লেভেল ৩ হতে আমার অর্জন - By @kawsar8035 || ১০%লাজুক খ্যাঁক ও ৫%এবিবি স্কুল

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগকমিউনিটির সকল সদস্যগণ আসসালামু আলাইকুম

আশা করি সকলে সৃষ্টিকর্তার দয়ায় সুস্থ আছেন এবং ভাল আছেন এবং সেইসাথে পরিবারের সকল সদস্যদের নিয়ে ভালো সময় কাটাচ্ছেন। আমিও ভালো আছি। আমি ইতিমধ্যে লেভেল ৩ এর ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং আমি লিখিত পরীক্ষা দেয়ার জন্য @alsarzilsiam ভাই আমাকে জানিয়েছেন।

লেভেল ৩ এর ক্লাস গুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটি প্রত্যেক লেখক এর জন্য খুবই জরুরী। বিশেষ করে যারা স্টিমিট এ কাজ করেন। কারণ এখানে কিভাবে লেখার সৌন্দর্য বৃদ্ধি করা যায় সেই সম্পর্কে আলোচনা করা হয়েছিল এবং প্রত্যেকে বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। সেই জন্য এবিবি স্কুল এবং এবিবি স্কুলের সকল প্রফেসরগণকে আন্তরিক সাধুবাদ জানাই। এখন আমি লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

20220330_101822.jpg

প্রশ্নঃ মার্কডাউন কি?

উত্তর ⇨ আমরা আমাদের পোস্টে লেখাগুলোর এবং ছবিগুলোর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নির্দিষ্ট কিছু টেক্সট ফরম্যাট ব্যবহার করে থাকি। আর এই নির্দিষ্ট টেক্সট ফরম্যাট এর কোড গুলোকে মার্কডাউন বলে।

প্রশ্নঃ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

উত্তর ⇨ মানুষ মাত্রই সুন্দরের পূজারী। মানুষ স্বভাবতই সুন্দর কিছু খুঁজে বেড়ায়। তাই আমরা যদি এমন ভাবে পোস্ট করি যেন পাঠক তাতে আকৃষ্ট হয় তাহলেই আমাদের লেখা সার্থক। আর পাঠককে আকৃষ্ট করতে হলে অবশ্যই সেই পোষ্টের লেখা কিংবা ছবিগুলোতে জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতা প্রয়োগ করতে হয়। আর নিজেদের সৃজনশীলতা প্রয়োগের অন্যতম মাধ্যম হচ্ছে পোস্টের মধ্যে মার্কডাউন কোড ব্যবহার করা। ফলে পোস্টগুলো দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয় এবং তাতে পাঠক আকৃষ্ট হয়। ফলে ওই পোস্ট পড়তে কোন পাঠকের একঘেয়েমি কিংবা বিরক্তি ভাব আসে না। আর এই কারণে আমাদের পোষ্ট গুলোতে মার্কডাউন কোড ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

উত্তর ⇨ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে, কোডগুলোকে পোস্টের মধ্যে দেখানোর জন্য কোডগুলোর আগে চারটা স্পেস দিতে হবে । তাহলেই কোডগুলো দৃশ্যমান হবে।

প্রশ্নঃ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

UserPostSteem Power
User110500
User2209000

উত্তর ⇨ মার্কডাউন কোডগুলো এবং এর আউটপুট নিচে দেয়া হলঃ

মার্কডাউন কোড:
|User | Post | Steem Power|

|-------|-------|------------------|
|User1|10|500|
|User2|20|9000|

ফলাফল
UserPostSteem Power
User110500
User2209000

প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তর ⇨ প্রথমে তৃতীয় বন্ধনীর মধ্যে যে লেখা বা টেক্সকে বা ফটোকে লিংক আপ করাতে হবে সেটা সম্পর্কে লিখতে হবে, যেমন ছবির উৎস কিংবা ইমেজ সোর্স ইত্যাদি লিখতে হবে। তারপর প্রথম বন্ধনীর মধ্যে সেই নির্দিষ্ট লিংকটি লিখতে হবে। যেমন:

