🌷"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১১||📷 শীতকালীন প্রাকৃতিক দৃশ্য ||( ১০%লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি কাজী রায়হান। আমার ইউজার নেমঃ@kazi-raihan।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য হোক বা কৃত্রিম দৃশ্য হোক সেগুলো ছবি তোলার মাধ্যমে সৌন্দর্যকে স্থায়ীভাবে সংরক্ষন করাই মূলত ফটোগ্রাফি বোঝায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির Founder @rme দাদা শীতকাল উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রতিযোগিতাটি হল শীতকালীন প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা বা শীতকালীন প্রাকৃতিক ফটোগ্রাফি। এ বছরে শীতের মৌসুম টায় বেশ শীত পড়েছে। তবে প্রতি বছরের চেয়ে এ বছরে কুয়াশার পরিমাণ একটু কম ছিল। যদিও করোনার কারণে শীতের মৌসুম টা সেই ভাবে উপভোগ করা হয়নি। তারপরেও যেটুকু ঘোরাঘুরি করেছি তারই পরিপ্রেক্ষিতে কিছু শীতকালীন দৃশ্য শেয়ার করব। বাংলাদেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোটামুটি ভালোই শীত পড়ে। আমি নভেম্বর মাস থেকে এ পর্যন্ত যেসব শীতকালীন ছবি তুলেছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।


ফটোগ্রাফি -০১

20211124_092357-01.jpeg

20211124_092434-01.jpeg


কুয়াশাচ্ছন্ন মীর মশাররফ সেতু
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • ছবিগুলো ২০২১ সালের নভেম্বর মাসে তোলা হয়েছিল। ব্যক্তিগত কাজে ভোর বেলায় কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হই কিছু সময় যাত্রা করার পর বুঝতে পারলাম আজকের আবহাওয়াটা কুয়াশায় অন্ধকার থাকবে কেননা সকাল আটটা বেজে উঠার পরেও সূর্যের কোন খোঁজ নেই আর চারিদিকে একদম কুয়াশায় অন্ধকার। যদিও চারিদিকে কুয়াশার অন্ধকার হয়ে থাকাটা শীতকালের সৌন্দর্য বলা চলে। কুয়াশার পরিমাণ এত বেশি ছিল যে মীর মশাররফ হোসেন সেতুর উপর থেকে ব্রিটিশ আমলে তৈরি হওয়া রেল সেতু টি স্পষ্ট দেখা যাচ্ছিল না। একদম আবহাওয়া দেখে মনে হচ্ছিল যেন শৈত্যপ্রবাহ শুরু হয়ে গিয়েছে।

ফটোগ্রাফি -০২


20220130_072513-01.jpeg

20220130_072519-01.jpeg

20220131_174213.heic-01.jpeg


শীতের সকালে সূর্যের হাতছানি
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • শীতকালে আসলে খুব সকাল বেলা ঘুম থেকে ওঠা হয়না যার কারণে সূর্যের দেখাও মেলে না। তবে বিশেষ কোন কাজ পড়লে বাধ্য হয়ে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। গত কয়েকদিন আগে দাদার দেওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য ওঠার চিত্র ধারণ করার চেষ্টা করেছিলাম তার পরিপ্রেক্ষিতে প্রথম দুইটা ছবি তুলেছিলাম। আর বাকি নিচের ছবিটা গতদিনের খুলনা আসার পরে তুলেছি। ছবি দেখে মনে হচ্ছে শহরের কৃত্রিম দেওয়ালের পাশ দিয়ে যেন সূর্য উঁকি দিচ্ছে।

ফটোগ্রাফি -০৩


20220128_090011-01.jpeg

20220128_085949-01.jpeg


শীতের সকালে শিশিরভেজা উদ্ভিদ
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • সকাল বেলা সূর্য সবে রোদের হাসি হেসেছে আর উদ্ভিদগুলোর গায়ে থাকা শিশির গুলো সুন্দর ভাবে ফুটে উঠেছে। শীতের দিনে রাত্রি বেলায় বেশ কুয়াশা দেখা যায়। সকালবেলায় দেখা যায় বিভিন্ন ছোট-বড় উদ্ভিদের গায়ে শিশির লেগে আছে। মূলত কুয়াশায় থাকা জলীয় বাষ্প উদ্ভিদ গুলো টেনে নেয় আর তা শিশির পরিণত হয়। শীতের দিনে উদ্ভিদের বা ছোট ছোট গাছে যে শিশিরগুলো জমে থাকে সেগুলো শীতকালীন উদ্ভিদের অন্যতম সৌন্দর্য বলা চলে। সকালবেলায় ছোট উদ্ভিদের উপরে হাত দিলে শিশিরের হাত ভিজিয়ে যায় এ যেন এক অন্যরকম অনুভূতি।

ফটোগ্রাফি -০৪


20220201_072118-01.jpeg

20220201_072108-01.jpeg

IMG-20220201-WA0007.jpg


শীতের সকালে নিস্তব্ধ আকাশ
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • শীতের সকালে সাধারণত আকাশ একদম নিরব নিস্তব্ধ থাকে। যদি চারিদিকে কুয়াশা থাকে তাহলে আকাশটা কুয়াশায় অন্ধকার থাকে সে ক্ষেত্রে মেঘের দিকে তাকালে সাদা দেখা যায়। আর যদি আকাশ পরিষ্কার থাকে সে ক্ষেত্রে মেঘের দিকে তাকালে নীল আকাশ লক্ষ্য করা যায়। শীতের দিনে যদিও বৃষ্টি অনেক কম হয় যার কারণে আকাশ বেশি নিরব নিস্তব্ধ থাকে। আমার তোলা ছবিতে দেখা যাচ্ছে একটা চিত্রে ঘন কুয়াশার কারণে আকাশটা বেশ সাদা আবার অন্য একটি চিত্রে দেখা যাচ্ছে নীল আকাশ একদম শান্তশিষ্ট।

