📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ২৩|| প্রকৃতির সৌন্দর্য ||১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

20221016_091846.jpg

আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। প্রকৃতির সৌন্দর্য গুলো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরতে খুব ভালো লাগে। আর সেই ভালোলাগা কে কেন্দ্র করে যে ফটোগ্রাফি গুলো করেছিলাম সেগুলো শেয়ার করেছি। চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি ফটোগ্রাফি পর্ব আপনাদের মাঝে তুলে ধরতে আর সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে এই ফটোগ্রাফি পর্ব নিয়ে হাজির হয়েছি। দীর্ঘদিন যাবত আমার বাংলা ব্লগ পরিবার থেকে দূরে ছিলাম আর তাই আমার ফটোগ্রাফি গুলো ধারাবাহিকতার সাথে শেয়ার করা হয়নি কিন্তু এই সপ্তাহের পুনরায় আবার কাজ শুরু করেছি আর সেই জন্যই সাপ্তাহিক ধারাবাহিকতা বজায় রেখে একটি ফটোগ্রাফি পর্ব আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। এখানে যে ফটোগ্রাফি গুলো তুলে ধরেছি তার মধ্যে কিছু ফটোগ্রাফি পুরনো অ্যালবাম থেকে সংগ্রহ করা আর বাকি ফটোগ্রাফি গুলো কাজ বন্ধ করে দেওয়ার পরে মাঝে যে দিন গুলো পার হয়েছে সেই দিনগুলোতে ক্যাপচার করেছিলাম। ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করব এবং এই ফটো সংগ্রহ করার পিছনে যে ছোট্ট কাহিনীটুকু আছে সেটা নিচে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

IMG-20220902-WA0002.jpg

IMG-20220902-WA0000.jpg


নদীর পাণে।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • আমাদের বাসা থেকে ৩-৪ কিলোমিটার পার হলেই ছোট একটি শাখা নদীর ঘাট আছে যেখানে নৌকা রাখা হয়। শাখা নদী পার হয়ে কিছু আবাদ জমি আছে এবং সেটা পার হলেই আসল পদ্মার দেখা পাওয়া যায়। বর্ষার সময় সাধারণত নদী কেন্দ্রিক এলাকা গুলোতে নৌকা বাইচ এর মেলা আরম্ভ হয়। গ্রামাঞ্চলে নৌকা বাইচের মেলা বেশ নামকরা। নৌকা বাইচের মেলা দেখা উপলক্ষে আমরা বন্ধুরা সবাই মিলে ছোট একটি ইঞ্জিনের ডিঙি নৌকা ভাড়া করেছিলাম আর প্ল্যান করেছিলাম এই নৌকায় বসে নৌকা বাইচ দেখা হবে আবার নদীতে টুকটাক ঘোরাঘুরি করা হবে। বিকেলবেলায় বন্ধুরা মিলে সবাই ছোট নৌকা নিয়ে নৌকা বাইচের মেলা দেখতে গিয়েছিলাম আর বাড়ি ফেরার সময় যখন সূর্য অস্ত যাচ্ছিল তার আগ মুহূর্তে মাঝ নদী থেকে এই ফটোগ্রাফি দুটি করেছিলাম। যদিও আকাশ একটু মেঘলা ছিল বলে সন্ধ্যার আগেই চারিদিকটা অন্ধকার মতো হয়ে গিয়েছিল তারপরেও এই ফটোগ্রাফটা আমার কাছে বেশ ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করা।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20220908_171410.jpg


গড়াই নদীর মাঝি।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আমার ফুফাতো বোন গত মাসে কুমারখালী সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছে আর তারপর থেকে আমরা প্লান করেছিলাম বড় আপুর অফিস দেখে আসবো এবং কুমারখালীতে সবাই মিলে একসাথে ঘুরাঘুরি করব। মূলত এই প্ল্যান করেছিল মেজ আপু নাঈমা নাজনীন যাইহোক আমরা দুই ভাই বোন মিলে আগে থেকেই প্ল্যান করেছিলাম যে বড় আপুকে কিছু একটা গিফট করবো এবং সারপ্রাইজ দিবো সেই সাথে একটা আনন্দময় দিন পার করব। আমাদের প্ল্যান অনুযায়ী বড় আপুকে আমরা সারপ্রাইজ দেই এবং তার কার্যক্রম শেষ হলে দুপুর একটার পরে বড় আপু আমাদেরকে রেস্টুরেন্টে এনে ট্রিট দেয়। খাওয়া-দাওয়া শেষে বিকেল টাইমে আমরা গড়াই নদীর পাড়ে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গড়াই নদীর পাড়ে ছোট্ট একটি পার্ক আছে সেখানে সবাই ঘোরাঘুরি করছিল এবং পার্কের সৌন্দর্য উপভোগ করছিল সেই ফাঁকে আমি নদীর পাড়ে থেমে থাকা মাঝি সহ নৌকার ফটোগ্রাফি করেছিলাম যেটা এখন আপনাদের সাথে শেয়ার করেছি।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