[আমার প্রোফাইল লিংক](https://steemit.com/@kawsar8035)

ফলাফল: আমার প্রোফাইল লিংক

প্রশ্নঃ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তর ⇨ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড গুলো হচ্ছে:-
# Header1
## Header2
### Header3
#### Header4
##### Header5
###### Header6

ফলাফল

Header1

Header2

Header3

Header4

Header5
Header6

প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

উত্তর ⇨ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি হলঃ

<div class ="text-justify"> এখানে আমার লেখাগুলো হবে </div>

প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তর ⇨ কনটেন্টের টপিকস নির্বাচনে ৩ টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেগুলা হলঃ

  • জ্ঞান
  • অভিজ্ঞতা এবং
  • সৃজনশীলতা

প্রশ্নঃ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উত্তর ⇨ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী। কোন টপিকস এর উপর আমরা ব্লগ লিখতে গেলে আমাদের খেয়াল করতে হবে পোস্টটি কতটা গুণগত ও মানসম্পন্ন হচ্ছে। আর গুণগত এবং মানসম্পন্ন পোষ্ট করার জন্য অবশ্যই আমাদের সেই টপিকস এর উপর জ্ঞান থাকতে হবে। না হলে পোস্ট মান সম্পন্ন হবে না। এতে ‌ কোন পাঠক আকৃষ্ট হবে না। তাছাড়া আমরা যদি আমাদের ব্লগিং যাত্রাকে অনেক দূর নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের গুণগত, মানসম্পন্ন এবং কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে হবে। আর এজন্যই আমরা যে বিষয়ে পোস্ট লিখব। সেই বিষয়ের ওপর অবশ্যই আমাদের জ্ঞান থাকতে হবে।

প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তর ⇨ আমি যদি একটি পোস্টে $7 সমমূল্যের ভোট দেই তাহলে আমি $7 এর অর্ধেক $3.5 সমমূল্যের স্টিম পাওয়ার হিসেবে পাবো। কারণ কিউরেটরদের এখানে স্টিম পাওয়ার হিসেবে রিওয়ার্ড দেওয়া হয়।

তাহলে আমি কিউরেশন রিওয়ার্ড পাবো :
$3.5÷$0.50= 7 SP
তাহলে আমি 7SP কিউরেশন রিওয়ার্ড পাব।

প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তর ⇨ পোস্ট পাবলিশ হওয়ার প্রথম পাঁচ মিনিট এবং সপ্তম দিনের শেষ ১২ঘন্টার মধ্যে কিউরেশন থেকে বিরত থাকা এবং পোস্ট পাবলিশ হওয়ার পাঁচ মিনিট পর থেকে ৬দিন ১২ ঘন্টার মধ্যে কিউরেশন করা।

প্রশ্নঃ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

উত্তর ⇨ @Heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। আমরা কিউরেশন করলে সাধারণত কিউরেশন রিওয়ার্ড হিসেবে শুধুমাত্র এসপি পাব। কিন্তু @Heroism কে ডেলিগেশন করলে আমরা এসবিডি এবং এসপি ২টিই পাবো। হিরোইজম কে ডেলিগেশন করলে, বেশি এসপি পাবো। তাছাড়া আমাদের কোয়ালিটি পূর্ণ পোস্টে হিরোইজম আপভোট দেয়,ফলে এখান থেকেও এসবিডি এবং এসপি দুটোই পাওয়া যাবে। তাই বলা যায়, নিজে কিউরেশন করার থেকে @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।

ধন্যবাদ সকলকে আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার লেখাগুলো পড়ার জন্য

এই ফটোগ্রাফি গুলো আমার নিজের তোলা এবং লেখাগুলো সম্পূর্ণই কপিরাইট মুক্ত। কোন ওয়েবসাইট কিংবা কারো কাছ থেকে কপি করা নয়।

