বৃষ্টির দিনে কদম ফুলের ছোঁয়া

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে সংশ্লিষ্ট সকলকে মনের অন্তস্থল থেকে জানাই কদম ফুলের শুভেচ্ছা।

বর্তমানে আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আশা করি এই কঠিন পরিস্থিতির মধ্যেও সকলে সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং ভালো আছেন।

20210730_175844.jpg

what3words location

Device Name: Samsung Galaxy J7

20210730_175048.jpg

what3words location

Device Name: Samsung Galaxy J7

অতীতকালে বর্ষাকালের শুরুতেই গ্রাম অঞ্চলের মধ্যে অসাধারণ একটি ফুলের দৃশ্য চোখে পড়তো। কিন্তু সময় বদলেছে, আমরা আধুনিকায়ন হচ্ছি। আর সেজন্য বাড়ির মধ্যে থাকা কাঠ গাছ গুলো কেটে সেখানে গৃহ নির্মাণ করছি। ফলে হারিয়ে যাচ্ছে বাংলার কিছু সৌন্দর্য। তাদের মধ্যে কদমফুল অন্যতম।

প্রতি বছরের শুরুতেই গাছে গাছে কদম ফুল ফুটে থাকা দৃশ্য দেখা যায়। শহরের মধ্যে এই ফুলটি অনেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের বিক্রি করতে দেখা যায়। হলুদ সাদা রংয়ের গোল বলের মত এই ফুলটি অনেক মেয়েদের খোঁপায় গেঁথে রাখার দৃশ্য চোখে পড়ে। এই ফুলটি এতটাই সুন্দর যে এটি যে কারো দৃষ্টি আকর্ষণ করে থাকে এবং মুগ্ধ করে।

20210730_175242.jpg

what3words location

Device Name: Samsung Galaxy J7

20210730_175228.jpg

what3words location

Device Name: Samsung Galaxy J7

20210730_175215.jpg

what3words location

Device Name: Samsung Galaxy J7

গতকাল বিকেল বেলা যখন গ্রাম্য রাস্তায় হাটতে ছিলাম তখন হঠাৎ এই ফুলের গাছটি চোখে পড়ে। সবুজ পাতার নিচে ফুটে থাকা এই ফুলগুলো কাছ থেকে বেশ ভালো দেখাচ্ছিলো। আমার কাছে বেশ ভালো লেগেছিল। তাই রাস্তা থেকে অনেকক্ষণ চেষ্টা করে নিচে থাকা একটি ডাল থেকে একটি কদম ফুল সংগ্রহ করি। সেই সাথে কিছুক্ষণ সুন্দর্য উপভোগ করি।

20210730_175048.jpg

what3words location

Device Name: Samsung Galaxy J7

20210730_175045.jpg

what3words location

Device Name: Samsung Galaxy J7

20210730_175042.jpg

what3words location

Device Name: Samsung Galaxy J7

ছোটবেলা এই ফুল নিয়ে অনেক খেলা করতাম। কদম ফুল সংগ্রহ করে কদম ফুলের পাঁপড়ি ছাড়িয়ে খেলা করতাম। কদম ফুলের পাপড়ি গুলো তোলা হয়ে গেলে একটি গোলাকৃতি ছোট আকৃতির বলের মত আকৃতির একটি বস্তু পাওয়া যেত এবং সেটি দিয়ে বলের মত করে খেলা করতাম। এখন এগুলো কেবলই স্মৃতি।

এই ছবি গুলো আমার নিজের তোলা এবং লেখাগুলো সম্পূর্ণই প্লেজিয়ারিজম মুক্ত। কোন ওয়েবসাইট কিংবা কারো কাছ থেকে চুরি কিংবা কপি করা নয়।

MYXJ_20200109171911_fast.jpg

আমি মোঃ কাউছার হাসান। জন্মসূত্রে একজন বাংলাদেশী নাগরিক। তাই নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করি। কেননা এদেশের প্রকৃতির মাঝে আমার বেড়ে ওঠা এবং এদেশের বুকে আমার বসবাস। পেশায় একজন শিক্ষক এবং ব্যক্তিগতভাবে এক সন্তানের বাবা। সব সময় নতুন কিছু শেখার মাধ্যমে আনন্দ খুঁজে পাই এবং সেইসাথে প্রকৃতির মাঝে ভ্রমণ করার মাধ্যমে নিজেকে খুঁজে পাই।

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67282.50
ETH 2627.94
USDT 1.00
SBD 2.68