একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। || by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ১৪ই আশ্বিন | ১৪৩১ বঙ্গাব্দ | রবিবার | শরৎ-কাল|
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
কিছু মানুষ আছে দুর্ঘটনার নাম শুনলেই চমকে যায় আমিও তার মধ্যে একজন সাদামাটা জীবন যাপন করতে ভালোবাসি তাই হঠাৎ দুর্ঘটনা কারো জীবন বদলে দিবে এমনটা কখনো কল্পনা করতে পারি না। আজকে সকালে আমাদের খোকসাতে মাদ্রাসার চারজন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তারা চারজন সকালবেলা মসজিদে কুরআন শিক্ষার জন্য গিয়েছিল। খবর দেখে যা জানতে পারলাম একসাথে পাঁচ জন শিশু মসজিদ থেকে কুরআন শিক্ষা নিয়ে বাসায় ফিরছিল সেই মুহূর্তে একটি মাইক্রো এসে তাদেরকে ধাক্কা দেয়। মূলত রাস্তা পারাপারের সময় এই ঘটনা ঘটে। যার মধ্যে দুইজন শিশু ঘটনাস্থলে মারা যায় আর দুজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাকি একজন শিশু এখন পর্যন্ত অসংখ্য জনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। সকালে এই খবরটা শোনার পরেই মনটা অনেক খারাপ। ছোট শিশুর এমন দুর্ঘটনার খবর শুনে যে কারো মন খারাপ হবে এটা স্বাভাবিক।
মূলত যাদের বাড়িতে ছোট্ট শিশু আছে তাদের বেশি খারাপ লাগার কথা কারণ ছোট্ট শিশুরা তাদের অঙ্গভঙ্গির মাধ্যমে বড়দেরকে আকৃষ্ট করে বড়দের মনে অঙ্গভঙ্গির মাধ্যমে মনে জায়গা করে নেয়। তাদের প্রতিটা ব্যবহার যেন স্মরণীয় হয়ে থাকে। এই খবরটা যখনই আমি দেখলাম তারপর থেকেই আমার ভাতিজা সাফওয়ান এর কথা বারবার মনে পড়ছিল। যাই হোক সকাল থেকে দুপুর পর্যন্ত নানান চিন্তা করতে করতে দিন পার হয়ে গেল যেহেতু আজকে সারাদিন কুষ্টিয়া শহরে ছিলাম তাই এই খবরটা দেখার পরে ভাতিজাকে আদর করতে খুব ইচ্ছে করছিল। আমি কাজ শেষ করে বিকেলের দিকে চাচার বাসায় গিয়ে খাওয়া-দাওয়া শেষ করে প্রায় চারটার দিকে কুষ্টিয়া থেকে রওনা হলাম।
বাইক নিয়ে মোটামুটি এভারেজ স্পীডে বাসায় ফিরছিলাম এমন মুহূর্তে কুষ্টিয়ার গড়াই নদী পার হয়ে কিছুটা পথ এগিয়ে আসার পর আলাউদ্দিন নগর নামক স্থানে দেখলাম কিছুটা যানজট লেগে আছে। আচ্ছা আপনারা হয়তো হেলথ কেয়ার ঔষধ কোম্পানির নাম সবাই শুনেছেন মূলত এই কোম্পানির মালিকের বাড়ি সেখানে তাই জায়গাটার নাম আলাউদ্দিন নগর রাখা হয়েছে। যাই হোক মূল প্রসঙ্গে আসি দূর থেকে হাইওয়ে রাস্তায় অনেক ভিড় দেখতে পেয়ে ধারণা করেছিলাম হয়তো সেখানে কোন অ্যাক্সিডেন্ট হয়েছে। মূলত দুর্ঘটনা ঘটলেই হতাহতের খবর নিয়ে মানুষ অনেক টেনশনে থাকে আমিও সৃষ্টিকর্তার কাছে দোয়া করছিলাম আল্লাহ সেখানে যাই হয়েছে কোন মানুষের জীবনের যেন ক্ষতি না হয়।
