"ঈদ"(Poem of my writing"Eid")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ১০ই বৈশাখ | ১৪৩০ বঙ্গাব্দ | রবিবার | গ্রীষ্মকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। কার ঈদ কেমন কাটলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানতে চাই। ঈদের দিনের আবহাওয়াটা বেশ ভালই ছিল খুব একটা গরমও ছিল না আবার তেমন বৃষ্টিও হয়নি সবমিলিয়ে বিকেল টাইমটা ভালোই উপভোগ করেছি। আজকে ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে বলতে গেলে পুরো সময়টা বাসায় বসেই কাটিয়েছি অবশ্য দুপুর বেলায় একটু কবিতা লেখার টপিক নিয়ে চিন্তা করেছিলাম তবে খুব বেশি চিন্তা করতে হয়নি কারণ ঈদ উপলক্ষে একটা কবিতা শেয়ার করার আইডিয়া মাথায় আসে। যদিও ঈদ উপলক্ষে কয়েকটা কবিতা সকালবেলায় আমি পড়েছিলাম তাই খুব সহজেই ঈদ নিয়ে লেখার চিন্তাভাবনা মাথার ভিতরে আসে যাইহোক দুপুর বেলায় খাতা-কলম নিয়ে লিখতে বসেছিলাম। তবে ভর পেট খাওয়া দাওয়ার পরে কবিতা লিখতে বসে খুব ঘুম চাপছিল। ঘুম চোখে নিয়ে কবিতা লিখেছি বলে কবিতা লেখা ভালো হয়েছে কী না সেটা জানিনা তারপরেও একটু চেষ্টা করেছি।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

আজকে আর খুব বেশি কথা বলবো না কারণ ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে কমবেশি একটু ব্যস্ত সময় পার করতে হয়। বাড়িতে কমবেশি আত্মীয়-স্বজন আসছে যাচ্ছে তারপরেও কমিউনিটিতে সময় তো দিতেই হবে। সহজ কথা বলতে গেলে যে কোন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে যেমন আমি আমার পরিবারের সদস্যসহ যারা আমাদের বাড়িতে মেহমান হিসেবে এসেছে তাদেরকেও সময় দিচ্ছি আবার এর ফাঁকে কমিউনিটিতেও ঠিকঠাক সময় দেওয়ার চেষ্টা করছি। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তাই ঈদ নিয়ে আজকের এই কবিতা লেখা। আপনি যদি চোখ বন্ধ করে ঈদ সম্পর্কে কিছু লিখতে চান তাহলে কিন্তু প্রথমেই আসবে ঈদের খুশির কথা। আর যদি শুধু ঈদুল ফিতরের কথা বলেন তাহলে দীর্ঘ একমাস রোজা রাখার পরে একটা আমেজ মনের মধ্যে কাজ করে সেই কথাটাই কিন্তু বারবার লিখতে মন চাইবে আর আমিও কবিতার ভাষায় সে কথাটাই বারবার লেখার চেষ্টা করেছি। এক মাস রোজা রেখে ঈদগাহে গিয়ে ধনী-গরীব সবাই একই সাথে বসে ঈদের নামাজ আদায় করার যে অনুভূতিটা সেটা কিন্তু আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না শুধু চোখ বন্ধ করলেই ফিল করতে পারবেন। রমজান মাসের রোজা থেকে শুরু করে ঈদ পর্যন্ত আমার নিজের ব্যক্তিগত কিছু কথা কবিতার ভাষায় তুলে ধরেছি।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


png_20230423_082058_0000-01.jpeg

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"ঈদ"

পশ্চিম আকাশে বাঁকা চাঁদ,
দিচ্ছে মোদের খুশির আভাস।
আজি রমযান পেরিয়ে এসেছে ঈদুল ফিতর
কাঁধে কাঁধ মিলিয়ে করবো কোলাকুলি,
ঈদগাহ ময়দানে গিয়ে পড়বো নামায
সব ভেদাভেদ ভুলে গিয়ে।
রাত পোহালেই ঈদের আমেজ
মনে জাগে খুশির আমেজ,
নতুন সকাল মানেই ঈদের দিন।
সকাল হলে ঈদের আনন্দে
ঈদের মজায় ভাসে ।
এক মাস রোজা রেখে
সন্তুষ্ট করেছি আল্লাহ তায়ালাকে
ছোট বড় সবার মাঝে ,
নাইকো কোন অবহেলা।
নতুন পোশাকে সবাই মিলে
ঈদের আনন্দ ভাগাভাগি করি ,
গরীব বলে নাই ভেদাভেদ
সবাই মিলে কোলাকুলি করি।
সব বিরোধ ভুলে যাই ,
একে অপরের পাশে বসে
দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া করি
ঈদের আগমনে যেন ভেদাভেদ যাই ভুলে।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

ঈদুল ফিতর আমাদের জীবনে অনাবিল আনন্দ নিয়ে এসেছে। এই ঈদুল ফিতরকে ঘিরে অনেক সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন আপনি আমাদের মাঝে। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো যেন বাস্তবচিত্র ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু মনি।

 2 years ago 

হুম গত দিন গুলোর চেয়ে ঈদের আজকের দিনটা বেশ সুন্দর ছিল ৷ আবহাওয়া বেশ ঠান্ডা আর শীতল ৷ ঈদে নিশ্চয়ই বেশ সুন্দর সময় অতিবাহিত করেছেন পরিবের সাথে ৷ সেই সাথে তো মেহমান বাড়ি বেড়ানো সবমিলে ভালো কাটান এমনটাই প্রতার্শা ৷ আর এই ঈদ কে ঘিরে বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন ৷ ভালো ছিল কবিতাটি

 2 years ago 

হ্যাঁ ঘোরাঘুরি করার মতোই আবহাওয়া ছিল।

 2 years ago 

ঈদের মাঠে যেন ধনী-গরীব সবাই সমান।ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল আপনাকে। সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই।

 2 years ago 

সুন্দর ফিডব্যাক প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

প্রথমেই আপনাকে ইদের শুভেচ্ছা জানাই। ঈদ নিয়ে দারুন কবিতা লিখেছেন।আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া।কবিতার লাইনগুলো অনেক ভালো লেগেছে।একদম ঠিক বলেছেন ভাইয়া ধনী গরীব একসাথে সবাই মিলে সালাত আদায় করার আনন্দ টা ভাষায় প্রকাশ করা যায়না শুধুমাত্র ফিল করা যায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু মনি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 88143.93
ETH 3070.82
USDT 1.00
SBD 2.78