বেশ অসাধারণ লাগলো। দেখতে বেশ প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনি ফটোগ্রাফি করে উপস্থাপনা করেছেন। অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে অসাধারণ সুন্দর লেগেছে জেনে খুশি হলাম আপু আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

প্রকৃতির সৌন্দর্য আমার সবসময় ভালো লাগে।আপনার ফটোগ্রাফিগুলি খুব সুন্দর হয়েছে।তবে ফটোগ্রাফি 8আমার কাছে কালো মেঘ নয় ভাইয়া, সাদা মেঘের ভেলা বলে মনে হচ্ছে।মনে হচ্ছে খুবই কাছ থেকে ভেসে যাচ্ছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আঞ্চলিক ভাষায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। আপনার মতামত তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ দিদি।

 2 years ago 

প্রকৃতির সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার এই ফটোগ্রাফি গুলো দেখলেই বোঝা যায় প্রকৃতি কতটা সুন্দর। চমৎকার এই ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি অসুস্থ থাকার সুবাদে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন। এবং অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদেরকে উপহার দিয়েছেন ।আসলেই এই সময় পেলে সে সময় অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করা যায়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাইয়া আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে। আমার কাছে গ্রামীন এই দৃশ্য গুলো দেখলে অনেক ভালো লাগে। আমিও এখন গ্রামে আছি আর এই সুন্দর সৌন্দর্য গুলো খুব উপভোগ করছি। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 66938.08
ETH 3100.57
USDT 1.00
SBD 3.74