📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৫৬ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমার বাংলা ব্লগ_20231127_063521_0000.png

Canva দিয়ে তৈরি

প্রতি সপ্তাহেই একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় এই সপ্তাহেও আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। আর এটা আমার ৫৬ তম ফটোগ্রাফি পর্ব। আমি সাধারণত প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি আসলে ফটোগ্রাফি বলতে কোন নির্দিষ্ট একটি সৌন্দর্যকে ফুটিয়ে তোলার যে চেষ্টা সেটাকেই বোঝানো হয় বলে আমি মনে করি। যেমন ধরুন আপনি নদীর পাড়ে গিয়েছেন আর নদীর পাড়ে গিয়ে নদীর সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ইদানিং সকালবেলায় একটু হাটাহাটি করতে যাওয়া হয় যার কারণে বেশিরভাগ ছবিগুলোই সকালবেলা ক্যাপচার করা তাছাড়া মাঝে কিছুদিন অনিয়মিত হয়ে পড়েছিলাম আর সেই মুহূর্তে বেশ কিছু ফটোগ্রাফি পুরাতন অ্যালবামে যুক্ত হয়েছে আর সেগুলো খুব সহজেই এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর আজকে আবার নাইট ফটোগ্রাফি অ্যাড করেছি কারণ বিগত কয়েকটি ফটোগ্রাফি পর্বে রাতের সৌন্দর্যটা তুলে ধরেছি তাই ফটোগ্রাফির ভিন্নতা ধরে রাখতে এই পর্বেও একটি নাইট মুড ফটোগ্রাফি শেয়ার করছি। তবে আজকের এই ফটোগ্রাফি পর্বে পুরাতন অ্যালবাম থেকে কয়েকটি ছবি সংগ্রহ করেছি সেই সাথে নাইট মুডের যে ফটোগ্রাফিটা এখন আপনাদের সাথে শেয়ার করব সেটাও আমার পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা। নিয়মিত ফটোগ্রাফি করে ছবিগুলো আলাদাভাবে সেভ করে রাখি যেটা পরবর্তীতে বিভিন্ন পর্বে তুলে ধরি।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20231120_062449-01.jpeg


সূর্য।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • ইতিমধ্যে হালকা শীত শুরু হয়ে গিয়েছে আর সকালবেলা রোদ শীতের সময় তো আরো মিষ্টি লাগে। ছোট থেকে সব বয়স এর লোকজন দেখবেন শীতের সময় সূর্যের তাপ উপভোগ করার জন্য সকাল বেলায় রোদে বসে থাকে। যাই হোক শীতকালে কুয়াশা পড়ে এটা আমার খুব সবাই জানি, সকাল বেলায় এই কুয়াশার কারণে চারদিকে অনেকটাই অন্ধকার হয়ে থাকে তবে যখনই সূর্য ওঠে তখনই কুয়াশা কেটে যায়। সকালের দিকে শীতকালীন কিছু ফটোগ্রাফি করার জন্য উঠেছিলাম তবে মাঠের মধ্যে গিয়ে লক্ষ্য করলাম ঘাসের সাথে অনেক শিশির কোটা জড়িয়ে আছে তাই সেই শিশির ওটার ছবি তুলতে গিয়ে সূর্যের ছবিও তুলেছিলাম। ঘাসের পিছনে অংশে সূর্যের অবস্থান ছিল তাই সব নিয়ে সূর্যের সৌন্দর্যটা তুলে ধরেছি। তবে ছবি তোলার পরে দেখলাম সূর্যের ছবির চেয়ে ঘাসের আড়ালে সূর্যের অবস্থানের দৃশ্যটা বেশি ভালোভাবে ফুটে উঠেছে।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20231115_073303-01.jpeg


আকাশ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • উপরের আকাশের ছবি দেখে কি মনে হচ্ছে যেন বালিচর পড়েছে?? হ্যাঁ আমিও এই দৃশ্যটা ভেবেই ছবি তুলেছিলাম। এই ছবিটা আমার পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা কিছুদিন আগে আমি শেষ বেলার দিকে আকাশের দিকে লক্ষ্য করলাম আর দেখলাম আকাশটা কেমন জানি সমুদ্র পাড়ের বালির মতো দেখাচ্ছে। যারা নদী বা সমুদ্রের পাড়ে ঘুরতে গিয়েছিলেন তারা হয়তো বালিকে এই অবস্থায় দেখেছেন হ্যাঁ তবে আকাশের সৌন্দর্যটা যে সেভাবে দেখতে পাবো সেটা কিন্তু কল্পনার বাইরে তবে এই সৌন্দর্যটা মাঝে মাঝে লক্ষ্য করা যায় সব সময় নয়। আর তাই আমি সেই সৌন্দর্য থেকে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20231026_220735-01.jpeg


চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • রাতের বেলায় চারিদিকে কুয়াশায় অন্ধকার আর চাঁদের আলোয় আকাশের সৌন্দর্যটা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। যদিও কুয়াশার তীব্রতা তেমন বৃদ্ধি পায়নি তাই চাঁদের সৌন্দর্যটা লক্ষ্য করা যাচ্ছে। আমি ফটোগ্রাফি করার পাশাপাশি কিছু ফটোগ্রাফি আবার পুরাতন অ্যালবামে যুক্ত করে রাখি যাতে পরবর্তীতে সেই ফটোগ্রাফি গুলো আবার শেয়ার করা যায় যেমন সামনে শীতের মৌসুম আর এই শীতের মৌসুমে চাঁদের সৌন্দর্যটা খুব মিস করব। ধরুন এখন শীতের মৌসুম চারিদিকে প্রচন্ড কুয়াশা আর হাড় কাঁপানো শীত পরছে তখন যদি এরকম সুন্দর চাঁদের ফটোগ্রাফি কেউ দেখে তাহলে নিশ্চয়ই গরমের আবহাওয়া তার মনে অটোমেটিক্যালি চলে আসবে কেননা গরমের সময় এরকম চাঁদের সৌন্দর্য সবসময়ই প্রায় লক্ষ্য করা যায়।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20231110_070537-01.jpeg


শিশির ফোটা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • কয়েকদিন ধরেই লক্ষ্য করছি সকালবেলায় মোটামুটি ভালোই কুয়াশা পড়ে। সকালবেলা তো প্রতিদিনই হাঁটতে যাওয়া হয় তো কিছুদিন আগে সকালবেলা হাটাহাটি শেষ করে বাড়ির সামনে এসে চেয়ার পেতে বসলাম আর হালকা সূর্যের রশি এসে গায়ে লাগছিল আর সূর্যরশী থেকে তখন ভিটামিন ডি' গ্রহণ করছিলাম। লক্ষ্য করলাম রাস্তার পাশেই ঘাসের পাতায় কিছু শিশির জমে আছে আর সেটা ধীরে ধীরে নিচের দিকে নেমে একটি বড় শিশির ফোটায় পরিণত হয়েছে। হাতে ফোন ছিল তাই ফোন ক্যামেরার মাধ্যমে এই দৃশ্যটাকে বন্দী করলাম পরবর্তীতে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে তবে সামনে যেহেতু শীতের মৌসুম এমন সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারব।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20231106_161637-01.jpeg


কাশফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবিতে যে কাশফুল দেখা যাচ্ছে এটা তো আর নতুন করে কাউকে বলতে হবে না। কারণ বর্তমানে আমাদের দেশে এমন কোন লোক পাওয়া যাবে না যে কাশফুল দেখলে চিনতে পারবে না। কাশফুলের বিভিন্ন প্রজাতি হয় তবে এটা ভিন্ন ধরনের কাশফুল কেননা এই কাশফুলের সৌন্দর্যটা আলাদা। যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবেন ফুলগুলো একগুচ্ছ আকারে থাকে আমরা সাধারণত যে কাশফুল গুলো দেখি সেগুলো লম্বা আকারে হয়ে থাকে তবে এটা একগুচ্ছ আকারে থাকে যাইহোক সূর্যের আড়াল থেকে কাশফুলের ছবি তুলেছিলাম। মূলত প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর কোন দৃশ্য দেখলেই তো ছবি তুলতে ইচ্ছে করে কেননা প্রতিটা দৃশ্য যে আমাদের এই পরিবারের সাথে শেয়ার করতে হবে তাই আজকে কাশফুলের এই ফটোগ্রাফি টা শেয়ার করলাম।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20231106_163928-01.jpeg


প্রজাপতি।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • পৃথিবীতে হাজারো প্রজাপতি আছে যেগুলো দেখতে বিভিন্ন রকম তবে আমি আজকে একটি প্রজাপতির ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি তাই এই কথাটা বলছি। আসলে ছবিতে যে প্রজাপতিটি দেখতে পাচ্ছেন সেটা কোন ধরনের প্রজাপতি জানিনা তবে আমরা এর আগে নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম সেখানে ঘুরতে গিয়ে নদীর পাড়ে ছোট্ট একটি বরই গাছের পাতার সঙ্গে এই প্রজাপতি বসে থাকতে দেখেছিলাম। অনেক কষ্টে প্রজাপতির ছবি তুলেছিলাম। বেশিরভাগ সময় প্রজাপতির কাছ থেকে ছবি তুলতে গেলে উরে যায় তবে অনেক ধীরে ধীরে কাছে গিয়েছিলাম কিন্তু প্রজাপতি উড়ে যায়নি বলেই ছবি তুলতে পেরেছিলাম যাইহোক কষ্টের ফলটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে সেটা মন্তব্য করে জানাবেন।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20231106_163210-01.jpeg


