ঈদের কেনাকাটা (পর্ব-০১)||৩০-০৪-২০২২||১০% লাজুক খ্যাকের জন্য by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
ঈদ আসলেই সবার কেনাকাটা করার প্রতি একটা আগ্রহ জন্মে কারণ বছরের একটি দিনে নতুন কাপড় পড়ে সবার সাথে ঈদের আনন্দ উপভোগ করার মজাই আলাদা। আমার ছোট ভাই কয়েকদিন যাবত আমাকে বলছিল তার নাকি নতুন পায়জামা আর পাঞ্জাবি লাগবে তার জন্য আমিও বলছিলাম নিয়ে যাবো শুধু কয়েকটি দিন পার হতে দাও। এ সপ্তাহে একটু কাজের চাপ কম ছিলো তাই ভাবলাম সকাল-সকাল গিয়ে ফুফুর বাসাতে একটু রেস্ট করে তারপর কেনাকাটা করা যাবে। সেহরির সময় ছোট ভাই কে বলে দিলাম সকালবেলায় আমরা কুষ্টিয়া যাব সে আমার কথা শুনে অনেক খুশি। পাশের রুম থেকে এসে সে আমার কাছে ভোররাতে ঘুমালো যাতে আমি যখন উঠি তাকে ডেকে দেই এবং সে রেডি হয়ে সকাল সকাল আমার সাথে কুষ্টিয়া কেনাকাটা করার জন্য যেতে পারে। সকালের আকাশটা একটু মেঘলা মেঘলা ছিলো আর তাই আমরা বেশ ঠান্ডা ঠান্ডা কুষ্টিয়া পৌঁছে গিয়েছিলাম।

20220430_103537-COLLAGE.jpg

সেহরি খাওয়া শেষে ছোট ভাই কাজী আসাদুজ্জামান রকি উঠে আমাকে জিজ্ঞাসা করল কুষ্টিয়া কখন যাবা?? আমি তার প্রশ্নের উত্তরে বললাম সকালে। তার খুব ঘুম পাচ্ছিলো তাই সে আমার কাছেই ঘুমালো। ভোরবেলায় আমি যখন ঘুম থেকে উঠলাম তখন ছোট ভাইকে ডেকে উঠালাম এবং বললাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও আমরা এখন কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হবো। দুই ভাই গোসল সেরে নিলাম এবং আমি রেডি হতে হতেই সে খাওয়া-দাওয়া শেষ করে নিলো। আমি মোটরসাইকেল রুম থেকে বের করে একটু মুছে পরিষ্কার করছিলাম আর ততক্ষণে তার রেডি হওয়া কমপ্লিট। আর ভোর সাতটার আগেই দুই ভাইয়ের কুষ্টিয়া যাত্রা শুরু করলাম আর যাত্রাপথে কিছু ছবি তুলেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি।

20220426_064622.jpg

20220426_065252.jpg

যাত্রা শুরু।

what3words address.
https://w3w.co/justifies.roomful.expanding

20220426_105126.jpg

20220426_112912.jpg

20220426_112922.jpg

20220426_113157.jpg

টুয়েলভ ক্লোথিং শো রুম।

what3words address.
https://w3w.co/justifies.roomful.expanding

কুষ্টিয়া পৌঁছে ফুফুর বাসায় গেলাম এবং দুজন এক ঘন্টা রেস্ট করলাম। বড় আপুর সাথে কিছুক্ষণ গল্প গুজব করে সকাল দশটার পরে মার্কেটের দিকে বের হলাম। আমরা বাসা থেকে বের হয়ে একটি রিকশায় উঠলাম। গরমের প্রভাব বেশ ভালোই ছিল তাই ভাবলাম বেশি ঘুরাঘুরি করবে না রিক্সাওয়ালা মামাকে বললাম সোজা টুয়েলভ এর শোরুমের সামনে গিয়ে দাঁড়াবেন। রিক্সাওয়ালা মামা আস্তে আস্তে যাচ্ছিল আর আমি ছোট ভাইকে নিয়ে একটি সেলফি উঠেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। পরবর্তীতে শোরুমের সামনে গিয়ে নেমে রিকশা ওয়ালা মামাকে ভাড়া দিয়ে বিদায় করে শো রুমের ভেতরে প্রবেশ করলাম। ছোট ভাই একটি পাঞ্জাবি পছন্দ করলো এবং সেটা তাকে পড়ে দেখতে বললাম। বেশ ভালোই মানিয়ে ছিল তাই দেরি না করে দ্রুত পাঞ্জাবি নিয়ে নিলাম।১২৯০ টাকা পেইড করলাম এবং ৩৯০ টাকা ক্যাশব্যাক পেলাম।

20220426_122156.jpg

20220429_163435.jpg

20220427_115947.jpg

লোটো শো রুম থেকে কেনাকাটা।

what3words address.
https://w3w.co/justifies.roomful.expanding

লোটো ব্র্যান্ড আমার কাছে অনেক আগে থেকেই অনেক ভাল লাগে আর লোটোর প্রোডাক্টগুলো বেশ কোয়ালিটি সম্পন্ন। মূলত আম্মুর জুতা কেনার জন্য গিয়েছিলাম কিন্তু তেমন পছন্দ না হওয়ায় ভাবলাম নিজের জন্য টি-শার্ট নিয়ে যাই। যে গরম পড়ছে এ গরমে লোটোর টি-শার্ট পড়ে বেশ কম্ফোর্টেবল ফিল করা যায়। দুইটা টিশার্ট পছন্দ করলাম এবং ট্রায়াল রুমে গিয়ে দুইটা টি-শার্ট ট্রায়াল দিয়ে দেখলাম। আমার গায়ে আবার যেমন তেমন টি-শার্ট বেশ ভালো মানায় আর এই টি-শার্ট টা তো আরো বেশি ভালো লাগছিল। ডেস্ককে গিয়ে দেখলাম বিকাশ এবং নগর থেকে পেমেন্ট করলে ১৫% ডিসকাউন্ট আছে। আমার নগদে টাকা ছিল না তাই মামা কে ফোন করে নগদ একাউন্টে ১০০০ টাকা নিলাম এবং একটা টি-শার্ট এর বিল পেমেন্ট করলাম। পরবর্তীতে বিকাশ থেকে ১৪৯০ টাকা দিয়ে দ্বিতীয় টি-শার্টের বিল পেমেন্ট করে বাসার দিকে রওনা হওয়ার সিদ্ধান্ত নিলাম।

