বসন্ত জাগ্রত দ্বারে || আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৩ || শেয়ার করো তোমার বসন্তের ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

সবাইকে বসন্তের শুভেচ্ছা। চারিদিকে বিভিন্ন ধরনের ফুল আর ফুল থেকে মৌমাছি এবং ভোমর মধু সংগ্রহ দেখলেই বোঝা যায় বসন্ত চলে এসেছে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ছয় ঋতুর মধ্যে বসন্তের সৌন্দর্য সবচেয়ে বেশি আকর্ষণীয়। আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে @shuvo35 ভাই বসন্ত উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রতিযোগিতায় বসন্তের অপরূপ সৌন্দর্যের উদাহরণ হিসেবে ফুলের ফটোগ্রাফি করে সেগুলো সবার সাথে শেয়ার করা। আর আমি অনেক আগে থেকেই ফটোগ্রাফির করতে খুব ভালোবাসি। এই প্রতিযোগিতার মাধ্যমে যেন নিজের শখ পূরণ করতে পারব এবং নিজের প্রতিভা প্রকাশ করতে পারবো। সপ্তাহের প্রথম দিকে পারিবারিক কাজে একটু ব্যস্ততা বেশি থাকায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে একটু দেরি হয়ে গেল। আমার ফোনে আগে যেসব ফুলের ছবি তোলা ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তবে প্রতিযোগিতার কথা জানতে পেরে ভাবলাম ঘোরাঘুরির পাশাপাশি কিছু বসন্তের সৌন্দর্য ধারণ করি। নাম জানা অজানা অনেক ধরনের ফুলের ছবি তুলেছিলাম তার থেকে কিছু ফুলের ছবি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে।


🌹📷ফটোগ্রাফি১🌹

20220301_165321-01.jpeg

20220301_164828-01.jpeg


গাঁদা ফুল
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • এই ফুলের সাথে গ্রামের প্রতিটি মানুষই পরিচিত। ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবার কাছেই এই ফুলটি কমন। বলতে গেলে গ্রামের প্রতিটি বাড়িতেই গাঁদা ফুলের গাছ থাকে। গাঁদা ফুলের অনেকগুলো প্রজাতি থাকে কোন প্রজাতি অনেক বড় হয় আবার কোন প্রজাতি অনেক ছোট হয়। আবার গাঁদা ফুলের রং ভিন্ন ধরনের হয়ে থাকে। কোন কোন গাঁদা ফুল লাল হয় আবার কোন কোন গাঁদা ফুল কাঁচা হলুদ রঙের হয়ে থাকে। আমার তোলা এই গাঁদা ফুলটি ছোট এবং রংটা কাঁচা হলুদের মতো।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20220301_170638-01.jpeg

20220301_170956-01.jpeg


সজনের ফুল
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফুলটির সাথে ও গ্রামের প্রতিটি মানুষ পরিচিত। মজাদার একটি সবজির নাম সজনে। বসন্তের এই সময়ে সজনে গাছে ফুল আসে এবং পর্যায়ক্রমে ফুল থেকে লম্বা ডাটার ন্যায় সজনেতে পরিণত হয়। অনেকেই এই সজনে ফুল কুড়িয়ে মালা তৈরি করে সেগুলো কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় লাগে। এই ছবিটি তুলেছিলাম আমাদের গ্রামের বাড়ি সামনে থাকা একটি সজনে গাছ থেকে। তবে সজনে ফুল সাদা হয় দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগে আমার কাছে।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20220301_172444-01.jpeg

20220301_172451-01.jpeg


ক্যালেন্ডুলা ফুল
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • এই ফুলটি দেখতে অনেক সুন্দর তবে এই ফুল নার্সারিতে বা কোন ফুলের চাষ কৃত বাগানে ছাড়া তেমন একটা দেখা যায়না। প্রায় দুই সপ্তাহ আগে কুষ্টিয়া যাওয়ার পথে একটা নার্সারিতে গিয়েছিলাম সেখানে গিয়ে এই ফুল টা দেখে অনেক পছন্দ হয়েছিল। ফুলের নার্সারি তে থাকা লোকটিকে জিজ্ঞেস করলাম এই ফুলের নাম কি? লোকটি আমাকে বলল এটি ক্যালেন্ডুলা ফুল। যদিও নামটা একটু কঠিন তবে ফুলটি অনেক সুন্দর, যে কাউকে আকৃষ্ট করার জন্য এই ফুলের সৌন্দর্য যথেষ্ট।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20220301_073754-01.jpeg

