লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @kawsar8035 | লাজুক খ্যাঁক এর জন্য ১০%

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

"আমার বাংলা ব্লগ কমিউনিটির" সকলকে জানাই আমার সালাম "আসসালামু আলাইকুম"।

আশা করি সকলে শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভাল আছেন। সেই সাথে আপনারা সকলে আপনাদের পরিবারের সদস্যদের নিয়ে ভালো সময় কাটাচ্ছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমি আপনাদের সাথে যুক্ত হতে পেরে সত্যিই আনন্দিত। আজ আমি আমার এই পোষ্টের মাধ্যমে লেভেল-১ হতে যা অর্জন করেছি এবং শিখতে পেরেছি সেই সম্পর্কে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

শিক্ষার কোন বয়স নেই। তার একটি প্রমাণ হচ্ছে স্টিমিট প্ল্যাটফর্ম। যেখানে অনেক কিছু শেখার আছে। আর এই কাজটি আমাদের সকলের কাছে সহজ করার জন্য "আমার বাংলা ব্লগ কমিউনিটি' এর অধ্যাপক এবং এর সাথে জড়িত সকলে সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। সেজন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেখান থেকে স্টিমিট সম্পর্কিত কিংবা ব্লকচেইন সম্পর্কিত খুঁটিনাটি অনেক কিছু জানতে পারছি।

20220309_092326.jpg

আমি লেভেল-১ এর একজন প্রশিক্ষণার্থী।
গত সপ্তাহে আমি লেভেল-১ এর ক্লাস করেছি। সেখান থেকে যা যা জানতে পেরেছি।

যে বিষয়গুলো সেখানে সুন্দর ভাবে বোঝানো হয়েছে

  • স্টিমিট এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার মধ্যে পার্থক্য

  • ব্লকচেইন

  • ট্যাগ

  • স্প্যামিং

  • প্লাগিয়ারিজম

  • কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট

  • এবিউজ

  • রি-রাইট পোস্ট এবং

  • আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে কি কি নিয়ম মেনে চলতে হবে।

এবিবি স্কুল কর্তৃক নির্দেশিত কিছু প্রশ্নের উত্তর সাজিয়ে লেখার চেষ্টা করছি

প্রশ্নঃ কোন ধরনের এক্টিভিটিজ স্প্যামিং বলে গণ্য হয় ?

উত্তরঃ ⇨ স্প্যামিং শব্দের অর্থ হচ্ছে অযাচিত কিংবা বিরক্তিকর বা অবাঞ্ছিত বা অপ্রাসঙ্গিক কিছু যা বারবার করা হয়। যা বিভিন্ন ভাবে হতে পারে। আমরা যারা জিমেইল ব্যবহার করি সেখানে স্প্যামিং বার্তা গুলো দেখতে পাই যা খুবই বিরক্তিকর।

যে এক্টিভিটিজ গুলো স্প্যামিং বলে গণ্য হয়। সেগুলো হলো:-

  • একেবারে ছোট ছোট পোস্ট করা এবং পোস্ট এর মধ্যে একই ঘটনা ঘুরিয়ে পেচিয়ে বারবার বলা। তাছাড়া একই ঘটনা পর পর পোষ্ট গুলোতে সামান্য ঘুরিয়ে পেচিয়ে শেয়ার করা।
  • কারো অনুমতি ব্যতীত বিনা প্রয়োজনে পোষ্টে কিংবা কমেন্টের মধ্যে বারবার মেনশন করা।

  • অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করা

  • আপভোট কিংবা কমেন্টের জন্য কিংবা সাপোর্ট করার জন্য কাউকে কমেন্ট এর মাধ্যমে অনুরোধ করা কিংবা কাউকে সামান্য "এসপি" পাঠিয়ে আপভোট পাওয়ার জন্য অনুরোধ করা।

