রত্নদ্বীপ রিসোর্ট রিভিউ পর্ব-০২||২৮-০১-২০২২||১০% লাজুক খ্যাকের জন্য by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আমি পাবনা ঘুরতে গিয়েছিলাম সেটা আগের পাঁচটি পোস্টে আপনাদের সাথে শেয়ার করেছি।গত দিন প্রথম পর্বে রত্নদ্বীপ রিসোর্ট এর কিছু সুন্দর সুন্দর দৃশ্যের রিভিউ দিয়েছিলাম। এবার আমি আপনাদের মাঝে রত্নদ্বীপ রিসোর্টের ২য় পর্বে রিভিউ দেখাবো। পাবনা জেলায় একমাত্র ফোর স্টার রিসোর্ট হচ্ছে রত্নদ্বীপ রিসোর্ট। রিসোর্ট পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা ক্যাডেট কলেজের মাঝামাঝি স্থানে অবস্থিত। রিসোর্টে টার কিছু সুন্দর রিভিউ দেখানোর জন্য আজকের এই পোস্ট সাজিয়েছি। আশাকরি আপনাদের সবার কাছে ভালো লাগবে।


20220111_145957-01.jpeg


20220111_150105-01.jpeg


কাঠের ঘর
Device : Samsung galaxy A52
Location : https://w3w.co/justifies.roomful.expanding


মূল গেইট দিয়ে কিছু সময় সামনের দিকে হাঁটার পরেই চোখে পরলো পুকুরের উপর নির্মাণ করা ছোট্ট তিনটি কুড়ে ঘরের। উপরে ছাউনি দেয়া ছিল খড়ের যা গ্ৰাম বাংলার আদি নিদর্শন ফুটিয়ে তোলে।মাঝখানের ঘর টি আকারে বড় ছিল এবং দুই দিকের ঘরটিকে একসাথে মিলিত করেছে।
পানির উপরের ঘর গুলো সত্যি আমার মন কেরেছে।


20220111_145937-01.jpeg


20220111_145749-01.jpeg


20220111_145743-01.jpeg


বিভিন্ন দিক থেকে ঘরের সৌন্দর্য
Device : Samsung galaxy A52
Location : https://w3w.co/poppies.listens.clove


বরাবরই মানুষের সৌন্দর্যের প্রতি আগ্রহ থাকে বেশি। ঠিক একইভাবে আমি নিজেও পানির উপর তৈরি করা ঘরগুলোর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম। পুকুরের বিভিন্ন দিক থেকে ঘরগুলোর ছবি তোলার চেষ্টা করেছিলাম। নিস্তব্ধ নিরিবিলি পরিবেশে সুন্দর সময় কাটানোর জন্য একদম আদর্শ জায়গা এটি। ঘরগুলোর সৌন্দর্য কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।


20220111_145255-01.jpeg


20220111_145246-01.jpeg


20220111_145205-01.jpeg


পাথরের মধ্যে গাছ
Device : Samsung galaxy A52
Location : https://w3w.co/plunge.intellects.raged


বড় বড় পাথর এর মধ্য দিয়ে বা পাথর কে কেন্দ্র করে বড় হয়ে উঠছে কিছু গাছ যেগুলোর নাম জানা নেই তবে দেখতে বেশ সুন্দর। দুইটি পাথরের মাঝখান থেকে একটি গাছ বড় হয়ে উঠেছে গাছের পাতাগুলো দেখতে কিছুটা তেঁতুলের পাতার মতো। যদি কারো এই গাছের নাম জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। যতটুকু জানতে পেরেছি গাছটি সাধারণত পাহাড়ি এলাকায় হয়ে থাকে।


20220111_150810-01.jpeg


20220111_145437-01.jpeg


পুকুরের দুই ধারের রাস্তা
Device : Samsung galaxy A52
Location : https://w3w.co/plunge.intellects.raged


পুকুরের দুই পাশ দিয়ে যাতায়াতের পথ রয়েছে। ভেতরে প্রবেশ করেই বামপাশের সবুজে ঘেরা পথটি প্রধান ফটক হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত যাতায়াতের জন্য এই পথটি ব্যবহার করা হয়। অপরদিকে পুকুর পাড় দিয়ে যে পথ বয়ে গিয়েছে সেটি সাধারণত নিরিবিলি সময় পাড় করা, প্রিয় মানুষের সাথে গল্প করা আর হাঁটাহাঁটি করা এই সমস্ত কাজের জন্য রাখা হয়েছে।


