টার্গেট ডিসেম্বর সিজন-৪(০৯ স্টিম পাওয়ার বৃদ্ধি) || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আজ -| ৪ঠা আশ্বিন|১৪৩১ বঙ্গাব্দ |বৃহস্পতিবার|


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



1000091906.jpg

Canva দিয়ে তৈরি

শুভ সকাল সবাইকে,

আজকে আবার চলে এলাম নতুন একটি পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।আর @rex-sumon ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মাঝে এমন সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। যদিও এই প্রতিযোগিতাটি বেশ কিছুদিন আগে থেকেই চলে আসছে তবে ২০২৩ সালের পর্ব শেষ করে ২০২৪ সালের পর্ব চালু করা হয়েছে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে নতুন বছরে নতুন টার্গেট সামনে রেখে এগিয়ে চলা। আমার লক্ষ টার্গেট ডিসেম্বর সিজন-৪ তে ৬০০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করা। আমি অলরেডি সেই লক্ষ্য পূরণ করেছি তাই এবার পরবর্তী লক্ষ্য অর্থাৎ ডলফিন হওয়ার উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই প্রতিযোগিতায় এটি আমার ৩৫তম পাওয়ার বৃদ্ধি। প্রতি সপ্তাহে ১টি পাওয়া আপ এর ফলে আমার একাউন্টে এসপির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যা আমার জন্য খুবই ভালো সংবাদ। নিজের একাউন্টের ভ্যালু বৃদ্ধি পেলে কার না ভালো লাগে বলুন। আমি এই প্লাটফর্মে দীর্ঘ দিন কাজ করতে চাই এই জন্যই প্রতি সপ্তাহে একবার করে হলেও পাওয়ার আপ করার চেষ্টা করি। টার্গেট ডিসেম্বর সিজন-৪ কে সামনে রেখে প্রতি সপ্তাহে ২০-২৫ স্টিম পাওয়ার আপ করার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি ০৯ স্টিম পাওয়ার আপ করবো। যখন টার্গেট ডিসেম্বর নিয়ে কাজ শুরু করেছিলাম তখন SBD পে-আউট হত কিন্তু মাঝে কিছুদিন এসবিডি পেয়ে আউট ঠিক মতো হচ্ছিল না তাই বড় এ্যামাউন্টের পাওয়ার বৃদ্ধি করার ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হয়নি। এখন আবার সেই সমস্যাটা অনেকটাই কেটে গিয়েছে তাই আবারও প্রতি সপ্তাহে ওয়ালেটে কিছু এসবিডি জমা হচ্ছে যার কারণে চাইলেই বড় পরিসরে পাওয়ার বৃদ্ধি করতে পারছি।বেশি পরিমাণ স্টিম পেআউট হলে বেশি পরিমাণ স্টিম পাওয়ার বৃদ্ধি করা যায়। এখন SBD পে আউট শুরু হয়েছে তাইতো বড় পরিসরে পাওয়ার বৃদ্ধি করতে পারছি। যদি পুরো ডিসেম্বর মাস পর্যন্ত এরকম এসবিডি পে আউট চালু থাকে তাহলে ধারাবাহিকভাবে বড়পরিসরে পাওয়ার বৃদ্ধি করতে পারব আর তাহলেই আমি আমার পরবর্তী টার্গেট অর্থাৎ এই সিজন-৪ তে ডাবল ডলফিন হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবো ইনশাআল্লাহ।

1000091908.jpg

  • আমার বর্তমান স্টিম পাওয়ার রয়েছে ৬২১৮ স্টিম আর লিকুইড স্টিম রয়েছে ০৯ সেখান থেকে ০৯ স্টিম পাওয়ার আপ করবো।

1000091910.jpg

1000091912.jpg

1000091914.jpg

1000091916.jpg

Screenshot_20220727-064059_Chrome.jpg

Screenshot_20220510-084958_Chrome.jpg

  • পাওয়ার আপ অপশনে গিয়ে পাওয়ার আপ এর উপরে ক্লিক করলাম। আমার লিকুইড স্টিম ০৯ থেকে ০৯ স্টিম পাওয়ার কনর্ভাটে বসিয়ে নিয়ে ওকে করে দিয়েছি। পাওয়ার আপ এ ক্লিক করলাম এবং ওকে করে পাসওয়ার্ড বসিয়ে দিলাম।