  • অযাচিত এবং বিরক্তিকর বার্তা

এগুলো ছাড়াও বিভিন্ন ভাবে স্প্যামিং হতে পারে। ব্লকচেইন এর ক্ষেত্রে স্প্যামিং গ্রহণযোগ্য নয়।

প্রশ্নঃ ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

উত্তরঃ ⇨ কপিরাইট হলো এক ধরনের আইন। যার ফলে একজন প্রকৃত লেখক এর লেখা কিংবা একজন ফটোগ্রাফার এর ফটো তার অনুমতি ব্যতীত অন্য কেউ ব্যবহার করতে পারবে না কিংবা কপি করতে পারবে না। যদি ব্যবহার করে তাহলে সে আইনের আওতায় আসতে হবে। বর্তমানে পৃথিবীর অনেক দেশ কপিরাইট এর ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। আমেরিকা এর মধ্যে অন্যতম। কপিরাইট প্রায় পৃথিবীর সকল দেশেই নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। কপিরাইট আইনের ফলে একজন প্রকৃত মালিকের সকল কিছু সুরক্ষিত থাকে। ফটো কপিরাইট হচ্ছে কপিরাইটের আওতাধীন এই ফটো গুলো কেউ ব্যবহার করতে পারবে না। যদি কেউ এই আইন ভঙ্গ করে ব্যবহার করেন তাহলে তাকে বিধি মোতাবেক শাস্তি গ্রহণ করতে হবে।

প্রশ্নঃ তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

উত্তরঃ ⇨ কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করার জন্য অনেকগুলো সাইট রয়েছে। এর মধ্যে ৩টি সাইট হচ্ছে:
১. পিক্সাবে ( https://pixabay.com/)

২. পিক্সেলস (https://www.pexels.com/)
৩. ফ্রি ইমেইজ (https://www.freeimages.com/)

প্রশ্নঃ পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

উত্তরঃ ⇨ পোস্ট করার পর সেটা পাবলিশ করার জন্য ট্যাগ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে যেন তা হয় প্রাসঙ্গিক। এটি পোস্টকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করার জন্য বিভিন্ন রকম পোস্ট সম্পর্কিত ট্যাগ ব্যবহার করা হয়। যেন কেউ একজন ট্যাগ লিখে সার্চ দিলে সহজে ট্যাগ সম্পর্কিত পোস্ট গুলো তার সামনে চলে আসে। ফলে যে কেউ খুব সহজে ট্যাগ এর মাধ্যমে ট্যাগ সম্পর্কিত পোস্ট গুলো খুঁজে পায়। বলতে গেলে ট্যাগ হচ্ছে এক প্রকার কিওয়ার্ড। ট্যাগ নির্বাচন করার ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমরা কোন বিষয়ে পোস্ট লিখছি এবং কি কি ছবি ব্যবহার করছি। অর্থাৎ আমাদের পোস্ট রিলেটেড ট্যাগ ব্যবহার করতে হবে। এবং সেগুলো অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে।

প্রশ্নঃ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

উত্তরঃ ⇨ প্রতিটি কমিউনিটিতে পোস্ট করার জন্য কিছু নিয়মকানুন থাকে। যেন তা ব্যবহারকারীদের মধ্যে সম্প্রীতি বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে। এই ক্ষেত্রে আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক কিছু বিধি-নিষেধ রয়েছে যেন ওই বিষয়গুলোতে এই কমিউনিটিতে পোস্ট না করা হয়। সেগুলো হলো:-

  • ধর্মীয় সম্পর্কিত

  • রাজনৈতিক সম্পর্কিত

  • গরুর মাংস কিংবা শূকরের মাংস রান্নার রেসিপি শেয়ার করা যাবে না

  • কোন প্রাণী হত্যা, কিংবা আঘাতপ্রাপ্ত, কিংবা নির্যাতনমূলক কিংবা দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত কোন কিছু পোস্ট করা যাবে না।

