📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৯|| প্রকৃতির সৌন্দর্য ||১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

20220419_113353-COLLAGE.jpg

আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। প্রকৃতির সৌন্দর্য গুলো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরতে খুব ভালো লাগে। আজকে আমি আপনাদের মাঝে আমার বাড়ির আশপাশে থেকে ফটোগ্রাফি করার কিছু সুন্দর্য তুলে ধরব। রাতের সৌন্দর্য ছোট উদ্ভিদ এবং কিছু গ্যালারি থেকে সংগ্রহ করা ছবি এই পোস্টে শেয়ার করেছি চলুন তাহলে বিস্তারিত দেখে আসা যাক।


🌹📷ফটোগ্রাফি১🌹

20220415_181012-01.jpeg


সন্ধ্যার আকাশ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • গতকালকে ইফতার নিয়ে বাজারের উদ্দ্যেশে যাচ্ছিলাম। আব্বু আর ভাইয়া দোকানে থাকে যার জন্য ইফতারের আগ মুহূর্তে তাদের জন্য ইফতারি নিয়ে দোকানে যেতে হয়। বাড়িতে গিয়ে ইফতার গুলো টিফিন বাটিতে নিয়ে বাজারের উদ্দ্যেশে যেতে লক্ষ্য করলাম সূর্য অস্ত যাওয়ার পর আকাশে দারুন লাল মেঘ ভাসছে। আসলে দেখতে খুবই সুন্দর লাগছিলো আর সেটা ফটোগ্রাফিতে শেয়ার করা ছবি দেখলেই বুঝতে পারবেন।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20220330_150035-01.jpeg


হাইওয়ে রাস্তা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • কুষ্টিয়া ঢাকা হাইওয়ে রোড। বাইক নিয়ে ঘুরাঘুরি করতে আমার কাছে খুব ভালো লাগে আর তাই বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বাইক নিয়ে ট্রাভেল করি। কোন এক সময় ঢাকা টু কুষ্টিয়া হাইওয়ে রাস্তার ছবি তুলেছিলাম আর সেটাই শেয়ার করেছি।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20220419_111754-01.jpeg


ঘাসের ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • এই ছবিটা তুলেছিলাম আমাদের বাড়ির পুকুর পাড় থেকে। পুকুর পাড়ে বিভিন্ন রকমের ঘাস জন্মেছে আর এক প্রজাতির ঘাসের সাদা ফুল ফুটেছে আর সেটি ফোন ক্যামেরার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরেছি। ছবিতে থাকা ঘাসের ফুলের নাম যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20220418_215258-01.jpeg


চাঁদনি রাত।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • গরমের দিনে বেশিরভাগ সময় বিদ্যুৎ চলে গেলে বাইরের ঠান্ডা বাতাস উপভোগ করি। গতরাতে বিদ্যুৎ চলে যাওয়ার পরে বাসার ছাদের উপর গিয়ে বসলাম আর দেখলাম জ্যোৎস্নার আলো। গাছের আড়ালে জোসনার আলো পুরোপুরি দেখতে পারছিলাম না তার পরেও ছবি তুলেছিলাম পরে দেখলাম বেশ ভালোই হয়েছে।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

IMG-20220418-WA0006-01.jpeg


মন্দির।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এর আগে খুলনা গিয়েছিলাম সেটা কয়েকটি পোস্টে আপনাদের সাথে শেয়ার করেছি আর খুলনা থেকে বাড়ি ফেরার পথে যশোরের একটি মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম আর সেখান থেকেই এই ছবি তুলেছিলাম। আসলে মন্দিরের নামটি সঠিক স্মরণ নেই তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

G5wmUYiGzQuGNbHnzHDvwBkDsnK-01.jpeg


আমের মুকুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আমাদের বাড়ির পাশে ছোট্ট একটি আম বাগান আছে। ছোট ছোট আম গাছগুলোতে প্রচুর পরিমাণে মুকুল এসেছে আর আম গাছ গুলো ছোট হওয়ায় মুকুল গুলো নিচ থেকে ধরা যায়। কিছুদিন আগে আমবাগানে আমের মুকুল দেখতে গিয়ে এই ছবিটা তুলেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20220419_111458-01.jpeg