IMG-20220226-WA0026.jpg

আমি মোঃ কাউছার হাসান। জন্মসূত্রে একজন বাংলাদেশী নাগরিক। তাই নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করি। কেননা এদেশের প্রকৃতির মাঝে আমার বেড়ে ওঠা এবং এদেশের বুকে আমার বসবাস। পেশায় একজন শিক্ষক এবং ব্যক্তিগতভাবে এক সন্তানের বাবা। সব সময় নতুন কিছু শেখার মাধ্যমে আনন্দ খুঁজে পাই এবং সেইসাথে প্রকৃতির মাঝে ভ্রমণ করার মাধ্যমে নিজেকে খুঁজে পাই।

Sort:  
 2 years ago 

level3 এর পরীক্ষা দিয়েছেন দেখে খুবই ভাল লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে পরীক্ষা দিয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আনসার খুব সুন্দর ভাবে দেওয়ার চেষ্টা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

শুভকামনা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনি সব প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেওয়ার চেস্টা করেছেন। আপনার উপস্থাপনাটিও ভালো ছিলো,, আপনার পরবর্তী লেভেলের জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

খুবই চমৎকার ছিল আপনার। level3 হতে প্রতিটি বিষয়ে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আপনি। এভাবেই এগিয়ে চলুন শুভকামনা রইল আপনার জন্য। আশা করছি পরবর্তী লেভেল ও সাফল্যের সহিত উত্তীর্ণ হতে পারবেন।

 2 years ago 

আপনাদের দোয়া এবং সহযোগিতাই পেলে অবশ্যই পরবর্তী ধাপগুলো সফলতার সহিত উত্তীর্ণ হতে পারব। ধন্যবাদ

 2 years ago 

মার্কডাউনের সব ব্যবহার করা হয়েছে লেভেল-৩ এ। আমি মনে করি লেভেল-৩ আমাদের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। আপনার উপস্থাপ্না অনেক ভালো ছিলো। আশা করি আপনি পরবর্তী লেভেল পেয়ে যাবেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ শুভকামনা জানানোর জন্য।

 2 years ago 

আপনি লেভেল ৩ থেকে অতিক্রম করেছেন দেখে ভালই লাগছে এবং খুব সুন্দর ভাবে এই level-3 পরীক্ষা দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল যেন পরবর্তী লেভেল গুলো এভাবে অতিক্রম করতে পারেন।

 2 years ago 

আশা করি পরবর্তী লেভেলগুলো এভাবেই অতিক্রম করতে পারব। ধন্যবাদ

 2 years ago 

level3 পরীক্ষা দিয়েছেন দেখে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে পরীক্ষাটি দিয়েছেন। আমি নিজেও পরীক্ষাগুলো দিয়েছি। পরীক্ষাগুলো দিয়ে আজ ভেরিফাইড হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

level3 পরীক্ষাটি আপনি অনেক সুন্দর ভাবে দিয়েছেন ভাই। আপনার লেবেল সি পরীক্ষার প্রতিটি টপিক অনেক বোধগম্য হয়েছে। আপনার জন্য দোয়া করি আপনি দ্রুত ভেরিফাইড মেম্বার হয়ে যান ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি কনসেপ্টগুলো ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন আপনার পোষ্টের উপস্থাপন করার ধরন ছিল বেশ দারুন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

আমি মনে করি ভাইয়া আপনি লেভেল ৩ ক্লাস করে অনেক কিছু শিখতে পারছেন। আশাকরি বাকি ক্লাসগুলো গুরুত্ব সহকারে করবেন। তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ভাইয়া।

 2 years ago 

level3 ক্লাস আসলেই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতিটি লেখোকের অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ

 2 years ago 

level3 ক্লাস থেকে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছেন যেটা আমাদের বাজে সুন্দরভাবে উপস্থাপন করে তুলে ধরলেন আপনার আগামী দিনের পথচলা সফল হোক সেটাই কামনা করি আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

শুভকামনা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 57668.08
ETH 2381.55
USDT 1.00
SBD 2.42