টার্গেট ডিসেম্বর সিজন-৩(২০ স্টিম পাওয়ার বৃদ্ধি) || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ -| ২৮শে বৈশাখ |১৪৩০ বঙ্গাব্দ |বৃহস্পতিবার|


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



png_20230410_182706_0000.png

Canva দিয়ে তৈরি

শুভ দুপুর সবাইকে,

আজকে আবার চলে এলাম নতুন একটি পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।আর @rex-sumon ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মাঝে এমন সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। যদিও এই প্রতিযোগিতাটি বেশ কিছুদিন আগে থেকেই চলে আসছে তবে ২০২২ সালের পর্ব শেষ করে ২০২৩ সালের পর্ব চালু করা হয়েছে। আমার লক্ষ টার্গেট ডিসেম্বর সিজন-৩ তে ৩৫০০ স্টিম পাওয়ার আপ করা আর এই প্রতিযোগিতায় এটি আমার ১৮তম পাওয়ার বৃদ্ধি। প্রতি সপ্তাহে ১টি পাওয়া আপ এর ফলে আমার একাউন্টে এসপির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যা আমার জন্য খুবই ভালো সংবাদ। নিজের একাউন্টের ভ্যালু বৃদ্ধি পেলে কার না ভালো লাগে বলুন। আমি এই প্লাটফর্মে দীর্ঘ দিন কাজ করতে চাই এই জন্যই প্রতি সপ্তাহে একবার করে হলেও পাওয়ার আপ করার চেষ্টা করি। টার্গেট ডিসেম্বর সিজন-৩ কে সামনে রেখে প্রতি সপ্তাহে ২০-২৫ স্টিম পাওয়ার আপ করার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি ২০ স্টিম পাওয়ার আপ করবো। যখন টার্গেট ডিসেম্বর নিয়ে কাজ শুরু করেছিলাম তখন SBD পে-আউট হত কিন্তু এখন এসবিডি পেয়ে আউট ঠিক মতো হচ্ছে না তাই বড় এ্যামাউন্টের পাওয়ার বৃদ্ধি করার ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হচ্ছে না। আশা করি এই সমস্যা অতি দ্রুত সমাধান হয়ে যাবে এবং পুনরায় আমার টার্গেট ফিলাপ করার উদ্দেশ্যে কাজ করে এগিয়ে যেতে পারবো। একটি পোস্ট পেআউট হওয়ার পরে ৮-১০ স্টিম ওয়ালেটে যোগ হয় এবং বাকিটা স্টিম পাওয়ার হয় তাহলে বড় এমাউন্ট পাওয়ার বৃদ্ধি করব কিভাবে?? বেশি পরিমাণ স্টিম পেআউট হলে বেশি পরিমাণ স্টিম পাওয়ার বৃদ্ধি করা যায়। তবে এখন আমিSBD পে আউট শুরু হওয়ার অপেক্ষায় আছি। যদি সেটা শুরু হয় তাহলে আমি আবার বড় এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করতে পারব এবং আমার টার্গেট পরিবর্তন করে ডলফিন হওয়ার উদ্দেশ্যে এগিয়ে যেতে পারবো। আশা রাখছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমি আমার টার্গেটে বড় পরিবর্তন এনে এই সিজন-৩ তে ডলফিন হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবো।

Screenshot_20230511_144140_Chrome.jpg

  • আমার বর্তমান স্টিম পাওয়ার রয়েছে ২৬৭১ স্টিম আর লিকুইড স্টিম রয়েছে ৬০ সেখান থেকে ২০ স্টিম পাওয়ার আপ করবো।

Screenshot_20230511_144148_Chrome.jpg

Screenshot_20230511_144206_Chrome.jpg

Screenshot_20230511_144220_Chrome.jpg

Screenshot_20230111_204916_Chrome.jpg

Screenshot_20220727-064059_Chrome.jpg

Screenshot_20220510-084958_Chrome.jpg

  • পাওয়ার আপ অপশনে গিয়ে পাওয়ার আপ এর উপরে ক্লিক করলাম। আমার লিকুইড স্টিম ৬০ থেকে ২০ স্টিম পাওয়ার কনর্ভাটে বসিয়ে নিয়ে ওকে করে দিয়েছি। পাওয়ার আপ এ ক্লিক করলাম এবং ওকে করে পাসওয়ার্ড বসিয়ে দিলাম।