ধান গাছ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ইতিমধ্য আমাদের এলাকায় জমি থেকে ধান কেটে নেওয়া আসা শুরু হয়ে গিয়েছে। ধান যখনই সোনালী বর্ণ ধারণ করে তখনই কৃষক ধান ঘরে তুলে নেয় আর কৃষকের ঘরে নবান্ন উৎসব শুরু হয়ে যায়। তবে এখনো আমাদের এলাকায় পুরোপুরি ধান কাটার সিজন শুরু হয়নি, অনেকেই ধান কাটা শুরু করেছে তবে পুরোপুরি ধানকাটা শুরু হতে হয়তো আরো কিছুদিন লাগবে যাইহোক সকালের কুয়াশা ঘেরা ফটোগ্রাফি করতে গিয়ে রাস্তার পাশের জমিতে দেখলাম ধান পেকে গিয়েছে। ধানের যে শীষ থাকে সেটা বেঁকে রয়েছে আর তারই পেছনে অংশে রয়েছে সূর্য। ধানের শীষ আর সূর্যকে কেন্দ্র করে ছবি তুলেছিলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করলাম।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 8 months ago 

আপনার প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আমার কাছে প্রতিনিয়ত অনেক বেশি ভালো লাগে। আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করে থাকেন যেগুলো অনেক সুন্দর হয়। শীতের সকালে যদি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করা হয় তাহলে অনেক সুন্দর হয়। এটা কিন্তু ঠিক, কাশফুলের সৌন্দর্য সবকিছু থেকে আলাদা। আর কাশফুল দেখতে আমার অনেক ভালো লাগে।

 8 months ago 

ফটোগ্রাফি পোস্ট আমি যত দেখি, ততই অনেক বেশি মুগ্ধ হয়ে যাই। বিভিন্ন রকমের ফটোগ্রাফি আমার অনেক ভালো লাগে। আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর করে করেছেন। ফটোগ্রাফিগুলো এত বেশি সুন্দর হয়েছে যে, আমি মুগ্ধ হয়েছি দেখে। আপনি প্রত্যেকটা ফটোগ্রাফির সৌন্দর্য সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যা ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারছি।

 8 months ago 

আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফিতে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে । বিশেষ করে আকাশটা এবং কাশফুলের ফটোগ্রাফি দেখতে খুবই দারুন লাগছে ।

 8 months ago 

এটা একদম ঠিক কথা ভাই যদি শখ না থাকে তাহলে কোন জিনিসই ভালোভাবে করা সম্ভব নয়। ফটোগ্রাফি ধারণ করা আপনার শখ তাই তো আপনি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করতে পেরেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে ঘাসের উপর শিশির বিন্দুর ফটোগ্রাফি এবং কাশফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 8 months ago 

দারুন কিছু ফটোগ্রাফি আপনি দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। বরাবরই আপনার সুন্দর ফটোগ্রাফি করেন আর এই কমিউনিটির মেম্বার এখন প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছে। আপনার আজকের এই ফটোগ্রাফির মধ্যে আমার কাছে কাশফুল এবং শিশিরের ভেজা ঘাস এর ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে দারুনভাবে আপনি ক্যাপচার করেছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি আমি দেখার অপেক্ষায় থাকি। কোন টা রেখে কোনটা ভালো বলবো বুঝে উঠতে পারছি না। প্রকৃতির সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মধ্যে ফুটে উঠেছে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। এধরনের ফটোগ্রাফি গুলো দেখার অপেক্ষায় রইলাম।

 8 months ago 

ভাইয়া আপনি বরাবরই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকের প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। চাঁদ সূর্যের সাথে তারার ফটোগ্রাফিটাও করে নিতেন। তাহলে মিলে যেতো। এছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 8 months ago 

খুব দক্ষতার সাথে ফটোগ্রাফি করেন আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আকাশের ফটোগ্রাফি টা সত্যি মুগ্ধ হওয়ার মত। এরকম দৃশ্য আসলেই সমুদ্রের পাড়ে দেখা যায়। খুব সুন্দর ভাবে আকাশের দৃশ্যটি ক্যাপচার করেছেন। অন্যান্য ফটোগ্রাফি গুলোও খুব ভালো ছিল। কাশফুল এবং ধান গাছের ফটোগ্রাফি দুটি ব্যাকগ্রাউন্ড এর কারনে খুবই ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64074.25
ETH 3195.10
USDT 1.00
SBD 2.62