বাইক নিয়ে আমি যখন আরো সামনের দিকে এগিয়ে এলাম তখন দেখতে পেলাম সেখানে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে তখন মনের মধ্যে আরো কৌতুহল সৃষ্টি হলো। নিজের কাছেই প্রশ্ন করছিলাম আসলেই দুর্ঘটনায় কি কোন মানুষের মৃত্যু হয়েছে আবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম আল্লাহ কারো মৃত্যু যেন না হয়। পুরো রাস্তাঘাট আটকে ছিল গাড়ি গুলো পর্যায়ক্রমে দাঁড়িয়ে আছে আমি সেটা দেখে বাইক রাস্তার বাম পাশের সাইডে রেখে ছুটে বিষয়টি দেখতে গেলাম। যাওয়ার আগেই একজন লোককে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তিনি উত্তর দিলেন বাইক এক্সিডেন্ট হয়েছে। যেহেতু অ্যাম্বুলেন্স চলে এসেছে সেহেতু ভেবেছিলাম হয়তো ভয়াবহ কিছু হয়েছে। সামনের দিকে এগিয়ে গিয়ে নিজের চোখে দেখতে চাইছিলাম আসলে পুরো বিষয়টা কি হয়েছে সেখানে।
দেখলাম অ্যাম্বুলেন্সের মধ্যে দুইটা ছেলে চুপচাপ শুয়ে আছে তাদের প্যান্ট জামা কাপড় সবকিছু ছেঁড়া এমনকি শরীরের কিছু অংশ কেটে খুব বাজে অবস্থা। বুঝতে পারলাম তারা বেশ দ্রুতগতিতেই হয়তো বাইক নিয়ে যাচ্ছিল যার কারণে এই অবস্থা হয়েছে। মূলত যখন দুর্ঘটনা ঘটেছে সেই মুহূর্তে অ্যাম্বুলেন্স টি শহরের দিকে যাচ্ছিল তাই সাধারণ লোকজন অ্যাম্বুলেন্সটি দাঁড় করিয়ে ছেলে দুটোকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছে। পাশেই দেখলাম একটি লাল TVS 4V বাইক রাখা হয়েছে। বুঝতে পারলাম এই বাইক নিয়ে হয়তো দুর্ঘটনা ঘটেছে কারণ বাংলাদেশে যতগুলো বাইক এক্সিডেন্ট হয় তার অধিকাংশ এই বাইক নিয়েই এক্সিডেন্ট করে।
মূলত কোনো ভালো রাইডার TVS 4V বাইক রাইড করতে চায়। অনেকেই ব্লগে এই বাইককে খাড়া টান বলে আখ্যায়িত করে থাকে হা হা হা। একজন লোকের কাছে বিস্তারিত জানতে চাওয়ার পর লোকটি বলল বাস এবং সিএনজি এর মাঝে দিয়ে বাজেভাবে ড্রাইভ করে ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটেছে তবে ছেলে দুটের ভাগ্য অনেক ভালো যে এমন মারাত্মক দুর্ঘটের পরেও খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। এক্সিডেন্ট দেখে আমার তো বাইক নিয়ে আসতেই ভয় ভয় লাগছিল মনে হচ্ছিল আল্লাহ কি জানি হবে যাই হোক সবশেষে ছেলে দুইটাকে ইমারজেন্সি হাসপাতালে নিয়ে গেল আর আমিও বাড়ি ফিরে এলাম।
⬇️📥 | ⬇️📥 |
---|---|
ডিভাইস | Samsung galaxy A52 |
ফটোগ্রাফার | @kazi-raihan |
লোকেশন | |
সময় | সেপ্টেম্বর,২০২৪ |
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
রাস্তায় চলাচল করার সময় আমাদের সকলের খুবই সাবধানতার সাথে চলাচল করা উচিত। বিশেষ করে বাইক চালানোর সময় আমাদের একটু বেশি পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট যদি একবার হয়ে যায় সেটা আমাদের সকলেরই জন্য হয়ে যাবে সারা জীবনের কান্না।
আপনার পোস্ট পড়ে অনেক খারাপ লাগলো। আসলে ভাইয়া এমন দুর্ঘটনা যেন কারো জীবনে না ঘটে। সত্যি এমন মর্মান্তিক মৃত্যু সারা জীবনের কান্না হবে এটাই স্বাভাবিক। দোয়াকরি আল্লাহ বাচ্চা দুটিকে জান্নাতুল ফেরদৌস দান করুণ।