IMG-20220902-WA0008.jpg


লাল মেঘ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • এই ফটোগ্রাফি টা পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা। মূলত বর্ষার সময় যদি দিনের বেলায় বৃষ্টি হয় তাহলে বেশিরভাগ দিনেই সন্ধ্যার আগ মুহূর্তে আকাশে টকটকে লাল বর্ণের মেঘ লক্ষ্য করা যায় আর বিকেল বেলায় ঘোরাঘুরি শেষে যখন আকাশে এমন লাল মেঘের সৌন্দর্য দেখা যায় তখন কি আর ফটোগ্রাফি না করে থাকা যায় বলেন?? বর্ষার সময়ে মাঝে মাঝে বৃষ্টি হয় আর বৃষ্টিতে ভিজে একটু ঠান্ডা লেগে ছিল বলে বিকেলটায় খুব বেশি দূরে যাওয়া হয়নি বাড়ির পাশেই একটি ফাঁকা জায়গা আছে বন্ধুদের সাথে সেখানে বসে গল্পে মেতে উঠেছিলাম। আসরের আযান পড়ার পরপর সূর্যটা হেলে বসতে শুরু করল আর আকাশটা কেমন যেন লাল মেঘে জ্বলে উঠতে লাগলো। ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে আকাশের সৌন্দর্য কতটা মনমুগ্ধকর ছিল।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

IMG-20220902-WA0009.jpg


ঘুঘু পাখি।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ফটোগ্রাফি টা দেখে চমকে গিয়েছেন তাই না?? এই ফটোগ্রাফিটা করতে গিয়ে বেশ পরিশ্রম হয়েছিল, দুপুর বেলায় নানা বাড়িতে তিনজন মামাতো ভাইয়ের সাথে বসে গল্প করছিলাম হঠাৎ আমাদের পিছন সাইডে থাকা লাউ গাছের পাশে একটা ঘুঘু পাখি এসে বসলো। হয়তো সেখানে থাকা লাউ গাছের মধ্যেই ঘুঘু পাখিটার বাসা আছে। যদিও বর্তমানে এই পাখিটা আমাদের দেশ থেকে বিলীন প্রায় তার পরেও মাঝে মাঝে এ পাখিদের দেখা যায় যাই হোক অনেক সময় যাবত পাখিটা বসে ছিল আর ডাকছিল হয়তোবা তার সঙ্গিনীকে খুঁজছে। আমি আস্তে আস্তে একটু সামনের দিকে এগিয়ে গেলাম আর মনে মনে বলছিলাম উড়ে গেলেই সব শেষ, কিন্তু ভাগ্যের বিষয় পাখিটা উড়ে গিয়েছিল না আর যার কারণে ফটোগ্রাফিটি সংগ্রহ করতে পেরেছিলাম। যদিও পাখিটার ফটোগ্রাফিটি সম্পূর্ণ হওয়ার মাত্রই উড়ে গিয়েছিল।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20220908_170931.jpg

20220908_170929.jpg

20220908_170922.jpg


নদীর স্রোত।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • উপরে গড়াই নদীর পাশে অবস্থিত পার্কে যাওয়ার বিষয়টি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আর আমার ফুফাতো বোন ডাক্তার জান্নাতুল ফেরদৌস একসাথে পার্কে ঢুকেই ডান সাইডে গেলাম এবং দেখতে পেলাম ডান সাইট থেকে নদীতে প্রচুর পরিমাণে স্রোত আসছে আর ওই দিনে আকাশটা একটু মেঘলা ছিল যেটা ফটোগ্রাফি গুলো দেখলেই বুঝতে পারবেন। তীব্র নদীর স্রোত দেখে আমরা বাকি সবাইকে ডাকলাম এবং ভয়ংকর পানির ঘূর্ণিপাক সবাই দেখলো। আর প্রথম দুইটা ফটোগ্রাফি দেখলে বুঝতে পারবেন নদী আর আকাশের মধ্যকার যে সৌন্দর্য সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। ছবি দেখে মনে হচ্ছে নদীর জল আর সাদা মেঘ যেন একসাথে মিশে যাচ্ছে।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

received_805392647301384.jpeg


মেঘলা আকাশ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটা আমার পুরনো অ্যালবাম থেকে সংগ্রহ করা। ছবিটা দেখলে বুঝতে পারবেন কোন এক মেঘলা সময়ে ক্যাপচার করা হয়েছে। ছবিটা কবে তুলেছিলাম সেটা সঠিক মনে নেই তবে আমার নানা বাড়ির পেছন সাইডে মাঠের মাঝ দিয়ে চিকন রাস্তা আছে আর রাস্তার দুই পাশে রয়েছে সারি সারি তালের গাছ। বিকেল বেলায় আকাশে মোটামুটি ভালোই মেঘ ছিল যেন কালো মেঘে পুরো আকাশ খেয়ে গিয়েছে আর ছবিটা যদি লক্ষ্য করেন তাহলে দেখে মনে হবে এটাই যেন গ্রামের একটা অন্যতম সৌন্দর্য কারণ নিচে সবুজ ফসল আর উপরে কালো মেঘ। বইয়ের পাতায় মাঝে মাঝে এমন সৌন্দর্য লক্ষ্য করা যায় তবে এটা বইয়ের পাতা না এটা আমার সংগ্রহ করা একটি ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা নিচের কমেন্ট বক্সে আমাকে মন্তব্য করে জানাবেন।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