1000091920.jpg

  • আমার আগে স্টিম পাওয়ার ছিল ৬২১৮ স্টিম বর্তমান স্টিম পাওয়ার হয়েছে ৬২২৭ স্টিম। আমি পাওয়ার আপ করতে ভালোবাসি। যেটা ভবিষ্যতে চলমান থাকবে।

পূর্বের এসপি৬২১৮
পাওয়ার আপ০৯
বর্তমান এসপি৬২২৭

সমাপ্তি

আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও মাঝে মাঝে বাইক নিয়ে নতুন নতুন জায়গায় ঘুরতে খুবই ভালোবাসি। অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে ভালবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



standard_Discord_Zip.gif

Sort:  
 2 months ago 

নিজের আইডির সক্ষমতা বৃদ্ধির জন্য আপনি অনেক ভালো মানের একটি পাওয়ার আপ করেছেন যা দেখে আমার ভালো লাগলো। আজকে আপনি ৯ স্টিম পাওয়ার আপের মাধ্যমে ৬২২৭.৮৩১ এস পিতে পৌঁছে গেলেন। আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনি যেন আপনার পরবর্তী লক্ষে অতি দ্রুত পৌঁছাতে পারেন।

 last month 

ছোট বড় যে পরিমাণে পাওয়ার বৃদ্ধি করি সেটা ধারাবাহিকভাবে ধরে রাখার চেষ্টা করছি মাত্র।

 2 months ago 

পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতি সপ্তাহে অল্প সংখ্যক হলেও পাওয়ার আপ করা উচিত। আজকে আপনি ৯ স্টিম পাওয়ার আপ করে ধারাবাহিকতা ধরে রাখবেন, দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 last month 

হ্যাঁ আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে নিজের সাধ্যমত পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করতে।

 2 months ago 

আমরা যখন যেভাবে সম্ভব চেষ্টা করে থাকি পাওয়ার বৃদ্ধি করতে। কারন আমরা পাওয়ার বৃদ্ধির মর্ম বুঝি। এই প্লাটফর্মে আমাদের পাওয়ারের কোন বিকল্প নেই। আইডির সক্ষমতা এবং নিজস্ব গতিতে চলতে হলে অবশ্যই পাওয়ার বৃদ্ধি অব্যাহত রাখতে হবে।

 last month 

পাওয়ার বৃদ্ধি মানে দীর্ঘ পথ পাড়ি দেয়ার উদ্দেশ্যে এগিয়ে যাওয়া।

 2 months ago 

পাওয়ার আপ পোষ্ট দেখলে আমার কাছে অন্যরকম ভালো লাগে। আজকে আপনি নয় স্টিম পাওয়ার আপ করেছেন শক্তি বৃদ্ধি করার জন্য। তবে এটি শুনে বেশ ভালো লাগলো আপনি আপনার টার্গেট পূরণ করে এখন ডলফিন অর্জন করার জন্য পাওয়ার আপ করতেছেন। আশা করি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে আপনার ডলফিন লক্ষটিও সহজে পূরণ করতে পারবেন।

 last month 

মূলত পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধির করা সম্ভব এই জন্যই আপনার কাছে হয়তো অন্যরকম ভালো লাগে।

 2 months ago 

নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করার জন্য আজকে ৯ স্টিম পাওয়ার আপ করছেন।স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

এখন তো আর এসবিডি পে আউট হচ্ছে না,তাই সবার পাওয়ার আপ এর পরিমাণ কমে গিয়েছে। যাইহোক আপনি ৯ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৬,২২৭+ এসপি তে পৌঁছে গেলেন। বড় বড় এমাউন্টের পাওয়ার আপ করতে পারলে, এই সিজনে ডাবল ডলফিন অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 last month 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 69473.16
ETH 2427.97
USDT 1.00
SBD 2.37