গোমতী নদীর সৌন্দর্য উপভোগ

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বাংলা ভাষা-ভাষিগণ। আশা করি, বর্তমানে চলমান করোনা ভাইরাস মহামারীর মধ্যে আপনারা সকলেই নিরাপদ আছেন, সুস্থ আছেন এবং ভাল আছেন।

20210803_120340.jpg

what3words location

Device Name: Samsung Galaxy J7

20210803_120256.jpg

what3words location

Device Name: Samsung Galaxy J7

আজ সকালের দিকে আমি এবং আমার কয়েকজন কলিগ মিলে গোমতী নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য রিক্সা ভ্রমনে বের হই। অবশ্য ভ্রমণটা পূর্ব পরিকল্পনাবিহীন। উদ্দেশ্য ছিল উপজেলা বাজার থেকে উপজেলাতে রিক্সা ভ্রমণ। হঠাৎ আমার একজন কলিগ বলে উঠলেন, চলেন সকলে মিলে গোমতী নদীর তীরে যাই। সেখানে মিনি স্পট তৈরি করা হয়েছে। অনেকটা সী বিচের ন্যায়।

20210803_120252.jpg

what3words location

Device Name: Samsung Galaxy J7

20210803_120303.jpg

what3words location

Device Name: Samsung Galaxy J7

20210803_164625.png

what3words location

Device Name: Samsung Galaxy J7

আমরা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম এবং গোমতী নদীর তীর দিয়ে বয়ে যাওয়া রাস্তা দিয়ে চলা শুরু করলাম। অসাধারণ এক প্রাকৃতিক দৃশ্য এবং মনমুগ্ধকর পরিবেশ। সেই সাথে গোমতী নদীতে বয়ে যাওয়া ছোট ছোট নৌকা এবং ট্রলার চলার দৃশ্য সব মিলিয়ে পরিবেশটা বেশ অসাধারণ ছিল। আর বর্তমানে বর্ষাকাল হওয়ার কারণে নদীতে অনেক পানি এবং সেইসাথে নদী তীরবর্তী জমিগুলো পানিতে তলিয়ে গেছে। ফলে অনেক লোকজন এটিকে মিনি কক্সবাজার বলে আখ্যায়িত করে থাকেন।

20210803-120336.jpg

what3words location

Device Name: Samsung Galaxy J7

20210803-120209.jpg

what3words location

Device Name: Samsung Galaxy J7

20210803-115802.jpg

what3words location

Device Name: Samsung Galaxy J7

20210803-164642.png

what3words location

Device Name: Samsung Galaxy J7

আমরা সকলেই জানি যে, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এবং এই দেশে ছোট-বড় অনেক নদী রয়েছে। গোমতী নদী এর মধ্যে অন্যতম। আর বাংলাদেশের অন্যতম একটি জেলা কুমিল্লা গোমতী নদীর তীরে অবস্থিত। গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়। তার কারণ সম্ভবত এই নদীতে কোন জোয়ার ভাটা নেই। তাছাড়া এই নদী অনেক মানুষের কাছে যেমন আশীর্বাদস্বরূপ তেমনি অনেক মানুষের কাছে এটি অভিশাপস্বরূপ। এই নদীতে নদী ভাঙ্গনের ফলে অনেক মানুষ তাদের ভিটা-মাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।

যাইহোক এই নদীটি কিছুদিন আগে মৃতপ্রায় ছিল। কিন্তু বর্তমানে এই নদীটি নতুন করে খননের ফলে এটি তার চিরচেনা রূপ খুঁজে পেয়েছে। সেই সাথে প্রকৃতি পেয়েছে অপরূপ সৌন্দর্য। আর এরকম অপরূপ সৌন্দর্যে কিছু সময় ঘুরে বেড়াতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত হয়েছিলাম এবং এই মুহূর্তটি উপভোগ করেছিলাম।

ধন্যবাদ এবং শুভেচ্ছান্তে

MYXJ_20200109171911_fast.jpg

আমি মোঃ কাউছার হাসান। জন্মসূত্রে একজন বাংলাদেশী নাগরিক। তাই নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করি। কেননা এদেশের প্রকৃতির মাঝে আমার বেড়ে ওঠা এবং এদেশের বুকে আমার বসবাস। পেশায় একজন শিক্ষক এবং ব্যক্তিগতভাবে এক সন্তানের বাবা। সব সময় নতুন কিছু শেখার মাধ্যমে আনন্দ খুঁজে পাই এবং সেইসাথে প্রকৃতির মাঝে ভ্রমণ করার মাধ্যমে নিজেকে খুঁজে পাই।

Sort:  
 3 years ago 

ভাইয়া নদীটি দেখে মনে হচ্ছে বেশি গভীর নয় আর বেশি চওড়া ও নয় ।তবে পূর্বে চওড়া ছিল এটা বেশ বোঝা যাচ্ছে।ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58474.85
ETH 2500.10
USDT 1.00
SBD 2.39