  • nsfw ট্যাগ ব্যতীত অশ্লীলতা বিষয়ক কিংবা সেক্সুয়াল বিষয়ক কিংবা নুড সম্পর্কিত কোন পোস্ট করা যাবে না।

  • শিশু শ্রমকে সমর্থন করে কোন পোস্ট কিংবা লেখা কিংবা ফটোগ্রাফি শেয়ার করা যাবে না।

  • পোস্ট এর মাধ্যমে অসাম্প্রদায়িকতা যেমন, মিথ্যা, গুজব কিংবা কুসংস্কার ছড়ানো যাবে না।

প্রশ্নঃ প্ল্যাগিয়ারিজম (Plagiarism) সম্পর্কে আপনি কি জানেন?

উত্তরঃ ⇨ প্ল্যাগিয়ারিজম শব্দের সহজ বাংলা হচ্ছে চুরি করা। আমরা যদি কোন ওয়েবসাইট থেকে কিংবা কারো লেখা হুবহু কপি করে কিংবা চুরি করে নিজের পোস্টে ব্যবহার করি এবং নিজের নামে চালিয়ে দিই সেটাই প্ল্যাগিয়ারিজম। কারো লেখা আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়াটাও প্ল্যাগিয়ারিজম এর আওতাধীন। এটি মারাত্মক অপরাধ।

প্রশ্নঃ রি-রাইট আর্টিকেল কাকে বলে?

উত্তরঃ ⇨ যখন আমি কোন ওয়েবসাইট থেকে বিশ্বস্ত লেখা পড়লাম এবং সে লেখাটি আমার ভালো লাগলো। এবং এই লেখাগুলো আমি আমার নিজের মতো করে আমার পোস্টে তুলে ধরলাম। সেটা রি-রাইট আর্টিকেল। তবে এই লেখা কমিউনিটিতে পোস্ট করতে হলে কিছু নিয়ম কানুন রয়েছে। আর এটাই রি রাইট। আর এই রি রাইট আর্টিকেল লেখার ক্ষেত্রে যিনি পোস্ট লিখেছেন তাঁর লেখা শতকরা ৭৫ ভাগ হতে হবে। বাকি ২৫ ভাগ সেখান থেকে নেয়া যাবে। তবে বাকিটুকু আমরা যে সাইট থেকে নিব সেটার সোর্স উল্লেখ করতে হবে।

প্রশ্নঃ একটি পোস্ট কখন ম্যাইক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

উত্তরঃ ⇨ ম্যাইক্রো শব্দ মানে একেবারে ছোট। যখন কোন পোস্টে খুব কম শব্দ ব্যবহার করা হবে। যেমন ১০০ শব্দ এর চেয়েও কম এবং সেই পোষ্টটি শুধুমাত্র একটি ফটোগ্রাফি ব্যবহার করা হবে। সেগুলো মাইক্রো পোস্ট হিসেবে গণ্য হয়।

প্রশ্নঃ প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

উত্তরঃ ⇨ একজন ব্লগার আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ২৪ ঘন্টায় মানে একদিনে সর্বোচ্চ ৩ টি পোস্ট করতে পারবে।

এছাড়াও লেভেল-১ এর ক্লাসে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছিল যা প্রত্যেক ব্যবহারকারীর জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সকল প্রফেসরগণ এবং @abb-school এর সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

Sort:  
 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ২৪ ঘন্টায় মানে একদিনে সর্বোচ্চ একটি পোস্ট করতে পারবে।

এখানে আপনার বুঝতে সামান্য ভুল হয়েছে। এখানে উত্তর হবে ৩ টি পোস্ট। বাদ বাকি বিষয়গুলো আপনি বেশ ভালই বুঝতে পেরেছেন। লেভেল ওয়ান ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। আপনার সফলতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