নাম না ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আমাদের বাড়ির পেছনে বাঁশ বাগান আছে আর বাঁশ বাগানের পাশেই ছোট ছোট কিছু উদ্ভিদের সাদা রঙের ফুল ফুটেছে। যদিও উদ্ভিদটির নাম জানিনা তবে সাদা ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল তাই আমি সাদা ফুল গুলোর ছবি তুলেছিলাম। যদি কারো এই উদ্ভিদের নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আজ এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

ভাই বলতে হয় আপনার হাতে জাদু আছে। জাদু না থাকলে কেউ এত সুন্দর ফটোগ্রাফি করতে পারে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে দারুণ লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে ভাইয়া প্রকৃতির সৌন্দর্যের ভিতরে মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি কাজ করে। আপনি আজকে প্রকৃতির ফটোগ্রাফি করেছেন দেখে। আমার বেশ ভালো লাগলো।বিশেষ করে ঘাসের ফুলটি আপনি চমৎকার ভাবে ক্লিক করেছেন। এটি আমার কাছে সবথেকে দারুন লাগলো। আমের মুকুল টা অনেক ভাল ছিল তথাপি সব ফটোগ্রাফির সুন্দর বর্ণনা দিয়েছেন। সব ফটোগ্রাফী অসাধারণভাবে ফুটে উঠেছে সর্বোপরি আপনার জন্যও শুভকামনা রইলো

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আজ কিছুদিন হলো পূর্ণিমা চলছে। চাঁদের আলোয় চারিদকে ছেয়ে গেছিল। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই। ফটোগ্রাফি গুলো মোটামুটি ভালো ছিল। অনেক সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

 2 years ago 

আপনার তোলা ফটোগ্রাফির প্রথম ফুলটি নাম হচ্ছে ওয়াটার সেলারি ও এই ফুলটির বৈজ্ঞানিক নাম: Oenanthe javanica

আর আপনার দ্বিতীয় ফটোগ্রাফির ফুলটির নাম হাতিশুঁড়। একপ্রকার একবর্ষজীবী আগাছা জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Heliotropium indicum,

ভাই আপনার আজকে ফটোগ্রাফি গুলো সত্যিই এক কথায় অসাধারন ছিল। বিশেষ করে আকাশের রঙিন আবাটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

নতুন কিছু জানতে পারলাম।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হাইওয়ে রাস্তা আর ঘাসের ফুল এই ছবিদুটো আমার কাছে বেশ ভালো লাগলো। বিশেষ করে রাস্তার ছবিটি অনেক ভাল ছিল। এত বড় একটি ফাঁকা রাস্তা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমের মুকুলের ছবিটা কিছুটা ঘোলো এসেছে। ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য

 2 years ago 

মাঝে মাঝে হাইওয়েতে এরকম ফাঁকা দেখা যায়।

 2 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। আমাদের মাঝে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু মনি 🥰

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো প্রত্যেকটি ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে আপনি অত্যান্ত দক্ষতার সহকারে ফটোগ্রাফি গুলো ক্যামেরাবন্দি করেছেন। এত অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

প্রসংসা করে মন ভালো করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

সখের ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ লাগছে ভাইয়া। ভাইয়া প্রকৃতির সৌন্দর্যের ভিতরে মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি কাজ করে। আপনি আজকে প্রকৃতির ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনি দুর্দান্ত একজন ফটোগ্রাফার আপনার তোলা ফটোগ্রাফির প্রশংসা করতেই হয়। ১,৫,৬ নং ফটোগ্রাফি গুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। উপস্থাপনা বেশ ভালো ছিল ভাইয়া। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার পুরোপুরি পোস্ট টা ভালোভাবে পড়ে সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু মনি 🥰

 2 years ago 

আপনার শখের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আমিও ফটোগ্রাফি করতে ভালোবাসি প্রকৃতির রূপ যে তাকে আপন করে নেওয়ার চেষ্টা করি। সবার ফটোগ্রাফি দেখতে আমার খুবই ভালো লাগে। আপনার করা ফটোগ্রাফি গুলো ভাল ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ভালোলাগা আমার যেন কাজের মনোবল বৃদ্ধি করে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62555.95
ETH 2435.55
USDT 1.00
SBD 2.64