শীতের ছুটি উপভোগ ||১০% লাজুক খ্যাকের জন্য by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -১৩ই পৌষ | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | শীতকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



20221228_204524_0000.png

Canva দিয়ে তৈরি



শীতের ছুটিতে তিন দিন যাবত আমার তিন ফুপি আমাদের বাড়িতে ঘুরতে এসেছে। যেদিন ঘুরতে এসেছে সেদিন থেকেই আমাদের মাঝে ঈদের আনন্দ চলছে। যাইহোক আজকের টপিকটা তুলে ধরি। দুপুর বেলায় আমার ছোট ফুপি তার তিন মেয়েকে নিয়ে বাসায় ফিরে গিয়েছে আর বড় ফুপি আর তার বড় মেয়ে ও বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে বলে খুব তাড়াহুড়া করছিল। কয়েকটা দিন সবাই মিলে বেশ ভালোই মজা করেছিলাম কিন্তু যখন সবাই চলে যাচ্ছিল একটু মন খারাপ হচ্ছিল। হঠাৎ করে আমার মেজ ফুপির মেয়ে নাইমা নাজনীন আপু বলে উঠলো সবাই তো চলে যাচ্ছে এই সুযোগে আমরা হালকা করে একটা টুর দিয়ে আসি। বড় আপু অর্থাৎ আমার মেজ ফুপির মেয়ে হচ্ছে আমাদের মধ্যে সবার বড় আর তাকে আমরা বড় আপু বা টিম লিডার বলে বেশি ডেকে থাকি। বড় আপু একজন এমবিবিএস ডক্টর যার জন্য অন্যদের চেয়ে তার কথার প্রতি সবাই একটু বেশি গুরুত্ব দেয়। আমরা সবাই মিলে গিয়ে বড় আপুকে রিকুয়েস্ট করলাম যে আমরা আজকে দুপুরের পরে ইউটিউব ভিলেজ ঘুরতে যাবো। বড় আপু অনেক বলে বুঝিয়ে ফুপিকে রাজি করালো সেই সাথে ছোট চাচা এবং সেজ চাচাকেও রাজি করালো। সবাই তো খুশি মনে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম কারণ অনেকদিন পর সবাই মিলে ঘুরতে যাচ্ছি তাও আবার একটু দূরে। আপুদের আসার পরে আমাদের এলাকাটাই শুধু ঘুরে দেখা হয়েছে কিন্তু দূরে কোথাও যাওয়া হয়নি। দূরে বলতে আমাদের বাড়ি থেকে দশ কিলোমিটার মতো দূরত্ব হয় ইউটিউব ভিলেজ। সবাই বাইক নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তবে চাচাতো বোনগুলো কেউ নিয়ে যেতে হয়েছিল যার কারণে তিন বাইকে এত লোক যাওয়া সম্ভব হচ্ছিল না। তখন বড় আপু বলল তোরাই গিয়ে ঘুরে আয় আমার জানুয়ারির ১৩ তারিখে ইউটিউব ভিলেজে প্রোগ্রাম আছে। কুষ্টিয়া জেলার সদর হাসপাতালের সব ডাক্তাররা নাকি জানুয়ারির ১৩ তারিখে ইউটিউব ভিলেজে ঘুরতে আসবে তাই বড় আপু বললো আমি তো ১৩ তারিখে আসবোই তোরা ঘুরে আয়। কিন্তু আমি আর নাইমা আপু ভাবলাম যেভাবেই হোক বড় আপুকে সাথে নিয়ে যেতেই হবে কারণ ছেয়ে না থাকলে আমাদের মজাটা পরিপূর্ণভাবে হয় না। আমি আর নাইমা আপু বুদ্ধি করলাম আমার ছোট ভাইকে বলে আমাদের ব্যবসার কাজে যে গাড়িটা ব্যবহার করা হয় সেটা নিয়ে বড় আপু আর ছোট ভাইকে একটু পরে আসতে বলব। আমরা সবাই বেরিয়ে পড়ার পরে বাজারে আমাদের দোকানের সামনে গিয়ে ভাইয়াকে বললাম রিফাত আসছে ওর কাছে আমাদের দ্বিতীয় বাইকটা যেন দিয়ে দেয় আর সে বাইকে বড় আপু আর ছোট ভাই রিফাত আসবে। আমাদের একটা গাড়ি শুধু ঘোরাঘুরি করার জন্য কেনা হয়েছে আর একটা ব্যবসার সব কাজে ইউজ করা হয়, যাই হোক নতুন গাড়ি কেনার পোস্ট তো আপনাদের সাথে শেয়ার করেছি।