IMG-20220902-WA0006.jpg


মাছির লড়াই।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • মাছির যুদ্ধ কথাটা যেমন আশ্চর্য জনক তেমন দেখতেও খুবই চমৎকার ছিল। এবারে ৭ নং ফটোগ্রাফিতে ফিরে আসা যাক, দেখতে পাচ্ছেন দুইটা মাছি লড়াই করছে আর সেটা ম্যাক্রো লেন্সে আমি ক্যাপচার করেছি। মাঝে মাঝে বাড়িতে মাছির প্রভাব একটু বেশি দেখা যায়, দুপুর বেলায় খাওয়া দাওয়া শেষে আমার আবার অভ্যাস আছে একটু শুয়ে রেস্ট করা বা ঘুমানোর। খাওয়া-দাওয়া শেষ করে রুমে এসে বিছনার পর উপুড় হয়ে শুয়ে ছিলাম আর তাকাতে দেখলাম বিছানার চাদরের উপর দুইটা মাছি লড়াই করছে। প্রথমবার ফোন উঁচু করতেই মাছি দুইটা উড়ে গেল। আবার ফোন নিয়ে কিছু সময় অপেক্ষায় ছিলাম আশ্চর্যের বিষয় ঠিক একই জায়গায় মাছি দুইটা আবার এসে লড়াই শুরু করল। আমি ক্যামেরা অন করে ফোন কিছু সময় ধরে রাখলাম আর মেক্রো লেন্সে মাছিগুলোর লড়াই ক্যাপচার করার চেষ্টা করছিলাম অনেক সময় অপেক্ষা করার পর আমি সার্থক হলাম। ছবিটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

আপনারা ছোট দুই ভাই বোন মিলে আপনার বড় আপুকে সারপ্রাইজ দিয়েছেন এবং আপনার আপু আপনাদেরকে ট্রিট দিয়েছে জেনে খুব ভালো লাগলো। আসলে ভাই বোনের এই মধুর সম্পর্ক দেখতে খুবই ভালো লাগে। তিন ভাইবোন মিলে খুব ভালোই আনন্দ করেছেন। গড়াই নদীর ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমারও খুব ভালো লাগে। মাঝখানে রাস্তা দুই পাশে তালগাছ আকাশ মেঘে ঢাকা ফটোগ্রাফিটি সত্যিই খুব অসাধারণ হয়েছে ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি পর্বটি প্রশংসায় ভাসানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপুমনি।

 2 years ago 

ওয়াও আপনি দারুন দারুন ফটোগ্রাফি আমাদের সামনে উপস্থাপন করলেন ।প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে ।শেষের মাছির লড়াইয়ের ফটোগ্রাফিটা আমার কাছে বেশ ভালো লেগেছে আপনি সুন্দরভাবে ছবিটি ক্যাপচার করেছেন।

 2 years ago 

সবশেষে শেয়ার করা মাসির ফটোগ্রাফি টা আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। আপনার মতামত আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি পদ্মার পাড় এবং পদ্মার আশপাশ এলাকা আমিও আপনার মত সময় পেলেই ঘুরতে চলে যায় বন্ধুদের সাথে পদ্মার পাড়ে।। দখিনা হাওয়া আর নদীর কলতান মনটা যেন ভরে যায় ইচ্ছে করেনা সেখান থেকে ফিরতে।।

সেই সৌন্দর্যের একাংশ দেখতে পেলাম আপনার ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে খুবই ভালো লাগলো সেই সাথে ফটোগ্রাফি গুলা খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।।

 2 years ago 

আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইজান।

 2 years ago 

খুবই চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে কুমারখালীতে গিয়ে বড় আপুদের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আপনার এই সুন্দর ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে ঘুঘুর ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মতামত আমাদের মাঝে প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইজান।

 2 years ago 

শখের ফটোগ্রাফি গুলো অনেক চমৎকার হয়েছে ভাইয়া। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যায় যে,অনেক প্রফেশনালি ফটোগ্রাফি গুলো করেন। কোনটি রেখে কোন ফটোগ্রাফিকে বেশি চমৎকার বলবো সত্যিই বুঝতে পারছি না। সব সময় আপনার কাছ থেকে এমন চমৎকার ফটোগ্রাফির অপেক্ষায় থাকবো ভাইয়া। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

অবশ্যই আপু সব সময় চেষ্টা করব এমন সুন্দর ফটোগ্রাফি তুলে আপনাদেরকে সেটা উপহার দিতে। সবসময় ছোট ভাইটার পাশে থাকবেন ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65