ফটোগ্রাফি -০৫


IMG-20220201-WA0012-01.jpeg

IMG-20220201-WA0015-01.jpeg


শীতের সকালে নদীর তীরে
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • বেলা বাজে প্রায় ৮ টা কিন্তু সূর্যের কোন খোঁজ নেই। শীতের দিনে সূর্য উঠতে উঠতে প্রায় ১০ টা থেকে ১১ টা বেজে যায়। সকালবেলা নদীর ধারে গিয়ে খুব ঠান্ডা হাওয়া অনুভব করলাম তখন যেন শীতের প্রকোপ খুব পরিমাণ। ঠান্ডা বাতাস আর প্রচণ্ড শীতের কারণে নদীর দিকে কোন লোকজন নেই। জনমানবহীন নদীর ধারে শুধু আমি একাই তবে নদী কেন্দ্রিক দৃশ্য গুলো ভালো লেগেছিল। শীতের সময়ে নদীর জল শুকিয়ে যায় আর কৃষকেরা সেখানে ধান চাষ করে। ছবিতে দেখা যাচ্ছে কৃষকেরা ধান চাষের উপযোগী জমি তৈরি করেছে।

ফটোগ্রাফি -০৬


20211124_091741-01.jpeg

20211124_091930-01.jpeg


শীতের সকালে হাইওয়ে রাস্তা
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • মূলত আমাদের দেশে ডালের চাহিদা পূরণ করার জন্য খেসারি চাষ করা হয়। খেসারি থেকে খেসারির ডাল হয়ে থাকে। খেসারির জমিতে সবুজ উদ্ভিদের মধ্যে নীল রঙের খেসারির ফুলগুলো সবাইকে আকৃষ্ট করে। ঠিক একইভাবে আমি নিজেও খেসারির জমিতে গিয়ে খেসারির নীল রঙের ফুলগুলো দেখে আকৃষ্ট হয়েছিলাম তারই পরিপ্রেক্ষিতে ম্যাক্রো লেন্স দিয়ে কিছু খেসারি ফুলের ছবি তুলেছিলাম যেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

ফটোগ্রাফি -০৭


IMG-20220202-WA0003-01.jpeg

IMG-20220202-WA0000-01.jpeg

IMG-20220202-WA0001-01.jpeg


হঠাৎ সকালের সৌন্দর্য উপভোগ
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • গ্ৰামে শহরের তুলনায় শীত একটু বেশি। শীতের সকালে মানুষের আনাগোনা অনেক কম থাকে। শীতের সকালের প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দি করার উদ্দেশ্যে রওনা হই। আমাদের বাসায় থেকে প্রায় ৪ কিলোমিটার পথ অতিক্রম করার পরেও চারিদিকে কুয়াশা ছিল। বেশ ভালো লাগছিলো কারণ এখনও চারিদিকে কুয়াশা আছে আর আমার ছবি তোলার কাজটা ভালো হবে। সরিষার কিছু ফুল একসাথে করে একটি ছবি তুলেছিলাম। এবং অল্প একটু সামনে এগুতেই নাম না এই ফুলের ছবি তুলেছিলাম।

আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

বাহ দারুন ছব গুলো খুবই সুন্দর হয়েছে। আমার কাছে ছবি গুলো দারুণ লেগেছে। আর আপনার উপস্থাপনাও দারুণ হয়েছে। সব মিলিয়ে বেশ ভাল ছিলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ওয়াও আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি তুলেছেন। সবগুলো ফটোগ্রাফি শীতকাল কে ঘিরে। সবশেষে ভেজা রাস্তায় সরিষার ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর পূর্ব আকাশে সূর্য উঠার দৃশ্য অনেক সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

শীতকালীন পরিবেশের সুন্দর কিছু আলোকচিত্র আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার প্রত্যেকটি আলোকচিত্র আমার কাছে বেশ ভাল লেগেছে বিশেষ করে প্রথম তৃতীয় এবং চতুর্থ ফ্রেমের ফটোগুলো সবথেকে বেস্ট শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 
  • ১ নং ছবিটিতে দেখানো জায়গাটা আমার বেশ পরিচিত। তবে এইরকম কুয়াশাচ্ছন্ন পরিবেশে কখনো জায়গা টা দেখিনি। এবং অন‍্য ছবিগুলো দারুণ ছিল। খুবই সুন্দর গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতা টায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য শুভকামনা।।
 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বেশ ভালই হয়েছে আপনার তোলা ফটোগ্রাফি গুলো।তবে আমার মনে হয় আরেকটু ভালো তোলা হয়তো।যাইহোক প্রতিযোগিতায় শুভকামনা রইলো ভাই আপনার জন্য।,🖤

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

শিশিরভেজা উদ্ভিদের ছবিটি আপনার সেরা ছিল। এছাড়া গ্রামের পথে হেঁটে যাওয়া মানুষের ছবি দিও আমার কাছে বেশ ভালো লাগলো। শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74