20220111_150451-01.jpeg


20220111_150418-01.jpeg


20220111_150434-01.jpeg


পানির উপরের ঘরটির ভিতরের ডেকোরেশন
Device : Samsung galaxy A52
Location : https://w3w.co/plunge.intellects.raged


আমি প্রথমে দূর থেকে পানির উপরের ঘর গুলো দেখে বুঝতে পারলাম জায়গাটা অনেক সুন্দর তবে সৌন্দর্য যেন শেষ হচ্ছিল না। ঘরের ভিতরে ঢুকতেই দেখলাম চারপাশ সুন্দরভাবে সাজানো। ঘরগুলোর মেঝেতে সবুজ রঙের কার্পেট পাড়া আছে, আর বাঁশের তৈরি চেয়ার টেবিল। বিশেষ করে বাঁশের তৈরি আসবাবপত্র গুলো বেশি আকর্ষণীয় ছিল। এখানে পর্যটকেরা চাইলে খাওয়া-দাওয়া করতে পারে। ঘরের বাইরের পরিবেশটা যেমন সুন্দর তেমনি ভেতরের পরিবেশটাও অনেক সুন্দর।


20220111_145144-01.jpeg


20220111_145052-01.jpeg


সবুজ পরিবেশে ছোট্ট ঘর
Device : Samsung galaxy A52
Location : https://w3w.co/succumbs.negations.whinnies


ঘরটির চারপাশ দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা। তবে অধিকাংশ গাছপালাই আমার কাছে নতুন মনে হয়েছে যেগুলো কিনা আমি কোনদিন দেখিনি। আসলে ঘরগুলো তৈরি করা হয়েছে বৃষ্টির সময় পর্যটকেরা যেন সবুজ পরিবেশের বৃষ্টি বিলাস এর অনুভূতিটা উপভোগ করতে পারে তার জন্য। আপনি চাইলে সেখানে রাতেও থাকতে পারেন। পাহাড়ি বিভিন্ন ধরনের গাছপালার মধ্যে সময় পার করা একটা বাস্তব অভিজ্ঞতা বলতে পারেন।


20220111_144954-01.jpeg


20220111_145011-01.jpeg


নতুন প্রজাতির বাঁশ গাছ
Device : Samsung galaxy A52
Location : https://w3w.co/succumbs.negations.whinnies


এই বাঁশ গুলোকে নলি বাস বলা হয়। চিকন এবং লম্বা এই বাসগুলো পাহাড়ি এলাকায় বেশি জন্মায়। আমরা এই বাঁশ গুলোর নাম জানতে চাইলে তারা আমাদেরকে জানায় এই বাঁশ গুলোকে নাকি নলি বাঁশ বলা হয়। পাথরের মধ্য জন্মানো এই নতুন প্রজাতির বাঁশ যে কারো নজরে আসবে।

এই ছিল আমার ভ্রমণকাহিনীর একটি অংশ। আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোন পোস্টে অন্য কোন ভ্রমণ কাহিনী নিয়ে, ধন্যবাদ সবাইকে।



standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago (edited)

টুইটারে ছড়িয়ে দেওয়া

Screenshot_20220128-225409_Chrome.jpg

 2 years ago 

  • ভাই রিসোর্টটা তো খুব অসাধারণ। রিসোর্টের পরিবেশটা আমার কাছে খুবই দারুণ লেগেছে। আশেপাশে হলে গিয়ে দেখে আসতাম। আপনি খুব সুন্দর ভাবে এই রিসোর্টের সম্পর্কে বর্ণনা দিয়েছেন। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
 2 years ago 

হুম রিসোর্টের পরিবেশ অনেক সুন্দর। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সত্যিই মনে হচ্ছে রিসোর্ট টা অনেক সুন্দর। ঝিল বা পুকুরের মাঝে,ঢাকায় কেরানীগঞ্জে নাকি এই রকম কয়েকটা রিসোর্ট আছে।আমার কাছে আপনার ছবিগুলো ও ভাল লেগেছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রিসোর্টের এর চারপাশের পরিবেশ বেশ সুন্দর ও মনমুগ্ধকর। অসংখ্য ধন্যবাদ এমন একটি রিসোর্টের পরিবেশ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আরিফ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65306.74
ETH 3488.89
USDT 1.00
SBD 2.51