20220301_073708-01.jpeg


নাম না জানা ফুল
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফুলটি অনেক সুন্দর কিন্তু নাম জানি না। ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখে ফেরি করে ফুলের চারা বিক্রেতার কাছ থেকে এই ফুল গাছটি কিনেছিলাম। লাল টকটকে এই ফুলগুলো অনেক দূর থেকেই আকৃষ্ট করে। যদিও লোকটি এই ফুলের নাম বলেছিল আমাকে কিন্তু এই মুহূর্তে নামটা মনে নেই। এই গাছের পাতা দেখতে কিছুটা পাথরকুচি গাছের মতো। অনেকেই এই গাছকে পাথরকুচি গাছ বলে।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20220301_164428-01.jpeg

20220301_164438-01.jpeg


লেবুর ফুল
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফুলটির নাম লেবুর ফুল। লেবু বলতে গেলে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই থাকে। গ্রামের বাড়ির আশপাশে লেবুর গাছ পাওয়া যায়। বসন্তের এই সময়ে সব গাছেই কমবেশি ফুল ফোটে। এমনিতেই স্বাভাবিকভাবে লেবু গাছে ছোট সাদা রঙের ফুল ফোটে এবং সেই ফুল থেকেই সময়ের পরিবর্তনে লেবুর আকৃতি পায়। এই ছবিটি তোলা হয়েছিল আমাদের পুরাতন বাড়ি গেটের সামনে থেকে। সেখানে আমার দাদীর হাতে লাগানো তিন থেকে চারটি লেবুর গাছ আছে আর সেই লেবুর গাছ গুলোতে লেবুর ফুল এসেছে।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20220301_172044-01.jpeg

20220301_172046-01.jpeg


বাগান বিলাস ফুল
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফুলের নাম বাগান বিলাস। ফুলের পাপড়ি গুলো একদম পাতলা কাগজের মতো। যদিও আমি এই ফুলের নাম জানতাম না। গতকালকে কুমারখালী থেকে বাসায় ফেরার সময় একটি বাড়ির সামনে এই ফুলগুলো দেখতে পাই। বাইক থামিয়ে ফুলগুলোর ছবি তুলি কিন্তু সেখানে কোনো লোকজন না পাওয়াতে এই ফুলের নাম জিজ্ঞাসা করতে পারিনি। রাতে আমার কলেজের প্রিয় বান্ধবীর কাছে এই ফুলের ছবি দিয়ে নাম জানতে চাই এবং সে আমাকে জানায় এই ফুলের নাম বাগান বিলাস। ফুলটি গ্রাম অঞ্চলে প্রায়ই দেখা যায় তবে আগে নাম জানা ছিল না এখন ফুলটির নাম জানতে পেরেছি।

🌹📷ফটোগ্রাফি ৭🌹

20220301_170610-01.jpeg

20220301_170618-01.jpeg


বড় গাঁদা
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফুলের নাম বড় গাঁদা। এই ফুলটি ও প্রায় গ্রামের প্রতিটি বাড়িতেই পাওয়া যায়। সাধারণত এই ফুলকে বড় গাঁদা নামে ছোটবেলা থেকে শুনে আসছি। কাঁচা হলুদের মত রং এবং আকারে অনেকটা বড়। এই ফুলের সৌন্দর্য দেখে যে কেউ আকৃষ্ট হয়। তবে যখন স্কুলে পড়তাম তখন একুশে ফেব্রুয়ারীতে এই ফুল চুরি করে শহীদ মিনারে দিতাম।

🌹📷ফটোগ্রাফি ৮🌹

20220301_170251-01.jpeg

20220301_165924-01.jpeg


শিমুল ফুল
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফুলের নাম শিমুল ফুল। বাংলাদেশের এমন কোন লোক নেই যে এই ফুলের নাম জানেনা। গ্রাম শহর বন-জঙ্গল সবখানেই এই গাছ দেখা যায়। এই গাছটি ফুলের চেয়ে তুলার জন্য বেশি জনপ্রিয়। ছোটবেলায় প্রাইমারি স্কুলে থাকতে শিমুল তুলার কথা শুনতাম কিন্তু বুঝে উঠতে পারতাম না শিমুল তুলা কী?? একদিন আম্মু আমাকে বিষয়টি ক্লিয়ার করে। লাল রংয়ের শিমুল ফুলের পাপড়ি যে কাউকে আকৃষ্ট করতে পারে।

আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

অসাধারণ কিছু বসন্ত ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার তোলা ছবিগুলো। ক্যালেন্ডুলা ফুল এবং শিমুল ফুলের দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনি খুব সুন্দর করে প্রতিটা ফুলের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম সুন্দর সুন্দর কিছু বসন্তের ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ,খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন, দেখে ভালো লাগলো।ভালোই স্পষ্ট ছিল ছবিগুলো।এছাড়া শিমুল ফুলটি সত্যিই চমৎকার দেখতে লাগছে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ দিদি।

 3 years ago 

আপনার তোলা বসন্ত ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল ভাইয়া। প্রতিটি ফুল দেখতে অনেক সুন্দর লাগছে। প্রতিটি ফুলের ফটোগ্রাফি সাথে আপনি ফুলের নাম ও সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার করা বসন্ত ফুলের ফটোগ্রাফি গুলো তো খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। প্রত্যেকটা ফুল আপনি খুব সুন্দর ভাবে তুলে আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই অসাধারণ লাগলো দেখে। লেবু ফুলটা আমার কাছে খুবই চমৎকার লাগলো দেখে। প্রত্যেকটা ফুলের বর্ণনা অনেক সুন্দর ভাবে উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 3 years ago 

সুন্দর মতামত পোষণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

প্রথম ফুলের ছবিটা দেখে আমি চিনতে পারিনি যে এটা গাঁদা ফুল। ছবিগুলো সুন্দর তুলেছেন। কয়েকটা ছবি দেখে মনে হচ্ছে এগুলো ম্যাক্রো ফটোগ্রাফি। ধন্যবাদ আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 3 years ago 

আমার তোলা প্রথমের গাঁদা ফুলের ছবিটাকে আমাদের এলাকায় ছোট গাঁদা নামে পরিচিত। হ্যাঁ কয়েকটা ছবি ম্যাক্রো লেন্স এ তোলা ছিল। সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুব সুন্দর সুন্দর কিছু বসন্তের ফুল নিয়ে আপনি হাজির হয়েছেন,এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অনেক ভাল ছিল আপনার এই প্রতিযোগিতার জন্য করা ফটোগ্রাফি গুলো। অনেক ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য। নিরাপদে থাকুন ফ্যামিলির সবাইকে নিয়ে কামনা করি।

 3 years ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বসন্ত উপলক্ষে আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা আপনাকে স্বাগতম । আপনি দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা বসন্তকে আরো বেশি করে রাঙ্গিয়ে দিয়েছে। আপনি ভিন্ন ধরনের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন যার মধ্য লেবুর ফুল আমার কাছে অসম্ভব সুন্দর ও ইউনিক লেগেছে। কারন আমরা সাধারনত এই সবের ফটোগ্রাফি করে থাকি না। লেবু আমরা সবাই খাই কিন্তু এর ফুলের ফটোগ্রাফি বা এর ফুলের দিকে মনোযোগ দিয়ে কখনো তাকানো হয়নি। যাইহোক আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ফুলে ফুলে আমার বাংলা ব্লগ একেবারে রঙ্গিন হয়ে উঠেছে। অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করছে দেখে অনেক ভালো লাগতেছে। বসন্তের হাওয়া মনে হচ্ছে এখানেও পুরোদমে লেগেছে। আপনাকে ধন্যবাদ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ঠিক বলেছেন ফুলে ফুলে আমার বাংলা ব্লগ একদম ভরে উঠেছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। আমার কাছে আপনার শিমুল ফুলের ছবি গুলো খুব ভালো লেগেছে। শিমুল ফুল আমার খুবই পছন্দের। গাছ ভর্তি শিমুল ফুল ফুটে থাকলে দেখতে খুবই চমৎকার লাগে। তাছাড়া বাকি ফুলের ছবিগুলো খুব সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার বসন্তের ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। দেখে আমার খুবই ভালো লাগলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90296.17
ETH 3085.37
USDT 1.00
SBD 2.95