20221228_141939.jpg

20221228_141711.jpg

20221228_141458.jpg

20221228_140147.jpg

20221228_140144.jpg

20221228_140049.jpg

20221228_135619.jpg



আমরা ইউটিউব ভিলেজে পৌঁছানোর পরে পাশের মসজিদের থেকে সেজ কাকু নামাজ পড়ে আসলো যার কারণে আমাদের ঢুকতে একটু লেট হলো। সেজ কাকু আসার পরে আমরা সবাই বাইক পার্কিংয়ে রাখলাম আর সেখানে বাইক পার্কিং করতে ১০ টাকা করে নিয়েছিল। বাইক পার্কিং করে ভেতরে ঢোকার আগেই নাইমা আপুকে কিছু ছবি তুলে দিচ্ছিলাম আর সেই মুহূর্তে তাসনিম বলল ভাই দেখ আমাকেও কিছু ছবি তুলে দে না তখন আমি তখন তাসনিমের কিছু ছবি তুলে দিলাম। এরপর ভিতরে ঢোকার সময় আমি আর মেজ আপু টিকিট নিলাম। আমরা তখন নয়জন ছিলাম আর নয় জনের টিকিট নিলাম। প্রতিটা টিকিটের মূল্য ৩০ টাকা করেছিল। যদিও বড় আপু থাকলে আমাদের টিকিট করতে হতো না কারণ বড় আপু আমাদের সব খরচ বহন করত। তবে বড় আপু খুব দ্রুতই চলে আসবে এই ভরসায় আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই নাইমা আপুকে কিছু ছবি তুলে দিলাম। ইউটিউব ভিজে এর আগেও আমি কয়েকবার এসেছি আর ইউটিউব ভিলেজ নিয়ে আপনাদের মাঝে কয়েকটি রিভিউ দিয়েছি যার কারণে আমি নিজে আর খুব বেশি ছবি উঠিনি। যেহেতু আপুরা ঘুরতে এসেছিল তাই বেশিরভাগ সময়ে আমি আপুদের ছবি তুলে দিয়েছিলাম। যাইহোক ভেতরে প্রবেশ করার পরেই নতুন একটি বক্স দেখতে পেলাম যেখানে বাচ্চারা উঠে খেলা করছিল। আমি ওদের ছবি তুলে দেওয়ার পরে নাইমা আপু বলছিল আমাদের তো অনেক ছবি তুলে দিলি এখন তোর নিজের একটা ছবি তুলে দিই।



20221228_143255.jpg

20221228_143228.jpg

20221228_143209.jpg

20221228_143157.jpg

20221228_143112.jpg

20221228_144046.jpg



পরবর্তীতে আমরা পুকুরের উপরে থাকা ঘরের উপরে গেলাম আর সেখানে প্রথমেই তানজিমের ছবি তুলে দিলাম। তানজিম হচ্ছে আমার মেজো ফুপুর ছোট মেয়ে। তানজিম সবার ছোট হওয়ায় ওর আদর একটু বেশি। যাই হোক সেখানে গিয়ে তানজিমের অনেকগুলো ছবি তুলে দিলাম আর মেজ আপুকেও অনেকগুলো ছবি তুলে দিয়েছিলাম। তখন মেজ আপু জিজ্ঞাসা করল আমরা তো অনেকক্ষণ সময় ভিতরে এসেছি কিন্তু বড় আপু আর রিফাত কতদূর এসেছে একটু ফোন করে জিজ্ঞাসা কর। আমি রিফাতকে ফোন দিলাম কিন্তু রিফাত ফোন রিসিভ করলে না হয়তো সে বাইকের উপরে ছিল এজন্য ফোন রিসিভ করতে পারিনি। পরবর্তীতে বড় আপুকে ফোন দেওয়ার পরে বড় আপু বলল আমরাও চলে আসছি হয়তো আর দুই চার মিনিট লাগবে তোদের কাছে পৌঁছাতে। মেজ আপু তখন বলল তাহলে তাসনিম আমার ফোন নিয়ে বড় আপুকে এখানে নিয়ে আয় আমরা ছবি উঠতে থাকি। তানজিম তখন বললো ভাইয়া আপনি আমাকে আরো কিছু ছবি তুলে দেন আর আমি তানজিমকে আরো কিছু ছবি তুলে দিলাম।