20220426_122642.jpg

20220426_124310.jpg

ঘরে ফেরা ।

what3words address.
https://w3w.co/justifies.roomful.expanding

কেনা কাটা শেষে ইজিবাইকে বাসায় পৌঁছলাম এবং কিছুক্ষণ রেস্ট করে ভাবলাম বিকালের দিকে বাসায় রওনা হবো কারণ রোদের প্রবণতা বেশ প্রকট ছিল। আর ফুফু বলছিল আজকে থেকে যাওয়ার কথা কিন্তু রমজান মাসে কারো বাসায় থেকে মজা নেই। খাওয়া দাওয়ার বেপারে একটু লস হয়ে যায়😜😋😁 তাই ফুফুকে বললাম অন্য দিন এসে থাকবো। ঠিক বিকাল 3 টা বেজে ওঠার আগেই আমরা বাসা থেকে বের হলাম। আমি আর আমার ছোট ভাই দুইজন এক বাইকে আসছিলাম আর খুব ধীরে ধীরে বাইক চালাচ্ছিলাম এবং দুই ভাই গল্প করছিলাম। আর এভাবেই গল্প করতে করতে আমাদের বাসায় চলে এলাম।

এই পর্বে শুধু আমি আমার ছোট ভাইয়ের কেনাকাটা করার গল্প শেয়ার করেছি। পরবর্তী পর্বগুলোতে আরো কিছু কেনাকাটা করার গল্প আপনাদের মাঝে শেয়ার করব।

বন্ধুরা, এটিই ছিল আমার আজকের আয়োজনে, আশাকরি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে।আর দোয়া করবেন যেন যাকাতের কাপড় গুলো ঠিক ঠাক গরীব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি।

ধন্যবাদ

@kazi-raihan

Sort:  
 3 years ago 

🥰🥰🥰

 3 years ago 

ঈদে অনেক কিছু কিনাকাটা করলেন ছোট ভাইব্রাদারের জন্য ভালই কিনাকাটা করে সুন্দর মুহূর্ত উপভোগ করলেন আমাদের মাঝে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দেখেই বোঝা যাচ্ছে ঈদের জন্য অনেক কিছু কেনাকাটা করেছেন সকলের সাথে করে। ঈদের সময় কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে। আপনার এই কেনাকাটার মুহূর্ত দেখে খুবই ভালো লাগলো। চেষ্টা করতে থাকো না এরকম সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

মোটামুটি কেনাকাটা করেছিলাম।
মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঈদের কেনাকাটা খুবই ভাল হয়েছে দেখে মনে হচ্ছে। অনেক আনন্দ করেছেন ঈদের কেনাকাটা করতে গিয়ে। খুবই ভালো লাগলো আপনার ঈদের কেনাকাটা দেখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কাটানো এত সুন্দর কিছু মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

নিজের জন্য তেমন কিছু কেনা হয়নি তবে পরিবারের সবার জন্যই কম বেশি কেনা হয়েছিল।

 3 years ago 

আপনার ও ঈদের শপিং শুরু হয়ে গেছে, যদিও ঈদের বেশি দিন নেই। অনেক গুলো কেনাকাটা করেছেন দেখছি।

 3 years ago 

কেনাকাটা শেষ ভাইয়া।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বেশ ভালোই কেনাকাটা হয়েছে দেখছি । ধন্যবাদ আপনার অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি আমার পোস্ট পড়েছেন দেখেই খুশিতে মন ভরে গেল।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঈদে সবাই কমবেশি প্রত্যেকেই মার্কেট করে থাকে ঠিক তেমনি আজকে আপনি আমাদের সাথে আপনার মার্কেট করা মুহূর্তগুলো শেয়ার করলেন, আপনার পাঞ্জাবির কালার টা বেশ ভালো লাগছে তাছাড়া ডিজাইন টাও সুন্দর আছে

 3 years ago 

পাঞ্জাবীটা ছোট ভাইয়ের জন্য কিনেছিলাম।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই দেখছি ঈদের জন্য অনেক জিনিস কেনাকাটা করেছেন ।আমিও কিছুদিন আগে শপিং করতে গিয়েছিলাম ।খুবই মজা লাগে শপিং করতে আমার।। ধন্যবাদ আপনার পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে নতুন কাপড় কেনার অনুভূতি অন্যরকম।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাই আপনি তো দেখছি বেশ রুচিসম্মত একজন মানুষ। আপনার ঈদ কেনাকাটায় আপনি ব্যান্ডের জিনিস কিনেছি। এর মাধ্যমে আপনার রুচিশীলতার বহিঃপ্রকাশ ঘটেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আসলে ব্র্যান্ডের পোশাক গুলো ব্যবহার করার অন্যরকম একটা মজা পাওয়া যায়।
মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার ঈদের কেনাকাটার পর্ব গুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। সাথে আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফিও তুলেছেন ।আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আমাদের সাথে এত সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সবসময় চেষ্টা করি আমার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 80502.73
ETH 3190.86
USDT 1.00
SBD 2.77