Screenshot_20230511_144249_Chrome.jpg

  • আমার আগে স্টিম পাওয়ার ছিল ২৬৭১ স্টিম বর্তমান স্টিম পাওয়ার হয়েছে ২৬৯১ স্টিম। আমি পাওয়ার আপ করতে ভালোবাসি। যেটা ভবিষ্যতে চলমান থাকবে।

পূর্বের এসপি২৬৭১
পাওয়ার আপ২০
বর্তমান এসপি২৬৯১

সমাপ্তি

আমার পরিচয়


IMG-20211015-WA0027.jpg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ছবি আঁকতে, ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



standard_Discord_Zip.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার আপ পোস্টগুলো দেখলে ভীষণ ভালো লাগে। পাওয়ার আপ এর মাধ্যমে নিজের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং নিজের স্থান শক্ত করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনি ২০ স্টিম পাওয়ার বৃদ্ধির পোস্ট করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। এভাবে এগিয়ে যান।

 last year 

দোয়া রাখবেন ভাইয়া।

 2 years ago 

আপনি সপ্তাহে ২০ থেকে ২৫ স্টিম পাওয়ার আপ করার চেষ্টা করেন শুনে খুব ভালো লাগলো। পাওয়ার আপ মানে নিজের ক্ষমতা বৃদ্ধি করা। দীর্ঘ মেয়াদী কাজ করতে হলে আমাদের পাওয়ার আপ করা অত্যন্ত জরুরি। আপনি ৩৫ ০০ এসপি পাওয়ার আপ করা টার্গেট নিয়েছেন। আমি আশা করি খুব তাড়াতাড়ি আমি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন।

 last year 

এইজন্যই নিয়মিত পাওয়ার বৃদ্ধি করার চেষ্টা করি।

 2 years ago 

আপনি সিজন থ্রিতে প্রতি সপ্তাহে পাওয়ার আপ করেন শুনে অনেক ভালো লাগলো। এবং প্রতি সপ্তাহে ২০ থেকে ২৫ স্টিম পাওয়ার আপ করার চেষ্টা করেন। পাওয়ার আপ মানি নিজের ক্ষমতা বৃদ্ধি করা। আপনি সে হিসেবে পাওয়ার আপ করে যাচ্ছেন। যে হিসাবে ডিসেম্বরের মধ্যে আপনি আপনার টার্গেট পূরণ করতে পারবেন।

 last year 

দোয়া করবেন আপু যেন আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি।

 2 years ago 

যার যত বেশি পাওয়ার তার তত বেশি সক্ষমতা একথা আমরা সকলেই জানি। আর তাই পাওয়ার আপের মাধ্যমে আপনার সক্ষমতা বৃদ্ধি করেছেন দেখে খুবই ভালো লাগলো। এভাবেই এগিয়ে চলুন তবেই আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি ২০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ২৬৯১+ এসপি তে পৌঁছে গেলেন। আপনি নিয়মিত পাওয়ার আপ করতে পারলে, অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাঙ্খিত লক্ষ্য ৩৫০০ স্টিম পাওয়ার অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সুমন ভাইয়া, সত্যিই আমাদেরকে পাওয়ার আপ করতে অনেক অনুপ্রেরণা ও সাহায্য করছেন।তাছাড়া আপনি ঠিক বলেছেন ভাইয়া আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক বেশি পাওয়ার আপ করতে পারছি না।কবে যে SBD পে-আউট হবে!যাইহোক আপনার ধারাবাহিকতা আপনার লক্ষ্যে পৌঁছে দেবে,শুভকামনা রইলো ভাইয়া।

 last year 

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিদিভাই।

 last year 

একাউন্টঃ @kazi-raihan
পাওয়ার বৃদ্ধিঃ =0.748783%

 last year 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 89142.81
ETH 3374.76
USDT 1.00
SBD 3.04