ধন্যবাদ সঠিক তথ্য দেয়ার জন্য। @rupok ভাই আমি সংশোধন করে নিয়েছি।

 2 years ago 

আমি প্রায়ই একটা কথা বলে থাকি সেটা হচ্ছে অর্জন কখনো হয় না বর্জন। আপনি যদি যথাযথ ভাবে অর্জন করতে পারেন, সেটা আপনার জন্যই থেকে যাবে। এবং কি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে। অনেক ধন্যবাদ এবিবি স্কুলের লেভেলের ক্লাস কমপ্লিট করে আপনি লেখিত আকারে পরীক্ষা দেয়ার জন্য।

 2 years ago 

জি ভাই চমৎকার একটি কথা বলেছেন। কোনো কিছু অর্জন করতে পারলে সেটা আমাদের নিজেদের জন্য অনেক ভালো এবং সেটা ভবিষ্যতে ফলপ্রসূ হয়। ধন্যবাদ

 2 years ago 
কিছু কিছু বিষয় সম্ভবত সংশোধনের প্র‍য়োজন হতে পারে। পরিক্ষা দেওয়ার পর অবশ্যই রিভিশন দেওয়ার প্রয়োজন আছে। যাইহোক, অবশ্যই আমাদের মোডারেটর ভাই/বোন আপনাকে কনফার্ম করবে। শুভকামনা রইলো। 💞
 2 years ago 

জ্বী ভাই। আমি আপনার সাথে একমত। ধন্যবাদ

 2 years ago 

আপনি খুব ভালো একটি কাজ করেছেন এবিবি স্কুলের ক্লাস গুলো করে। বাকি ক্লাসগুলো করে পরীক্ষা গুলো দিয়ে ফেলুন। আশা করি ভালো কিছু হবে। আমি নিজেও পরীক্ষাগুলো দিয়ে আজ ভেরিফাইড হয়েছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জ্বী ভাই! চেষ্টা অব্যাহত থাকবে প্রতিটি ধাপ সুন্দরভাবে শেষ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

লেভেল ওয়ানের' প্রতিটি প্রশ্নের উত্তর অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো আপনার প্রশ্নের উত্তরগুলো দেখে। আপনার জন্য অনেক শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ অনুপ্রেরণা দেয়ার জন্য।

 2 years ago 

লেভেল ওয়ানের সবগুলো প্রশ্ন উত্তর খুব চমৎকার করে দিয়েছেন। আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে আমি লেভেল ওয়ানের' ক্লাসগুলো ক্লাস খুব মনোযোগ দিয়ে করেছেন এবং অনেক কিছু শিখতে পেরেছেন। আশা করছি পরবর্তী লেভেলগুলোতে আপনি এভাবেই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং সবগুলো লেভেল উত্তীর্ণ হবেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

আশা করি পরবর্তী ধাপগুলো মনোযোগ সহকারে করতে পারব এবং ধাপগুলো উত্তীর্ণ হতে পারবো। ধন্যবাদ

 2 years ago 

ওয়াও ভাই অনেক সুন্দর ভাবে লেভেল ওয়ান পরীক্ষাটি আপনি সম্পন্ন করেছেন। লেভেল ওয়ান পরীক্ষায় আপনি স্টিমিট এর বিষয়বস্তু গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সেই সাথে অনেক সাজিয়ে গুছিয়ে পোস্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন সবমিলিয়ে আমার কাছে এ পোস্টটি দারুন লেগেছে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ কমেন্টের মাধ্যমে উৎসাহ প্রদান করার জন্য।

 2 years ago 

আপনি লেভেল ওয়ান থেকে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন সেগুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য একটি কথাই বলতে চাই মনোযোগ সহকারে প্রতিটা লেভেলের ক্লাস গুলো করবেন আর সামনের দিকে অগ্রসর হতে থাকবেন।

 2 years ago 

অবশ্যই চেষ্টা করব মনোযোগ সহকারে প্রতিটি ক্লাস করার জন্য এবং ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68034.95
ETH 3846.82
USDT 1.00
SBD 3.66