20221228_151227.jpg

20221228_150946.jpg

20221228_150915.jpg

20221228_150614.jpg

20221228_144939.jpg

IMG-20221228-WA0148.jpg

IMG-20221228-WA0130.jpg

IMG-20221228-WA0157.jpg

IMG-20221228-WA0143.jpg



কিছু সময় পরে আমাদের মাঝে বড় আপুর আগমন ঘটলো আর সেই খুশিতে বাকি সদস্যদের মুখেও হাসি ফুটল । বড় আপু আসার পরে আমরা পুকুরের উপরে তৈরি করা আরো একটি ঘরের উপরে গিয়ে সবাই মিলে গ্রুপ ছবি উঠলাম। তখন থেকেই আনন্দটা আরো বেশি হচ্ছিল আবার সবাই বড় আপুর কাছ থেকে ফোন নিয়ে ছবি উঠছিল। বড় আপুর ফোনটা আরো বেশি ভালো যার কারণে বড় আপুর ফোনে ছবি অনেক ভালো আসে তাই সবাই গ্রুপ ছবি সহ যে যেমন পারছিল ছবি ওঠা নিয়ে ব্যস্ত ছিল। বড় আপু আসার পর সেজো কাকু দূরে ছিল তখন বড় আপু কাকুকে ফোন দিয়ে বলল আপনি কি আমাদের সাথে ঘুরতে লজ্জা পাচ্ছেন?? তাড়াতাড়ি আমাদের সাথে যোগ দিন আমরা ছবি উঠছি আপনাকেও ছবি তুলে দিব। তখন সেজো কাকু আমাদের সাথে গ্রুপ ছবি উঠলো। গ্রুপ ছবি উঠার সময় আমাদের পেছনে ছিল কৃত্রিম ঝর্ণা যদিও সেখানে অনেক লোক ছিল তারপরও আমরা গ্রুপ ছবি উঠেছিলাম। কাকু বলল অনেক ঘোরাঘুরি হয়েছে এখন বাড়ি যাওয়া দরকার তখন মেজ আপু বলল আপনারা গেটের দিকে যেতে থাকেন আমরা আর অল্প একটু ঘুরে আসি। ঝরনার বিপরীত পাশেই কাঠের তৈরি একটি ঘর ছিল সেখানে আমি আর মেজ আপু গিয়ে কিছু ছবি উঠালাম যদিও আমি নিজে কোন ছবি উঠিনি শুধু ছবি তুলে দিয়েছিলাম। পরবর্তীতে বাইরে বেরিয়ে আসার সময় নতুন যে গেট তৈরি হয়েছে সেখানে গিয়ে বড় আপুর ফোন দিয়ে ওদের কিছু ছবি তুলে দিয়েছিলাম আর তাসনিম আমাকে কয়েকটা ছবি তুলে দিয়েছিল যার মধ্যে একটি আপনাদের মাঝে শেয়ার করেছি।

পার্কের ভেতরে ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা বাসায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই জানতে পারলাম আজকে ইউটিউব ভিলেজে গরিবদের খাবারের ব্যবস্থা করা হয়েছে যদিও সময় স্বল্পতার কারণে সেটা দেখা হয়নি বা ছবি তোলা হয়নি। যেখানে বাইক পার্কিং করেছিলাম সেখানে আবার ফিরতি টিকিট জমা দিয়ে বাইক নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই আর আমাদের যাত্রা শেষ হয়।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়ডিসেম্বর,২০২২



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG-20211015-WA0027.jpg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ছবি আঁকতে, ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বাহ জায়গার নামটা কিন্তু খুবই সুন্দর, কাজিন দের মধ্যে এরকম একটা লিডার থাকলে কিন্তু ভালই হয়, এটা শুনে খুব ভালো লাগলো আপনাদের এখন ঈদ চলছে, ভালোই ইনজয় করছেন তা তো পোষ্টের মধ্যে বোঝাই যাচ্ছে, আপনাদের আনন্দের মুহূর্ত গুলো দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ একজন লিডার থাকলে সে সবকিছু ঠিকঠাক পরিচালনা করতে পারে।

 2 years ago 

অনেক সুন্দর সময় কাটিয়েছেন ইউটিউব ভিলেজে। আপনি আর আপনার বড় আপু উদ্যোগ না নিলে হয়ত এত সুন্দর ট্যুর হত না। ইউটিউব ভিলেজের ভিতরের পরিবেশ আমার কাছে খুব ভাল লেগেছে। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আপনাকে ত পুরো হিরো লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হুট করে উদ্যোগ নিয়েছিলাম আর তাতে বেশ ভালোই মজা হয়েছিল।

 2 years ago 

খুবই ভালো একটি সময় অতিবাহিত করছেন দেখছি। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগলো। আসলে যাদের এরকম একটা লিডার কাজিন থাকে তাহলে তো কোন কথাই নেই। ইউটিউব ভিলেজ কিন্তু অসাধারণ দেখতে। এই জায়গাটি আমার ভীষণ পছন্দ। আপনার পোস্ট দেখে এবং পড়ে বুঝতে পারলাম খুবই ভালো সময় কাটিয়েছেন। আপনার কাটানো এত সুন্দর একটি মুহূর্ত সবার মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ সে তো এখন আমাদের টিম লিডার এমনকি তার নাম দিয়েছি টিম লিডার তাকে আর তার নামে ডাকা হয় না হা হা হা।

Hi, @kazi-raihan,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63